নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

আসুন সবাই মিলে খেলি, নাম-দেশ-ফুল-ফল-ছবি

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৯



ছোট বেলায় আমরা একটা খেলা খেলতাম। খেলাটির নাম, নাম -দেশ-ফুল-ফল-ছবি।খেলাটি করতে গেলে আমাদের লাগবে একটি খাতা ও একটি কলম। এই খেলাটি দুজন হলেই খেলা যায়। আবার চার-পাঁচ জন হলেও খেলা যায়।খেলার নিয়ম হল, যে কেও একটি বাংলা অক্ষর বলবে সেই অক্ষর দিয়ে প্রথমে নাম তারপরে দেশ-ফুল-ফল ও বাংলা ছবির নাম লিখতে হবে। যেমন আমি প্রথমেই একটি অক্ষর বলি, ক । ক, দিয়ে নাম দিলাম কনা। ক দিয়ে দেশের নাম দিলাম, কানাডা। ক-দিয়ে ফুলের নাম দিলাম কদম। ক দিয়ে ফলের নাম দিলাম কলা। আর ছবির নাম দিলাম কমলার বনবাস।


এক একটির জন্য মার্ক দশ। পাঁচটিই লিখতে পারলে ৫০ মার্ক। যে আগে লিখে শেষ করতে পারবে সে এক থেকে দ্রুত ৫০ পর্যন্ত গুনবে। এর মাঝে কেউ লেখা শেষ করতে না পারলে সে আর লিখতে পারবে না। এক জনের সাথে লেখা মিলে গেলে সেটি কাটা। যেমন আমি ক দিয়ে দেশের নাম কানাডা দিয়েছি অন্য কেউ যদি কানাডা লেখে তবে সেটির জন্য কোন মার্ক নেই । এ ভাবে একই শব্দ একাধিক বার আসলেও আপনি একবার যা লিখবেন তা আর লেখা যাবে না। যেমন আমি ক দিয়ে নাম কনা লিখেছি পরে আবার ক দিয়ে আমি যদি লিখতে বলি তবে কনা নাম লিখলে মাইনাস।



বাংলা সব অক্ষর দিয়ে নাম -দেশ- ফুল -ফল- ছবির নাম খুজে পাওয়াই দায় । আচ্ছা আপনারা ঢ দিয়ে লিখুন। ঢ দিয়ে নাম কি দেয়া যায় আচ্ছা নাম দিলাম ঢুলি। দেশের নাম কি হবে? ফুলের নাম দিতে পারি ঢেড়স ফুল। আর ফলের নাম দিতে পারি ঢেড়স। আর ছবির নাম কি দেব?ছবির নাম দিতে পারি ঢোলের বাড়ি!
এখানে অনেকে বলতে পারেন ঢেড়স ফুল লিখলে হবে না । আমি বলব আরে ফুল তো ঢেড়সের হয়ই তাহলে কেন হবে না? ছবির নাম নিয়ে আপত্তি করতে পারেন। আরে ঢোলের বাড়ি বলে কোন ছিনেমা নেই বুঝলাম তবে হতে কতক্ষন?

খেলাটি একটু চেন্জ করেও করতে পারেন যেমন ছবির নাম বাদ দিয়ে সেখানে পাখির নাম লিখতে পারেন। এই খেলায় সাধারন জ্ঞান বাড়বে নিশ্চিৎ।
আগে ছোটবেলায় আমরা এই খেলা খেলতাম। তবে এই খেলা আমি অন্য কোথাও কাউকে খেলতে দেখিনি। আমি আমার ভাইয়ার কাছ থেকে শিখেছিলাম খেলাটি। আমার ভাই য়া আর আমি আগে কত খেলেছি। তবে ভাইয়া এই খেলাটি কোথা থেকে শিখেছে বলতে পারবনা।
এখনকার বাচ্চাদের হাতে তো সব স্মার্ট ফোন না হলে ট্যাব। তারা এই সব নিয়েই ব্যাস্ত সময় পার করছে। আমরা আগে যে সব খেলা খেলতাম ছোট বেলায় সে সব খেলা কাউকে খেলতেই দেখিনা। ছোট বেলায় যে সব খেলা খেলতাম তা নিয়ে একটি লেখা লেখার ইচ্ছে রইল।
আর আপনারা আপনাদের বাচ্চাদের এই খেলাটি শিখিয়ে দিন। দেখবেন এই খেলার মাধ্যমে তাদের সাধারন জ্ঞানের চর্চা হচ্ছে।
সবাই কে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নাম-দেশ-ফুল-ফল-ছবি খেলা এখানেই শেষ।
কে জিতল? আমি ঢ দিয়ে দেশের নাম বলতে পারলাম না। কেউ জানলে জানাবেন।
এখন বলছি কে জিতল, এখনও পর্যন্ত কেউই জেতেনি। তবে আমি একটি অক্ষর দিচ্ছি যে এই অক্ষর দিয়ে নাম-দেশ-ফুল-ফল-ছবির নাম লিখতে পারবে সেই হবে আজকের খেলার বিজয়ী। অক্ষরটি কি? সেই অক্ষরটি হল- * ক্ষ *।

