নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

সবাই সরকারি চাকরিজীবি পাত্র চাই

১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৫



আমার মতে এখন আমাদের দেশে দুই ধরনের লোক আছে এক সরকারি দু্ই বেসরকারি।সরকারি লোকেরা এখন মনে হয় বেসরকারি লোকেদের দুচোঁখে দেখতে পারেন না।পাত্রি দেখতে গেলেই আগে প্রশ্ন ছেলে কি সরকারি চাকুরে?যদি হ্যা হয় তা হলে আসুন না হলে আগে থেকেই ভাগুন।

আমার এক দুসম্পর্কের মামাতো বোন প্রাইমারীর শিক্ষক।আমার এক বন্ধু একদিন আমার কাছ থেকে তার সম্পর্কে খোঁজ খবর নিল।আমি বললাম কি ব্যাপার এত জানতে চাইছিস?পছন্দ করিস নাকি ওকে? বন্ধু বলল আরে না আমি না আমার এক বন্ধু ওকে পছন্দ করে ।এখন ওদের বাসায় যাব প্রস্তাব নিয়ে কার সাথে কথা বলব বল।আমি বললাম জানিস তো মামা বেঁচে নেই কথা বলতে হলে মামীর সাথেই বলতে হবে।বন্ধু একা যাবে না আমাকেও সাথে নিল।বাসায় গিয়ে দেখি মামীর মেজ মেয়েও সে সময় বাসায় ছিল।সব কিছু খুলে বলল আমার বন্ধুটি।তারা জানতে চাইল ছেলে কি করে।বন্ধু বলল একটা কম্পানিতে চাকরি করছে।সাথে সাথে মেজ আপু বলে উঠল না কম্পানিতে চাকরি করা ছেলে চলবে না।আমার বোন সরকারি চাকরি করে আমরা সরকারি চাকরিজীবি দেখেই বিয়ে দেব।কি আর করা আমার বন্ধুটি হতাশ হয়ে ফিরে এল।আর আমার দিকে তাকিয়ে কেমন অদ্ভুত ভাবে বলল।আমাদের কি তা হলে বিয়ে হবে না? আমি বললাম কেন রে ? বন্ধুটি বলল আমরা তো কম্পানিতে চাকরি করি!

আামাদের সমাজে আজকাল কোথাও মেয়ে দেখতে গেলে পাত্রী পক্ষ থেকে ছেলের স্বভাব চরিত্র ভাল কিনা তার বংশ ভাল কিনা এসব কোন কিছু জানতে চাওয়া হয় না।শুধু জানতে চাওয়া হয় ছেলে সরকারী চাকরি করে কিনা।আচ্ছা একটা ছেলে সরকারি চাকরি করলেই অভিবাবকরা কোন কিছু যাচাই না করেই তার কাছে মেয়ে কে তুলে দিবে? একবারও ভাববে না সে ভাল কিনা তার বংশ ভাল কিনা।
আজকাল সরকারি চাকরিজীবিদের মাঝেই অসৎ লোক বেশি।তারাই দেশে দূর্নিতি করছে বেশি।আর বেশির ভাগ সরকারী কর্মকর্তারাই কিন্তু নিম্নশ্রেনীর কর্মকর্তা।
তাই সরকারী চাকরি জীবি ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়ার আগে পাত্র পক্ষের দেখা উচিত ছেলে কোন পোষ্টে চাকরী করেন।
শুধু সরকারী চাকুরি ওয়ালা ছেলে না খুঁজে ভাল ছেলে খুঁজুন। বর্তমান সমাজে ভাল ছেলের বড়ই অভাব।

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৪

আহলান বলেছেন: লেখাটা পড়বেন।

এই যন্ত্রণা অনেক আগে থেকেই চলে আসছে .. :( । আসলে সরকারী চাকরী পাওয়া এবং যাওয়া দুটোই কঠিন। পক্ষান্তরে বেরকারী চাকরীর কোন নিশ্চয়তা নাই। সব মেয়ের বাবা মা চায় তার মেয়ে একটি নিশ্চিত জীবন লাভ করুক। কিন্তু সবার ভাগ্যে সরকারী চাকরী সরকারী বর জুটে না .... বিষয়টা পরে অনুধাবন করে, মেয়ের বয়স বাড়তে থাকলে তখন যাকে পায়ে তার কাছেই প্রত্রস্থ করে। এমন ঘটনাও অনেক দেখেছি।

১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫১

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি আমার পড়া আছে আর লেখাটিতে আমার মন্তব্যও করা আছে। আসলে আমাদের সমাজে এখন ভাল মানুষের কদর নাই। সবাই টাকায় দেখে আগে।

২| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৫

আহলান বলেছেন: এটা ঠিক বলেছেন। আসলেই ভালো মানুষ হওয়ার চিন্তা এখন সমাজে নাই .... সৎ, সততা, পরোপকারিতা, নী-নৈতিকতা সব মনে হয় জাদুঘরে তুলে রাখার মতোন সময় এসে গেছে ... বেয়াদব মানুষদের দাপট এখন সব থেকে বেশী ...

