নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সামু ব্লগার কেন ভুলে যাবেন ২০১৬ সালকে ?

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯

ভুলে যাওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। তারপরও মানুষ ইচ্ছে করলেই সব কিছু যেমন মনে রাখতে পারে না আবার তেমনই সব কিছু ভুলেও যেতে পারে না। কিছু কিছু বিষয় মনে থাকে আজীবন।আবার ইচ্ছে করেই আমরা অনেক বিষয় ভুলে যেতে চাই।২০১৬ সালকে আপনি কেন ভুলে যেতে চাইবেন এটাই জানতে হাজির হয়েছিলাম সামুর বেশ কিছু ব্লগারের কাছে,আসুন একেক করে জানি তারা কেন ভুলে যেতে চান ২০১৬ সালকে।


আবু হেনা আশরাফুল - : বয়স বাড়ছে এখন কিছুই মনে রাখতে পারি না আচ্ছা কি যেন জানতে চাইলেন?

আহমেদ জী এস -: বিষয়টা খুবই গোপনীয় আপনাকেও বলা যাবে না আমি কেন ভুলে যেতে চাই ২০১৬ সালকে।

সাদা মনের মানুষ -: জানেনই তো বনে বাদাড়ে ঘুরে বেড়ানোর শখ।তাই বৌরে তেমন সময় দিতে পারিনা যার কারনে এ বছর প্রচুর বৌয়ের ঝাড়ি খেয়েছি ।বৌয়ের ঝাড়ি খাওয়া কেইবা মনে রাখতে চাই বলুন।

আমিই মিসির আলী -: কত মেয়েকে যে এ বছর প্রপোজ করছি তার ঠিক নাই কেউই পাত্তা দিল না। ভাবছি ১৬ সালে যা হইছে সব ভুলে আবার নতুন করে শুরু করব।

নীলপরি :- বাসায় বলেছে বিয়ে দিবে তাই রান্না করা শিখতে হবে একদিন রান্না করতে গিয়ে যা হল তা আর নাই বললাম ঘটনাটা আমি ভুলে যেতে চাই।

শোভন সামস : এবার বান্দর বন ভ্রমনে যেয়ে এক চাকমা মাইয়ারে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তারপর যে চড়টা না খাইলাম ওইটা আমি মনে রাখতে চাই না।

ভ্রমরের ডানা -: ব্লগে গেল বছরটা ভাল গেলেও দু এক জনের সাথে ক্যাচাল বাধছে এটা ভুলে যেতে চাই।

সামিউল ইসলাম বাবু :- এত্ত বড় হইছি তারপরও সবাই বাবু বলে ডাকে। সেদিনতো আমার গার্লফ্রেন্ডও বাবু বলছে, ২০১৬ সাল এত্ত গুলা পঁচা।

সাহাদাৎ হোসেন ( সত্যের ছায়া ) :- দেশটা ডিজিটাল হইল তবু আমি এখনও ডিজিটালের সাধ পাইলাম না। কি হবে ২০১৬ সালকে মনে রেখে।

ড: এম এ আলী :- মানুষ কি ভাবে সব সময় সুখী থাকতে পারে এট নিয়ে গবেষনা করছিলাম কিন্তু সফল হতে পারলাম না তাই এ বছরটাকে ভুলে যেতে চাই।

ফাহমিদা বারী :- সামুতে আমি নতুন বলে আমার লেখা তেমন কেউ পড়ল না । এটা আমি ভুলে যেতে চাই।

শাব্দিক হিমু : এত্ত কবিতা লিখলেও একটা ভুতের কবিতা লিখতে পারিনি। কি হবে আমাকে দিয়ে, সব ভুলে যেতে চাই।

ইতি সামিয়া :- ভেবেছিলাম প্রথম সমূদ্র দর্শনটা ভাল হবে কিন্তু হই নি, কারন টা বলব না। মনে রাখতে চাই না ২০১৬ সাল।

আবু রায়হান ইফাত :- রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে আমার কোন লাভ হবে না। কি হবে ২০১৬ সাল মনে রেখে?

