নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম ক্রাশ প্রিন্সেস ডায়ানা ও একটি কবিতা

১৮ ই মে, ২০১৭ সকাল ৯:৫০


প্রিন্সেস ডায়ানার সাথে আমি প্রথম কবে পরিচিত হয়েছিলাম তা ঠিক মনে নেই।তবে এতটুকু মনে আছে প্রিন্সেস ডায়ানাকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই তার উপর ক্রাশ খেয়েছিলাম।এস এসসির পরেই হয়তো খবরের কাগজের মাধ্যেমে প্রিন্সের ডায়ানা সম্পর্কে প্রথম জানি। প্রিন্সেস ডায়ানার ছবি দেখেই আমি তার উপর ক্রাশ খাই। ছবি দেখে ডায়ানাকে এত ভাল লেগেছিল যে ছবিটা কেটে আমার ডায়েরীর মধ্যে রাখি। সেই ছবিটা আজও আমার কাছে আছে।
ভাল মন্দ মিলিয়েই এই আামরা মানুষ। প্রিন্সের ডায়ানারও কিছু ভুল ত্রুটি ছিল। তবে তার পরেও তিনি ছিলেন একজন উদার মন-মানসিকতার মানুষ। আর এ জন্য তাকে আরও ভাল লেগেছিল । ১৯৯৭ সালে ডায়ানা যখন মারা যান তখন আমি কেবল মাত্র হাই স্কুলে উঠেছি। যেদিন ডায়ানা সম্পর্কে জেনেছি তার মৃত্যুটা মনে মনে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। ডায়ানার ছবিটা দেখলেই বুকের ভেতরে কেমন কষ্ট হত( অল্প বয়সের আবেগ আর কি হা হা হা )।


প্রিন্সেস ডায়ানাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। রুপের মাধুর্যের কারণে খুব সহজেই তিনি মানুষকে আকৃষ্ট করতে পারতেন। সে সময় ডায়ানার সাথে পাল্লা দেয়ার মত মহিলা খুঁজে পাওয়া দুস্কর ছিল।

প্রিন্সেস ডায়ানা

৩১ শে আগস্ট ১৯৯৭ সালে অনিন্দ্য সুন্দরী এই মহিলা পেরিসে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন।

প্রিন্স চার্লসকে ডিভোর্স দেয়ার কারণে মানুষ চার্লসকেই ডায়ানার মৃত্যুর জন্য দোষী বলে মনে করে। ডায়ানার মৃত্যুর ঠিক কয়েকদিন আগে ডায়ানা ব্রিটিশ সরকারের কাছে চিঠি লিখে জানিয়ে দেন যে তিনি বিপদে আছেন। তিনি কখনই পুলিশ প্রোটোকল নিতেন না কারন তিনি জানতেন যে পুলিশ সহজেই রাজকীয় মানুষদের দ্বারা প্রভাবিত হতে পারতো।

যেদিন তিনি মৃত্যুবরণ করেন সেদিন হোটেল থেকে বের হওয়ার পরপরই পাপারাজ্জির দল তার পিছু নেয়। ডায়ানা দৌড়ে গাড়িতে গিয়ে উঠেন। তার সাথে সাথে নিরাপত্তাকর্মীও গিয়ে গাড়িতে উঠে। ড্রাইভার পাপারাজ্জিদের হাত থেকে বাঁচার জন্য গাড়ি খুবই দ্রুতগতিতে চালাচ্ছিলেন। ডায়ানার লাকও ছিল খারাপ, কারণ ড্রাইভার মাতাল ছিল। যার ফলাফল ছিল খুবই ভয়াবহ। সড়ক দুর্ঘটনায় গাড়িতে থাকা প্রিন্সেস ডায়ানাসহ ৪ জনের সকলই নিহত হয়েছিলেন।


যাই হোক আমার এই প্রথম ক্রাশ খাওয়া মহিয়সী নারী কে নিয়ে আমি ২০০৯ সালে একটি কবিতা লিখেছিলাম। সেই কবিতাটি শেয়ার করার জন্যই আজ এত কথা বলা । সব কথা বাদ দিয়ে কবিতাটি পড়ুন। কবিতাটি অবশ্যই প্রিন্সের ডায়ানাকে উৎসর্গ করা।


