নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

কিছু ব্লগারের নাম নিয়ে কাব্য কনা = ৪

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০২




মাঘের শীত বাঘের গায়ে! তাই শীতটা মনে হয় এখন মাঘ মামাই উপভোগ করছে।আমাদের এদিকে শীত নেই বললেই চলে। প্রকৃতিতে কেমন ফাগুন ফাগুন ভাব।
এই শীতে ব্লগে একটা বিষয় খেয়াল করলাম,সকালের দিকে পোষ্ট কম আসে । তারপর বেলা যত বাড়ে ততই পোষ্টের সংখ্যাও বাড়তে থাকে।
এর কারনটা আমার মনে হয় এই শীত কাল। ফাগুন এলে নিশ্চয় সকালের দিকে বেশি-বেশি পোষ্ট দেখতে পাব সামুতে।
বরাবরের মতই এবারও বেশ কিছু ব্লগারের নাম নিয়ে কাব্যকনা লিখতে বসেছি। যারা ব্লগারদের নাম নিয়ে লেখালেখি পছন্দ করেন না তারা এই পোষ্ট থেকে দূরে থাকুন। সবাইকে শীত সকালের মিষ্টি রোদের শুভেচ্ছা জানিয়ে শুরু করি তাহলে-

৩৪/ ** কি হবে এত টাকা কড়ি
চিরস্থায়ী নয় তো এ ধরা
জ্ঞানী ব্লগার চেনের সবাই
উনি ** অপ্সরা **।


৩৫/ ** রোগের আগেই ভালো
নিয়ে নেয়া টিকা
সব সময় হাসি খুশি
আপু ** আলোরিকা **।


৩৬/ ** খুব দ্রুত চলে যায়
সুখের সে ক্ষন
সামু ব্লগে স্বাগতম
** নিয়াজ সুমন **।


৩৭/ ** বেঁচে আছ এতেই কর
প্রভুর সুকুর
তিনি খুব জিনিয়াস
**পদ্ম পুকুর **।


৩৮/ ** খেলা কি ভাল লাগে
না হলে ছয়-চার
সবার প্রিয় উনি
ভাই ** গেম চেন্জার **।


৩৯/ ** না বুঝে বলনা কথা
ক্ষতি হবে বাপু
উনি খুব ফ্রেন্ডলি
** ইতি সামিয়া ** আপু।


৪০/ ** জীবনের সাফল্য
আর কত দূর
নিজেও জানেন না
ভাই ** রাজীব নুর **।

৪১/** মনে-মনে রোজ তুলি
কত শত ছবি
কবিতা তার খুবই প্রিয়
** ভাবুক কবি **।


৪২/ হাসি খুশি মানুষ উনি
সবার প্রতি কি টান
ভালবেসেই হলেন ফতুর
** বিলিয়ার রহমান **।


৪৩/ ** কথা উনি যাই বলেন
সবই নাকি ঠিক
কবিতা লেখা তার হবি
** জাহিদ অনিক **।


৪৪/ কিউট চেহারা
কেড়ে নেয় সব মেয়েদের মন
তবু প্রেমে নয় পাগল
** স্নিগ্ধ শোভন **।

আগের পর্ব গুলি পড়তে চাইলে এখানে ক্লিক করুন

মন্তব্য ৩৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো হয়েছে। ভালো লেগেছে।


উপরের কথাগুলোই আমাকে হাসিয়েছে ভাই।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই

২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫

তোমার জন্য মিনতি বলেছেন: ভালো লাগলো

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫

মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল। ধন্যবাদ।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৭

খায়রুল আহসান বলেছেন: বেয়াল্লিশ নম্বরটা বেস্ট! :) :)

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯

মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ খায়রুল ভাই

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


আপনি এ বিষয়ের উপর আগামী ৫০/৬০ বছর লিখে যেতে পারবেন, মনে হচ্ছে!

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: তা পারব গাজী ভাই, তাহাতে মনে হয় আপনার খুব সমস্যা হবে না?

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৪

নতুন নকিব বলেছেন:


বিনয়ের সাথে জানাচ্ছি- আপনার এ সিরিজটি চালাতে পারলে ভাল হবে, মনে হচ্ছে। কিন্তু লক্ষ্য করে দেখলাম- অযত্ন অবহেলায় প্রতিপালিত শিশুর মত আপনার ছন্দোবদ্ধ লেখাগুলো কেমন শ্রীহীন, বিমর্ষ! আরেকটু যত্নবান হলে লেখাগুলো সুখপাঠ্য হতে পারতো। যেমন-

আপনি লিখেছেন-
৪২/ হাসি খুশি মানুষ উনি
সবার প্রতি কি টান
ভালবেসেই হলেন ফতুর
** বিলিয়ার রহমান **।


