নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

** বন্ধু-বন্ধুত্ব এবং কিছু কথা **

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩



আজ এই বন্ধু দিবসে কাউকে যদি জিজ্ঞেস করি বন্ধুত্ব বলতে কি বুঝেন? তাহলে কপালে মার আছে নিশ্চিত। তারপরও আজকের এই দিনে আপনাদের কাছে খুব জানতে ইচ্ছে করছে আপনারা বন্ধু বলতে কি বুঝেন? আমার কাছে বন্ধু বা বন্ধুত্ব কি? আমার কাছে বন্ধুত্ব হল এমন একটা সম্পর্ক যে সম্পর্কটা শুধু মাত্র মনের উপর ভিত্তি করে গড়ে উঠে । এই একটা সম্পর্কের কোন সূত্র নেই। আপনি আপনার বাবাকে বাবা বলে ডাকেন কারন আপনি তার ঔরশজাত সন্তান। আপনি আপনার মাকে মা বলে ডাকেন কারন আপনি আপনার মায়ে গর্ভে জন্ম গ্রহন করেছেন। আপনি আপনার ভাই বোনকে ভাই বোন সম্মোধন করেন কারন তারা আপনার মা-বাবার ঔরশজাত সন্তান। এ ভাবে আপনি যে সম্পর্কের কথায় বলেন না কেন তার কোন না কোন একটা সূত্র আছে। শুধু এই বন্ধুত্বের সম্পর্কে কোন সূত্র নেই। তাই আমি আমার জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য দেই এই বন্ধুত্বের সম্পর্কটাকে। জীবনে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি এই বন্ধুদের কাছ থেকেই। সামান্য বিষয়ে তাদের স্বার্থপরতা দেখে আমি অবাক হয়েছি। তবুও সব সময় চেয়েছি তারা সুখে থাকুক। আমি নতুন করে কোন বন্ধুত্ব করিনি এগারো বছর হয়ে গেছে।বন্ধুত্বের অনেক রুপই দেখেছি।তারপরও আমি কখনও আমার বন্ধুদের ঘৃনা করতে পারিনি। ভালবেসে গেছি সবসময়।যদিও অভিমানে তাদের কাছ থেকে দূরে সরে আছি।সব সময় কামনা করি বন্ধুরা ভাল থাকুক অফুরন্ত অনিঃশ্বেষ।

বন্ধু নিয়ে এই বন্ধু দিবসে একটি কবিতা শেয়ার করলাম।

** বন্ধুত্ব **
সেকেন্ড ঘন্টা মাসের হিসাব গুলো
কখন যে বছরে গড়ালো
বুঝতেই পারিনি।
হয়তো যুগের পর যুগের হিসাবও হবে
তোর আর আমার এই বন্ধুত্বের।
দৃশ্যত কিংম্বা অদৃশ্যত
আমরা কেউ এই পৃথিবীতে স্থায়ী নয়।
তারপরও আমরা হয়তো
যুগ কাল অতিক্রান্ত করে
আমাদের এই সম্পর্ককে
স্থায়ী করে যেতে পারব।
সম্পর্ক মানেই যে সুখ তা নয়
কিছু কিছু সম্পর্ক
মনের যত অসুখেরও কারন হয়।
তবু মানুষ সম্পর্কে জড়িয়ে পরে
কেউ সুখের আশায় আবার কেউ
নিজের অজান্তে কষ্টকে কাছে পেতে।
তবু বন্ধুত্বের সম্পর্ক নিয়েই
তুই পাশে থাকবি চিরদিন
তোকে পাশে রেখেই আমি
সেকেন্ড- ঘন্টা- মাস- বছর আর
যুগের হিসাব করে যেতে চাই।

> সামুর সব বন্ধুদের প্রতি রইল বন্ধু দিবসের শুভেচ্ছা।হ্যাপি ফ্রেন্ডশীপ ডে।

মন্তব্য ৪৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯

বিজন রয় বলেছেন: শুভেচ্ছা।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকে ও অনেক অনেক বন্ধু দিবসের শুভেচ্ছা বিজন দা।
আশা করি অনেক ভাল আছেন।

২| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

বিজন রয় বলেছেন: পৃথিবীর সকল বন্ধুর জয় হোক।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫

মোস্তফা সোহেল বলেছেন: আমি কিন্তু এই ব্লগের সবাইকে বন্ধুর মতই মনে করি।
বন্ধুত্বের জয় সব সময়ই হয়।

৩| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: অসামাজিক লোকের কোন বন্ধু থাকে না; একটু সামাজিক হওয়ার জন্য সবার সাথে বন্ধুত্ব রক্ষা করার চেষ্টা করে,।

হ্যাপি ফ্রেন্ডশীপ ডে।

আপনাকেও বন্ধু দিবসের শুভেচ্ছা......

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।
বন্ধু ছাড়া কি জীবন চলে?

৪| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: হুম, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল ! :P

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: তাইলে আসেন গলাগলি করি।

৫| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৪

ধ্রুবক আলো বলেছেন:

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো।
আহা আমাদে দুই নেত্রী সবসময় যদি এমন এক হয়ে থাকতেন।

৬| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০১

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ফাতেমা আপু। ভাল থাকুন।

৭| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: হুম।

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০১

মোস্তফা সোহেল বলেছেন: হ্যাপি ফ্রেন্ডশীপ ডে রাজীব ভাই।

৮| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

নীল-দর্পণ বলেছেন: আমার মনে হয় আমাদের ছোটবেলার বন্ধুত্ব মোটামুটি নিঃস্বার্থ থাকে। আস্তে আস্তে যত-ই বড় হটে থাকি সেগুলো তত-ই জটিল হতে থাকে এবং পুরোপুরি স্বার্থে জড়িয়ে থাকে!

