নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

এ সুযোগ সীমিত সময়ের জন্য!

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:২১



সজীব ভাইয়ের ফোন,কিরে এই প্রচন্ড গরমেও তুই বাড়ি এলি না যে?
আমি বললাম, বাড়ি যাওয়ার জন্য প্রচন্ড গরম কি একটি উপলক্ষ। সজীব ভাই বললেন, অবশ্যই এই প্রচন্ড গরম বাড়ি আসার জন্য একটি বড় উপলক্ষ।গরমে আম-কাঁঠাল পাকবে আর সেই আম কাঠাল খাওয়ার জন্য বাড়ি আসবি না। আমি বললাম,আম-কাঠাল খাওয়া একটি উপলক্ষ হতে পরে তাই বলে প্রচন্ড গরম কি করে একটি উপলক্ষ হয়! সজীব ভাই ধমক দিয়ে বললেন,সব সময় বেশি কথা বলিস আমি আসতে বলেছি তুই আসবি। এতক্ষনে আসল কথাটি বললেই তো হত।
পরেদিন সকালে বাড়ির উদ্দেশ্য বাসে উঠে বসলাম।খুলনা হয়ে যশোরে যাব,এই প্রচন্ড গরমেও কারও কোন কাজ থেমে নেই,বাস ভর্তি মানুষ।বাস কোন স্টান্ডে থামলে সাথে সাথে বিভিন্ন রকমের হকাররা বাসে উঠে পড়ছে। এমনিতে গরমের জ্বালা তার উপর জ্বালা হকারের।
বসুন্দিয়া বাস স্টান্ডে আসতেই এক সাথে তিনজন বাসে উঠে প্রায় একই সাথে বলতে লাগল,এই লিচু পাকা টসটসে লিচু নিবেন। ৫০টি মাত্র ২০ টকা!
কেউ কিনল কি কিনল না বুঝতে পারলাম না। দুজন নেমে গেছে এক জন এখনও আছে বাস আস্তে আস্তে চলতে শুরু করেছে। ছেলেটার বয়স কত আর হবে খুব বেশি হলে দশ। এই বয়সেই জীবিকা অর্জনে নেমে পড়েছে।আমার সামনে আসতে বললাম, কত করে লিচু?
নেন ভাইজান ৫০টি মাত্র ২০ টাকা। লিচু গুলো ছোট পলিথিনের ব্যাগে বাধা।লাল টকটকে তবে একটু ছোট ছোট।বাজার হিসেবে দাম খুবই কম। ১০০ টি লিচুর দাম ৪০ টাকা পড়ে।আমি ছেলেটিকে বললাম কম হবে না? না ভাইজান এক দাম।
ছেলেটিকে দেখে কেমন মায়া হল । ওর হাতে থাকা ছয়টি প‌্যাকেটই কিনে নিলাম। মনে হল ও খুব খুশি হয়েছে। মানুষকে কত সহজেই খুশি করা যায়।
বাস ঝিকরগাছা বাস স্টান্ডে থামলে নেমে পড়লাম। এখন প্রায় দুপুর মাথার উপরে উত্তপ্ত সূর্য শরীরটাকে পুড়িয়ে দিচ্ছে।একটা জায়গা দেখে লিচু গুলোর প‌্যাকেট নিয়ে বসে পড়লাম। এই লিচু নিবেন লিচু পাকা টসটসে লিচু।৫০টি মাত্র ৩০ টাকা। এরই মধ্যে অনেক খরিদদার হাজির তারা আমার লিচু দেখছে। কেউ বলছে, ভাই কম হবে না? আমি হাসি মুখে বললাম এক দাম। হঠাৎ সামনে সজীব ভাই এসে হাজির।
কিরে নীল লিচুর ব্যবসা শুরু করলি কবে থেকে?
এই তো কিছুক্ষন আগে থেকে সজীব ভাই।ছয় প‌্যাকেট ছিল এখন মাত্র এক প‌্যাকেট আছে আপনি নিতে পারেন।
নিলাম এখন বাসায় চল তোর এই ছাগলামি আর ভাল লাগে না। খেয়েছিস সকালে।
না খাইনি এখনো। এখন তো আমি দুবেলা খাই আর এক বেলে উপোস থাকি।
এই পাতলা শরীরে আবার ডায়েড করছিস! ডায়েট না সজীব ভাই এটা দ্রব্য মূল্যর উর্ধ্বগতীর বিরুদ্ধে আমার মত সাধারন জনগনের একটি নিরব প্রতিবাদ।
দেখলে না এক হাওড় ডুবল আর চালের দাম হু হু করে বেড়ে গেল। আমাদের এত বড় দেশ একটি জেলা ডুবলে কি হয়? তার জন্য সব কিছুতে ওই এক কারন দেখাতে হবে। আসলে এসব খোড়া যুক্তি দেখিয়ে এক শ্রেনীর ব্যবসায়ী অকারনে মুনাফা লুটছে। আর সরকার দেখেও না দেখার ভান করছে।আমার তো মনে হয় এ দেশে এক বছর কোন ধান উৎপাদন না হলেও চালের কোন ঘাটতি পড়বেনা।
হ্যা বুঝেছি এখন তোকে আর বক বক করতে হবে না। তাড়াতাড়ি বাড়ি চল। রাতে জমিয়ে গল্প করা যাবে।ও হ্যা ভুলেই গেছি দু তিন দিন পরে তো রমাজান চল কিছু বাজার করে নিয়ে যায়।
সজীব ভাইয়ের সাথে বাজার করতে গিয়ে ভালই অভিজ্ঞতা হল। আসন্ন রমজান উপলক্ষে সব কিছুরই দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে গেছে। এক দোকানদারের কাছে জানতে চাইলাম ভাই সব কিছুর এত দাম কেন?
দোকানদার তার ক্লোজাপ দিয়ে মাজা দাত বের করে বলল, বোঝেন নাই রোজা আইতাছে।
রমাজন উপলক্ষে যেখানে সকল মুসলিম দেশে কে কত ছাড়ে পন্য বিক্রি করতে পারে সেই প্রতিযোগীতা করে সেখানে এ দেশে প্রতিযোগীতা চলে কে কত মুনাফা লুটতে পারে। সত্যি আজব আমার দেশ। রমজান উপলক্ষে যে যত পার মুনাফা লুটে নাও এ সুযোগ সীমিত সময়ের জন্য!

