নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

একটি মেয়ের আত্বহত্যা ও প্রথম আলুর কি ভাবে প্রেমিককে সন্তুষ্ট রাখবেন

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৫



গতকাল যারা অনলাইনে এসেছেন সকলেরই হয়তো খবরটি চোঁখে পড়েছে,একটি মেয়ে আত্বহত্যা করেছে। মেয়েটি কোন এক কলেজে পড়ত এবং সে অনলাইনে একজন এক্টিভিটিজ।মেয়েটির মৃত্যুতে অনেকের হৃদয় বিদারক স্টাটাসও চোঁখে পড়ল,ভাল থাকিস বোনটি আমার,আরও একটি তারা ঝড়ে পড়ল,এ কেমন চলে যাওয়া ইত্যাদি ইত্যাদি।আমি শুধু শিরোনামই দেখছিলাম, প্রথমে বিস্তারিত দেখি নাই। এক সময় একটি নাম করা নিউজ পোর্টালে বিস্তারিত পড়তে গিয়ে জানতে পারলাম মেয়েটির আত্বহত্যার কারন হিসেবে তারা লিখছে,প্রেমিকের সাথে ঝগড়া হওয়ার কারনেই সে আত্বহত্যা করেছে।আহা বেচারি কি দরকার ছিল শুধু শুধু আত্বহত্যা করার। এখনকার সময় প্রেমিকের কি অভাব।তবে মনে হয় তার প্রেমটি খুব খাটি ছিল যার কারনেই তাকে আত্বহত্যার পথ বেছে নিতে হয়েছে।
গত কালই প্রথম আলোর একটি ফিচারের শিরোনাম ছিল এমন, প্রেমিকের মন খারাপ হলে কি করবেন? লেখাটি দেখে আমার মনে হল আহা লেখাটি আরেকদিন আগে দিলে প্রথম আলোর কি এমন ক্ষতি হত। এই লেখাটি যদি ওই মেয়ের চোঁখে পড়ত তা হলে সেও শিখতে পারত কি ভাবে প্রেমিকের মন ভাল করতে হয়। তা হলে তার আর প্রেমিকের সাথে ঝগড়াও হত না আর সে আত্বহত্যাও করত না।
ছোট থাকতে খবরের কাগজ চিনতাম না। আব্বা বলত খবরের কাগজ পড়লে জ্ঞান বাড়ে,তখন অবাক হয়ে ভাবতাম খবরের কাগজ আবার কেমন জিনিস।
এখন আমার কথা হচ্ছে প্রথম আলো গত কাল যে ফিচারটি ছেপেছে যার শিরোনাম, প্রেমিকের মন খারাপ হলে কি করবেন? এটি পড়ে আমরা আসলে কি শিখব?
পত্রিকা শুধু কি আমরা যারা বড় তারাই পড়ি। পত্রিকা তো ছোট বড় সকলেই পড়ে।এখন এই শিরোনামের লেখাটি যদি কোন ছোট মেয়ে- ছেলে পড়ে যারা টিনেজার তারা কি শিখবে।
প্রথম আলো একটি জাতীয় দৈনিক,প্রতিদিন এটি লাক্ষ লাক্ষ মানুষ পড়ছে। তাহলে এমন একটি জাতীয় দৈনিকে কি ভাবে এমন লেখা স্থান পায়।প্রথম আলোর সম্পাদক কি বাংলার মানুষদের প্রেম শিখানোর জন্য বদ্ধপরিকর।
এখন থেকে বাংলার প্রেমিকাদের আর তার প্রেমিকদের জন্য জীবন দিতে হবে না। তাদের জন্য আছে দৈনিক প্রথম আলো। আর ডাঃ মেতাব খানম তো আছেই!

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


মেয়েদের ও ছেলেদের কিছুটা কন্ট্রোল করার সময় হয়েছে, এদের মানসিকের আগে শারীরিক পরিবর্তন বেশী হচ্ছে।

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: চাঁদগাজী ভালই বলেছেন, আজকাল এদের মানসিকের আগে শারীরিক পরিবর্তন বেশী হচ্ছে।

২| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০০

বিজন রয় বলেছেন: অনেক কিছুই তো দেখছি।

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২১

মোস্তফা সোহেল বলেছেন: হ্যা দাদা।

৩| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:
|-) |-) |-)

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২১

মোস্তফা সোহেল বলেছেন: কিছু বলার নাই?

