নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

** তোমরা ছিলে নির্ভীক **

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৬




তোমারা আমাদের এনে দিয়েছিলে
একটি স্বপ্নের দেশ
এনে দিয়েছিলে একটি সোনালী প্রভাত
পাখির মিষ্টি সুরের গান।

তোমরা আমাদের এনে দিয়েছিলে
একটি লাল সবুজের পতাকা
এনে দিয়েছিলে প্রবাহমান নদী
একটি বিস্তৃত সমুদ্র।

তোমরা আমাদের এনে দিয়েছিলে
নতুন কচি পাতার বসন্ত
এনে দিয়েছিলে ক্লান্ত পথিকের জন্য
সুশীতল বটবৃক্ষের ছায়া
গ্রাম্য বধুর মুখে সলাজ হাসি।

তোমরা আমাদের এনে দিয়েছিলে
বর্ষার কদম ফুল
শরতের কাশ ফুল
এনে দিয়েছিলে কুয়াশা মাখা ভোর
শিশির ভেজা ঘাসের বিছানা।

তোমরা ছিলে নির্ভীক
তোমরা আমাদের সেই একাত্তরের বীর মুক্তিযোদ্ধা
তাই তোমাদের স্মরণ করি কৃতজ্ঞচিত্তে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৫

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,




আর আপনি এনে দিলেন একটি বন্দনার কবিতা ।

ভালো লাগলো একাত্তরের বীর মূক্তি যোদ্ধাদের স্মরণ করেছেন দেখে ।

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৭

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া, শুধু দিবস এলেই তো আমাদের মনে পড়ে তাদের কথা।
আজকাল আমরা দিবস ভিত্তি হয়ে যাচ্ছি ।
তাই দিবসের বাইরে সেই সব মহান মানুষদের স্মরন করছি।

২| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বপ্নের হবে

সুন্দর হয়েছে কবিতা
শুভেচ্ছা কবিকে

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক করে দিয়েছি আপু।
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।

৩| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই।

মুক্তিযোদ্ধারা আমাদের এনে দিয়েছেন এখন তা ধরে রাখতে হবে প্রানপন।

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা এ দেশ স্বাধীন করেছিল তা কি পুরন হয়েছে।
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৫

করুণাধারা বলেছেন: মনে করিয়ে দিলেন -.ধন্যবাদ।

কবিতায় +++

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্লাস পেয়ে অনেক ভাল লাগল।
ভাল থাকুন।

৫| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৭

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো । +++++

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ নীলপরি।

৬| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪২

বিজন রয় বলেছেন: দেশত্ববোধে বুক গর্বে ভরে ওঠা কবিতা।
অর্থপূর্ণ চিত্রায়ন।

তোমারা আমাদের এনে দিয়েছিলে
একটি স্বপ্নের দেশ
এনে দিয়েছিলে একটি সোনালি প্রভাত
পাখির মিষ্টি সুরের গান।

তোমরা আমাদের এনে দিয়েছিলে
একটি লাল সবুজের পতাকা
এনেদিয়েছিলে প্রবাহমান নদী
একটি বিস্তৃত সমূদ্র।

তোমরা আমাদের এনে দিয়েছিলে
নতুন কচিপাতার বসন্ত
এনেদিয়েছিলে ক্লান্ত পথিকের জন্য
সুশীতল বটবৃক্ষের ছায়া
গ্রাম্য বধূর মূখে সলাজ হাসি।

তোমরা আমাদের এনে দিয়েছিলে
বর্ষার কদম ফুল
শরতের কাশ ফুল
এনে দিয়েছিলে কুয়াশা মাখা ভোর
শিশির ভেজা ঘাসের বিছানা।

তোমরা ছিলে নির্ভিক
তোমরা আমাদের সেই একাত্তরের বীর মূক্তি যোদ্ধা
তাই তোমাদের স্মরন করি কৃতজ্ঞচিত্তে।

বোল্ডকরা বানানগুলি ঠিক করে দিন প্লিজ।

০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: বানানে আমি খুবই কাঁচা।
ঠিক করে দেওয়ার চেষ্টা করলাম।
লিখতে গেলে ু কার ূকার নিয়ে কনফিউশনে থাকি।
যাকে বলে বিব্রত অবস্থা। বানানে কি ভাবে উন্নতি করা যায় যদি একটু বলতেন দাদা। বা এ বিষয়ে কোন লেখার লিংক দিলে ভাল হত।

৭| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫০

সুমন কর বলেছেন: ভালো লেগেছে। +।

টাইপে সচেতন হতে হবে।

০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: টাইপের কারনে মনে ভুল কম হয় । ভুল হয় আমার নিজের কারনেই।
এখন থেকে চেষ্টা করব দাদা । ভাল থাকুন।

৮| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫০

বিজন রয় বলেছেন: চিন্তা করবেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।

আমার কাছে যেটা ভাল মনে হয় সেটা হলো, কবিতা ড্রাফট করার পর যে বানানগুলো আপনার কাছে কনফিউসান মনে হবে সেগুলো বাংলা অভিধান থেকে কনফার্ম হতে পারেন।