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৯

বিলিয়ার রহমান বলেছেন: খেলাধুলা বাদ!!:)


এখন খেতে যাব !:):)

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: খেয়ে আসুন বিলিয়ার ভাই । খেলাধুলা বাদ দিলে হবে। নাকি ক্ষ দিয়ে নাম দেশ ফুল ফল আর ছবির নাম লিখতে পারবেন না বলে হেরেই খেতেই যাচ্ছেন?হা হা হা।

২| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪১

সিনবাদ জাহাজি বলেছেন: :) ছোটবেলায় কত খেলছি
ছোটবেলার কথা মনে পরে গেল

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: ছোট বেলার কথা এখন সত্যি বেশি মনে পড়ে।

৩| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৩

সুমন কর বলেছেন: হুম, খেলিছিলাম। কিন্তু ক্ষ দিয়ে পারি না তো !!!

যাই, আমিও ভাত খেয়ে আসি। ;)

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: এভাবে সবাই দুপুরে না খেয়ে ব্লগিং করলে তো পরে আপনাদের আর ব্লগে পাওয়া যাবে না দাদা। হাসপাতালে খুজতে হবে। যান তাড়াতাড়ি খেয়ে ফেলুন।

৪| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০০

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,



নাম-দেশ-ফুল-ফল-ছবি নিয়ে কোনও খেলা হবেনা।
নাম নিয়ে খেলা ঠিক না । নামের মালিক মনে দুঃখ পাবে । মানুষের মনে দুঃখ দেয়া ঠিক নয় । :(
ফুল নিয়ে খেলা করে বদমাইশ টাইপের লোকেরা । নবী ( সঃ) স্বয়ং বলেছেন , বাকী পয়সায় ফুল কিনে নিও হে অনুরাগী । ;)
ফল নিয়ে খেলার ফল কখনও ভালো হয় না । তাই ফল নিয়ে খেলা বাদ । :P
আর ছবি নিয়ে ? ছবি নিয়ে আমরা খেলবো কি ? ছবিরাই তো আমাদের নিয়ে খেলে বিশ্বজুড়ে । হুমড়ি খেয়ে পড়ি ছবি দেখতে । B:-/
আমিও " ক্ষ্যামা" দিলুম ঐ কারনে ............... :#)


২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৩

মোস্তফা সোহেল বলেছেন: বড় ভাইয়া যখন বলেছেন তখন খেলা বাদ।

৫| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩২

পান্হপাদপ বলেছেন: "কামিনী কাঞ্চনের কনিষ্ঠা কন্যা কাকলি কপাল কুঞ্চিত করিয়া কাকাকে কহিলো- কাকা, কাক কা-কা করে কেনো ?

কাকা কহিলেন- কন্যা, কপাল কুঞ্চিত করিতেছো কেনো ? কাক কা-কা করিবেই, কেনোনা কা-কা করাই কাকের কাজ..।"

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: মানে বুঝি নাই । আমারে কি কাক বানায় দিলেন?

৬| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১০

বনসাই বলেছেন: কাজিনরা মিলে নাম দেশ ফুল ফল সিনেমা খেলতাম, বিজয়ী হওয়ার জন্যে মানচিত্র থেকে অচেনা-কমচেনা দেশের নাম মুখস্ত করতাম আর সিনেমার নামের জন্যে হাতের কাছে ছিল দৈনিক ইত্তেফাক। সিনেমার ঢাউস ঢাউস সাইজের বিজ্ঞাপন থেকে নামগুলো মনে রাখার চেষ্টা করতাম। নিয়ম ছিল বিদেশী মুভির নাম দেয়া যাবে না আর 'ঢেঁড়স ফুল' টাইপও লেখা যাবে না।

ছেলেবেলার সোনালী দিনগুলো মনে পড়ে গেলো। এই খেলায় মেয়েদের পরাজিত করা সহজ ছিল না। :(

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: যারা পড়াশুনায় ভাল তারা এই খেলায় ভাল করে। মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১০

পান্হপাদপ বলেছেন: সোহেল ভাই মোটেই না।আমিও খেললাম ক অক্ষর দিয়ে।

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: আমিতো ক্ষ অক্ষর দিয়ে খেলতে বলেছি।

৮| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৩

ধ্রুবক আলো বলেছেন: ক্ষনিকের অতিথি

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: ক্ষনিকের অতিথি হলে হবে?