পুলহ -: আমার নামটা কি সুন্দর অথচ একটা ছেলে বলে কিনা আমার নামটা নাকি খুব জটিল। শুধু একারনেই আমি ১৬ সালকে ভুলে যেতে চাই।

আরজু পনি :- নিরাপদ পাবলিক টয়লেট নিয়ে আমার আন্দোলন সফল হয় নি তাই ২০১৬ সালকে ভুলে যেতে চাই।

জুন :- আমার ইয়ে আমাকে বলছে, নাম তোমার জুন নাই কোন গুন। বলেন এমন কথা যে বছরে শোনা লাগল সে বছরকে মনে রাখব কি করে?

অরুনি মায়া অনু :- আমি রাত জেগে এত কবিতা লিখলাম কিন্তু ওর একটাও পছন্দ হল না। তারপরও ২০১৬ সালকে মনে রাখতে বলেন?

সারাফাত রাজ : ঘটনাটা ভারতে ভ্রমনের সময় ওই যে আমি ঘুমিয়ে ছিলাম তার পর ঘুম থেকে উঠে দেখি একটা মেয়ে আমাকে সাপের মত পেচিয়ে শুয়ে আছে এই ঘটনাটা মনে পড়লেই আমি ভয়ে শিউরে উঠি। আর তাই ২০১৬ সাল ভুলে যেতে চাই।

চাঁদ গাজী :- অনেক সত্য জানা সত্তেও আমি গোপন করেছি আমার উচিৎ ছিল সব কিছু সহ ব্লগারদের সাথে শেয়ার করা কিন্তু আমি তা করিনি তাই ২০১৬ সালকে ভুলে যেতে চাই।

দিশে হারা রাজ পুত্র :- এত্ত প্রেমের কবিতা লিখলাম কিন্তু কপালে একখান প্রেম জুটিল না । কি হবে এমন সালকে মনে রেখে?

শাহরিয়ার কবীর : দিশে হারা রাজপুত্রের মত আমারও একই অবস্থা।

হাসান মাহাবুব :- আমি সিনিয়র ব্লগার অথচ অনেক জুনিয়র ব্লগার আমাকে তেমন সম্মানই দেখায় না। মনের দু:খ মনেই থাক। কি হবে এমন সাল মনে রেখে তাই ভুলে যেতে চাই।

সুমন কর :- ১০১ খানা কবিতা লিখলাম ষোড়শীকে নিয়ে তবুও মন গলাতে পারলাম না।ভুলে যাব আমি সব কিছু ভুলে যাব।

ধ্রুবক আলো :- সবার জীবনে এত আলো অথচ আমার শুধু অন্ধকার । তাই ভুলে যাব ২০১৬ সালকে।

সাইফুল্লাহ শামীম : পতেঙ্গা সমূদ্র সৈকতে তাহার সাথে লাগিয়া ছিল ঠুল এটাই ছিল ভুল। প্লীজ ২০১৬ সালকে আর মনে করিয়া দিবেন না।

কামরুন নাহার বিথী :- আমার শখের বাগান খাইয়া ফেলছে দুই টাকার ছাগলে । এই কষ্টের জন্য আমি ভুলে যেতে চাই ২০১৬ সালকে।

প্রামানিক:- ছড়া লিখে যায় কি আর চলা
কেন মনে রাখব না ২০১৬ সাল
এটা সাবার সামনে
যায় নাতো বলা।

সোহানী : ফেসবুকে এত পোষ্ট দেই কেই একটাও লাইক দেয় না। লাইক না পাওয়ার কষ্টটা আমি ভুলে যেতে চাই।

ক্লে ডল : মনে দুঃখে বেড়ায়
ঘুরে বনে-বনে
কি আর হবে
২০১৬ সালকে রেখে মনে।

*** লেখাটা বুঝতেই পারছেন রম্য। কেউ মনে কষ্ট পেলে লেখক দায়ী নয়। আর হ্যা লেখাটা পড়ে আপনারাও জানান কেন ভুলে যেতে চান ২০১৬ সাল কে?

মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

বিজন রয় বলেছেন: ২০১৬ সালকে ভুলবো না। এই সাল আমাকে অনেক কিছু দিয়েছে। আবার কষ্ট দিয়েছেও অনেক। তাই ভোলা যাবে না।
যাবে না।

শুভকামনা রইল।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪১

মোস্তফা সোহেল বলেছেন: আচ্ছা মনেই রাখুন দাদা। ভুলতে হবে না।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩

সামিয়া বলেছেন:

তোমার এই রম্য পোষ্টের জন্য রইলো আমার সমুদ্র ভ্রমনের একখানা ছবির শুভেচ্ছা। :>

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪১

মোস্তফা সোহেল বলেছেন: ছবিটি অনেক সুন্দর ধন্যবাদ আপু

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
শাহরিয়ার কবীর : দিশে হারা রাজপুত্রের মত আমারও একই অবস্থা।

ছ্যঁকা খেঁয়ে ব্যকা হয়েছে যে বীর তার নাম শাহরিয়ার কবীর । B-) B-)

দেখুন তো এবার ঠিক বলেছি কিনা?

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: হ্যা দারুন অন্তমিল হইছে

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
ভ্রমরের ডানা -: ব্লগে গেল বছরটা ভাল গেলেও দু এক জনের সাথে ক্যাচাল বাধছে এটা ভুলে যেতে চাই।

সবকিছু ভুলে গিয়ে ব্লগে ফিরে আসুন !

আপনাকে ভীষন মিস করি ।

আপনার অপেক্ষায় রইলাম।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: উনি মনে হয় কিছু দিন ধরে মিস? ফিরে আসুন ভ্রমরের ডানা

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
জুন :- আমার ইয়ে আমাকে বলছে, নাম তোমার জুন নাই কোন গুন। বলেন এমন কথা যে বছরে শোনা লাগল সে বছরকে মনে রাখব কি করে?

ধুর মিয়া, বড় আপাডারে গুনহীন বানিয়ে দিলেন B-)

মিথ্যা কথা সে কইতেই পারেনা এমন কথা।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

মোস্তফা সোহেল বলেছেন: মনে হয় ভালবেসে কবিতা বলেছিল আপু মাইন্ড খাইছে

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: আবু হেনা আশরাফুল - : বয়স বাড়ছে এখন কিছুই মনে রাখতে পারি না আচ্ছা কি যেন জানতে চাইলেন?

ভাইয়ের কুদ্দুসনামা পড়ে দেখুন B-)

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়ার কুদ্দুস নামা পড়া আছে

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
আহমেদ জী এস -: বিষয়টা খুবই গোপনীয় আপনাকেও বলা যাবে না আমি কেন ভুলে যেতে চাই ২০১৬ সালকে।

@আহমেদ জী এস ভাই আপনি বলে ফেলুন না, কি এমন গোপনীয় বিষয় !!

সবগুলো পড়ে ভালো লাগলো ।আরো ব্লগারদের ভাইদের মন্তব্য করার সুযোগ করে দেই ।

তাই আমি গেলুম .... B-)

ভালো থাকুন।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: আপনিও ভাল থাকুন শাহরিয়ার ভাই

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০

কামরুন নাহার বীথি বলেছেন: কামরুন নাহার বিথী :- আমার শখের বাগান খাইয়া ফেলছে দুই টাকার ছাগলে । এই কষ্টের জন্য আমি ভুলে যেতে চাই ২০১৬ সালকে। ---

পাগলে কী না বলে, ছাগলে কী না খায়!!!

আমার বাগান ছাদে, আর ছাদের চাবি আমার এখতিয়ারেই থাকে। তাই ছাগল যাওয়ার প্রশ্নই আসে না।
তাই পাগল-------- কী যে বলে!!! ;)

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

ক্লে ডল বলেছেন: বেশ কয়েকটা মজার হয়েছে! :)

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

খোলা মনের কথা বলেছেন: চাঁদ গাজী :- অনেক সত্য জানা সত্তেও আমি গোপন করেছি আমার উচিৎ ছিল সব কিছু সহ ব্লগারদের সাথে শেয়ার করা কিন্তু আমি তা করিনি তাই ২০১৬ সালকে ভুলে যেতে চাই।

হাহাহা, সত্যিই লোকটা একটু চাঁপাবাজ ( কথা চেপে রাখে ;) ) আছে। আশা করি আগামি বছর চাঁপাবাজি বাদ দিয়ে তিনি ঝেড়ে কাঁশবেন। =p~ =p~ =p~

ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোষ্ট দেওয়ার জন্য

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

সুমন কর বলেছেন: কবিতা লিখতেই পারি না, আর মন গলা !!! যা লিখি, তা পুড়ে যাবার জন্য, গলাবার জন্য নয়। ১০১ টা লিখতে আমার ২০১ বছর লেগে যাবে !!