১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৮

মোস্তফা সোহেল বলেছেন: সামনে হয়তো আমাদের জন্য আরও ভয়াভয়ো দিন আসছে

৩| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৫

শান্তি পীর বলেছেন: আল্লাহ তোর মঙ্গল করুন! প্রেম করিস না, বিয়ে কর। আর সুখে থাক।

১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: দোয়া করবেন পীর বাবা

৪| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮

কামরুন নাহার বীথি বলেছেন:
এটা অনেক আগে থেকেই চলে আসছে।
এখন এমনও বলা হয়, বেতন কম কিন্তু ' উপরি ' বেশী, তাই এমন সরকারি চাকুরে ছেলেও যোগ্য পাত্র।
হায়রে দুনিয়া!!!!

১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: আমার এক পরিচিত সরকারি চাকরিজীবি একদিন আমাকে বেশ গর্বের সাথে বলেছিল, আমার বেতনে হাত দেওয়া লাগে না।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৯

সুলতানা সালমা বলেছেন: জীবনের সর্বস্তরে যদি মানুষ ধর্মের নিয়ম-কানুন মেনে চলত , তবে আর এ জটিল অবস্থার সৃৃষ্টি হত না।

১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭

মোস্তফা সোহেল বলেছেন: আপনি ঠিক কথায় বলেছেন আপু। ধন্যবাদ।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: ভাল মন্দ উভয়পক্ষেই আছে। ঢালাওভাবে কোন পক্ষকেই অসৎ বলা সমীচীন নয়। সরকারী কর্মকর্তারা (সবাই নন) হয়তো অসৎ পথে উপার্জন করে থাকেন, কিন্তু তাদেরকে এই অসৎ পয়সার যোগানটা তো দেন বেসরকারী প্রতিষ্ঠানের হর্তাকর্তারাই। কোন বেসরকারী কোম্পানীর যখন কোন সরকারী দপ্তরে কাজ থাকে, তখন তারা সেই দপ্তরে এমন লোক পাঠিয়ে থাকেন যে সরকারী কর্মকর্তাকে 'খুশী' করে কাজটা আদায় করে আনতে পারে। কাজেই, দুর্নীতিটা "টু ওয়ে ট্রাফিক"।
কন্যাদায়গ্রস্ত পিতারা সরকারী চাকুরীজীবি পাত্র খোঁজেন চাকুরীর নিরাপত্তার জন্য। সরকারী চাকুরী পাওয়া যেমন কঠিন, তা হারানোটা আরো কঠিন এক প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়িত হয়। যারা বিসিএস দিয়ে সরকারী কর্মকর্তা হন, নিঃসন্দেহে তারা মেধাবী। চাকুরী জীবনে হয়তো তাদের অনেকে ভুলপথে পা বাড়ান, তবে সামগ্রিক সংখ্যাতত্ত্বে তারা সংখ্যাধিক নন বলে মনে করি।

১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: অবশ্যই ভাল মন্দ উভয় পক্ষই আছে। তবে ভাইয়া আমার মনে হয় বর্তমানে খারাপের পক্ষই বেশী।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১

সুমন কর বলেছেন: সরকারি চাকরিজীবিদের নিশ্চিত একটা ভবিষ্যৎ !!!! এটাই মূল কারণ।

বাকিদের কোন নিশ্চিয়তা নেই। তবে ছেলে, ভাল নাকি মন্দ সেটাই মূখ্য বিষয় হবার দরকার।

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩

মোস্তফা সোহেল বলেছেন: তবে ছেলে, ভাল নাকি মন্দ সেটাই মূখ্য বিষয় হবার দরকার। এটাই ঠিক দাদা।
যারা সরকারি চাকরি করে না তারা তো আর না খেয়ে থাকে না।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

সাহসী সন্তান বলেছেন: সরকারি চাকরিজীবিদের ব্যাপারে বলতে পারি না, তবে কন্যাদ্বায় গ্রস্থ পিতার চাকরিজীবি ছেলে খোঁজার পক্ষপাতি আমি! অনেক গুলো কারণ আছে, যার মধ্যে একটা কারণ হল- 'সাধারনের তুলনায় বেকার ছেলেদের থেকে চাকরিজীবি ছেলেদের টেক কেয়ার ভাবটা একটু বেশি থাকে!'

