নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

ভাশার মাসে কেউ বানান ভুল করবেননা !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯



এক ভাইয়ের ফেসবুক ওয়ালে দেখলাম লেখাটি,
ফ্রেন্ড লিস্টের একজনে স্ট্যাটাস দিলো " ভাশার মাসে কেউ বানান ভুল করবেননা"।
সেই স্ট্যাটাসে একজন কমেন্ট করল "ভাই আপনার 'ভাষা' শব্ধটা ভুল হইছে"। সেই কমেন্টে একজন রিপ্লাই দিলো " আপনারও তো 'শব্দ' বানানে ভুল হয়েচে"। সেখানে আরেকজন এসে রিপ্লাই দিলো "আগে নিজের বানাম ঠিক করেন, পরে অন্যের ভুল ধইরেন।
এখন আমার কথা হচ্ছে ভাষার মাসে বানান ভুল করলে দোষ আর অন্য মাসে বানান ভুল করলে কোন সমস্যা নেই?
আসলে আমাদের বর্তমানে প্রধান সমস্যা হচ্ছে আমরা সবাই দিবস ভিত্তিক হয়ে যাচ্ছি। ভালবাসা দিবসে আমাদের ভালবাসা উথলে পড়ে। মা-বাবা দিবসে মা-বাবার প্রতি ভালবাসা সব এক দিনেই ঢেলে দেই।
বাংলা আমাদের মাতৃ ভাষা চেতনে কিম্বা অবচেতনে আমরা সবাই আমাদের এই বাংলা ভাষাকে ভালবাসি।কিন্তু ২১ শে ফেব্রুয়ারী এলেই ভাষার প্রতি আমাদের আদিখ্যেতা দেখায়।আমরা বর্তমানে বেশির ভাগ মানুষ বাংলিশ হয়ে গেছি।ফেসবুকে তো সবাই বাংলিশেই লেখে। আমাদের গ্রামের এক ছোট ভাই আমাকে ফেসবুকে প্রাই ম্যাসাজ দেয় hi bro প্রথমে আমার বুঝতে সমস্যা হয়েছে ,পরে বুঝেছি। ফেসবুকে যে কত রকমের শব্দ ব্যাবহার হয় তা আপনারা সকলেই কম বেশি জানেন।
আমরা যদি বংলাকে বুকের মাঝে লালন করে আমাদের প্রাত্যহিক জীবনে তার চর্চা করতাম। তাহলে একটি বিশেষ দিনে বাংলার প্রতি আমাদের এত ভালবাসা দেখানো লাগতো না।
ফেসবুকে একটি ছবি চোঁখে পড়েছে, কোন এক শহীদ মিনারের সামনে কিছু লোক প্রাকৃতিম কর্ম সম্পাদন করছে। নিশ্চয় সেটা ২১ শে ফেব্রুয়ারীর দিন ছিল না। সেটা ছিল অন্য কোন দিন। আর আমার মনে হয় যে মানুষ গুলি প্রকৃতি কর্ম সম্পাদন করছিল তাদের মনে কোন অনুশোচনা কাজ করছিল না। তারা হয়তো ভাষা শহীদদের মন থেকে কখনই অবমানানা করবেনা।তারপরও তারা যদি একটু ভাবতো তাহলে এমন কাজ নিশ্চয় করতে পারত না।
এ সব নিয়ে লিখলে অনেক কিছুই লেখা যায়। লেখা সহজ কিন্তু বাস্তব জীবনে সেই ভাল লেখার বাস্তবায়ন অনেক কঠিন।
আমিও লিখতে গিয়ে অনেক বাংলিশ বলে ফেলেছি। তার জন্য ক্ষমা চাইব না। সবাই তো আজকাল বাংলিশেই বেশি অভ্যস্ত।
আমি লিখতে গেলে বানান খুব বেশি ভুল হয়।প্রিয় ব্লগাররা যখন ভুল ধরে দেন তখন নিজেকে ছোট মনে হয়। কেন বানান ভুল করলাম। বানান ভুলের জন্য কষ্ট পায়।
তাড়াহুড়ো তো থাকেই লিখতে গেলে । তবু যারা বানান ভুল ধরে আমাদের সব ব্লগারকে বাংলা বানান শুদ্ধ করতে সহায়তা করেন তাদের প্রতি রইল অনেক শ্রদ্ধা আর ভালবাসা। ভালবাসি আমার বাংলা ভাষাকে।