তুমি ছিলে সদা হাস্যময়ী
তুমি এসেছিলে আলোর বর্তিকা হাতে নিয়ে
সপ্নের বীজ বুনে দিয়েছিলে মানুষের মনে মনে।
অন্যর কষ্ট গুলো ছিল শুধু তোমার কষ্ট
তুমি অসহায়ের পাশে ছিলে বট বৃক্ষের মত
যেখানে ছিল অজ্ঞতা
সেখানে জ্বেলে দিয়েছিলে শিক্ষার আলো।
তুমি নিজেকে আত্বনিয়োগ করেছিলে মানুষের সেবায়
তুমি মানুষের মাঝে গড়ে তুলতে চেয়েছিলে সচেতনতা
তুমি চেয়েছিলে দারিদ্র নিপিড়িত মানুষের মুখে হাসি ফোটাতে
নারীর মর্যাদা প্রতিষ্ঠাই তুমি ছিলে অগ্রসৈনিক।
তাই তো তোমায় ভালবাসি অনেক মিস প্রিন্সেস ডায়না।

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৭ সকাল ৯:৫৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ক্রাশ খায় নাই এমন মানুষ নাই; আমিও তাই ভাই!!

১৮ ই মে, ২০১৭ সকাল ৯:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: আসেন দুভাই গলাগলি করি।

২| ১৮ ই মে, ২০১৭ সকাল ১০:১০

সারাফাত রাজ বলেছেন: মাঝেমধ্যে এখনো ক্র্যাশ খাই তার উপর B-)

১৮ ই মে, ২০১৭ সকাল ১০:১৯

মোস্তফা সোহেল বলেছেন: তাই নাকি সারাফাত ভাই। ভাল মাঝে মাঝে ক্রাশ খাওয়া খারাপ না।

৩| ১৮ ই মে, ২০১৭ সকাল ১০:১৮

সত্যের ছায়া বলেছেন: ডায়না আরবের এক যুবরাজের সাথে বন্ধুত্বের পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন যেটা য়ূরোপিয়ানরা মেনে নিতে পারেনি। য়ূরোপে এত ছেলে থাকতে আরবদের কাছাকাছি এসে ভুল করেছিলেন। তার মাশুল তিনি জীবন দিয়ে মিটাইছেন।

১৮ ই মে, ২০১৭ সকাল ১০:২১

মোস্তফা সোহেল বলেছেন: ঘটনাটি আসলেই দুঃখজনক।

৪| ১৮ ই মে, ২০১৭ সকাল ১০:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই আপনার ক্রাশ খাওয়া অনুভূতি মিশানো কথা গুলো। ডায়না সত্যিই আলোচিত আর অনন্যা সুন্দরির উপমা হয়েই ছিল মানুষের মনে ,এখনো আছে। আমিও অনেক মেয়েকে বলতাম , আহ! ডায়নার মতো ! কিন্তু ডায়না সম্পর্কে এতকিছু জানতাম না। আজ আপনার পোষ্ট পড়ে জানতে পেরে ভালো লাগলো।

কবিতাটি কিন্তু দারুণ লিখেছেন। ডায়নার গুণাগুণ আর প্রশংসা প্রকাশেই আপনার ক্রাশ স্পষ্টত। ভালো লাগলো ভাই।

ডায়না সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কৃতজ্ঞতা রাখছি।
শুভকামনা আপনার জন্য।

১৮ ই মে, ২০১৭ সকাল ১০:৪০

মোস্তফা সোহেল বলেছেন: পড়েছেন মন্তব্য করেছেন তার জন্য ধন্যবাদ নয়ন ভাই। আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।

৫| ১৮ ই মে, ২০১৭ সকাল ১০:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার ক্রাশ আমার প্রিয়তে থাকুক অনন্তকাল

১৮ ই মে, ২০১৭ সকাল ১০:৪১

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই আমারা থাকবনা কিন্তু অনেক কিছুই হয়তো থেকে যাবে অনন্তকাল।

৬| ১৮ ই মে, ২০১৭ সকাল ১০:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি ব্লগে কারো কারো লেখা শুধু পড়ি না , কয়েকবার পড়ি , বুঝতে চেষ্টা করি কিছুটা , তারমধ্য অাপনিও একজন।
প্রতিউত্তরে ভালো লাগা রইল ভাই।

১৮ ই মে, ২০১৭ সকাল ১০:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: আমার লেখা এতটা ভাল নয় যে কয়েকবার পড়বেন। তারপরও আপনি যে আমাকে এতটা গুরুত্ব দেন তার জন্য কৃতজ্ঞতা রইল নয়ন ভাই।

৭| ১৮ ই মে, ২০১৭ সকাল ১১:১৪

শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো পোষ্ট, কবিতাও সুন্দর। ++++

