নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

উষ্ঠা মারি প্রেমের কপালে!

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৬



আজকালকার টিনেজারেরা প্রেম-প্রেম করে পাগল।প্রেম যেন স্বর্গের কোন ফল!যা না খেলে না পেলে তাদের চলবে না।যখন বন্ধুরা জিজ্ঞেস করে কিরে দোস্ত প্রেম-ট্রেম করিসনি?আমি বলি আরে না ও সব প্রেম-ট্রেম আমার দ্বারা হবে না।বন্ধুরা আবার জিজ্ঞেস করে এ পর্যন্ত কোন মেয়েকে ভাল লাগেনি?বা এখন কোন মেয়েকে ভাল লাগে না?প্রথম পশ্নের উত্তরে বলি ভাল লাগবে না কেন ভারতের নায়িকা ক্যাটরিনাকে খুব ভাল লেগেছিল তাই বলে প্রেম হয়ে গেল?
পরের প্রশ্নের উত্তরে বলি এখন একটা মেয়েকে ভাল লাগে।কথাটি মুখ থেকে শেষ হয়নি বন্ধুরা সব জিজ্ঞেস করল, মেয়েটার নাম কি বলনা।আমি বলতে চাইলাম না।ওদেরকে বললাম দেখ আমার একটা মেয়েকে ভাল লাগে তাই বলে তাকে আমি ভালবাসি না।দীপ্ত বলল ওই হল আগে ভাললাগা তারপর না ভালবাসা।আমি দীপ্তর দিকে তাকিয়ে বলি, দোস্ত ভাললাগা আর ভালবাসা এক নয়।তবুও সবাই আমাকে চেপে ধরে আমার ভাল লাগা মেয়েটির নাম জানতে।ওদের চাপাচাপিতে শেষ পর্যন্ত বলেই ফেলি নামটা।কিছুটা লাজুক মুখেই বলি,ওর নাম শ্যামলী।আচ্ছা আমি শ্যামলীর নামটা বলতে এত লজ্জা পেলাম কেন?তবে কি দীপ্তর কথায় ঠিক,ভাল লাগা থেকেই কি ভালবাসার শুরু।কিন্তু শ্যামলী তো জানে না আমি তাকে ভালবাসি।হ্যা জানাতে হবে।কিন্তু কি করে জানাব?ও পেয়েছি দীপ্তকে বললে ও সব ম্যানেজ করে নিতে পারবে।বিকালে গেলাম দীপ্তর কাছে। দীপ্ত আর শ্যামলীদের বাড়ি কিছুটা কাছাকাছিই।গিয়ে দেখি দীপ্ত ক্রিকেট খেলছে।
আমাকে দেখে বলল কিরে কি খবর কিছু বলবি?
আমি বললাম না মানে দীপ্ত তোর সাথে আমার না কিছু কথা আছে।
তা বলে ফেল কি কথা। আমার লজ্জা লাগছে।আরে আমাকে বলতে কিসের লজ্জা তোর!
ওই যে সকালে বলছিলাম না শ্যামলীকে আমার ভাল লাগে। দীপ্ত বলল তাই কি?
আমি আমতা আমতা করে বললাম,আমি শ্যামলীর সাথে প্রেম করতে চাই।তোর হেল্প দরকার।দীপ্ত কিছুটা জোরে হেসে উঠল।তারপর বলল,কি করে যে তোকে বলি দোস্ত তবুও না বললে হবে না তাই বলি শোন,শ্যামলীর সাথে দেড় বছর ধরে প্রেম চলছে আমার!প্রেমটা খুব গোপনে চলছে তাই তোরা কেউ জানিস না।
কথাটি শুনে হালকা নয় বেশ জোরেই একটা ধাক্কা খেলাম মনে।
সে জন্য সকালে যখন আমি বলেছিলাম শ্যামলীকে পছন্দ করি তখন দীপ্তর মুখটা কেমন কালো হয়ে গিয়েছিল।
মনে মনে প্রতিজ্ঞা করলাম, প্রেম আর কখনই নয়।উষ্ঠা মারি প্রেমের কপালে।

মন্তব্য ৬৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৫

বিজন রয় বলেছেন: হা হা হা ..... কি হলো আবার!!!