ও আমার ভাষা
বাংলা ভাষা
তোমাকে পুষেছি মুখে মুখে
বুকে পুষিনি।
তোমাকে পুষতে চাই মুখেও
তোমাকে পুষতে চাই বুকেও
চোঁখ জুড়ানো মন ভরানো
আমার বাংলা ভাষা।

মন্তব্য ৬৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৫

সঞ্জয় নিপু বলেছেন: যতই দিন যাচ্ছে এই ভুল করা বাঙ্গালীর সংখ্যা বাড়ছে।
বড়ই হতাশ হচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম কি করবে ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: কি আর করবে ২১শে ফেব্রুয়ারী এলেই শুধু বাংলা বলার চেষ্টা করবে।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৯

সাদা মনের মানুষ বলেছেন:
" ভাশার মাসে কেউ বানান ভুল করবেননা"।
সেই স্ট্যাটাসে একজন কমেন্ট করল "ভাই আপনার 'ভাষা' শব্ধটা ভুল হইছে"। সেই কমেন্টে একজন রিপ্লাই দিলো " আপনারও তো 'শব্দ' বানানে ভুল হয়েচে"। সেখানে আরেকজন এসে রিপ্লাই দিলো "আগে নিজের বানাম ঠিক করেন, পরে অন্যের ভুল ধইরেন।
........ব্যাপক বিনোদিত হইলাম :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকে বিনোদন দিতে পেরে আমি আনন্দিত ভাইয়া

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড় দুঃখ জনক, যদিও তখন ভাষার মাস ছিল না, তবুও সেটা হয়েছে আমাদেরই ভুলে আমরা মনে হয় তেমন সচেতন হতে পারিনা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৮

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আলোচনায় আমার আরেক সহব্লগার 'অতৃপ্তচোখ' এর কবিতার কথা মনে পড়ে গেল-
স্বপ্ন হয়ে ছোটে যাই
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যখন দেখি চারিদিকে
ঘুটঘুটে অন্ধকার,
নীরব পৃথিবী, ঘুমন্ত মানুষ
জনপথ শূন্য ম্লান।
রাস্তার পাশে শুয়ে পথশিশু
বন্ধ ঘরের দোঁয়ার!
অবাধ্য মনটা হেটে যায়
আঁধার ছাপিয়ে দুরন্ত দুর্বার।

জানিনা কিসের খুঁজে, কোন সন্ধানে
ঘুরছে মন আমার!
আমি নিরুপায় 'স্বপ্ন হয়ে ছোটে যাই'
চুপিচুপি পিছু তার।
এগাঁয়ের মাঠ পেরিয়ে, ওপাড়ার স্কুল
পার্শ্বে দাঁড়ানো শহীদ মিনার,
সেখানে শূন্যে স্যালুট দিয়ে, পাগলের
বিলাপ, করছে সে কী কারবার!

আমি স্তব্ধ, বিবেকের ধ্বংসনে শংকীর্ণ
পাইনা কূল লজ্জায় মুখ লোকাবার,
ঝাড়ছে ধূলো খাচ্ছে চুমু
লাল বৃত্তে বারবার!
বলছে স্বার্থপর জাতি, বেঈমানের দল
রাখে না খবর বীর সেনার,
কত সংগ্রাম, কত রক্ত-বীর সন্তানের
আত্মত্যাগে পাওয়া অধিকার!

কয় জনেই বা রাখে খবর, একদিনেই
ব্যস্ত দায়িত্ব এঁড়াবার,
ব্যস্ত সবাই স্বার্থের খুঁজে, অনুসূচনায়
নিজেকেই দোষী বারবার।
কই! একদিনও তো ঝাড়ি না ধূলো
সময়মতো করিনা পরিষ্কার!
অরক্ষিত যাচ্ছে কেটে ভাষা-শহীদদের
তৃপ্ত-আত্মায় জাগ্রত শহীদ মিনার।।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১০

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর কবিতা।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫

নতুন নকিব বলেছেন:



"ফ্রেন্ড লিস্টের একজনে স্ট্যাটাস দিলো " ভাশার মাসে কেউ বানান ভুল করবেননা"।
সেই স্ট্যাটাসে একজন কমেন্ট করল "ভাই আপনার 'ভাষা' শব্ধটা ভুল হইছে"। সেই কমেন্টে একজন রিপ্লাই দিলো " আপনারও তো 'শব্দ' বানানে ভুল হয়েচে"। সেখানে আরেকজন এসে রিপ্লাই দিলো "আগে নিজের বানাম ঠিক করেন, পরে অন্যের ভুল ধইরেন।"

-হায়রে বাংলা ভাষা! প্রিয় মাতৃভাষা! কতটা করুন অসহায় তোমার মুখচ্ছবি!

