নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

বোবা কান্না

০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৪






পৃথিবীর একপ্রান্ত থেকে
ছুটে যাও অপর প্রান্তে
খুজে বেড়াও মন থেকে
তোমার মনের মানুষকে।

হৃদয় দিয়ে হৃদয় চেনা
খুব কি সহজ মনে কর?

সবাই তো বসে থাকে
মাকাল ফলের মত
বাইরেটা সুদৃশ্য করে,
ভেতরটা যে তার অন্ধকরের মত কালো
তা কি খুব সহজেই বুঝবে ।

অনেকে প্রলোভন দেখিয়ে
কাছে ডাকবে তোমায়
কথা শোনাবে ভালবাসার
সপ্ন দেখাবে আকাশ ছোয়া ।

শেষে একদিন দেখবে
লুট হয়ে গেছে তোমার সর্বস্ব
সেদিন তোমার বোবা কান্না
শুনতে পাবেনা কেউ।
তুমি আজন্ম কাল তোমার বুকে
পুষে বেড়াবে বোবা কান্নাকে।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৭

ধ্রুবক আলো বলেছেন: ভেতরটা যে তার অন্ধকরের মত কালো
তা কি খুব সহজেই বুঝবে ।
কথাতো সত্য, কে বুঝে?
শেষের স্তবক খুব ভালো লেগেছে ++

০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম সত্য কথা বলেছেন কবি। মানুষ চেনা বড়ই কষ্ট সাধ্যি।

বোবা কান্না' এ কান্নার জলে ভেসে যায় মনোভূমি, বাকি থাকেনা কিছুই। কিন্তু কেউ দেখতে পারেনা, বোঝে না। বোঝবেও না কখনওই।

শুভকামনা রেখে গেলাম কবি ভাই।

০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: আমাকে কেউ কবি বললে লজ্জা পাই নয়ন ভাই। আপনার সুন্দর মন্তব্যে প্রীত হলাম। শুভ কামনা আপনার জন্যও রইল।

৩| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর চিন্তা।

০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ বাবু ভাই

৪| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৬

ইমরান আল হাদী বলেছেন: হৃদয় দিয়েই হৃদয় চিনতে হয়।

০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১১

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক বলেছেন হাদী ভাই

৫| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪০

ইউনিয়ন বলেছেন: ব্লগের কবিরা সব বিরহে কাতর। জানিনা কেন এমন হচ্ছে।

তবে, কবিতা ভালো লেগেছে।

প্রশস্ত মনের অধিকারী হিসেবে লাইক দিয়ে গেলাম।

০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১২

মোস্তফা সোহেল বলেছেন: কবিরা মনে হয় বিরহই পছন্দ করে। কি জানি।

৬| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৭

ভাবুক কবি বলেছেন: কবিতা বরাবরই ভাল লাগে,

০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাবুক কবি।

৭| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +++

০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই

৮| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৭

কানিজ রিনা বলেছেন: সবাই শুধু দুঃখ দুঃখ কবিতা লিখে। তাই
খালি কাঁদা চাপে। একটু সুখের কবিতা
লিকলে কি হয়। তবে সত্যই কবিতায় তুলে
ধরেছেন। ধন্যবাদ

০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৫

মোস্তফা সোহেল বলেছেন: রিনা আপু কবিদের মনে দুঃখ একটু বেশিই মনে হয়।
আপনাকেও অনেক ধন্যবাদ।

৯| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা

০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ফাতেমা আপু

১০| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১২

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.