নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

লিভটুগেদার

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮




আলো ঝল মলে এই ঢাকা শহরে তানিম আজ নতুন নয়।এর আগেও বেশ কয়েক বার এসেছে।দু তিন দিন ঘুরে ফিরে আবার চলে গেছে।
ঢাকা শহর তানিমের একদম ভাল লাগে না।তারপরও উচ্চশিক্ষার ক্ষেত্রে তানিম কে এখন থেকে ঢাকা শহরেই থাকতে হবে।
ঢাকা শহরে তানিমের অনেক আত্বীয়ই আছে কিন্তু তানিম কারও কাছে যায়নি।যাবেই বা কি করে,ঢাকা শহরের এই আত্বীয় গুলো সব মূখেই।
সবাই যার যার মত করে আছে।আত্বীয় শব্দটা মনে হয় এই ঢাকা শহরের জন্য প্রযোজ্য নয়।তাই তো তানিম এসে উঠেছে তার বন্ধুর এক বড় ভাইয়ের কাছে।সুমন ভাই খুবই ভাল মানুষ।আপাতত তানিমের থাকা খাওয়ার ব্যবস্থা তিনিই সব কিছু করেছেন।
সুমন ভাই তানিম কে কোন চিন্তা না করে মন দিয়ে পড়া লেখা করতে বললেন।সুমন ভাই বড় একটা চাকুরি করছেন।একা একটা বাসা ভাড়া করে থাকেন।
একটা রুম বড় আরেকটা ছোট কিচেন আর বাথরুম।আমি ছোট রুমটাতে থাকি।এক জন বুয়া রান্না করে দিয়ে যায়।
সুমন ভাই একদিন রাতে আমাকে বললেন-
তানিম আমি না একটা কাজ করে ফেলেছি।জানতে চাইলাম কি কাজ ভাইয়া?
না মানে আমি কাউকে কিছু না জানিয়েই বিয়ে করে ফেলেছি।তোর ভাবি এখন থেকে এখানেই থাকবে।তুই চিন্তা করিস না তুইও আমাদের সাথেই থাকবি।
তোর কাছে অনুরোধ তুই এই বিয়ের কথা কাউকে বলবি না।এমন কি তোর বন্ধু শামীম কেও না।আমি সুমন ভাইকে কথা দিলাম কাউকেই বলব না।
আজ কাল তো এমন হয়ই।ছেলে মেয়ে দু জনে চুরি করে বিয়ে করে,পরে আবার মা-বাবা মেনেও নেয়।পুতুল ভাবি খুবই সুন্দর।
একটি বেসরকারী বিশ্ব বিদ্যালয়ে হোটেল ম্যানেজমেন্টে পড়ছে।সুমন ভাই আর পুতুল ভাবির সাথে আমার দিন গুলো ভালই কেটে যাচ্ছিল।
এর মধ্যে সুমন ভাই বিদেশ যাওয়ার জন্য ভাল একটা সুযোগ পেয়ে যান।ইংল্যান্ডের একটা সেবা দাতা প্রতিষ্ঠানে সুমন ভাইয়ের চাকুরি হয়ে যায়।
দুই বছরের মাথায় আমি ম্যাচে চলে আসি।পুতুল ভাবিও ম্যাচে চলে যায়।সুমন ভাই বিদেশ চলে যাওয়ার পরে আর তেমন যোগাযোগ হয়নি।
পুতুল ভাবির সাথেও যোগাযোগ হত না।এদিকে আমার পড়া লেখা প্রায় শেষের পথে।সে সময় সুমন ভাই দেশে আসে বিয়ে করতে।
আমার বন্ধুর সাথেও আগের মত যোগা যোগ হত না।শামীম আমাকে সুমন ভাইয়ের বিয়েতে যাওয়ার কথা বলেছিল।কিন্তু আমি সময় করে উঠতে পারিনি।
বিয়ে করে সুমন ভাই বৌ বিদেশ নিয়ে গেছে শুনেছি।আমি যেহেতু জানি সুমন ভাই পুতুল ভাবিকে বিয়ে করেছে তাই ভেবেছিলাম পুতুল ভাবিকে হয়তো এখন আয়োজন করে ঘরে তুলে নিয়েছে।বৌ যেহেতু আমার চেনা তাই অতটা আগ্রহ ছিল না আমার সুমন ভাইয়ের বিয়ে নিয়ে।

