নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

কিছু ব্লগারের নাম নিয়ে অনু কাব্য = ০২

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬

কিছু ব্লগারের নাম নিয়ে কাব্য কনা = ০১
কাব্য কনা লিখতে আমার ভালই লাগে। প্রথম পর্বে এগারো জন ব্লগারের নাম নিয়ে লিখেছিলাম। আজ আরও এগারো জন ব্লগারের নাম নিয়ে কাব্য কনা লিখছি। আসলে নাম নিয়ে কাব্য কনা লিখতে গিয়ে দেখলাম কাজটা একেবারে সহজ নয়। নাম নিয়ে অন্তমিল খুঁজে পেতে কষ্ট হচ্ছে। আসলে সমস্যা হল আমার সল্প জ্ঞান।তবু এই সল্প জ্ঞানে প্রিয় কিছু গুনী ব্লগারের নাম নিয়ে লেখা এ কাব্য কনা গুলি আশা করি আপনাদের ভালই লাগবে। কাউকে ছোট কিম্বা কষ্ট দেওয়ার জন্য নয় নিছক আনন্দের জন্যই লেখাটি লিখেছি । ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।

১২/ ** পাহাড়-পর্বত জয় করে
জানিয়ে দিলেন আজ
ভ্রমন ছাড়া কিছুই বোঝেন না
ভাই ** সারাফাত রাজ **।


১৩/ ** সত্যটা করতে প্রকাশ
নেন জীবন বাজী
সামুর হিট ব্লগার
উনি ** চাঁদগাজী **।


১৪/ ** কেমনে লেখেন এত মধুর পদ্য
আজও পাইনি খুঁজে
কোন সূত্র
তিনি ** দিশেহারা রাজ পুত্র **।


১৫/ ** ব্লগে তিনি নিয়মিত
লেখেন কম খুব
তিনার লেখায় মূগদ্ধ পাঠক
ভাই ** হাসান মাহাবুব **।


১৬/ ** নিয়মিত লিখ ব্লগে
রোজ একটা করে দেব বর
তোমার কাছে কবিতার হাতে খড়ি
দাদা ** সুমন কর **।


১৭/ ** কপালে কি সব সময়
জোটে আর ভালো
ফুলের মত সৌরভ ছড়ান
** ধ্রুবক আলো **।


১৮/ ** দরকার ছিল
উনার একটা ছবির
কবিতা উনি ভালই লেখেন
ভাই ** শাহরিয়ার কবীর **।


১৯/ ** গুন ভাই তারই গাই
যার খাই নুন
হাজার গুনে ভরা তিনি
আমাদের প্রিয় ব্লগার ** জুন **।


২০/ ** বুঝেও না বোঝার ভান
কেন কর মনু
কবিতাই তার ভালবাসা
** অরুনি মায়া অনু **।


২১/ ** পেড়ে দে গাছ থেকে
কাঁচা খাব আমটি
খুব জটিল
** পুলহ ** নামটি।


২২/ ** বাজে বেশি
কলসি খালি
কোথায় গেলেন
** আমিই মিসির আলী**।


ভাল হলেও বলবেন খারাপ হলেও বলবেন । সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৮

শায়মা বলেছেন: আরে!!!!!!!!!!!!

আমার নাম কোথায় গেলো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



B:-) B:-) B:-)


আচ্ছা থাক আমিই লিখে দেই........

রোজ রোজ কাব্য লিখেন
খেয়ে গোস্ত পাখির দোয়েল
সামু ব্লগে নাম লিখিয়েছেন
তিনি মোস্তাফা সোহেল......:)

এখুনি আমার কাব্যকনাও তোমার পোস্টে জুড়ে দাও ভাইয়ু!!!!!!!!!!


০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৭

মোস্তফা সোহেল বলেছেন: বাহ আপনিওে তো দারুন কাব্য কনা লিখতে পারেন শায়মা আপু। আপনাকে নিয়েও লিখব আপু।এটা তো ০২ পর্ব লিখলাম । ভাল থাকবেন আপু।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: শায়মা আপু আপনি ০১ পর্বটা পড়তে পারেন

২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯

খায়রুল আহসান বলেছেন: ১৯ নম্বরটা বেস্ট।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: সবগুলো দারুন হয়েছে !

