নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

আসুন সবাই মিলে একটা গান লিখি...

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৬



নিজের একাকিত্ত ঘোচাতে আসি এই ব্লগে। যে লেখাটি ভাল লাগে পড়ি যেটা ভাল লাগেনা পড়িনা।বরাবরই নিরিবিলি থাকতে পছন্দ করি। কিন্তু এই ব্লগেও হৈচৈ কম না। কাঁদা ছোড়াছুড়ি চলে একে অপরে।যারা এই সব করেন তাদের কাছে অনুরোধ এসব দয়া করে বাদ দিন।
যে যার মত করে ব্লগিং করুক, আপনার যাকে ভাল লাগে না তাকে এড়িয়ে চলুন।

থাক এসব কথা আশা করি সকলের দ্রুত শুভ বুদ্ধির উদয় হবে।
এর আগে একটি পোষ্ট করেছিলাম ,আসুন সবাই মিলে একটা গান গাই শিরোনামে।সেখানে যে গানটি দিয়েছিলাম সেটা সুর করে গেয়েছিলেন আমাদের প্রিয় ভাই নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই। গত কাল নয়ন ভাই আমকে দায়িত্ব দিলেন সাগর নিয়ে গান লেখার।
আমি আগেই বলেছি,কবিতা টুকটাক লিখতে পারলেও আমি কখনও গান লিখিনি। গান আমি লিখতে পারিনা।
নয়ন ভাই গানটি লেখার কথা বলার পর থেকেই ভাবছিলাম কি লিখব।মনের চোখে সমূদ্র দেখছিলাম। একটু আনমনে হয়ে গুন গুন করছিলাম।
রাত দশটার পরে খাতা কলম নিয়ে বসেও পড়লাম আর চেষ্টা করলাম সমূদ্র নিয়ে একটা গান লিখতে।
জানি গানের গ ও হয়নি। যা লিখেছি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা সবাই মিলে গানটিকে পূর্নতা দিতে চেষ্টা করব। আশা করি আপনারা হেল্প করবেন।
নয়ন ভাই আপনি গানটিকে কাট ছাট করে দেখেন একটা ভাল গানে রুপান্তরিত করতে পারেন কিনা।

আমার বুকের ভেতর
আছে একটা সমূদ্র
তুই দেখবি কি তার বিশালতা।

ইচ্ছে হলেই আসবি কাছে
বাসবি আমায় ভাল
বুকের সমূদ্রটা আমার ছড়ায় ভিষন আলো।

থৈ থৈ থৈ অথৈ জলে
নাও ভাসাইয়া দে
তোকে ভাল বাসতে বাসতে
আমার জীবন গেল যে।

আমার বুকের ভেতর
আছে একটা সমূদ্র
তুই দেখবি কি তার বিশালতা।

ভিষন মেঘে আকাশ কাল
মনটা কি তোর আছে ভাল
চলনা ভাসি এই ক্ষনেতে
মনের সমূদ্রে।

আমার বুকের ভেতর
আছে একটা সমূদ্র
তুই দেখবি কি তার বিশালতা।

ইচ্ছে হলেই আসবি কাছে
বাসবি আমায় ভাল
বুকের সমূদ্রটা আমার ছড়ায় ভিষন আলো।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ রাজীব ভাই।

২| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:১০

তালপাতারপাখাই বলেছেন: এতা কি গান না ছড়া হা হা হা হা আমার হাসি পাইলো গান পইড়া ।

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:১৩

মোস্তফা সোহেল বলেছেন: দেইখেন হাসতে হাসতে আবার পইড়ে যাইয়েন না।
প্রথমে কি কিছু পড়ছেন । শিরোনামটাও তো দেখেননি।
না হাইসা সমূদ্র নিয়ে একটা গান লিখে দেন ভাইজান।

৩| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:১৬

তালপাতারপাখাই বলেছেন: আমি গান লেখি না আমি লেখি রাজনীতি ।

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:২৮

মোস্তফা সোহেল বলেছেন: আমিও গান লিখি না ভাইজান। আপনার রাজনীতি বিষয়ে লেখা পড়ার আশায় রইলাম।
ভাল থাকুন।

৪| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:২৮

ওমেরা বলেছেন: গানটা মনে হয় ভালই হয়েছে মানে আমার কাছে ভাল লেগেছে ।আর প্রথম কথাটুকু আমারই কথা । ধন্যবাদ ভাইয়া ।

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:৩২

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই সুর দিয়ে গাইলে তখন শুনে দেখবেন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ওমেরা।

৫| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৭

ধুতরার ফুল বলেছেন: নয়ন ভাই এর গাওয়া গান শুনতে পারব কোথায়?

