নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য

২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৫




** বুকের মাঝে কথা গুলো
যায় কি আর দেখা
স্মৃতির পাতায় থাকে
অনেক কিছুই লেখা।


** ভালবাসা দেবে
আশায় থাকি রোজ
মন নিয়ে ছিনিমিনি খেলা
তোমার জন্য সহজ।



** ভাল নয়
আমাদের নীতি
বাংলার চেয়ে
ইংলিশে বেশী প্রীতি।


** এই তো আছি ঢের
মন খারাপ হয়
যখন দেখি
ভালবাসার রকমফের।


** স্বার্থে পড়লে টান
বন্ধুও দেখায় ভান।


** কি দুনিয়া আইল হাইরে
ভাই চেনে না ভাইরে।


** কি আর হবে
ভালবাসা ঢেলে বুকের
শুনলাম শেষ নেই নাকি
তোমার সুখের।


** নাম লিখিয়েছি
স্বার্থপরের খাতায়
আমার নামটি লিখনা আর
তোমার মনের পাতায়।


** ভুলতে গেলেই আমায় কি আর
ভুলতে তোমায় দেব
রোজ গেলেই আগ বাড়িয়ে
তোমার খবর নেব।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৫

কল্লোল পথিক বলেছেন:



বাহ!চমৎকার অনুকাব্য।

২| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৮

কানিজ রিনা বলেছেন: কি দুনিয়া আইলরে ভাই চেনেনা ভাইরে
চাপাতি দিয়ে বেহেস্তে পাঠায় দেয়রে।

৩| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ, চমৎকার কিছু অনুকাব্য... বেশ লাগল!!

৪| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১:০২

অতৃপ্তচোখ বলেছেন: অসাধারণ অনুভূতিশীল। শুভেচ্ছা

৫| ২২ শে জুন, ২০১৬ রাত ৮:২৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কয়েকটি পঙক্তি আমি নিজের মতো করে সাজালাম......

**ভালবাসা দেবে
আশায় থাকি রোজ
আমি থাকি তোমার আশায়
তুমি নাও কার খোঁজ?

**ভাল নয়
আমাদের নীতি
বাংলার চেয়ে বেশী
বাংলিশ প্রীতি।

**স্বার্থে পড়লে টান
বন্ধুও দেয় ইউটার্ন!

হা...হা....হা.......
কেমন হলো ভাই?

আর শেষের দুই পঙক্তি আগেও কোথায় যেন পড়েছি .......

২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লিখেছেন তো।
আপনার স্মরন শক্তি অনেক ঠিকই ধরেছেন শেষের দুই অনুকাব্য আগেও পড়েছেন মনে হয় আমার এই ব্লগেই রিপোষ্ট হয়ে গেছে আর কি হা হা হা

৬| ২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৮

বিজন রয় বলেছেন: প্রথম প্লাসটি আমার।

সবশেষটুকু বেশি ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.