৪| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৩

আল ইফরান বলেছেন: ভাগ্য ভালো মতিকন্ঠ বলে নাই সাইডে গিয়ে একটু-আধটু চুমা-চাটি করতে B-))

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৫

সাব্বির নুসরাত খান বলেছেন: এ সকল কিছু আসলেই খুব চিন্তার বিষয় |-)

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: আসলেই চিন্তার বিষয়ই বটে।

৬| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৭

আজীব ০০৭ বলেছেন: খুব চিন্তার বিষয়

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২০

মোস্তফা সোহেল বলেছেন: হ চিন্তারই বিষয়।

৭| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৫

আততায়ী আলতাইয়ার বলেছেন: ভালো ভালো পোলাইন কে সিঙ্গেল রেখে ফাউল পোলাপাইন কে বয় ফ্রেন্ড বানাইলে শেষ পর্যন্ত আত্মহত্যা করা লাগে।
মেয়েটার ফেসবুক আইডিতে ঢুকে দেখলাম বেশ ভালো কবিতা লিখে এবং তার ফ্রেন্ডদের কাছে সে অনেক ইন্সপায়ারিং ছিলো কিন্তু বয়ফ্রেন্ড এর কারনে নিজে ভেতরে ভেতরে ডিপ্রেশনে ভুগত

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২১

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৫

অতঃপর হৃদয় বলেছেন: ১ নং মন্তব্যের সাথে একমত।

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২১

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ।

৯| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫১

ধ্রুবক আলো বলেছেন: আজকাল ছেলে মেয়ে গুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বা গেছে। চাঁদগাজী ভাইয়ের কথাটার সাথে সহমত।
ছেলে মেয়েদের নিয়ন্ত্রণ করার আগে অভিভাবক দের অনেক সচেতন হওয়া প্রয়োজন, ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কি করছে কোনো খোঁজ খবর ঠিক মত রাখা হয়না। সবচেয়ে বেশি বিপদে ফেলেছে সোশ্যাল মিডিয়া, হিন্দি সিরিয়াল।

১০| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬

ধ্রুবক আলো বলেছেন: কথাটা ভালো বলছেন, পত্রিকা ও নিউজপোর্টাল গুলা প্রেম শিখাইতে বদ্ধ পরিকর হয়েছে। আসলে কিছুই না টিনএজ পোলাপাইন সহ সবার মাথা নষ্ট করার চিন্তা ও পরিকল্পনা আর কি।
রাবিশের দল এগুলা।

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১১| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৪

আরণ্যক রাখাল বলেছেন: এর মধ্যে খারপ কিছু দেখতে পাচ্ছি না, ভাই।
প্রেম ব্যাপারটাকে ট্যাবু হিসেবে তুলে ধরেছি আমরা। যেমন আপনি বললেন, ছোটরা দেখতে পারে, তাদের মনে বাজে ইমপ্যাক্ট পড়তে পারে ইত্যাদি। আসলে ট্যাবু হিসেবে না নিয়ে স্বাভাবিক ভাবে যদি এটাকে নিতাম, তবে হয়ত ঐ মেয়েটা এ ব্যাপারে তার মায়ের সাথে কনসাল্ট করতে পারত। হয়ত আত্মহত্যার দিকে ঝুঁকত না।

১২| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কোথায় যে যাচ্ছে আমাদের সমাজ ভেবে কূল পাই না :(

১৩| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: মা বাবার সাথে ছেলে মেয়েদের কমিউনিকেশন গ্যাপ দিনে দিনে বেড়ে যাচ্ছে। এটা আমার কাছে খুব ভয়াবহ মনে হয়। যাদের বাসায় ছেলেমেয়েদের জন্য আলাদা কক্ষ আছে, সেখানে মা বাবার সাথে ছেলেমেয়েদের যোগাযোগ হয় সেলফোনের মাধ্যমে। তাদের দরজা সব সময় বন্ধই থাকে, বাবা মায়ের অনেক সময় সাহসও হয়না নক করার। কি এক আত্মকেন্দ্রিক, এ্যাংরী জেনারেশন তৈ্রী হছে!
অবশ্য এমন অবস্থা যে সব পরিবারেই তা নয়। একটু স্বচ্ছল পরিবারগুলোতেই এ দুরবস্থা বেশী।

১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৯

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ ভাইয়া।

১৪| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৩

টারজান০০০০৭ বলেছেন: প্রথম আলু এহন পো..... আলো হইয়া চারিদিকে দুর্গন্ধ ছড়াইতেছে। পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণের বাই প্রোডাক্ট হইলো প্রেমিকের জন্য আত্মহত্যা। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমার দৃঢ় বিশ্বাস সব আত্মহত্যাকারীই মরার আগে বাঁচতে চায়। কিন্তু আর সময় থাকেনা। আফসোস।
বয় ফ্রেন্ড /গার্ল ফ্রেন্ডের এই ঘৃণ্য সংস্কৃতি চালুর জন্য আমাদের মিডিয়ার দায় আছে, আমাদের বুদ্ধুজীবী , লেখক , অভিনেতা, ছেলিব্রিটিদেরও দায় আছে। ধর্মীয় শিক্ষার অভাব, নিজের পায়ে না দাড়াইলে বিয়া না দেওয়ার সংস্কৃতি, ১৮ বছর না হইলে সাবালক/বালিকা হয়না এই ধারণা/বিশ্বাস ,পারিবারিক মূল্যবোধের অভাবও দায়ী।

১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৮

মোস্তফা সোহেল বলেছেন: ভাল বলেছেন ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.