৯| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪

জুন বলেছেন: ছোটবেলার অত্যন্ত প্রিয় একটি খেলা ছিল এই নাম দেশ ফুল ফল । তবে আমাদের খেলায় সিনেমার নাম অন্তর্ভুক্ত ছিলোনা । বিশেষ করে রাতের বেলা কারেন্ট চলে গেলে কাজিনদের সাথে বেশী খেলা হতো । আর বনসাই এর মত আমরাও এটলাস আর এনসাইক্লোপিডিয়া নিয়ে বসতাম নিত্য নতুন দেশের নাম জানার জন্য । এর ফলে বিভিন্ন মহাদেশের প্রায় দেশ, নদী , ফল ফুল এসবের নাম মুখস্থ ছিল ।
সত্যি আজকালের ছেলে পুলেরা হয়তো এসব নির্মল আনন্দের খবর জানেই না । অথবা পিএস ফোর নিয়েই খুশী ।
আন্তরিক ধন্যবাদ ছোটবেলায় ফিরিয়ে নেয়ার জন্য ।

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৭

মোস্তফা সোহেল বলেছেন: জুন আপু আপনিও এই খেলা খেলতেন জেনে ভাল লাগল। আমার মনে হয় এখনকার ছেল-মেয়েদের এই খেলা শিখিয়ে দিলেও তারা খেলতে চাইবে না তাহলে ট্যাব চালাবে কখন।

১০| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


ভাষা শিখার ভালো পদ্ধতি

২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী।

১১| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

অতঃপর হৃদয় বলেছেন: খেলাধুলা বাদ দিছি।

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৪১

মোস্তফা সোহেল বলেছেন: খেলাধুলা বাদ দিলে মন ভাল থাকবে কি করে?

১২| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

ডোনালড ট্রামপ বলেছেন: কাজ শিখে তারপর অনলাইনে আয় করুন! এক ক্লিকের মাধ্যমে কখনোও অনলাইনে আয় করা যায় না। অনলাইনে কিভাবে আয় করতে হয়, সেটা জানতে view this link ভিজিট করুন।

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৪১

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৩| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, আপনার খেলাটা ভালো লাগলো। তবে "ক্ষ" এক কঠিন প্রশ্ন না দিলেও পারতেন। একবার চেষ্টা করতাম। 'ক্ষ' দিয়ে তো আমি 'ক্ষুধা' ছাড়া কিছুই পাইনা।

আপনে পারলে জানাবেন। পরে এসে দেখে যাবো।

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: মজা করেই ক্ষ অক্ষর দিয়েছি নয়ন ভাই।অন্য অক্ষর দিলে তো সবাই পারত।ধন্যবাদ ভাই।

১৪| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৮:১৪

কামরুন নাহার বীথি বলেছেন:

এই খেলাটা আমাদের ছেলেবালাও মাতিয়ে রাখত।
আমরা খেলতাম নাম, দেশ, ফুল, ফল, প্রাণী!!

আপনার লেখাটি শৈশবে ফিরিয়ে নিয়ে গেল।

এখন বাচ্চারা স্মার্ট ঠিকই, এদের একটা খেলা আমার ভাল লাগে।
ফাঁকা ঘরে ইংরেজি অক্ষর বসিয়ে একটা শব্দ বানানো।
এটা সত্যিই শৃজনশীলতার পরিচয় বহন করে।

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: বীথি আপু সুন্দর মন্তব্য প্রীত হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

১৫| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৯

ধ্রুবক আলো বলেছেন: আরে না ভাই, আসলে ক্ষ দিয়ে কিছু পেলাম নাতো তাই।

৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: আলোরিকা কিন্তু অনেক কিছুই পাইল!

১৬| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৭

আলোরিকা বলেছেন: ক্ষ্যান্তি , ক্ষিরা , ক্ষিরা ফুল , ক্ষমা , ক্ষোস্টারিকা , ক্ষাতার ...( ইংরেজি এক্সেন্টে এ রকম অনেক দেশের নাম পাওয়া যাবে )....... আমি যে ছোটবেলায় খুব ভাল খেলতাম বুঝতে পেরেছেন !!!!!!!!!!! :)

আসলেই কত সমৃদ্ধ ছিল আমাদের শৈশব !

৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: আলোরিকা তাইলে আপনিই বিজয়ী হইলেন। হা হা হা।
আর হ্যা ঠিক বলেছেন আমাদের শৈশব আসলেই সমৃদ্ধি ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.