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। ভালো লাগলো ভাই।

মানুষ ইচ্ছে করলেই সহজে কাউকে খুশি করতে পারে, কিন্তু, আমাদের মাঝে অনেকসময় ইচ্ছেটাই থাকেনা!

শুভকামনা রইল ভাই।

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:২৯

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই আপনার সুন্দর মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।
এটা একদম সত্যি মানুষ ইচ্ছে করলে খুব সহজেই অন্য কাউকে খুশি করতে পারে। কিন্তু সেই ইচ্ছাটা এখন মানুষের ভেতরে কম।

২| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৪

কানিজ ফাতেমা বলেছেন: লিচুগুলো নিয়ে সোজা ঢাকায় চলে আসতেন । যে দরে কিনেছেন ঢাকা শহরের প্রচলিত দরে বিক্রি করলে কোটিপতি হয়ে যেতেন নিশ্চিত ।

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: আমিও কিছুটা অবাক হয়েছিলাম কানিজ আপু। পরের বছর ট্রাই করব।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৪০

নীলপরি বলেছেন: বেশ লাগলো ।

শুভকামনা ।

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নীলপরি।

৪| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

মানুষে মানুষে গড়ে উঠুক আত্ম সেতুবন্ধন,
শুভ প্রত্যাশা।

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৫০

মোস্তফা সোহেল বলেছেন: আমারাও সেটাই চাই।

৫| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট

লিচু খাবো কিন্তু শুনলাম লিচুর জন্মলগ্ন থেকেই বিষ স্প্রে করা হয়। :(

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৫১

মোস্তফা সোহেল বলেছেন: এখনতো সব কিছুতেই ফুল আসা থেকে শুরু হয় স্প্রে আর শেষ হয় বাজারে আসার আগের দিন পর্যন্ত।

৬| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৫১

ঢাকাবাসী বলেছেন: ৪০ টাকা 'শ লিচু তো শায়েস্তার খাঁর আমলে ছিল শুনছি! দ্রব্যমূল্য নিয়ন্ত্রন যারা করবে তারা সবাই ঘুষখোর আমলা বা বড় ব্যাবসায়ী সুতরাং মাইর যা খাবার আমরাই খাই!

