নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

আমি বিলিন হব

০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫


এখন আমি আর নিজেকে কোথাও দেখিনা
না আয়নায়
না কল্পনায়
না অস্তিত্তে
না তোমার চোঁখের গভীরে।


গভীরতা না জেনেই একদিন
তোমার সমূদ্রে ডুব দিতে চেয়েছিলাম
বুঝিনি তা হবে শুধুই অতল।


কারও বুকের সমূদ্রে
হাবুডুবু খেতে খেতে
আমিও খুজেঁ পেয়েছিলাম
এক নিরাপদ আশ্রয়
বুঝিনি তা ছিল চোরা বালি।


এক দিন শখ হল
আমি বিলিন হব
তাই বুঝি নিজেতেই নিজে হারিয়ে গেলাম ।


কেন জানি তার পরও নিজেকে দেখি
তোমার বুকের গভীরে
না কোন প্রতিচ্ছবি নয়
ওটা আমিই ছিলাম

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

মাহির মুনিম বলেছেন:
কারও বুকের সমূদ্রে
হাবুডুবু খেতে খেতে
আমিও খুজেঁ পেয়েছিলাম
এক নিরাপদ আশ্রয়
বুঝিনি তা ছিল চোরা বালি।

খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: অস্তিত্ব
সমুদ্র

বেশ। মোটামুটি।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৪

শাব্দিক হিমু বলেছেন:



কেন জানি তার পরও নিজেকে দেখি
তোমার বুকের গভীরে
না কোন প্রতিচ্ছবি নয়
ওটা আমিই ছিলাম।


দাবিটা ভালো লেগেছে।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে খুব ভালো লেগেছে ।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪১

খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামে এবং শরীরে সম্পাদনা প্রয়োজন। বিলিন<বিলীন হবে।
না কোন প্রতিচ্ছবি নয়
ওটা আমিই ছিলাম
-- বেশ!

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভালো লাগলো। চালিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.