আমি এর মাঝে একটা বৃত্তি পেয়ে গেলাম ইংল্যান্ডে দুই বছরের পড়ার জন্য।তারপর একদিন চলে গেলাম ইংল্যান্ডে।সুমন ভাইয়ের ফোন নাম্বার আর ঠিকানা নিয়ে নিলাম যাওয়ার আগে।ইংল্যান্ডে ইতিমধ্যে তিন মাস পার করে ফেলেছি।এখনও একদিনও সুযোগ পায়নি সুমন ভাইয়ের সাথে দেখা করার জন্য।একদিন ফোন দিলাম সুমন ভাইকে।সুমন ভাই আমার ফোন পেয়ে খুবই উচ্ছাসিত হলেন।যেতে বললেন একদিন।কোন এক ছুটির দিনে হাজির হলাম সুমন ভাইয়ের বাসায়।পুতুল ভাবিকে দেখার জন্যও মনটা তর সইছিল না।আমাকে দেখে সুমন ভাই বুকে জড়িয়ে ধরলেন।সুমন ভাইয়ের পেছনে একটা অচেনা নারীকে দেখলাম।সুমন ভাই ঘাড় ঘুরিয়ে আমার সাথে পরিচয় করিয়ে দিলেন,এই তোর ভাবি লিজা।আমি যেন আকাশ থেকে পড়লাম।এই মেয়ে যদি সুমন ভাইয়ের বৌ হয় তাহলে পুতুল ভাবি কই।আমি লিজা ভাবির সামনে সুমন ভাইয়ের কাছে কিছু জানতে চাইলাম না।

দুপুরে খেয়েই বেরিয়ে পড়লাম।সুমন ভাই আমাকে এগিয়ে দিতে এল।এক সময় সুমন ভাই আমাকে বললেন,তানিম আমি তোর মুখ দেখেই বুঝেছি তুই লিজাকে দেখে অবাক হয়েছিস।তোকে একটা সত্যি কথা বলি শোন,আমি আর পুতুল লিভটুগেদার করতাম।সুমন ভাইয়ের এ কথা শুনে আমি আবারও আরেকবার আকাশ থেকে পড়লাম।একটা মানুষ লিভটুগেদার করেছে সেটা কত অবলিলায় আমাকে বলে ফেলল!!

হয়তো পশ্চাত্য কালচারে থেকে সুমন ভাই খুব ফ্রি মাইন্ডের হয়ে গেছে।

দেশ থেকে এই সুদূর প্রবাসে এসে দেখে গেলাম একটা লিভটুগেদার করা ছেলে অনেক সুখে আছে।
দেশে ফিরে গিয়ে কি দেখতে পাব একটা লিভটুগেদার করা মেয়েও অনেক সুখে আছে?

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৯

সায়ান তানভি বলেছেন: ভালো লিখেছেন।শুভ কামনা।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সায়ান তানভি

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৪

বিজন রয় বলেছেন: এটা কি সত্যি ঘটনা।?

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: না বিজন দা এটা গল্প

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০

সুমন কর বলেছেন: হাহাহা....এখনো আমাদের দেশে এটা সম্ভব নয় ! গল্প দ্রুত এগিয়ে গেছে।

মোটামুটি লাগল।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫২

মোস্তফা সোহেল বলেছেন: আমার জানা মতে আমাদের দেশে এখন অনেকে লিভটুগেদার করে।আমার এক পরিচিত জনকে একটা মেয়ে নাকি এই অফার করেছিল বোঝেন তাহলে কি অবস্থা।লিখতে চেষ্টা করি জানি বেশি ভাল হয় না ।মোটামুটি ভাল লাগার জন্য ধন্যবাদ সুমন কর।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৯

অলওয়েজ ড্রিম বলেছেন: লিখতে লিখতে নিশ্চয়ই লায়েক হবেন একদিন।

শুভেচ্ছা।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫২

মোস্তফা সোহেল বলেছেন: দোয়া করবেন

৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৩

নকীব কম্পিউটার বলেছেন: মোস্তফা সরোয়ার ফারুকী ভাই তো একটা সিনেমাই বানালেন এর উপর। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে অনেক আগে। আরো এগিয়ে যাবে! অবাক হওয়ার কিছু নেই।

তবে আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নকীব ভাই

৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৯

গেম চেঞ্জার বলেছেন: বেশ উদগ্রীব হয়ে পড়তে হলো। লিভ টুগেদার একেবারে খারাপ জিনিস মনে করেন?

ভাল লিখেছেন, চালিয়ে যান!

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৫

মোস্তফা সোহেল বলেছেন: বিয়ে না করে একটা ছেলে আরেকটা মেয়ে এক সাথে থাকলে সেটাকে খারাপই তো মনে করতে হবে

৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮

নেক্সাস বলেছেন: ভাল লিখেছেন।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অসৎ এবং অমার্জিত পন্থা কখনো ভালো কিছু দিতে পারেনা। এই ধরনের কাজকে ঘৃণা করি।
লেখার স্টাইল ভালো ছিলো!

৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২

প্রামানিক বলেছেন: এটা কি সত্যি ঘটনা?

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৫

মোস্তফা সোহেল বলেছেন: না ভাইয়া এটা গল্প

১০| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৯

উল্টা দূরবীন বলেছেন: ভাল লিখেছেন।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: (অাত্মীয়) লেখা ভালো হইসে; তয় পুরোটাই উত্তম পুরুষে দিলে অারও ভালো হইতো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.