নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক স্টাটাস গুচ্ছ

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৮





১/ সেই আগের মত গরমের ভর দুপুর রোজ আসে।গাছে কাচা আম ঝুলে থাকে।দক্ষিনা বাতাস বয় ঝড়ো হাওয়ার মত।
শুধু ছোট বেলার মত এখন আর আম কুড়ানো হয়না।আম তলায় বসে বলা হয়না, নড়ে ঝড়ে একটা আম পড়ে।


২/ কত আয়োজন কত কিছু তার পরও সময় যেন কিভাবে ফুরিয়ে যায় ।ভাল লাগাটা মনে যতটানা ভর করে ঠিক ততটাই মনে এসে ভর করে খারাপলাগাটাও। আনন্দ আর আনন্দ। খারাপলাগা আর খারাপলাগা। ধুত্তরি আর ভাল্লাগে না ।

৩/ মানুষ কে ভালবাসুন কিন্তু তার উপর অধীকার দেখাবেন না ।ভালোবাসার মানুষের উপর অধীকার দেখালেই আপনাকে কষ্ট পেতে হবে নিশ্চিত।
তবে যারা কষ্টকে বুকে লালন করতে ভালবাসেন তারা ভাল ও বাসতে পারেন অধীকার ও দেখাতে পারেন, কোন সমস্যা নেই ।

৪/ মুরগালেখকের বইপড়েছেন?তারা কিন্তু দারুনলেখে। তাদের বইতে প্রেম-ভালবাসা যৌনতা-ফালতু সেন্টিমেন্ট কি থাকেনা?
ফেসবুকে রাতদিন শাহাবাগ-আমলীগ-বিনপি এইসব লেখা পড়তেপড়তে টায়ার্ড হয়েগেছি।
মুরগালেখকরা কই আপনারা আপনাদের মূল্যবানলেখা পোষ্ট করে আমাদের নির্মলআনন্দ দান করুন।


৫/ কত কিছুর দাম বাড়লো । দাম বাড়তে-বাড়তে আকাশ ছোয়া দামও হইল অনেক কিছুর। কিন্তু শখের তোলা'র দাম সেই আশি টাকায় রইল ।


৬/ যে কোন একটা ঘটনা নিয়ে আমাদের দেশের মিডিয়াই খুবজোর দু-তিনদিন হুলুস্থুলুস হয়।তারপর কেও মনের ভুলেও সে বিষয় নিয়ে কথা বলেনা।
কত ঘটনাই তো ছিল টক অব দ্যা ডে।এখন সেই সব ঘটনা সবই ধুলোচাপা পড়ে গেল!আপনারা হয়তো বলবেন ভাইরে সব সম্ভবের দেশ বাংলাদেশ! তাই মেনে নিলাম সব।

বিভিন্ন সময়ে লেখা আমার ফেসবুক আইডি থেকে নেয়া।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০

কল্লোল পথিক বলেছেন: ৫/ কত কিছুর দাম বাড়লো । দাম বাড়তে-বাড়তে আকাশ ছোয়া দামও হইল অনেক কিছুর। কিন্তু শখের তোলা'র দাম সেই আশি টাকায় রইল ।



ভাল লেগেছে।

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ কল্লোল দা

২| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬

কালনী নদী বলেছেন: ভালো

৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৬

জুয়াড়ি বলেছেন: মানুষ কে ভালবাসুন কিন্তু তার উপর অধীকার দেখাবেন না ।ভালোবাসার মানুষের উপর অধীকার দেখালেই আপনাকে কষ্ট পেতে হবে নিশ্চিত।
তবে যারা কষ্টকে বুকে লালন করতে ভালবাসেন তারা ভাল ও বাসতে পারেন অধীকার ও দেখাতে পারেন, কোন সমস্যা নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.