নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

অল্প বয়সের কবিতা গুলি

২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৬

তখন ইন্টারে পড়ি সে সময়ই থেকে টুকটাক কবিতা লিখতাম।সে সব কবিতা পড়তে গিয়ে এখন হাসি পায়।পুরানো ডায়েরিটা সে দিন ঘাটতে গিয়ে কিছু কবিতা চোঁখে পড়ল। তার থেকে কিছু আপনাদের সাথে শেয়ার করছি।পরিবর্তন কিম্বা কোন এডিট ছাড়াই আমার অল্প বয়সের কবিতা গুলি আপনাদের সাথে শেয়ার করছি।এখনও যে কবিতা ভাল লিখি তা নয়। এখনতো তেমন কবিতা লেখায় হয় না। আর কবিতা পছন্দ করে না এমন লোক ব্লগে ছড়াছড়ি। যারা কবিতা পছন্দ করেন না দয়া করে কবিতা দেখলে একটু দূরেই থাকবেন।


** ত্রাস

আমি নির্দয় হব
অসম্ভব নির্দয়
আমার নির্দয়তায় কম্পিত হবে সবাই।
আমি সপ্ন দেখাব
অনেক সপ্ন
তবে সব গুলোই কষ্টের
আমি কষ্ট দেব
অনেক কষ্ট
সৃষ্টি করব ত্রাস।

** আমরা চলছি.....

আমরা চলছি অন্ধকারে ডুবে
আমরা চলছি ছিন্নমূল হয়ে
আমরা চলছি সব কিছু জলাজ্ঞলী দিয়ে
আমরা চলছি লুন্ঠিত হয়ে
আমরা চলছি পদ দলিত হয়ে
আমরা চলছি অশান্তির মাঝে।


** কবি

তোমায় নিয়ে মনের ভেতর
আকি কত ছবি
সপ্ন ছিল মনে
হব অনেক বড় কবি।
পাশে এলে তুমি
পাই সুরভিত গন্ধ
আমি খুজে পাই আমার
কবিতার ছন্দ।
যতটুকু আছে হৃদয়ে ভালবাসা
দিলাম তোমায় সবই
মন থেকে প্রার্থনা কর
আমি যেন হই অনেক বড় কবি।

** একটি কবিতা নয়

আমি কবিতা লিখব
কিন্তু আমি কি নিয়ে কবিতা লিখব
যাকে নিয়ে লিখব সেই তো কাছে নেই
সে আমাকে উৎসাহ দিবে
আর আমি কবিতা লিখব
সেতো আমাকে আর কোন দিনও উৎসাহ দেবে না
সে চলে গেছে অনেক দূরে
তবুও আমি তাকে নিয়ে লিখব
তার সাথে মেশা সেই অতীত দিন গুলি স্মরন করব
মনে মনে উৎসাহ জোগাব আর কবিতা লিখব
একটি কবিতা নয় হাজারও কবিতা।

** বর্ষার দিন
চারিদিকে নিস্তবদ্ধ
আজ বর্ষার একটি দিন
এখনক রাতের কালো আধার
বৃষ্টি পড়ছে টিপ টিপ টিপ টিপ
আমাদের টিনের চালে বৃষ্টির শব্দ
মনকে অন্যরকম আনন্দ দেয়
টিনের ছিদ্র দিয়ে যখন আষাঢ়ের এক ফোটা বৃষ্ট পড়ে
সেই বৃষ্টির ফোটা হতে নিয়ে আনন্দে মেতে উঠি
তবে আমি বৃষ্টিতে ভিজি না
বৃষ্টিতে ভিজতে মন চাইলেও আমি ভিজতে পারিনা।

** নিঃসঙ্গতা।

আজ জোসনা আলোকিত রাত
এই জোসনা আলোকিত রাতে
কি যেন এক নিঃসঙ্গতায় ভুগছি
একা একা বসে আছি এই তটিনির ধারে।
তুমিও কি আমারই মত বসে আছ
কোন নির্জন নিরালায়
আর মনে মনে অনুভব করছ
আমারই মত নিঃসঙ্গতা।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১২

সিনবাদ জাহাজি বলেছেন: ভাল লাগলো কবিতাগুলো

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২০

ফারিয়া আলম বলেছেন: বাহ্‌ ভালইত লিখতেন অল্প বয়সে। কবিতাগুলোতে নিঃসঙ্গতা আর একাকিত্বের ছাপ স্পস্ট। অল্প বয়সের কবিতাগুলিতে এমনটা খুব কমই দেখা যায়।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল ফারিয়া আপু।তখন হয়তো নিঃসঙ্গতা আর এককিত্বে ভুগতাম ।

৩| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২১

খায়রুল আহসান বলেছেন: সবচেয়ে বড় কথা, মনের কোমল অনুভূতিগুলো একটা কাব্যিক আঙ্গিকে প্রকাশ করেছেন। সেগুলো কবিতা হলো কি হলোনা, তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, শুধু ভুল বানানগুলো ছাড়া। ওগুলো ঠিক করা প্রয়োজন।
বয়সের তুলনায় "নিঃসঙ্গতা" কবিতাটি বেশ ভালই ছিল।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৫

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ খায়রুল ভাই। বানানে আমি বরাবরই কাঁচা তাছাড়া তাড়াহুড়ো একটু বেশিই করি মনে হয়।