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: লিচু গুলো ছোট ছিল একটু, যেটাকে অনেকে দেশি লিচু বলে। আমিও নিজে কিছুটা অবাক হয়েছিলাম।
মাইর তো আমরা এই সাধারন জনগনই খাই।

৭| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৫১

ওমর আল হাসান বলেছেন: ভাই আমি যশোরে আছি . লিচু গুলা দিয়া জান

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: আমি তো আছি এখন শেখ হাসিনার বাপের বাড়ি আইব কেমনে?

৮| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
তারাতারি কিছু লিচু পাঠিয়ে দেন ;)

২৫ শে মে, ২০১৭ দুপুর ১:০৩

মোস্তফা সোহেল বলেছেন: বিকাশ নাম্বার দেন শাহরিয়ার ভাই।লিচু বিকাশ কইরা দিমু।

৯| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১:৫৪

সারাফাত রাজ বলেছেন: বাড়িতে কেমন বেড়ালেন?
লিচুর স্বাদ কেমন ছিলো?

২৫ শে মে, ২০১৭ দুপুর ২:১৭

মোস্তফা সোহেল বলেছেন: লেখার ভেতরে কাহিনি কিছুটা সত্য কিন্তু চরিত্র কাল্পনিক। আর লিচু তো রাজশাহির ভাল হয় কিছু দিন আগে যে লিচু বাজারে ছিল তা খুবই টক আর আটি মোটা। বাড়িতে ভালই বেড়িয়েছিলাম। আর ঈদে যাব।

১০| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:২৮

ধ্রুবক আলো বলেছেন: লেখাখানি খুব ভালো লাগলো, শেষে ভাই আপনি লিচু দোর করে বিক্রি করতে নেমে পড়লেন হা হা হা।

২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: আমি লিচু কখন বিক্রি করলাম। লিচু তো বিক্রি করছে নীল। এখানে দুটি চরিত্র নীল আর সজীব ভাই।
লেখাটি আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল।

১১| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:৩০

ধ্রুবক আলো বলেছেন: আমাদের এই সোনার বাংলা হলো আজব এক দেশ, এখানে কোনো রোজা ঈদ নিয়ে কোনো ব্যবসায়ীর মাথা ব্যাথা নেই, তাহাদের একটাই চিন্তা কোন ইস্যুতে জিনিস পত্রের দাম বাড়বে!

২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: বেশি মুনাফা ছাড়া তারা কিচ্ছু বুঝে না। যত জ্বালা এই আমাদের সাধারন জনগনের।

১২| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


একজন বাংগালী যে পরিমাণ ভাত খায় ১ বেলায় সেটা খুবই বেশী; বাংলাদেশের ১ বছরের ধানে ৪ বছর খাওয়ার ব্যবস্হা নেয়া সম্ভব।

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০২

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক বলেছেন গাজী ভাই।

১৩| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: এদেশের মানুষের বাস্তব চিত্রই তুলে ধরেছেন। রোজায় সংযম তো দূরের কথা হাজী গাজি সবাই মুনাফাখোর হয়ে যায়। সুন্দর পোষ্ট। ধন্যবাদ

২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।

১৪| ২৫ শে মে, ২০১৭ রাত ১০:৩৯

কল্লোল পথিক বলেছেন:


সময়োপযোগী পোষ্ট।মধুমাসের শুভেচ্ছা।

২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা কল্লোল দা।

১৫| ২৬ শে মে, ২০১৭ রাত ১২:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্টে দেশের প্রকৃত হালচাল উঠে এসেছে। ধন্যবাদ জনাব।

২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও ধন্যবাদ ফরিদ ভাই।

১৬| ২৭ শে মে, ২০১৭ রাত ৩:০৯

নাগরিক কবি বলেছেন: ভালোই লিখেছেন। আম জাম লিচু কলা সব খাওয়া ছেড়ে দিবো B-)

২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নাগরিক কবি।

১৭| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:২৬

সিনবাদ জাহাজি বলেছেন: ইশশ কি সুন্দর লিচুগুলো।
পাঠিয়ে দিন আমার কাছে
:)

২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: আমগো লিচু গাছ এখও ছুডু বড় হইলে পাঠামু।

১৮| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১:০৪

মোশাররফ হোসেন সৈকত বলেছেন: ভালো লেগেছে

১২ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.