প্রথমত চাকরির মান সম্মান নিয়ে টানাটানি! দ্বিতীয়তো পেশাগত দিক থেকে তারা উন্নত থাকে! পক্ষান্তরে বেকারদের মেজাজ থাকে খিটখিটে! সংসারে সারাক্ষন ঝগড়া করতেই থাকে! তাছাড়া একজন বাবা চায় তার মেয়েটা স্বামীর সংসারে গিয়ে যেন সুখে দিন যাপন করতে পারে!

তবে সরকারি বেসরকারি ক্যাটাগরি ভাগ করাটা দুঃখজনক!

৯| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: তবে সরকারি বেসরকারি ক্যাটাগরি ভাগ করাটা দুঃখজনক! আসলেই এটাই দুঃখজনক।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ শিক্ষিত হইছে, হাতে এনড্রয়েডে মোবাইল আর কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করছে কিন্তু তার মন-মানষিকতা এখনও নিম্মস্তরে রয়ে গেছে।

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: প্রযুক্তির সাথে আমরা যত সংযুক্ত হচ্ছি ততই আমরা রোবটিক হয়ে যাচ্ছি।

১১| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৯

আজীব ০০৭ বলেছেন: আসলে আমাদের সমাজে এখন ভাল মানুষের কদর নাই। সবাই টাকায় দেখে আগে
আপনার সাথে সহমত।

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: আসলেই ভাল মানুষের এখনকার সমাজে কদর নাই

১২| ১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৬

আলোরিকা বলেছেন: ' শুধু সরকারী চাকুরি ওয়ালা ছেলে না খুঁজে ভাল ছেলে খুঁজুন। বর্তমান সমাজে ভাল ছেলের বড়ই অভাব '---------ভাল ছেলেগুলো কোথায় চলে যায় ??!!

বাবা-মাদের দোষ দিয়ে লাভ নেই সবাই চায় ছেলে- মেয়ে শান্তিতে থাক । তবে আমি ভেবেছিলাম সাম্প্রতিক সময়ে ট্রেন্ড কিছুটা পালটেছে অনেকেই কর্পোরেট সেক্টরে ঝুঁকছে । আমার ধারণা খুব কম মানুষই মনে হয় সার্বিক খোঁজ -খবর না নিয়ে ছেলে -মেয়ের বিয়ে দেন ।

পোস্টে একটি ভাল বিষয়ের অবতারণা করেছেন অনেক বিতর্ক চলতে পারে । ভাল থাকুন। শুভ কামনা :)

১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: ভাল ছেলে আমাদের আশেপাশেই আছে আপু।শুধু একটু খোঁজ খবর নিতে হবে এই যা। আমি আসলে অত বিশদ লিখিনি । আমি একটি ছোট্ট বাস্তব ঘটনা তুলে ধরে একটা ম্যাসাজ দিতে চেয়েছি।আজকাল তো লাক্ষ লাক্ষ টাকা ঘুস দিয়ে সরকারি চাকরিতে অনেকে ঢুকছে আর চারকিতে ঢোকার আগে হিসেব করছে কত বছরে বা কি ভাবে এই ঘুস দেওয়া টাকা উসুল করা যায়। আসলে বিষটা একেবারে ছোট নয়। এটা অনেক বড় বিষয়। তর্ক বিতর্ক করার জন্য আমি লেখাটা লিখিনি। আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮

আলোরিকা বলেছেন: পুনশ্চ: শিরোনামে পাত্র চাই নাকি চায় হবে ।

১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২

মোস্তফা সোহেল বলেছেন: চাই নাকি চায় হবে আমি ঠিক বলতে পারছি না।

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২০

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: একটা কথা বলি।
যারা সরকারি চাকরি করেন তাদের উচিৎ সরকারি চাকরিজীবীই বিয়ে করা। তা না হলে বদলির সময় সমস্যায় পড়তে হয়। দুজনেই সরকারি চাকরিজীবী হলে এক এলাকায় বদলি হওয়া যায়।

১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০

মোস্তফা সোহেল বলেছেন: ভাল পরামর্শ দিয়েছেন।

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১

সামিয়া বলেছেন: এখন পয়েন্ট হচ্ছে তোমাকে কি পাত্রীর বাবা সরকারী চাকরী নাই বলে না করে দিয়েছে??

