নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

অভিমানেই রেখেছ আমায় বুকের মাঝে

০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৫

আমার রাগ যে নেই তা নয়। তবে আমি আমার খুব কাছের মানুষদের উপর কখনই কেন জানি রাগ করতে পারিনা।তা সে যত অন্যায় করুক তারা।তবে আমার অভিমানটা একটু বেশি। এই অভিমানের কারনে আমি বেশ কিছু কাছের মানুষকে হারিয়ে ফেলেছি। কাছের মানুষদের উপর কোন কারনে অভিমান করলে আমার বুকের ভেতরে একটা কষ্টের দলা ঘুরে বেড়ায়।বুকটা প্রচন্ড ভার হয়ে থাকে। সে কষ্টের কথা আসলে কাউকে বুঝিয়ে বলা যাবে না।বেশি অভিমান ও মনে হয় ভাল না। অভিমান নিয়ে অনেক আগে একটি কবিতা লিখেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যা আপনাদের কার কেমন অভিমান তা আমাকে একটু জানাবেন।

বুকের ভেতরটা ভার হয়েই আছে
ভালবাসা গুলোকে বাষ্পায়িত করে
উড়িয়ে দিতে পারতাম যদি শূন্য
তবে রঙিন প্রজাপতির মত
সদানন্দে ঘুরে বেড়াতে পারতাম।
অভিমানও জ্বালায় আজকাল
বুকের ভেতরটাকে ক্ষত বিক্ষত করে রোজ।
অভিমান ভালবাসা বাড়ায় কিনা জানি না
তবে তোমার প্রতি এক বিন্দু ভালবাসাও
কমাতে পারেনি এই অভিমান।
তবে দূরুত্ত বাড়তে কতক্ষন?
তবু সুখ খুজে পায় তোমার উপর অভিমানে
তাই আয়োজন করেই অভিমান করি তোমার উপর।
আচ্ছা তুমি অভিমান করনা আমার উপর
নাকি অভিমান বলে কিছু নেই তোমার?
একদিন সব অভিমান ঘুচিয়ে
আমি হব কোন এক অচিন পুরের যাত্রী
জানি সঙ্গী হবে না
তবু অভিমান কর আমার উপর
ভালবেসে বুকে না রাখ আপত্তি নেই
তবু মনে সুখ পাব এই ভেবে
অভিমানেই রেখেছ আমায়
বুকের মাঝে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৭

নায়না নাসরিন বলেছেন: তবু মনে সুখ পাব এই ভেবে
অভিমানেই রেখেছ আমায়
বুকের মাঝে।
খুব সুন্দর কবিতা ভাইয়া +++++++্

০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: নায়না নাসরিন আপনাকে অনেক ধন্যবাদ।

২| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪১

অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ কবিতা +++ সোহেল ভাইয়া।

০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: আমার সাধারন কবিতা গুলি আপনার কাছে অসাধারন হয়ে ধরা দেয় তাই আপনাকে ধন্যবাদ দেব না। রিকোয়েষ্ট কিন্তু পায়নি এখনও।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৭

অতঃপর হৃদয় বলেছেন: রিকুয়েস্ট কিন্তু দিয়েছি আমি!!!!!!! দাড়ান চেক করে নেই।

০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: আমার ব্লগে যে ছবি ফেসবুকে সেই একই ছবি। বাংলায় মোস্তফা সোহেল। [email protected] সার্চ দিলে পাবেন।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫২

অতঃপর হৃদয় বলেছেন: আপনার আইডি তে এড যায় না, আমি ম্যাসেজ পাঠাইলাম কেবল, এড করে নিয়েন আমাকে। শুধু ফলো অপশন আর ম্যাসেজ অপশন শো করে , এড অপশন শো করে না।

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৬

মোস্তফা সোহেল বলেছেন: ম্যাসেজ দিয়েন আমি এ্যাড করে নিব।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর কবিতা +++++

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর!!!

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৪

জুন বলেছেন: তবু মনে সুখ পাব এই ভেবে
অভিমানেই রেখেছ আমায়
বুকের মাঝে।

না মোস্তফা সোহেল এ আপনার ভীষন ভুল ধারনা ।
তবে কবিতাটি খুবই ভালোলাগলো আমার ।
+

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৮

মোস্তফা সোহেল বলেছেন: কি জানি আপু হয়তো আপনার কথায় ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.