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: ছন্দে হয়তো খুব একটা সবলীলতা নাই, তবে আপনার চেষ্টা খুবই সাবলীল........চলতে থাকুক আপনার কাব্য কনা।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ কামাল ভাই ।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪০

সাদা মনের মানুষ বলেছেন:

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২

মোস্তফা সোহেল বলেছেন: চা খেয়ে সাধ বুঝলাম না ভাই। আপনার চা ফেরত নেন

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: @শায়মা, আমার নাম কোথায় গেলো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! - আপনারটা তো কাব্যকনা-১ এই আছে, ৮ নম্বরে!

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫০

মোস্তফা সোহেল বলেছেন: আরে হ্যা আমি তো ভুলেই গেছি। শায়মা আপুকে নিয়ে তো ০১ পর্বেই লিখেছিলাম-

জানো নাকি বাপু
দেখতে পরীর মত
আমাদের শায়মা আপু।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৯

ধ্রুবক আলো বলেছেন: বাহ্!! এই ছোটখাটো ব্লগারের নামটাও আছে এ অনুকাব্যে!! আবেগে আপ্লুত হয়ে গেলাম।
পুরো কাব্যটাই চমৎকার হইছে,,, +++++
শুভ কামনা রইলো....

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২

মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্রতিও রইল অনেক অনেক শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০১

হাতুড়ে লেখক বলেছেন: আগায়া যান।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৯

মোস্তফা সোহেল বলেছেন: ব্লগারদের নাম নিয়ে লেখালেখি অনেকে পছন্দ করছেন না। তাই মনে হয় আর আগানো হবে না। ভাল থাকবেন।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: প্রচেষ্টাটা ভাল আগায়া যান ভাই মোস্তফা সোহেল !:)

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাই

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৯

সুমন কর বলেছেন: হাহাহা.........এবারেরগুলোও ভালো হয়েছে।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ দাদা

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

শায়মা বলেছেন: হায় হায়
সেইখানে যাই যাই
মোস্তাফা সোহেল এ্যান্ড খায়রুলভাই!!!!!!!!!!

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

রাজীব নুর বলেছেন: দুঃখজনক! কতগুলো পরিবারের ভবিষ্যৎ, স্বপ্ন পুড়ে ছাই।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২

সারাফাত রাজ বলেছেন: হা হা =p~ =p~


ভাই, মজাদার কর্মকান্ড শুরু করেছেন :)

নিজের নাম দেখে কিছুটা বিব্রত হয়েছি :D


অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই। ;)

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

মনিরা সুলতানা বলেছেন: এই ধরনের পোষ্ট গুলো খুব মজার হয় ,ব্লগারদের আড্ডা পোষ্ট ধরণের !
ভালোলেগেছে ,শুভ কামনা :)

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৪

ঢাকাবাসী বলেছেন: সুন্দর হয়েছে।

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: ১৬/ ** নিয়মিত লিখ ব্লগে
রোজ একটা করে দেব বর
তোমার কাছে কবিতার হাতে খড়ি
দাদা ** সুমন কর **।[/sb--------------

আপনার অনুকাব্য খুব খুউব ভাল লাগল।
অনেক অনেক ধন্যবাদ!!

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১২

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । চমৎকার !

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ তো

:) :)

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

অতৃপ্তচোখ বলেছেন: ছন্দের কারিগর ছন্দের তালে তালে ভালই মজা দিয়ে যাচ্ছেন।

শুভকামনা রইল।

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪২

মোস্তফা সোহেল বলেছেন: চেষ্টা করছি আনন্দ দিতে জানিনা পারছি কিনা।

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৩

অতৃপ্তচোখ বলেছেন: যথেষ্ট আনন্দিত ভাই।
এভাবে কিছু পোষ্ট তো অবশ্যই দরকার মাঝেমধ্যে।
কাউকে তো এরকম রসিকতায় রসের ছন্দের ব্যবস্থা করতেই হবে।
আপনার প্রচেষ্টাকে শুভেচ্ছা সাথে অফুরন্ত ভালোবাসা এমন লেখায়।

শুভকামনা রইল

২১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৬

প্রামানিক বলেছেন: খুব ভালো উদ্যোগ এমন লেখার চেষ্টা
নামে নামে ছড়া লিখে ভরিয়ে দাও দেশটা।

এহেন চেষ্টার জন্য অসংখ্য ধন্যবাদ।

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৭

অরুনি মায়া অনু বলেছেন: হা হা হা কোন কথা খানি বুঝিয়াও না বুঝিবার ভান করিয়াছি, বলুন হে কবি মহাশয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.