৪| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৫

মনস্বিনী বলেছেন: বয়সের দোষে কলম দিয়ে যা বের হয় আর কি।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৭

মোস্তফা সোহেল বলেছেন: বয়স ভেদে কবিতারাও বদলে যায়। মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৫| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩১

সামিউল ইসলাম বাবু বলেছেন: তোমায় নিয়ে মনের ভেতর
আকি কত ছবি
সপ্ন ছিল মনে
হব অনেক বড় কবি।


এই হয়ে পড়েছে কবি।

ভালোলাগা+

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: কবি আর হতে পারলাম কই সামিউল ভাই। সপ্ন সপ্নই থেকে গেল ।

৬| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৩

নতুন নকিব বলেছেন:



'মনস্বিনী বলেছেন: বয়সের দোষে কলম দিয়ে যা বের হয় আর কি।'

-হ্যা, বিষয়টা এরকমই অনেকটা। প্রাচীন কালের লেখা পেলেন কোথায়? আমার তো অনেক ছিল। বেশিরভাগ খুঁজে পাচ্ছি না।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: ২০০৪ সালে ডায়েরি লিখতাম সেই ডায়েরিতে আছে ভাই। প্রথমেই সে কথা লিখেছি। ধন্যবাদ নকিব ভাই।

৭| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: একা একা বসে আছি এই তটিনির ধারে।
তুমিও কি আমারই মত বসে আছ
কোন নির্জন নিরালায়
আর মনে মনে অনুভব করছ
আমারই মত নিঃসঙ্গতা।


এখন প্রযুক্তির কল্যানে মানুষ একাকি থাকতেই বেশি পছন্দ করে। অার প্রযুক্তির সাথেই বেশি সখ্যতা গোড়ে চলেছে

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪০

মোস্তফা সোহেল বলেছেন: হ্যা ভাই এখন আর মানুষের সাথে মানুষের সখ্যতা নেই । মানুষ সব ডিজিটাল হইয়া গেছে তাদের সখ্যতা এখন প্রযুক্তির সাথে।

৮| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২১

জুন বলেছেন: কম বয়সে লিখলেও কবিতাগুলো যথেষ্ট পরিনত মোস্তফা সোহেল ।
বিশেষ করে শেষের কবিতাটি ।
+

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ জুন আপু।

৯| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪

অতঃপর হৃদয় বলেছেন: কেন যে কবিতা লিখতে পারিনা জানিনা। খুব ইচ্ছে করে লিখতে তাও পারিনা।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩২

মোস্তফা সোহেল বলেছেন: মনের ভেতরে মাঝে মাঝে যে কথা আসবে তাই লিখে রাখবেন এক সময় নিশ্চয় পারবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

১০| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৪

ধ্রুবক আলো বলেছেন: ভাই, ভালোনা বইলা কতগুলো ব্লকবাস্টার দেখালেন। অভিনন্দন,...
সব গুলো মনোমুগ্ধকর অসাধারণ।

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬

মোস্তফা সোহেল বলেছেন: কি যে কন লজ্জা পায় তো!

১১| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৮

ধ্রুবক আলো বলেছেন: খায়রুল আহসান ভাই বলেছেন: সবচেয়ে বড় কথা, মনের কোমল অনুভূতিগুলো একটা কাব্যিক আঙ্গিকে প্রকাশ করেছেন। সেগুলো কবিতা হলো কি হলোনা, তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই,
একদম মনের মত কথা ++++

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৭

মোস্তফা সোহেল বলেছেন: খায়রুল ভাই একদম ঠিক কথায় বলেছেন।মনের কথা কজনাই বা প্রকাশ করতে পারে?

১২| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেন আপনি ।


শুভ কামনা রইল । ভালো থাকুন সবসময় ।

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।

১৩| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১২

আরণ্যক রাখাল বলেছেন: কবিতার তো সময় নেই।
কালে আটকা পড়লে সে কবিতার আর দাম কী!
সুন্দর ছিল কবিতাগুলি

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: ওই অর্থে আমি শিরোনামটি দেই নি। কবিতা গুলি কোন সময়ে লিখেছি সেটাই জানাতে চেয়েছি। ধন্যবাদ আপনাকে।

১৪| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:২১

অবনি মণি বলেছেন: বাহ!! সুন্দর !!

২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপু।

১৫| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে যারা পারে, তারা প্রথম থেকেই পারে। খুব সুন্দর লিখেছিলেন। অনেক ভালো লাগা রইল ভাই।

অনেক অনেক কবিতা লিখুন এমনটাই প্রত্যাশা।
শুভকামনা সবসময়।

২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইল নয়ন ভাই।

১৬| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা

২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই।

১৭| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৯

উম্মে সায়মা বলেছেন: আপনার অল্প বয়সের কবিতাগুলো অনেক সুন্দর। ত্রাস আর নিঃসঙ্গতা তো বেশ ভালো।

২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সায়মা আপু।

১৮| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪৯

কাল্পনিক কামিনী বলেছেন: দারুণ ছিল কবিতা গুলো। প্লাস ++++

২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৪০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৯| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৭:১৯

সারাফাত রাজ বলেছেন: ভালো লাগলো :)

২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৪০

মোস্তফা সোহেল বলেছেন: সারাফাত ভাই ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.