রম্য মোটামুটি, আরো সচেতন হবার দরকার ছিল।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জি ভাই এ্ডি সাল কে ভুলা প্রশ্নই ওঠেনা!!!!
আমি ভুলবনা। এই সালেই ত আমার খোকন সোনা এল ।

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৪

মনিরা সুলতানা বলেছেন: না না না নাআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ
এই রকম হিট একটা পোষ্ট এর লেখক কে আমি চিনি না ,এই হতেই পারে না :||
(ইয়ে অবশ্য সে ও আমাকে চিনে না :`> )

তাই আমি ভুলে জেতে চাই এই পোষ্ট কে B-))

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
সাহাদাৎ হোসেন ( সত্যের ছায়া ) :- দেশটা ডিজিটাল হইল তবু আমি এখনও ডিজিটালের সাধ পাইলাম না। কি হবে ২০১৬ সালকে মনে রেখে।


খাইছেরে আমার ঘরে দাত মাজার মেসওয়াক আর একটা ভাংগা মটরোলা মোবাইল সেট এবং একটা ২ ব্যান্ড রেডিও আছে হে জানলো ক্যামতে! ঘরের খবর পরে জানে ক্যামতে।

এখন,
আইভি: এটা শামীম ওসমানের ষড়যন্ত্র।
শামীম ওসমান: এটা আইভির লোকদের কাজ। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।
স্বরাস্ট্রমন্ত্রী: সব মিছা কথা, এইটা খালেদা-তারেক গংদের কাজ।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই ধরণের বিশ্লেষণ মূলক লেখার জন্য তোমার প্রতি শুভ কামনা রইল।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২০

আরজু পনি বলেছেন:
২০১৬ সালে আমার বেশ কিছু দারুণ প্রাপ্তি আছে।
কাজেই ২০১৬ সালটা আমার কাছে সোনার অক্ষরে লেখা থাকবে।

আর পাবলিক টয়লেট আন্দোলন তো পুরাই সফল। B-))
হে হে হে =p~ =p~

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৮

আমিই মিসির আলী বলেছেন: একি!!
ঘরের খবর বাইরে চলে গেল!!!
কেম্নে কি!!

ভুলে যেতে চাই, এই কলঙ্কিত বছর। এই বছর আমি জেনারেলও হয়েছি :(

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

প্রামানিক বলেছেন: কি হবে মনে রেখে ২০১৬ সাল
বিনা কারণে গেছে কত যে আকাল
সেই কথা ভেবে মোস্তফা সোহেল
দেখাইল ব্লগে নতুন একটা খেল।

ধন্যবাদ

২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


"চাঁদ গাজী :- অনেক সত্য জানা সত্তেও আমি গোপন করেছি আমার উচিৎ ছিল সব কিছু সহ ব্লগারদের সাথে শেয়ার করা কিন্তু আমি তা করিনি তাই ২০১৬ সালকে ভুলে যেতে চাই। "

-আপনাকে বললাম, বিষয়টা গোপন রাখবেন, আপনি ব্লগে প্রকাশ করেছেন। আসল কথা কি জানেন, এটা আপনার জন্য পরীক্ষা ছিলো।

২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫০

সিফটিপিন বলেছেন: ২০১৬ সালকে ভুলে যেতে চাই
কারন, আমি এখনও জেনারেলও হতে পারলাম না :(

২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:
মনে রাখার মত কিছুই নাই /:) |-)

সুন্দর মজার পোস্ট।

২৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৬

মো: নিজাম গাজী বলেছেন: amar naam denni tai ami 2016 sal ke vule gelam..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.