আর অন্যেরটা পড়ার সময় মনোযোগ দিতে হবে।

লিখতে থাকুন।

০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৬

মোস্তফা সোহেল বলেছেন: বানান ভুল করলে লজ্জা লাগে বিজন দা।
বুড়া হয়ে গেলাম এখনও বানানে কাঁচা।
আসলে একটা লেখা পড়ি কিন্তু বানান অত খেয়াল করিনা। এখন থেকে খেয়ল রাখতে চেষ্টা করব।
আর আপনাদের মত সহ ব্লগার-দাদা-বন্ধুরা থাকতে চিন্তা কি। আস্তে আস্তে আশা করি ভুল কম হবে।

৯| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৪

নতুন নকিব বলেছেন:



প্রিয় ভাই,
সাবলিল সহজ কথায় দারুন সুন্দর কবিতা।

সামান্য একটু আধটু বানানগত এডিট করা যেতে পারে-

''তোমারা আমাদের এনে দিয়েছিলে
একটি স্বপ্নের দেশ
এনে দিয়েছিলে একটি সোনালি (সোনালী) প্রভাত
পাখির মিষ্টি সুরের গান।

তোমরা আমাদের এনে দিয়েছিলে
একটি লাল সবুজের পতাকা
এনে দিয়েছিলে প্রবাহমান নদী
একটি বিস্তৃত সমূদ্র।

তোমরা আমাদের এনে দিয়েছিলে
নতুন কচি পাতার বসন্ত
এনে দিয়েছিলে ক্লান্ত পথিকের জন্য
সুশীতল বটবৃক্ষের ছায়া
গ্রাম্য বধুর মূখে সলাজ হাসি।

তোমরা আমাদের এনে দিয়েছিলে
বর্ষার কদম ফুল
শরতের কাশ ফুল
এনে দিয়েছিলে কুয়াশা মাখা ভোর
শিশির ভেজা ঘাসের বিছানা।

তোমরা ছিলে নির্ভিক (নির্ভীক)
তোমরা আমাদের সেই একাত্তরের বীর মুক্তি যোদ্ধা (মুক্তিযোদ্ধা)
তাই তোমাদের স্মরণ করি কৃতজ্ঞচিত্তে।''

সোহেল ভাই,
দাঁড়ি, কমা ইত্যাদি আমি দেখি নি। আপনি নিজে দেখে নিলেই মনে হয় ভাল হবে।

ভাল থাকুন।

০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৯

মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় নকিব ভাই,আশা করি ভাল আছেন?
সত্যি বলতে কি দাড়ি কমা জিজ্ঞাসা কিংম্বা বিষ্ময় চিহ্ন ঠিক কখন কোথায় বসাতে হয় তা আমি ভাল করে জানিনা।
এইটা নিয়েও পড়াশোনা করতে হবে। বানান গুলি ঠিক করে দিয়েছি। দাড়ি কমা থাক।
ভাল থাকুন ভাই।

১০| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৮

নতুন নকিব বলেছেন:



আরও একটু-

''তোমরা আমাদের এনে দিয়েছিলে
একটি লাল সবুজের পতাকা
এনে দিয়েছিলে প্রবাহমান নদী
একটি বিস্তৃত সমূদ্র। (সমুদ্র)

তোমরা আমাদের এনে দিয়েছিলে
নতুন কচি পাতার বসন্ত
এনে দিয়েছিলে ক্লান্ত পথিকের জন্য
সুশীতল বটবৃক্ষের ছায়া
গ্রাম্য বধুর মূখে (মুখে) সলাজ হাসি।''

১১| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৩

নতুন নকিব বলেছেন:



সোহেল ভাই,
শিরোনামের বানানটাও ** তোমরা ছিলে নির্ভিক ** থেকে ** তোমরা ছিলে নির্ভীক ** করা দরকার।

ভাল থাকুন।

১২| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩১

নিতাই পাল বলেছেন: দারুণ লিখেছেন বটে। ধন্যবাদ জানবেন।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ । ভাল থাকুন সবসময়।

১৩| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো +++

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।

১৪| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৭

বিলিয়ার রহমান বলেছেন: বেশ স্ট্রং থিমের উপর লেখা!!:)

তবে থিমের অযুহাতেই বলতে পারে যে, ভাষাশৈলীটা আর একটু উঁচু করলে হয়তো আরো ভালো হতো!:)


প্লাস!:)

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে আপনাকে পেয়ে ভাল লাগছে বিলি ভাইয়া।
এমনিতেই আমি ভাষা ব্যবহারে কাচা।
আর এই কবিতা কলেজে পড়ার সময় লেখা।

১৫| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তোমরা ছিলে নির্ভীক
তোমরা আমাদের সেই একাত্তরের বীর মুক্তিযোদ্ধা
তাই তোমাদের স্মরণ করি কৃতজ্ঞচিত্তে।
সুন্দরম পংতিমালা।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৭

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ গিয়াস ভাইয়া।

১৬| ১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫১

খায়রুল আহসান বলেছেন: মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা একটি সুন্দর কবিতা। ভাল লেগেছে। + +

১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৭| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৬

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: অনেকদিন পড়ে এসে একটি সুন্দর কবিতা পড়লাম। শুভকামনা জানবেন ভাই।

১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা রইল ভাই।

১৮| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিকে অভিবাদন।

যারা স্বাধীনতার তরে
অকাতরে দিয়ে গেল প্রাণ
আমরা ভুলবনা কোনদিন
তাদের এই দান।

২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫২

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.