বাংলা ভাষায় পন্ডিত(!) দের আনাগোনা দিন দিন মনে হয় মহামারি আকারে বেড়ে চলেছে!

ধন্যবাদ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২

মোস্তফা সোহেল বলেছেন: ঠিকই বলেছেন নকিব ভাই,বাংলা ভাষায় পন্ডিত(!) দের আনাগোনা দিন দিন মনে হয় মহামারি আকারে বেড়ে চলেছে!
ধন্যবাদ আপনাকেও

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১

খন্দকার সানাউল ইসলাম তিতাস বলেছেন: কত বিনোদন যে বাকি আছে তা আল্লাহই ভালো জানেন!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: বেঁচে থাকলে আরও বিনোদন দেখবেন

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২

বিলিয়ার রহমান বলেছেন: মোস্তফা সোহেল

আপনার ফ্রেন্ডদের দোষ না দোষটা আসলে আমাদের বাউন্ডেলে জীবনের! সংক্ষিপ্ত পথ খুঁজতে খুঁজতে আমরা আসলে জীবনের সব কিছুকেই দিবস ও প্রতিপাদ্যের সমীকরণে মেলানোর চেষ্টা করছি। এ কারনেই আমরা পহেলা বৈশাখ, অ্যানিভার্সারি, ভাষার মাস ইত্যাদি ইত্যাদি বলে থাকি এবং সামান্য একটু উদযাপন করেই সব দায়িত্বের পরিসমাপ্তি ঘটাই।

পুনশ্চ: মন্তব্যে বানান ভুল আছে বলিয়া লজ্জা দিবেন না!;)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: আপনিও কিন্তু ভাই বাংলিশেই বলেছেন বেশির ভাগ। মন্তব্যর জন্য ধন্যবাদ বিলিয়ার ভাই।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: উচ্চশিক্ষায় আর কর্মক্ষেত্রে বাংলা ব্যবহার নিশ্চিত করতে না পারলে অবস্হা উন্নতি হবে না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক বলেছেন।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯

ANIKAT KAMAL বলেছেন: নি‌জেই দৃষ্টান্ত "ভাশার" , হয়ত কৌশ‌লের নতুন সফটওয়্যার

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: হতে পারে ভাই

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১

বিলিয়ার রহমান বলেছেন: অনেকেই বাংলা ভাষার সাথে বিদেশী ভাষার শব্দ মেশানো নিয়ে সমালোচনা করে।তবে এই সমালোচনাকে আমার কছে মনে হয় এক প্রকার ন্যাকামি। কারন বাংলা ভাষার শব্দ সম্ভারে দেশি ভাষার শব্দ মাত্র ২ ভাগ। এখন আমরা কি কেবল এই ২ ভাগ শব্দ ব্যবহার করে কথা বলব?????? আসলে অন্য ভাষা থেকে শব্দ এসে সেগুলো আমাদের ভাষারই শব্দ হয়ে যাচ্ছে আর এতে বাড়ছে আমাদের ভাষার কলেবর। তাছাড়া ভাষার ধর্মই হচ্ছে পরিবর্তনের । কেউ জোর করে এর পরিবর্তন ঠেকাতে পারে না বা পারবে না!:)তাই বাংলা ভাষাও পরিবর্তিত হবে নতুন নতুন শব্দ গ্রহন বর্জন করবে!:) তবে আমাদের এই ভাষাটা আমাদের কাছে যেরকম পরম মমতার আছে সেরকমই থাকবে।

একুশের চেতনা অমর হোক !বাংলা ভাষা টিকে থাকুক কোটি বছর!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের এই বাংলা ভাষা টিকে থাকবে কোটি বছর আমিও সেই কামনাই করি। তবে এটা ঠিক অন্য ভাষা থেকে আগত শব্দ গুলি আমাদের বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করবে।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯

শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া) বলেছেন:

ভাল লিখেছেন সোহেল ভাই। সংক্ষিপ্ত পথ খুঁজতে খুঁজতে আমরা আসলে জীবনের সব কিছুকেই দিবস ও প্রতিপাদ্যের সমীকরণে মেলানোর চেষ্টা করছি। অন্য ভাষা থেকে শব্দ এসে সেগুলো আমাদের ভাষারই শব্দ হয়ে যাচ্ছে আর এতে বাড়ছে আমাদের ভাষার কলেবর। তবুও উচ্চশিক্ষায় আর কর্মক্ষেত্রে বাংলা ব্যবহার নিশ্চিত করতে না পারলে অবস্হা উন্নতি হবে না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ শাহাদাৎ ভাই।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬

শোভনের শোভন বলেছেন: নিজের আশেপাশের কাছের মানুষদের আগে বিষয়টি বোঝাতে হবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ অরতে হবে সংশোধনের জন্য। সময় এখনই। নাহলে অনেক দেরি যাবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৫

মোস্তফা সোহেল বলেছেন: ভাল বলেছেন শোভন ভাই।মন্তব্যর জন্য ধন্যবাদ

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

বিলিয়ার রহমান বলেছেন: মোস্তফা সোহেল ১১ নম্বর মন্তব্যের নিকটার দিকে আর একবার লক্ষ্য করুন!!:)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১

মোস্তফা সোহেল বলেছেন: হা হা হা , হ্যা ভাই লক্ষ করেছি। সত্যর ছায়া থেকে শাহাদাৎ ভাই বেকুবের ছায়া কবে হল?
আমি খেয়াল করিনি আগে। শাহাদাৎ ভাই কবে থেকে বেকুবের ছায়া হলেন জাতি জানতে চাই।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

বিজন রয় বলেছেন: এই ব্লগেই তো কতজন বানান ভুল করে গর্ববোধ করে। এটা-ওটা অজুহাত খোঁজে। বলতে গেলে আবার মাইন্ড করে, বলে আজকাল বানানভুল কোন ব্যাপারই না।

বর্তমানে আমরা হলাম শিক্ষিতমুর্খ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল বলেছেন বিজন দা, বর্তমানে আমরা হলাম শিক্ষিতমুর্খ।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর ৫ দিন...

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: হ ভাই আর পাঁচ দিন পরে ভাষার প্রতি সব মায়া শেষ

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৪

আখেনাটেন বলেছেন: এক ভাইয়ের ফেসবুক ওয়ালে দেখলাম লেখাটি,
ফ্রেন্ড লিস্টের একজনে স্ট্যাটাস দিলো " ভাশার মাসে কেউ বানান ভুল করবেননা"।
সেই স্ট্যাটাসে একজন কমেন্ট করল "ভাই আপনার 'ভাষা' শব্ধটা ভুল হইছে"। সেই কমেন্টে একজন রিপ্লাই দিলো " আপনারও তো 'শব্দ' বানানে ভুল হয়েচে"। সেখানে আরেকজন এসে রিপ্লাই দিলো "আগে নিজের বানাম ঠিক করেন, পরে অন্যের ভুল ধইরেন------------ :P :P

হুচুকের ব্যঙগুলি তো এই রখম এধটু-আতটু ভূলচূক হতেই প্যারে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাষার মাসে ভাষার বানান ভুল হলে চলবে

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি একটা আবেদন করতে চাই সবার কাছে, জানিনা কে কেমন চোখে দেখবেন।

ভাষা কে ভাশা লেখার মতো ভুল আমার কোনদিন হয়নি, তবে আমার অনেক শব্দেই লিখনিতে ভুল হয়, ো ু ঁ এইসব ব্যাপারে বেশি ভুলে থাকি, চেষ্টা করি, কিন্তু কি হবে! আমি তো ো ু ঁ এর সঠিক ব্যবহারই জানিনা।
আমার আবেদন হল, কোন বড় ভাই অক্ষর শব্দ সংযোজনীয় একটা পোষ্ট যদি দিতেন, তবে আর কারো কথা বলতে পারি না, আমার খুব উপকার হতো। আশা করি আমা আবেদনটি গুরুত্বপূর্ণ ভাববেন। আমি খুব সমস্যায় আছি এই নিয়ে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনি ভাল মানের বই পড়বেন এবং পড়ার সময় শুধু পড়বেন না, বানানের দিকেও একটু লক্ষ রাখবেন তাহলে আমার মনে হয় আপনার সমস্যা কিছুটা কমবে।

