নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

দুই হালি শীতানুকাব্য

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫




১/ শীত সকালে মিষ্টি রোদে
কিযে লাগে মিঠা
দেশ থেকে বুঝি হারিয়েই গেল
শিতের পুলি-পিঠা।


২/ হয় না কথা অনেক বছর
ভুলেছিস কি মোরে
তুই আর আমি হারিয়ে যেতাম
শীত কুয়াশা ভোরে।


৩/ শীতের ভয়ে তোমার নাকি
কাঁপছে ভিশন বুক
এখন আর খেজুর রসে
ভেজে না এই মুখ।


৪/ অসময়ে অনেক কিছুই
যাচ্ছে নাকি পেঁকে
আগের মত শীতের হিম বুড়িটা
আর বসে না জেকে।


৫/ অবস্থাটা চরম
এই শীতেও নাকি
ঢাকা শহর গরম।


৬/ লাগবে না ঔষধ
যদিও হয়েছে অম্বল
শীতে খুব পাচ্ছি কষ্ট
দিও একটা কম্বল।


৭/ যা বলবে তুমি
নেব মাথা পেতে
চোঁখ জুড়ায় এই শীতের সময়
হলদে সরষে ক্ষেতে।


৮/ দেখতে চাইলে শীতের আসল রুপ
এসো মোর গাঁয়ে
ঘাসে জমা শিশির
লাগবে তোমার পায়ে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: বেশ ভাল লাগল পড়তে!
ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপু। ভাল থাকবেন।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
শীত নিয়ে লেখা অনুকাব্য গুলো খুব সুন্দর হয়েছে ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৭

জাহিদ অনিক বলেছেন: সোয়েটারটা খুলে ছিলাম । অণুকাব্য পড়ে আবার শীত লাগা শুরু করেছে ।
মিঠা আর পিঠা দেন ।
খাই । B-)

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: পিঠার অভাব খুব জাহিদ ভাই পিঠা পাব কই। তবুও আসেন দেখা যাক ব্যবস্থা করা যায় কিনা

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:
কে বলেছে ভাই।
পিঠা গেছে হারাই।
চলে অাসেন বাসাই,
খাইতে দিমু পিঠা মিষ্টি মিঠাই।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩০

সিক্ত শ্রাবণ বলেছেন: সবগুলোই অনেক ভাল লাগলো। :-)

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২

মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। ভাল থাকবেন, অনেক শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.