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই এখন অফ লাইনে। উনি লাইনে এলে গানটি দেখলে যদি এডিট করা লাগে তবে এডিট করে গানটি গেয়ে এই পোষ্টেই তার লিংক দিবেন।
আশা করি পরে গানটি এই পোষ্টের মাধ্যমেই শুনতে পাবেন।
ধন্যবাদ আপনাকে।

৬| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৩

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,




আশা করি আপনার লেখা মোতাবেক সকলের দ্রুত শুভ বুদ্ধির উদয় হোক।

সকলের বুকের ভেতরই
গড়ে ঊঠুক একটা সমূদ্র
সবাই দেখুক তার বিশালতার মেলা।
ব্লগের থৈ থৈ থৈ অথৈ জলে
ভাসাক তাদের ভেলা..................

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া আশা করি ভাল আছেন?
দোয়া করি আপনি অনেক ভাল থাকুন।
সকলের বুকের ভেতর একটা সমূদ্র গড়ে উঠলে খুব ভাল হত ভাইয়া।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই, গান ভালো হয়েছে।

চেষ্টা করবো দেখি গাইতে পারি কিনা। তবে, সুর করাটা বেশ কঠিন মনে হচ্ছে। তবুও চেষ্টা করবো ভাই। দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই চেষ্টা করতে থাকুন।
আমার মনে হয় গানটির কথা আরও পরিবর্তন করা যায়।
যায় হোক আগে সুর করুন কেমন হয় দেখুন।
আশা করি ভাল হবে।

৮| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: গান লিখতে হলে প্রথমেই ছন্দ, সুর, বিষয় পরিস্থিতি নিয়ে ভাবতে হয়। আপনার কবিতা এর থেকে সুন্দর। ডন্ট মাইন্ড।

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪১

মোস্তফা সোহেল বলেছেন: মাইদুল ভাই মাইন্ড করব কেন?
পুরো লেখাটি পড়লে আমাকে আশা করি বুঝবেন।
আমি কবিতা টুকটাক লিখি তবে গান লিখলাম এই সেকেন্ড টাইম।

৯| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫১

উদাস মাঝি বলেছেন: B:-/

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬

মোস্তফা সোহেল বলেছেন: মাঝি সাহেব কিছু কইলেন না যে।

১০| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৬

বিজন রয় বলেছেন: আমি গানেই মানুষ নই।

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫

মোস্তফা সোহেল বলেছেন: গান বুঝতে গেলে গানের মানুষ হতে হয় নাকি দাদা?
গান কিন্তু সবাই কম বেশি ভালবাসে।
ভাল থাকুন।

১১| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৭

প্রোলার্ড বলেছেন: ''যখন তখন কারও কথায় আমি তো ভাই নাচি না

শেখ মুজিবের পরে এখন নেত্রী আমার হাসিনা ''

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:২১

মোস্তফা সোহেল বলেছেন: আপনার কাব্য কনা ভাল হয়েছে ভাই।

১২| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:৩৭

সুমন কর বলেছেন: মোটামুটি হয়েছে।

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:২২

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।

১৩| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:১৫

প্রামানিক বলেছেন: ভালোই হয়েছে। ধন্যবাদ

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:২২

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:২০

জুন বলেছেন: সুন্দর লিরিক এবার গানটিতে এবার সুর করে লিংক দেন মোস্তফা সোহেল যাতে আমরাও শুনিও:)

সহ ব্লগার আহমেদ জী এসের কথাটিই যেন আমার মনেরই কথা । আমাদের সবার মাঝে সুস্থ সুন্দর সম্পর্ক গড়ে উঠুক এই
প্রার্থনা রইলো ।

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: গানটি সুর ও গাওয়ার দায়িত্ব এখন নয়ন ভাইয়ের।
নয়ন ভাই হয়তো ব্যস্ত উনার ব্যস্ততা কমলে গানটি গেয়ে এখানে লিংক দিবেন তখন নিশ্চয় শুনতে পাবেন।
আমার যা গলা গান গাইলে সবাই তাড়াবে।
ভাল থাকুন জুনাপু।

১৫| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫০

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ভাল লাগল পোস্ট

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫২

মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.