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯

মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: ভুল মানুষই করে। কি বলতে চাই একজন মানুষ যদি বুজতে পারে তাহলে তার বানান ভুল না ধরাই ভালো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: যে ভুল করেছে সে তো উপদেশ দিতে গিয়েছে তাই তার ভুল নিয়ে সমালোচনা হচ্ছে ।

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৪

সুমন কর বলেছেন: তবু যারা বানান ভুল ধরে আমাদের সব ব্লগারকে বাংলা বানান শুদ্ধ করতে সহায়তা করেন তাদের প্রতি রইল অনেক শ্রদ্ধা আর ভালবাসা। ভালবাসি আমার বাংলা ভাষাকে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৪

নতুন নকিব বলেছেন:



ওরে বাপরে বাপ! শেষ পর্যন্ত 'শাহাদাৎ হোসেইন (সত্যের ছায়া)' 'শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া)' হয়েই গেলেন!!!! সেদিন একজনকে দেখেছিলাম, 'পলাশমিঞা' -র 'আর হয়তো ব্লগি করতে পারব না।' পোস্টে মন্তব্য করায় 'শাহাদাৎ হোসেইন (সত্যের ছায়া)' কে 'বেকুবের ছায়া' বলেছিলেন।

সেখানে আমি সকলকে শান্ত থেকে ব্লগিং করার অনুরোধ করে একটি মন্তব্যও দিয়েছিলাম।

যাই হোক, চোখের আড়ালে কোথায় যে কোন্ কলকাঠি কে নেড়ে যাচ্ছেন, কার ইশারায় সামুতে যে এতসব কিছু ঘটে, কর্তৃপক্ষই ভাল জানেন।

'পয়গাম্বর' নামে এই ব্লগের একটি নিক নিয়ে আপত্তি তোলায় 'পলাশমিঞা' -র সেই পোস্টটি সরিয়ে নেয়া হয়েছে।

সামু কর্তৃপক্ষের নিকট আমাদের বিনীত জিজ্ঞাসা,
পোস্টটি সরিয়ে দেয়ার সাথে সাথে, তাতে মন্তব্য দেয়ার অপরাধেই কি 'সত্যের ছায়া' -কেও 'বেকুবের ছায়া' বানিয়ে দেয়া হল?

এরকম জিদ এবং জিঘাংসা বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিলে তো 'স্বাধীন মতামত প্রকাশের প্লাট ফরম' বলে 'সামুর' যে ঐতিহ্য দীর্ঘ সময় যাবত বিরাজমান দেখে আসছি, তার প্রতি বিশ্বাস ধরে রাখাটা কষ্টকর হয়ে দাড়াবে!

যথাযথ শ্রদ্ধা রেখে সামু মডারেটরবৃন্দের প্রতি বিনীত নিবেদন জানাচ্ছি,
আগে পরে কোন শব্দ না বসিয়ে শুধুমাত্র 'আল্লাহ' 'প্রভূ' 'খোদা' 'গড' অথবা 'মাবুদ' নামে কারও নামকরন কিংবা নিক ধারন করা যেমন সকলের নিকট নিসন্দেহে নিন্দনীয় এবং আপত্তিকর, ঠিক একইরকম 'নবী' 'রাসূল' 'প্রোফেট' 'অবতার' -শব্দগুলোর ক্ষেত্রেও একই কথা হুবহু প্রযোজ্য বিধায় দয়া করে এসব নামে কেউ কোন নিক অজ্ঞতাবশত: খুলে থাকলে ধর্মীয় বিষয়াবলীতে উদারতা প্রদর্শন করত: সেগুলো সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে এই জাতীয় আপত্তির পরিসমাপ্তি ঘটানোর সুযোগ সৃষ্টি করে আমাদের বাধিত করুন। আল্লাহ আপনাদের প্রতি তাঁর সীমাহীন আশীষধারাকে অবারিত করুন।

আমরা সামুর দীর্ঘ বর্নিল নিরপেক্ষ স্বাধীন ভবিষ্যত কামনা করি।

এই প্রিয় প্রাঙ্গনের সাথে জড়িত প্রত্যেকের সুস্বাস্থ্য, সুন্দর সময় এবং দীপ্তিময় উজ্জ্বল আগামী প্রত্যক্ষ করতে চাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪২

