নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:১০




** মনে সুখে
পুষি ভাই ক্যাট
আসছে বছর
বাড়বে আরও ভ্যাট।


** কেমন আছেন?
অবস্থা ভাই চরম
৩৪ ডিগ্রি তাপমাত্রা
পড়ছে ভিশন গরম।


** সারাটা দিন
শীতল বাতাস চাই
এই গরমে মেকাপ খানা
টিকিয়ে রাখাই দায়।


** এই তো আছি
সুখ দুঃখে ফাইন
কি আর বাড়াবে কষ্ট
নতুন ভ্যাট আইন।


** এই দেশেতে
সত্য বলতে মানা
গরীব মানুষের
কেস নেয় না থানা।


** জীবন কি আর বাচে
অক্সিজেন ছাড়া
বাড়বে কত আর
যাত্রী বাসের ভাড়া।


** ঝরিয়ে গায়ের ঘাম
শ্রমিকেরা পাইনা
শ্রমের নায্য দাম।


** রোজ গেলে খাই
ভাত আর ভর্তা
আমি বেসরকারি
কর্মকর্তা।



মন্তব্য ৪২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:২০

শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর উপস্থাপন

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:২৪

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শামীম ভাই।

২| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:২৬

ক্লে ডল বলেছেন: ভাল লাগল।

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ক্লে ডল।

৩| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৩১

এস এম কামরুল হাসান বলেছেন: ১.
আপনার অনুকাব্য
সহজেই অনুধাব্য

২.
বাক্য সরস
বিষয় মজা
আপনার অনুকাব্য
আজকে রাজা।

৩.
আস্তে আস্তে আরো লিখুন
পারলে ছাপান বই
ভালো লাগলে এবার ঠিক
খাওয়াবো টক দই।

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: ছোট্ট এই লেখায়
কমেন্ট যা দিলেন ভাই
তার প্রতিদান
কোন কিছুতেই নাই।

আপনার কাব্যকনাও অনেক সুন্দর হয়েছে হাসান ভাই। আপনিও লিখুন মনে হয় খুব ভাল হবে।
অনেক ধন্যবাদ।

৪| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সরকারি কর্মকর্তাও ভাত ভর্তাই খায়। ভালো লাগলো কবিতা। বিভিন্ন বাস্তবতা জড়িয়ে ভালো লিখেছেন ভাই।


শুভকামনা রইল ভাই।

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: এখনতো সরকার সরকারি কর্মকর্তাদের বেতন অনেক বাড়িয়ে দিয়েছে। সে তুলনায় কিন্তু বেসরকারিদের বেতন বাড়েনি বললেই চরে।
আপনার জন্যও অনেক শুভ কামনর রইল নয়ন ভাইয়া।

৫| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৪৯

আলোরিকা বলেছেন: প্রথম আলোর দন্তস্য রওশন - এর লেখার মাধ্যমে অনুকাব্যের সাথে পরিচয় ---এর আগে কেউ লিখেছে কিনা জানি না তার ফানি এবং অর্থপূর্ণ কাব্যগুলো মনে দাগ কেটেছিল -----ও খান থেকে আপনার জন্য দুটো --

আগুন লেগেছে আগড়গাঁয়
পানি ঢালো কেন আমার গায় !

তোমার ভালবাসা পাইলে
নুন লাগবে না ডাইলে !

আপনার গুলোও চমৎকার ! শুভকামনা :)

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:০০

মোস্তফা সোহেল বলেছেন: কাব্য কনার সাথে আমি প্রথম পরিচিত হয় ইনকিলাব প্রত্রিকার ফান ম্যাগাজিন উপহার এর মাধ্যমে । তবে লেখকের নাম মনে নেই। দন্তস্য রওশন এর কাব্য কনাও পড়েছি খুব মজা করে সমসাময়ীক বিষয় নিয়ে উনি লিখে থাকেন।
আমি হাজার খানেক কাব্য কনা মনে হয় লিখে ফেলেছি তবে ব্লগে শেয়ার করা হয়নি। পরে ভাল গুলো শেয়ার করার ইচ্ছে আছে।
এখন যে গুলো পড়লেন তা সবই সমসাময়ীক বিষয় নিয়ে আজই লিখেছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ আলোরিকা। আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।