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৮

মোস্তফা সোহেল বলেছেন: কিছু হয়নাই বিজন দা।এমনি একটা রম্য লেখার প্রয়াস আর কি।

২| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৫

নীল আকাশ ২০১৬ বলেছেন: প্রেম করতে না পারলেই উশটা মারা! কি আজব! প্রেম না করলে কি হয়? বিয়ের আগে প্রেম ব্যভিচারের পথ উম্মুক্ত করে দেয়। তার শিকার হয় কেবল মেয়ে। মেয়ে আবার সেরকম আলোচিত কেউ হলে সরবনাশ হয় ছেলের। লাভ হয় কার?

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩০

মোস্তফা সোহেল বলেছেন: ভাইরে আপনি এত্ত সিরিয়াস ক্যান!! আমি অত ভেবে লিখিনি।
প্রেম ছাড়া এখন বর্তমানে কজন ছেলে মেয়ে আছে বলতে পারবেন?

৩| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মগা পেলুম :D

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৪

মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপনাকে অয়ন ভাই।

৪| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তবে লেখাটা গতানুগতিক ছিল।

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৫

মোস্তফা সোহেল বলেছেন: এটা ঠিক বলেছেন লেখাটি গতানুগতিকই।

৫| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৩

জাহিদ অনিক বলেছেন: মনে মনে প্রতিজ্ঞা করলাম, প্রেম আর কখনই নয়।উষ্ঠা মারি প্রেমের কপালে। - ব্যাকগ্রাউন্ডে বাপ্পারাজের গান বাজতে পারে


প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়।







৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৬

মোস্তফা সোহেল বলেছেন: তয় যায় হোক গানটা কিন্তু জটিল!
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জাহিদ ভাই।

৬| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৮

ধ্রুবক আলো বলেছেন: প্রেম আর কখনই নয়।উষ্ঠা মারি প্রেমের কপালে।

হ ভাই আমি সহমত।

প্রেম পিরিতি হুদাই, প্রেম করে ভুদাই।

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৭

মোস্তফা সোহেল বলেছেন: প্রেম করাকে অনেকে স্টাটাস মনে করে ধ্রুবক আলো ভাই।

৭| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৩

কানিজ রিনা বলেছেন: প্রেম না বলে পেরেম বললে ভাল। ভালবাসা
অনেক একটা ছেড়ে একটা। বহু ভালবাসা
এক পর্যায় যেয়ে পেরেম হয়। কেউ আবার
বলে আবেগ সেতুই যধেষ্ট। আবেগ আবেগ
খেলতে খেলতে বিবেক খেয়ে আবেগ সেতু
ভেঙে নালায় পড়ে। তবুও বলে সখি ভালুবাসা
কারেকয়। জীবনটা যে নিষাদ ময়।
আপনার লেখাটা আসলে ভাল হয়েছে
পেরেমের মুখে উষ্ঠা মারি। অনেক ধন্যবাদ।

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২০

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা কানিজ আপু।
পেরেম হাহাহা কথাটি পড়ে খুব হাসি পেল।

৮| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৬

ওমেরা বলেছেন: সোহেল ভাইয়া কথায় আছে না, আংগুর ফল ধরতে না পারলে টক !!!

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২২

মোস্তফা সোহেল বলেছেন: হ ওমেরা আপু আংগুর ফল ধরতে না পারলে টকই হয়।
পেরেম পিরিতি আমার কপালে নাই।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।

৯| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আজকালকার টিনেজারেরা প্রেম-প্রেম করে পাগল।প্রেম যেন স্বর্গের কোন ফল!


এই রকম লেজ কাঁটা শিয়ালের গল্প শুনালে জাতি হতাশ !! বিশেষ করে, এই বিখ্যাত অকবি !! =p~

প্রেমের মরা জলে ডুবে না তুমি সুজন দেইখা কইরো পিরিত মইলে যেন ভুলে না দরদী।। প্রেম কইরাছে আইয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি গো। তাঁরে আঠাঁর সাল কিরায় খাইলো আঠাঁর সাল, তাঁরে আঠাঁর সাল করায় খাইলো তবু রহিমা ছাড়লো না দরদী।। ও প্রেম করতে দুইদিন ভাংতে একদিন ওমন প্রেম কইরো না দরদী।। প্রেম কইরাছে ইছুব নবী যার প্রেমে .........