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর বলেছেন নকিব ভাই। আপনিও অনেক ভাল থাকুন।

২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়.) বলেছেন: ৥ নতুন নকিব-

শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া) বলেছেন: ও আসলে বেকুবের ছায়া আমার মত শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়.) হতে পারেনি।

২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়.) বলেছেন: আমাদের মাতৃভাষা কে পরিশুদ্ধ রাখতে হলে হিন্দির আগ্রাসী থেকে মুক্ত করতে হবে। যারা আমাদের সাহিত্যে, সাংস্কৃতিতে হিন্দির আগমন ঘটিয়েছে তাদের বাংলার মাটিতে ঠাই হবে না।

২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়.) বলেছেন: আমাদের কে ভাষা শিখতে হলে সত্যের ছায়া হতে হবে। বেকুবের ছায়া হলে মানুষের কাছে ধরা খেতে হবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: এখন তো আপনার নামে সত্যের ছায়া না সত্যের ছায় দেখাচ্ছে আশা করি ঠিক করে নিবেন।

২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৯

নতুন নকিব বলেছেন:


সোহেল ভাই, যাকে ভেবে আপনি ('সত্যের ছায়া' মনে করে) কথা বলছেন, তিনি মনে হয় আছেন এখানে-
http://www.somewhereinblog.net/blog/shadathosain

পক্ষান্তরে যার কমেন্টের উপর (২৩ নং) আপনার প্রতিমন্তব্য তিনি আছেন-
http://www.somewhereinblog.net/blog/shahdathosain17

ভাল থাকবেন।

২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২

সোনামণি বলেছেন: ভূল বাণাণের সঠীক বানাণ শীখতে হবে। :P :P

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক তাই

২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫

অতঃপর হৃদয় বলেছেন: সোনামণি বলেছেন: ভূল বাণাণের সঠীক বানাণ শীখতে হবে। :P :P

২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
তবু যারা বানান ভুল ধরে আমাদের সব ব্লগারকে বাংলা বানান শুদ্ধ করতে সহায়তা করেন তাদের প্রতি রইল অনেক শ্রদ্ধা আর ভালবাসা। ভালবাসি আমার বাংলা ভাষাকে।


সুমন কর দাদার সাথে একমত ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: শাহরিয়ার ভাই কি না পড়েই কমেন্ট করলেন। কিছু মনে করবেন না কথা গুলি সুমন দাদার নয় এই টা আমার লেখার মাঝেই আছে

২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৩

নীলপরি বলেছেন: বাস্তব সত্য । দারুন লিখেছেন ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকে ধন্যবাদ নীল পরি

২৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

জেনুইন শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
সোহেল ভাই, সালাম জানবেন। সামুতে আমাকে নিয়ে ফাজলামি শুরু করসে কয়েকজন বদমাশ ইভটিজার, শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া), শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়.) নিক খুলে এরা সামুকে বিভ্রান্ত করছে। আমিই আসল শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া), যে কারণে জেনুইন শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) নিতে বাধ্য হলাম। মডারেটরকে জানান উচিত আমার বিরুদ্ধে চলমান যড়যন্ত্র নিয়ে।

৩০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

জেনুইন শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

উপরের কমেন্টার ফেইক আমি আসল শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া), যে কারণে জেনুইন শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) নিতে বাধ্য হলাম। আসলে সামুতে আমাকে নিয়ে ফাজলামি শুরু করসে কয়েকজন বদমাশ ইভটিজার, শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া), শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়.) নিক খুলে এরা সামুকে বিভ্রান্ত করছে। আমিই আসল।

৩১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

গেম চেঞ্জার বলেছেন: আপনার হেডলাইন দেখে অবাক ও খানিক ক্ষুদ্ধ হয়েছিলাম। যাক, আপনি সঠিক ব্যাপারটাই তুলে ধরেছেন! মন থেকে ধন্যবাদ!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫

মোস্তফা সোহেল বলেছেন: যাক তাহলে শেষ পর্যন্ত আমাকে ভুল বোঝেননি। আপনাকেও আন্তরিক ধন্যবাদ ভাই।

৩২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

তারেক ফাহিম বলেছেন: ভাশার, শব্ধটা , হয়েচে, বানাম, আধুনিক মনে হল.. তবে হাঁ যে হারে পরিবর্তন আসছে বাংলা ভাষার পরিবর্তন হতে কতক্ষন।

৩৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

মু্য়াফাক মুহসিন বলেছেন: বাহ!