এটার পেছনে যদি আরেকটু শ্রম দিতেন। যদি এভাবে লিখতেন-

হাসি খুশি মানুষ উনি
সবার প্রতি টান!
ভালবেসে হলেন সারা
** বিলিয়ার রহমান **।

আবার ৪৪/ টি এরকম হলে কেমন লাগত?
৪৪/ কিউট কিউট চেহারা
কেড়ে নেয় মন!
তবু প্রেমে নয় পাগল
** স্নিগ্ধ শোভন **।


ধন্যবাদ ভাই।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৫

মোস্তফা সোহেল বলেছেন: আসলে নাম নিয়ে অন্তমিল মেলাতে কিছুটি তো সমস্যা হয়ই।এবার থেকে অবশ্যই যদি আবার লিখি তাহলে আরও যত্নবান হব।
সুপরামর্শের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ নকিব ভাই

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো উদ্যোগ। চালিয়ে যান।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ ভাই

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১১

শামীম সরদার নিশু বলেছেন: ভালো লাগল।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৪

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শামীম ভাই

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮

ভ্রমরের ডানা বলেছেন:
৩৯ নং টায় এসে প্যাচ খেয়েছি!

:P :P

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১

মোস্তফা সোহেল বলেছেন: ** না বুঝে বলনা কথা
ক্ষতি হবে বাপু
উনি খুব ফ্রেন্ডলি
** ইতি সামিয়া ** আপু
আমি অত বুঝে লিখিনি ভ্রমরের ডানা। এই কাব্যকনায় বাপু-আপু অন্তমিল ঠিক রেখেছি। পুরাটি কি হয়েছে জানিনা। তবে ইতি সামিয়া আপুর আইডিতে তিনি নিজেকে ফ্রেন্ডলি বলেছেন। তাই এই কাব্যকনাটি লেখা।

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৪

ধ্রুবক আলো বলেছেন: সব গুলোই ভালো, তবে ৪২ নং বেষ্ট।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩১

প্রামানিক বলেছেন: চেষ্টাটা খুব ভালো চালিয়ে যান অবিরাম
একদিন নাম করবে-- যদি না হয় বিধিবাম।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।...........
মাঝে-মাঝে ব্লগে দেখিনা
হয়ে যান নাই
বলুন না থাকেন কোথায়
প্রামানিক ভাই।

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: ভালো লাগলো!!! চলতে থাকুক। :)

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: কি করে গাথি মালা
পাই না খুঁজে সুতো
এমন ফুল দেখে
আমি অভিভূত।.................
ধন্যবাদ বীথি আপু,আপনার ছাদবাগানের ফুলের সৌস্নর্যের মতই সবার মন সৌন্দর্যে ভরে উঠুক।

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: ৪৫।
অনু কাব্যের সিরিজ লেখেন
ভালবাসেন কদবেল
মানুষ মন্দ হলেও মন ভাল তার
তিনি মোস্তফা সোহেল!:)


খাইরুল আহসান ভাই এবং ধ্রুবক আলো ভাই ৪৫ নম্বরটা কেমন হলো!:)

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২০

মোস্তফা সোহেল বলেছেন: ন্যায় কথা বলি সব সময়
কাউরে মারি না তেল
মানুষ ভাল নয় কিন্তু মন ভাল
আমি মোস্তফা সোহেল।...........

আপনার ৪৫ নং কাব্যকনার জন্য ধন্যবাদ ভাই

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯

জাহিদ অনিক বলেছেন: বাকী সবার সাথে আমিও একমত ৩৯ টা জমে নাই !! B-)

আর বিলিয়ার রহমান কে আসলেই আমরো অনেক অনেক হাসিখুশি বলেই মনে হয় ।
সদা প্রাঞ্জল ।

আমাকে নিয়েও একটা লিখেছেন ! সে বিষয়ে কি আর বলব !
একটু লজ্জা লজ্জা লাগছে B-) ;)


ধন্যবাদ ও কৃতজ্ঞতা মোস্তফা সোহেল ভাই

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২১

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ জাহিদ ভাই।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব ভালো লাগলো B-)

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২২

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

শেয়াল বলেছেন: খিক খিক :D B:-/

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একদিন কাব্য কনাগুলো পর্বত হবে । অনেক সুন্দর চিন্তারা বাস করে আপনার মাথায়।

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৮

জুন বলেছেন: ভালোই লাগছে নাম নিয়ে আপনার কাব্য কনা সিরিজ মোস্তফা সোহেল ।

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪

নীলপরি বলেছেন: এবারেরটাও দারুন লাগলো ।

২১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:০৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।

২২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০১

একজন সত্যিকার হিমু বলেছেন: ব্লগারদের নাম নিয়ে আপনার এই নিয়মিত অণুকাব্য সিরিজটি পড়তে খুব ভাল লাগে ।

২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫

সামিয়া বলেছেন: না বুঝে বলনা কথা
ক্ষতি হবে বাপু!!
এমন ধারণা কেন হল??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.