ভাল থাকুক বন্ধুরা।

শুভেচ্ছা রইল বন্ধু দিবসের। :)

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪০

মোস্তফা সোহেল বলেছেন: সত্যি মানুষ বয়সের সাথে সাথে কেমন পরিবর্তন হয়ে যায়। তার মধ্যে স্বার্থপরতাও বেড়ে যায়।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৯| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতাটা আরো সুন্দর হলে ভাল হত। শুভেচ্ছ।

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪০

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা মাইদুল ভাই।

১০| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০১

শাহরিয়ার কবীর বলেছেন:

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: এইটা কি আপনারা জমজ দুই ভাই!

১১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৯

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,



বন্ধুদিবসে সুন্দর ও আন্তরিক একটি লেখা ।
আপনার কবিতার ভাব ও শুরুতে করা প্রশ্নগুলোর জবাব এখানে -----
ফ্রেন্ডশীপ মিনস….

আর রইলো -------

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনার লেখাটি পড়লাম অনেক ভাল লাগল। একটি কমেন্টও করেছি।
অনেক অনেক ভালবাসা জানবেন ভাইয়া।

১২| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২০

সুমন কর বলেছেন: সত্যিকারের বন্ধু পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার।

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: আসলেই তাই সুমন দা।
তবে আমি আমার বন্ধুদের খুব ভালবাসি। চেষ্ট করি একজন সত্যিকার বন্ধু হওয়ার।

১৩| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:২৭

তোফায়েল আহমেদ টুটুল বলেছেন:

১৪| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:২৮

তোফায়েল আহমেদ টুটুল বলেছেন: আজ বন্ধু দিবসে সকল বন্ধত্বকে অভিনন্দন।
জীবনে মরণে পাশে সর্বক্ষণ আপন প্রিয়জন।

বন্ধু আমার
শপথ
আনন্দ বেদনা কষ্টে হয় একাকার,
বিপদে আপদে পাশে বন্ধু ভাগীদার।
দুঃখে শান্তণা পেতে ব্যথিত স্বজন,
ছায়াসঙ্গী জীবনের বন্ধু প্রিয়জন।
হাসি খুশি সারাবেলা ভরে তুলে মন,
দায়িত্ব কর্তব্যে থাকে স্বার্থ বিসর্জন।
এক উদরে জন্মেনি তবুও যে ভাই,
বন্ধু আমার প্রকৃত পৃথিবীতে তাই।

জীবনে চলার পথে মানুষের ভিড়ে,
আপন আত্মীয় কত সম্পর্ক যে গড়ে।
দুহাতে টাকা পয়সা বিলিয়ে জগতে,
নামী দামী ধন রত্ন কত কি যে মিলে,
টাকায় যায়না কিনা বন্ধুকে কোথাও,
সে শুধু কপাল গুনে মিলে দুনিয়াতে।

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: কবিতাটি শেয়ারের জন্য ধন্যবাদ টুটুল ভাই।

১৫| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২০

নাগরিক কবি বলেছেন: আমার কোন বন্ধু নেই। :|

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৪

মোস্তফা সোহেল বলেছেন: আমরা এই ব্লগের মানুষ গুলো তাহলে কি আপনার বন্ধু নয়?
আপনি তো অনেক হতভাগা।

১৬| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৫

নাগরিক কবি বলেছেন: ব্লগের এরা আমার সহব্লগার ও শুভাকাঙ্ক্ষী। কেউ কি আমায় বন্ধু ভাবে?

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৯

মোস্তফা সোহেল বলেছেন: কেউ কি আমায় বন্ধু ভাবে? এই শিরোনামে একটা লেখা পোষ্ট করুন তাহলে হয়তো জানতে পারবে আপনাকে কেই বন্ধু ভাবে কিনা।
আমি কিন্তু অনেকেই বন্ধু ভাবি।
নাম বলছিনা।
সামু ব্লগটা আমার কাছে বন্ধুর মতই।
সুখের বা দুখে এখানেই আসি। আপনাদের লেখা পড়ি ।

১৭| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১১

এফ.কে আশিক বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা ভাই
নিরঅন্তর ভালোবাসা সকল বন্ধুদের জন্য...

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৬

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা আশিক ভাই।

১৮| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৪

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো । ++++

আপনাকেও শুভেচ্ছা ।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নীলপরি।
অনেক শুভেচ্ছা জানবেন আপনিও।

১৯| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর পোষ্ট দিয়েছেন বন্ধু দিবসে।। ভালো লাগলো ভাই।

নিচের কবিতাটিও চমৎকার হয়েছে। মুগ্ধতা।

বন্ধু হয়ে থাকুন অনন্তকাল

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৭

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই বন্ধু হয়েই চিরকাল পাশে থাকবেন সে কামনায় করি।

২০| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

সোহানী বলেছেন: বন্ধুত্ব মানে ভালোলাগা, ভালোবাসা, হিংসা সব কিছুর সমারোহ........

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৮

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সোহানী আপু।

২১| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: বন্ধুত্বের শুভেচ্ছা । সকল বন্ধুত্ব অটুট থাকুক ।

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।

২২| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:০৭

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকেও বন্ধু দিবসের আন্তরিক শুভেচ্ছা!
পোস্টে ভালোলাগা!

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৯

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সামু পাগলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.