৩৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৩

আমিই মিসির আলী বলেছেন: ফেসবুকে নানান প্রকার বিনোদন পাওয়া যায়।
বিশেষ করে ভাষার মাসে বিনোদন নিজ নিজ মহিমায় ফুটে উঠে।

৩৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০২

নিশা বিবি বলেছেন: আপনার লিখা দেইখা আমার নিজের বানান নিয়া হাসি আসতেছে ...।। ছুটো বেলা থেইকা সারাজীবন আমার বানানে ভুল ...।। মানুষ মাত্রই ভুল.....Man is husband..।

৩৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৪

সচেতনহ্যাপী বলেছেন: ফেবুকি আর ব্লগারদের মাঝে পার্থক্য অনেক।।
তবে অনেক সময় কিন্তু টাইপ ঠিকই করলাম কিন্তু লেখা অন্যরকম ভেসে উঠে।। নেটের দূর্বলতা, কিবোর্ডের সমস্যা ইত্যাদির কারনে আকার,ইকার ইত্যাদিও উঠে না।। তবে কিন্তু পুরো লেখাটি পড়লেই বানান ভুল না "মিসটেক" বোঝা যায়।।

৩৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০১

ধ্রুবক আলো বলেছেন: শুধু ভাষার মাসে নয়, আমাদের উচিত কখনোই বানান ভুল না করা। বানান ভুল না করার সর্বোত্তম চেষ্টা করা। আমাদের অনেক সময় বাংলা কিবোর্ডে লেখতে গেলে অনেক সমস্যা হয়। তখন দেখা যায় বানান ভুল হয়।।

শিরোনামের বানানটা ঠিক করে নিন, না হলে এই পোস্টের মূল্য নেই। ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৭

মোস্তফা সোহেল বলেছেন: লেখার শিরোনামটি বুঝে শুনেই দিয়েছি। তাই ঠিক না করাই ভাল। আপনাকে ধন্যবাদ

৩৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৮

কামরুন নাহার বীথি বলেছেন:
ভাশার মাসে কেউ বানান ভুল করবেননা"।
সেই স্ট্যাটাসে একজন কমেন্ট করল "ভাই আপনার 'ভাষা' শব্ধটা ভুল হইছে"। সেই কমেন্টে একজন রিপ্লাই দিলো " আপনারও তো 'শব্দ' বানানে ভুল হয়েচে"। সেখানে আরেকজন এসে রিপ্লাই দিলো "আগে নিজের বানাম ঠিক করেন, পরে অন্যের ভুল ধইরেন।
-----

এখন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়েছে না।
আমাদের বাসার দারোয়ান, ড্রাইভার, ফেসবুক ব্যবহারকারী।
এমনই কারো স্ট্যাটাস এটা হবে হয়তো!!!

২০ তারিখের রস আলোতে এমন অনেক আছে--------

ভাষা বাড়া দেওয়া হবে,
আসেন বন্দু বাড়ী যায়,
ধর্মীয় মূল্যবোধ বজায় রাখুন,অশ্বীল কার্যকলাপ থেকে বিরত থাকুন, ভদ্রতা বংশের পরিচয়।
---------

আহ, মরি বাংলা ভাষা!

৩৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩

হাফিজ রাহমান বলেছেন: ভাই! লেখাটা পড়ে বেশ মুগ্ধ হলাম। সত্য বলতে কি সরকারী অফিস আদালতগুলোও ভাষার অশুদ্ধ চর্চা থেকে মুক্ত নয়। তাই ৫২ এর আদলে একটি শুদ্ধ ভাষা আন্দোলন হওয়া প্রয়োজন। তবে হয়তো আমাদের প্রিয় ভাষাটা অশুদ্ধ বানানের অনাচার থেকে কিছুটা হলেও মুক্তি পাবে।
পুনশ্চ : ভাই! চোখে বোধ হয় চন্দ্রবিন্দু হবেনা। এবং ব্যাবহার বোধ হয় ব্যবহার হবে। ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৯

মোস্তফা সোহেল বলেছেন: আমি কিন্তু বলেছি আমি বানানে খুব বেশি ভাল না।মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.