১৮ ই মে, ২০১৭ সকাল ১১:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শূন্যনীড়।

৮| ১৮ ই মে, ২০১৭ দুপুর ১২:৩১

নীলপরি বলেছেন: লেখা সহ কবিতা পড়তে খুব ভালো লেগেছে ।

শুভকামনা ।

১৮ ই মে, ২০১৭ দুপুর ১:২৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নীলপরি

৯| ১৮ ই মে, ২০১৭ দুপুর ১:০৩

জেন রসি বলেছেন: ডায়নাকে চিনেছি তার মৃত্যুর পর। তিনি কে ছিলেন এবং কিভাবে মারা গেছেন তার কিছু নির্লিপ্ত ইনফো মগজে আছে। ডায়না সম্পর্কে জ্ঞান এই পর্যন্তই।

১৮ ই মে, ২০১৭ দুপুর ১:২৭

মোস্তফা সোহেল বলেছেন: আমিও ডায়নাকে চিনেছি তার মৃত্যুর পর। মন্তব্যর জন্য ধন্যবাদ জেন রসি।

১০| ১৮ ই মে, ২০১৭ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দরী ছিল বেচারী :(

১৮ ই মে, ২০১৭ বিকাল ৩:১১

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দরী ছিল বলেই তো ক্রাশ খাইছি আপু।

১১| ১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

আখেনাটেন বলেছেন: উনার ব্যক্তিত্বই উনার উপর ক্রাশ খেতে বাধ্য করেছে বহু রোমিওকে।

২০ শে মে, ২০১৭ সকাল ৯:১৪

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক বলেছেন আখেনাটেন।

১২| ১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২১

ধ্রুবক আলো বলেছেন: ক্রাশ খাওয়ার মতোই সুন্দরী ও ব্যক্তিত্বপূর্ণ নারী।

কবিতা সুন্দর হয়েছে +

২০ শে মে, ২০১৭ সকাল ৯:১৫

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ধ্রুবক আলো।

১৩| ১৮ ই মে, ২০১৭ রাত ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা । যৌক্তিক ক্রাশ । !:#P

২০ শে মে, ২০১৭ সকাল ৯:১৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

১৪| ১৮ ই মে, ২০১৭ রাত ১১:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিন্সেস ডায়ানার ছবি দেখেই আমি তার উপর ক্রাশ খাই। ছবি দেখে ডায়ানাকে এত ভাল লেগেছিল যে ছবিটা কেটে আমার ডায়েরীর মধ্যে রাখি। সেই ছবিটা আজও আমার কাছে আছে। দারুন ব্যাপার।

২০ শে মে, ২০১৭ সকাল ৯:১৬

মোস্তফা সোহেল বলেছেন: বিষয়টি একদম সত্য ভাইয়া।

১৫| ১৯ শে মে, ২০১৭ রাত ১২:২৯

সুমন কর বলেছেন: সব বাদ দিয়ে শুধু কবিতা পড়লাম, মোটামুটি লাগল।

২০ শে মে, ২০১৭ সকাল ৯:১৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ সুমন দা।

১৬| ১৯ শে মে, ২০১৭ রাত ১:২৩

কানিজ রিনা বলেছেন: পৃথিবী এক আলোক বর্তিকা মা হাড়িয়েছে
সৃষ্টি কর্তার সৃষ্টির এক উজ্জল জতিস্ক
ডায়না। রুপে গুনে মহিয়সী নারীকে ঠেলে
দেওয়া হয়েছিল মৃত্যুর দিকে। এর জন্য দায়ী
ছিল ওর স্বামী প্রিন্স চার্লস। গোটা পৃথিবী
স্তব্দ সোকাহত ছিল ডায়ানার মৃত্যুতে। ধন্যবাদ,

২০ শে মে, ২০১৭ সকাল ৯:১৭

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও ধন্যবাদ কানিজ আপু।

১৭| ১৯ শে মে, ২০১৭ রাত ১:৫৬

কল্লোল পথিক বলেছেন:


হুম ক্রাশ তো খাইবেন!