১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: ঘটনাটা তো দিয়েছি আপু। আমার বন্ধু যে কিনা আমার এক মামাতো বোনের জন্য সম্মন্ধ এনেছিল কিন্তু ছেলে সরকারি চাকরি করেনা বিধায় প্রথমেই না করে দিয়েছে। প্রথমেই না করে তো জানতে পারতো ছেলে কোন কম্পানীতে জব করে বা ছেলের বাড়ি কোথায় ছেলে দেখতে কেমন বা ছেলের চরিত্র ভাল কিনা।আমিও একটা বেসরকারি জব করি আপু। বর্তমানে যে অবস্থা তাতে আর পাত্রি খুঁজতে সাহস পাচ্ছি না।

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬

পবন সরকার বলেছেন: সবাই যদি সরকারী চাকুরিজীবি খোঁজে তাহলে বেসরকারী চাকুরিজীবিরা কাকে বিয়ে করবে? এটা একটা সমস্যা।

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২১

কালীদাস বলেছেন: সব সরকারি চাকরিতে ঘুষ নেই, ফর এক্সাম্পল, আমার টাইপটাতে মানববন্ধন করেও ঘুষ খেতে পারব না :(
আপনার পোস্টের সাথে সহমত, এই মেন্টালিটি চেন্জ হওয়ার দরকার সমাজে।

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৫

প্রামানিক বলেছেন: সরকারী চাকরিজীবি না হলে বিয়ে দেয়া যাবে না এই মানসিকতা পরিবর্তন হওয়া দরকার।

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৭

নীলপরি বলেছেন: দারুন পর্যবেক্ষণ করেছেন ।

মেয়েদের স্বাবলম্বী হওয়াই দরকার । সরকারী চাকরিজীবি খোঁজা মানে তো অন্যের উপর নির্ভরশীল হতে শেখানো নয় কি ?

২০| ১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪

ধ্রুবক আলো বলেছেন: লেখাটার জন্য ধন্যবাদ,
এই বেসরকারি চাকরি করে বেশি বেতন এমন পাত্র দরকার বা সরকারি চাকরি করে কম বেতন হলেও চলবে এ বিষয়ে বড় একটা লেখা লেইখা রাখছি, সাথে ঘুষ দিয়ে চাকরি দেয়া অফার পোষ্ট করবো সময়মত, ভাইকে পড়ার আমন্ত্রন রইলো।

১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। অবশ্যই পড়ব।

২১| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

গেম চেঞ্জার বলেছেন: সরকারি চাকরিজীবী সবাই চায় যে ঠিক তা না তবে মেয়ের ভবিষ্যত চিন্তা করে স্বাবলম্বী পাত্র চায়। আমি যেটা দেখেছি সেটা হলো পাত্রের চাকরি কী, ব্যাংক ব্যালেন্স, গাড়ি, বাড়ি এইসবের ওপর গুরুত্ব বেশি!!

স্বভাব-চরিত্র অপেক্ষা আর্থিক নিরাপত্তা বেশি গুরুত্ব পাচ্ছে বলেই এইসব হয়। :||

অটঃ (সোহেল ভাই, সব মন্তব্যের রিপ্লাই দেওয়া উচিত)

১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৫

মোস্তফা সোহেল বলেছেন: আর্থিক অবস্থা দেখা ভাল তবে স্বভাব চরিত্র ও দেখতে হবে।
আসলে ভাই চেষ্টা তো করি সব মন্তব্যর উত্তর দিতে কিন্তু আসলে সময় পায়নি।

২২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

জীবন সাগর বলেছেন: একদম যুগোপযোগী পোষ্ট। এটি বর্তমান সমাজের পাত্রী অভিভাবকদের একটা রোগও বলতে পারেন।

আপনার শেষ লাইনের শেষাংশ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। খুঁজে পাওয়া মুশকিল।
এরপরও ভাল মানুষে ভরে উঠুক সমাজ, পৃথিবী প্রত্যাশা করি।

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫২

মোস্তফা সোহেল বলেছেন: এরপরও ভাল মানুষে ভরে উঠুক সমা , পাঠে মন্তব্যে ধন্যবাদ

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর বলেছেন।
সরকারী চাকুরি ওয়ালা ছেলে না খুঁজে ভাল ছেলে খুঁজুন।
বর্তমান সমাজে ভাল ছেলের বড়ই অভাব।

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.