৬| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৩০

বিএম বরকতউল্লাহ বলেছেন: নতুনত্ব আর চমৎকারিত্ব আছে। ধন্যবাদ।

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৫২

মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই।

৭| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:৩১

চাঁদগাজী বলেছেন:


অনেকেই আজকাল নীতি কথাকে পদ্যের রূপ দিচ্ছেন; আগেও চিল, খনার বচন

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ গাজী ভাই।

৮| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:০৩

সুমন কর বলেছেন: ভালো লিখেছো। +।

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।

৯| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:৩৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর অনুকাব্য। শেষের টুকু তো ফাটিয়ে দিয়েছেন +++

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:৪০

মোস্তফা সোহেল বলেছেন: প্লাসে অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ ধ্রুবক আলো।

১০| ০৫ ই মে, ২০১৭ রাত ১২:১৩

ব্লগ মাস্টার বলেছেন: খুব সুন্দর ভালো লাগল কবিতা।

০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ব্লগ মাস্টার।

১১| ০৫ ই মে, ২০১৭ সকাল ১১:৩১

বিলিয়ার রহমান বলেছেন: ফানি ফানি কাব্যকনা
হয়েছে ভীষণ জোশ!
প্লাস দিলাম আনন্দে তাই
করো আমোদ খোশ!:)

০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: বিলি ভাইয়া পোষ্টে আমার
দিসে প্লাস
পানি খাইতে
লাগবে না আর গ্লাস।

১২| ০৫ ই মে, ২০১৭ দুপুর ২:৫১

সিনবাদ জাহাজি বলেছেন: :)
সুন্দর অনুকাব্য।

+++

০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সিনবাদ।

১৩| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: রোজ গেলে খাই
ভাত আর ভর্তা
আমি সরকারি
কর্মকর্তা। :)

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: ওই ঘুরিয়ে ফিরিয়ে দিলেই হল।

১৪| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১২:১১

খায়রুল আহসান বলেছেন: শেষেরটা সবচেয়ে ভাল হয়েছে।

০৭ ই মে, ২০১৭ দুপুর ১২:১৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই।

১৫| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৬

শায়মা বলেছেন: মজার কাব্য!

০৮ ই মে, ২০১৭ সকাল ১১:১৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শায়মাপু।

১৬| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৬

জুন বলেছেন: এত নির্মম সত্য অনু কবিতায় তুলে ধরা সহজ কথা নয় মোস্তফা সোহেল । আমি আভিভুত ।
+

০৯ ই মে, ২০১৭ সকাল ৯:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: আপনি পড়েছেন ,মন্তব্য করেছেন তার জন্য আমি খুবই খুশি। আপনার ভাল লেগেছে জেনে আরও ভাল লাগল। সব সময় প্রেরনা দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা রইল জুনাপু।

১৭| ১২ ই মে, ২০১৭ রাত ১:১৮

অাসাদুজ্জামান লিটন বলেছেন: সুন্দর কবিতা ।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:০৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৮| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:২৫

কল্লোল পথিক বলেছেন: সুন্দর হয়েছে সোহেল ভাই

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:২৭

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।

১৯| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:

সুন্দর হয়েছে +++

শুভ কামনা রইল !

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:০৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা শাহরিয়ার ভাই।

২০| ১৫ ই মে, ২০১৭ রাত ১০:১২

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,




বেশ ছন্দোবদ্ধ কেবল ৩ নং টি ছাড়া । আর বক্তব্যএয়ালা তো বটেই ।

৩ নং টি
"** সারাটা দিন
শীতল বাতাস চাই
এই গরমে মেকাপ খানা
টিকিয়ে রাখাই দায়।"
এর বদলে হতে পারে এরকম ----
" দিনগুলি সব
শীতল বাতাস চায়
এই গরমে মেকাপ খানা
টিকিয়ে রাখাই দায়।"

১৬ ই মে, ২০১৭ সকাল ৯:২৩

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
গরমকাল বলেই তো সারাটা দিন শীতল বাতাস চাই দিয়েছি।
শীত কালে তো আর ঘেমে মেকাপ নষ্ট হয়না।

২১| ২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২০

পুলহ বলেছেন: যাপিত জীবনের অনুকাব্য, ভালো লাগলো।
তবে ভাই তখনকার চেয়ে এখন গরম মনে হয় আরেকটু বেশি হা হা
শুভকামনা জানুন !

২৪ শে মে, ২০১৭ সকাল ১০:১৭

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামানা পুলহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.