২০ শে মে, ২০১৭ সকাল ৯:১৭

মোস্তফা সোহেল বলেছেন: যাক ক্রাশ খেয়ে তাহলে ভুল করিনি।

১৮| ১৯ শে মে, ২০১৭ সকাল ৮:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:
হঠাৎ কবির মনে বিশ্ব সুন্দরী প্রিন্সেস ডায়ানাকে নিয়ে কবিতা কারণ B-) সব কিছু পড়তে ভাল লেগেছে ।



ভালো থাকুন ।



২০ শে মে, ২০১৭ সকাল ৯:১৮

মোস্তফা সোহেল বলেছেন: সব কি আর কারনে হয় শাহরিয়ার ভাই? অনেক কিছু অকারনেও হয়।

১৯| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পরীর চাকুরী (পর্ব-৩) পোষ্ট করেছি। সময় পেলে দেখে আসবেন।

২১ শে মে, ২০১৭ সকাল ৯:০৬

মোস্তফা সোহেল বলেছেন: ওকে ভাইয়া।

২০| ২১ শে মে, ২০১৭ সকাল ৮:৫২

সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর কবিতা +++

:)
ক্রাশ খাওয়ার ভাগ্য আমার হয়নি কারন আমি ক্রাশ খাওয়ার বয়সে পৌঁছার অনেক আগেই ডায়না নামটা স্মৃতি।
তবে তার কর্মকান্ড আমি শ্রদ্ধার চোখে দেখি।
আর ভালোমন্দ মিলিয়েই তো মানুষ

২১ শে মে, ২০১৭ সকাল ৯:০৮

মোস্তফা সোহেল বলেছেন: মনন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সিনবাদ।

২১| ২১ শে মে, ২০১৭ সকাল ৯:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রিন্সেস ডায়ানার সাথে আমি প্রথম কবে পরিচিত হয়েছিলাম তা ঠিক মনে নেই

হা হা হা ...
চমৎকার।

অাহ! অামি যদি অাপনার সাথে থাকতাম...

২১ শে মে, ২০১৭ সকাল ৯:০৯

মোস্তফা সোহেল বলেছেন: বাবু ভাই কি বোঝালেন বুঝলাম না ।একটি মানুষের সাথে কি শুধু সাক্ষাতেই পরিচিত হওয়া যায়?

২২| ২১ শে মে, ২০১৭ বিকাল ৪:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রিন্সের ডায়ানাকে দেখে ক্রাশ খায়নি এমন তরুন খুঁজে পাওয়া ভার। তাকে যতবার দেখি ততবারই ভালোলাগে।

২২ শে মে, ২০১৭ সকাল ৮:৫২

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক তাই।

২৩| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:২৭

সোহানী বলেছেন: আংশিক সত্য তুলে ধরেছেন কিন্তু.... কিছুদিন আগে বেচেঁ যাওয়া ড্রাইভার স্বীকার করেছিল সে ষড়যন্ত্র। সে এক বিরাট কাহানি....

যাহোক আমার লেটেস্ট ফিলিংসটা তুলে ধরলাম........... আর ক্রাশ খায়নি সেটা মনে হয় এমন কাউরে খুজেঁ পাবেন না।

অাচ্ছা বলেনতো পৃথিবীর সবচেয়ে সাক্সেসফুল মহিলা ষড়যন্ত্রকারীনির নাম কি? কি বললেন, ঘষেটি বেগম!! না ভুল, তার ষড়যন্ত্র সফল হয়েছিল ঠিকই কিন্তু তাকে ইংরেজ এবং বাকি ষড়যন্ত্রকারীরা কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। তাহলে কে??? ধরতে পারছেন না, ওকে আমিই বলছি............ প্রিন্স চার্লস এর বর্তমান বউ ক্যামিলিয়া বউলস। কিভাবে??? সে সাক্সেসফুলি ডায়ানার সংসারে আগুন লাগাতে পেরেছিল, তারপর সে আগুনে পপকর্ন ভেজে খেয়ে নিজের বর্তমান স্বামীকে কিছু পপকর্ন ভাজা দিয়ে এই বুড়া বয়সে প্রিন্স চার্লসকে বিয়ে করে রানীর আসনে বসলো। এবং ডায়নার শেষ পরিনতির দিকে টেনে নিয়ে গেল নতুবা তার নিজের রানী হওয়া সম্ভব ছিল না ডায়নার জীবদ্দশায়................. কি ঠিক বল্লাম!!! এমন সাক্সেসফুল মহিলা ষড়যন্ত্রকারীনি মনে হয় খুজেঁ পাওয়া দূরহ.........

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৪০

মোস্তফা সোহেল বলেছেন: ঘটনাটি আমার জানা ছিল না।সত্যি ঘষেটির চেয়ে ক্যামিলিয়াই বেশি ষড়যন্ত্রকারী।বুড়ি মনে না কেন।তবে পাপ কাউকেই ছাড়বে না।
মন্তব্যের জন্য ধন্যবাদ সোহানীপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.