নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

** শিরোনামহীন কবিতা **

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৪

১/ দুঃখ গুলি ঝরে পড়ুক
এক অশ্রুধারা হয়ে
হাসি-খুশি মন আমার বেদনার রঙে সিক্ত হল
আমি হাসতে ভুলে গেলাম
কান্না হল আমার সাথী।



২/ হৃদয়ের এই গহীনে
একটা দুঃখ পোষা আছে আমার
যা আমি কাউকে বলিনা
কাউকে বলতেও চাইনা
দুঃখ ভরা মন নিয়ে তোমাকে দেখলাম
তুমি কি শুনবে আমার হৃদয়ের কষ্ট।



৩/ এখন আর কান্না আসে না
এ চোখে ঝরে শুধু আগুন
বুকের ক্ষত গুলোকে শুকিয়েছি
বোমার স্প্লিন্টারের আঘাতে।
পিশাচের দল উন্মাদ
খুবলে খাই শিশুদেরকেও
নিষ্পাপ শিশুর বুকে বিধে দেয় বিষাক্ত নখর।
বোমার শব্দে হারিয়ে যায়
বুক খালি হওয়া মায়ের আর্তনাদ।
এখন চারিদিকে শুধু চলে
রক্ত নিয়ে হলি খেলা
জীবনটাকে পুরে রেখেছি কাচের বোতলে।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৯

কানিজ রিনা বলেছেন: সুন্দর কবিতা ভাল লাগা রেখে গেলাম।
ধন্যবাদ।

২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ কানিজ আপু। অনেক ভাল থাকুন।

২| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৩

শুভ্র বিকেল বলেছেন: বেশ সুন্দর। শুভ কামনা।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।

৩| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।

৪| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: দুঃখ ভরা মন নিয়ে তোমাকে দেখলাম
তুমি কি শুনবে আমার হৃদয়ের কষ্ট।


আপনার তুমি না শুনলেও আমরা আপনার কষ্টটা শুনতে চাই !!! ;)

কবিতা মোটামুটি ভালো হয়েছে +

শুভ কামনা কবি !

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: কষ্টের কথা না কওনই ভালা শাহরিয়ার ভাই।

৫| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৯

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর লাগলো +++

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্লাসে অনুপ্রানিত হলাম ধ্রুবক আলো ভাই।

৬| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩০

আখেনাটেন বলেছেন: ভালো লাগল।


* স্প্লিন্টার<স্পিলিন্টার; পিশাচ<পিচাশ; বিঁধে<বিধে

শুভকামনা।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪২

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া। বানানে আমি কাঁচা তা সবাই জানে। ঠিক করে দিয়েছি।
আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।

৭| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৮

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,




দুঃখ গুলি ঝড়ে পড়ুক । এখানে ঝরে পড়ুক হবে মনে হয় ।

দ্বিতীয়টি বেশি ভালো লেগেছে ।

তা এতো দুঃখ থাকা তো ভালো নয় !
" হৃদয়ের এই গহীনে বাজে শুধু সুখের মাদল " হতে পারেনা ?

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: দুঃখ তো কিছু থাকবেই ভাইয়া। চেষ্টা করি আনন্দে থাকার । কিন্তু সেই চেষ্টা তো সব সময় সফল হয় না।
" হৃদয়ের এই গহীনে বাজে শুধু সুখের মাদল " হতে পারেনা ? হলে খুব ভাল হত ভাইয়া।

৮| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

সুমন কর বলেছেন: ২য়টি ভালো লেগেছে।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।

৯| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৯

আজীব ০০৭ বলেছেন: সুন্দর কবিতা ++

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫০

মোস্তফা সোহেল বলেছেন: পড়েছেন ও প্লাস দিয়েছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: খুবই সুন্দর

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৬

মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.