নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

সামিয়া জামান & ডাঃ মেহতাব খানম সব কিছু শেখাতে হয় না

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৭


কিছু দিন আগে নিউজ ২৪ চ্যানেলে একটি অনুষ্টান দেখছিলাম । অনুষ্টানটির নাম ''যে কথা বলা নিষিদ্ধ''। উপস্থাপনা করছিলেন সামিয়া জামান সাথে ছিলেন ডাঃ মেহতাব খানব। কিছু ছেলে মেয়ে যাদের বয়স ১৬ থেকে ১৮ বছর তাদের কে নিয়েই অনুষ্ঠানটি হচ্ছিল। এক সময় আলোচনা হচ্ছিল তারা পর্নগ্রাফি দেখে কিনা বা তাদের এটি দেখতে ইচ্ছে করে কিনা এ বিষয়ে। প্রথমে সবার মাঝেই দেখলাম ইতস্ততা বোধ। কিছুক্ষনের মধ্যে একটি মেয়ে বলল,একবার স্কুলে আমি খেয়াল করলাম ভিডিও মোবাইলে কিছু মেয়ে কি যেন দেখছে তখন আমি তাদের কাছে জানতে চাইলাম কি দেখছে তারা। তখন তারা আমাকে বলল তোর মোবাইল ফোন আছে । আমি বললাম না । তারা বলল আগে মোবাইল ফোন কেন তারপর দেখিস। আমি বাড়ি এসে মায়ের কাছে কান্নাকাটি করলাম মোবাইলের জন্য । কিছু দিন পরে আমাকে একটি নকিয় ১৬০০ মডেলের সেট দিল। আমি সেটি নিয়ে স্কুলে গিয়ে তাদের দেখালাম তারা সকলেই হেসে গড়াগড়ি। বাসায় এসে আমি সেই ফোন ভেঙে ফেললাম। পরে আমাকে ভিডিও ফোন কিনে দেওয়া হয়। যে ভিডিও ফোনে সে বন্ধুদের কাছ থেকে পর্ন ভিডিও নিয়ে একদিন নাকি দেখেছে। পর্ন দেখে সে ভয় পেয়েছিল ভিশন, তারপর থেকে আর কোন দিন সে পর্ন দেখে না।
আরেকটি মেয়ে বলল, সেও বন্ধুদের পাল্লায় পড়ে একদিন পর্ন দেখেছে। পর্ন দেখে সেও নাকি ভয় পেয়েছিল তারপর থেকে আর কোন দিন পর্ন দেখেনি।ছেলেদের মাঝে অবশ্য কেউ স্বীকার করলনা তারা পর্ন দেখেছে কিনা। তবে আমার দেখে মনে হল এরা না দেখেও কেউ নেই। হয়তো ক্যামেরার সামনে বলতে লজ্জা পাচ্ছে।
এর এক সময় সামিয়া জামান ডাঃ মেহতাব খানমের কাছে জানতে চাইলেন, পর্ন আসক্তি কাটাতে এই সবকল ছেলে-মেয়েদের কি করা উচিত।
এবার সামিয়া জামান বললেন, তোমাদের কি পর্ন দেখতে ইচ্ছে করে? সাবাই নিরব। শুরু হল বিরতি---- বিরতির মাঝে আমারও চ্যানেল বদলে গেল আমি ভুলে গেলাম এমন গুরুত্বপূর্ন একটি অনুষ্ঠানের কথা!
এবার আমার কিছু কথা।
সেক্স এডুকেশন ভাল তবে সেই শিক্ষাটা কি ভাবে দিতে হবে তা আমাদের আরও ভাল করে জানতে হবে। এখন মোবাইল ইন্টারনেটের দুনিয়া গুগোলে সার্চ দিয়ে উঠতি ছেলে মেয়েরা যে খারাপ কিছু দেখবে না এটা অবিশ্যাষ্য। তাদেরকে কি ভাবে এই পথ থেকে বিমূখ রাখা যায় সেটা মনে হয় পরিবারকেই দেখতে হবে আগে।
ইসলাম আমাদের যৌন জীবন সম্পর্কেও শিখিয়েছে। এটা নিয়ে একদল উঠতি বয়সের ছেলে-মেয়ে একসাথে বসে আলোচনার কিছু নেই। আচ্ছা একবার ভাবুন তো একটা বার তের বছরের ছেলে-মেয়ে যদি এই অনুষ্ঠানটি দেখে যারা পর্ন শব্দটির সাথে পরিচিত নয় তাদের কি মনে জানার ইচ্ছে হবে না পর্ন কি?
তখন যদি সেই বাচ্চার তার বাবা মায়ের কাছে জানতে চাই পর্ন কি তাহলে বাবা মা কি উত্তর দিবেন।
আমাদের দেশে এমন একটি অনুষ্ঠান কিভাবে হয় তা আমার বোধগম্য নয়।
সামিয়া জামান ও ডঃ মেহতাব খানমকে বলতে ইচ্ছে করছে, শুনুন সব কিছু শেখাতে হয়না। মানুষ প্রকৃতি গত ভাবে অনেক কিছুই শিখে যায়।
এখন যদি কোন উঠতি বসয়সী ছেলে-মেয়ে আপনাদের কাছ থেকে প‌্যাকটিকালি শিখতে চাই বাশর রাতে স্বামী স্ত্রীর শারিরীক সম্পর্ক কি ভাবে হয় তখন কি শেখাতে পারবেন?
নাকি বলবেন একটা পর্ন দেখে নিও।
ভুলে গেছিলাম এটি সব সম্ভবের দেশ বাংলাদেশ। এদেশে এমন বেকুব মার্কা একটি অনুষ্ঠান কোন টিভি চ্যানেলে প্রচার হতেই পারে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৬

ডার্ক ম্যান বলেছেন: সচেতনতা তৈরি করতে গিয়ে এদের বিপথগামী করা হচ্ছে ।

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক কথা বলেছেন। সচেতন করার কৌশলটা তাদের আগে শিখে তারপর সচেতন করতে আসতে হবে।
অনেক ধন্যবাদ।

২| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কি আর বলবো, আপনার কথাই বলি।
এটি সব সম্ভবের দেশ!!!

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ শামীম ভাই।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৫

আরিয়ান রাইটিং বলেছেন: ভাল লিখেছেন।

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৪

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর আলোচনা করেছেন। বেশ ভালো লাগলো ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন।

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৬

মোস্তফা সোহেল বলেছেন: লিখে লাভ নেই তারপরও মনের ক্ষোভ মেটাতে লিখি।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৪

ধ্রুবক আলো বলেছেন: আমার যে কথা, তা হলো,
আমাদের দেশের বাবা মা সচেতন কম, বিশেষ করে যাদের অনেক টাকা আছে তারা! তাদের ছেলেমেয়েদের তারা ইংলিশ মিডিয়াম বা নামি কোনো স্কুলে কলেজে লেখা পড়া করায়। সেখানে একজনের মোবাইল থাকলে আরেকজনের তা ব্যবহার করার ইচ্ছে জাগবেই। তাই আমি বলি যদি টাকা পয়সা বেশি থাকে তো সেটা বাচ্চার ভবিষ্যতের জন্য কাজে লাগান, কেন অপ্রাপ্ত বয়সে ভুল জিনিস হাতে ধরিয়ে দেয়া হচ্ছে আমার বুঝে আসে না। এতে করেই ছেলে মেয়েরা পর্ন সহ আরও নানান রকমের অপরাধের সাথে যুক্ত হয়ে যাচ্ছে!

আর এই সব টিভি অনুষ্ঠানের কথা যা বলার বলেছেন আর কিছুই বলার নাই।

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৫

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ধ্রুবক আলো।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৫

কানিজ রিনা বলেছেন: সচেনতা পরিবার থেকেই বিশেষ ভাবে জরুরী
সেই সাথে বিদ্যালয়ের শিক্ষক গুরুজন এগিয়ে
আসা বিশেষ ভাবে জরুরী। গোড়া শক্ত হলে
ছেলে মেয়েরা খারাপ দিক বর্জন করবে।
এটাই কাম্য। লাগাম ছারা মোবাইল নেট
ডিস স্যাটেলাইট সরকার কিছু নিয়ম পরিবর্তন
অবশ্যই জরুরী। তানা হলে সমাজ রাস্ট্রের
পচন কোন ভাবেই ঠেকান যাবেনা। ধন্যনাদ,

২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩১

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য আপনাকেও অনেক ধন্যবাদ কানিজ আপু।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩১

বিলিয়ার রহমান বলেছেন: ভুলে গেছিলাম এটি সব সম্ভবের দেশ বাংলাদেশ। এদেশে এমন বেকুব মার্কা একটি অনুষ্ঠান কোন টিভি চ্যানেলে প্রচার হতেই পারে।


;)

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৮

মোস্তফা সোহেল বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.