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৫

মোস্তফা সোহেল বলেছেন: আহা কি গান শুনাইলেন শারিয়ার ভাই। বুকটা ভাইঙা কান্দন আহে।
খাড়ান আগে একটু কাইন্দা লই।

১০| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫২

প্রামানিক বলেছেন: প্রেমের কপালে উষ্টা মারা ভালো।

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক কথায় কইছেন ভাইয়া।
ভাল থাকুন।

১১| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ১০০ হাত দূরে থাকুন।

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনার কথা মনে থাকিবে।
ভাল থাকুন ভাইয়া।

১২| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সাবদান এখানে প্রেম!
করলে নির্গাত হেমায়েতপুর।

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: আমি একবার হেমায়েতপুরে যাইতে চাই সুজন ভাই।

১৩| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১২

টারজান০০০০৭ বলেছেন: প্রেমে মরা জলে ডোবে না .................................. জলে না ডুবিলেও পানিতে ডোবে, আগুনে পোড়ে ! সুতরাং সাধুরে সাবধান কইরা দেন !

প্রেমে ফেলাইয়া মাইরেন না !
আরেকটা কথা ! ঘোড়ায় চড়িতে হইলে লাগাম পরাইয়া লওয়াই ভালো !

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৫

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যে পাঠে অনেক ধন্যবাদ টারজান।

১৪| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২০

শাহরিয়ার কবীর বলেছেন: একটা গান শুনেন ...........................
................................................ :P


ও ছেরি ও ছেরি

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: পরে শুনুম।
মনে হইতাছে মজার গান!

১৫| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩২

শায়মা বলেছেন: আহারে ভাইয়াটা!


আমারও শাহরিয়ারের মত একটা গানা মনে পড়লো...


প্রেম একবারই এসেছিলো জীবনে !!!!!!!! :(

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: আহা সবার জীবনে প্রেম আসে তাই না আপু?

১৬| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪১

সেলিম আনোয়ার বলেছেন: প্রেমের কপালে উষ্ঠা মারতে পারিনা । :(

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪০

মোস্তফা সোহেল বলেছেন: উষ্ঠা না মারিতে পারিলে ঝাটা মারিতে পারেন!

১৭| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কি হলো ভাইয়া <

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: কি হবে আপু? কিছু হয় নাই তবে মনে গান আসছে একখানা।
প্রেম এসেছিল একবার নিরবে...........

১৮| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৮

সুমন কর বলেছেন: আহা রে....!!

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: কি হলে দাদা? পুরানো প্রেমের কথা মনে পড়ে গেল নাকি? হাহা

১৯| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩২

নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো । শেষে রম্য ভালো লাগলো । :)

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: রম্য ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল।
শুভেচ্ছা জানবেন নীলপরি।

২০| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

আঙুর ফল টক ;)

যার প্রেমিকার তার কাছেই সাহায্য চাাোয়া ;) হা হা হা

একবার না পারিলে দেখ শতবার! কিপ ট্রাই অন :)


৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: হ আমার আর কাম নাই প্রেমের পেছনে সময় নষ্ট করি!

২১| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৫

জেন রসি বলেছেন: দুঃখজনক! :P

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: বিষয়টা পুরো জাতির জন্যও দুঃখজনক!

২২| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব দুঃখজনক ভাই! যাউকগা, অল্পতেই বাঁইচা গেছেন। নয়তো কিছুদিন প্রেম জমার পর ভাঙলে আপনার অবস্থা কি হতো শিরোনাম দেখেই অনুমেয় হা হা হা

ভাই, শুধু ভালো লাগতো, তাতেই উষ্ঠা! আর যারা বছরের পর বছর ধরে ভালো লাগাইতো তাদের ভাঙার পর কি অবস্থা হয় তা নিশ্চয় বুঝতে পেরেছেন।
হে হে তাই বুঝি কবিরা বলে-

ভেবে চিন্তে দিও রে মন
দিলে ফিরত আর নিওনা,
ভুল মানুষে করলে স্বজন
জীবন যাবে সুখ পাবানা।

প্রেমের ব্যথা শক্ত ব্যথা
ডাক্তারে রোগ বুঝে না,
মরার আগে জিন্দা মরা
কিছুতে রোগ সাড়ে না।

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনেক ভাল থাকুন।

২৩| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: আমি তো শিরোনাম পড়েই হাসতে হাসতে শেষ! হাহাহা।

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২২

মোস্তফা সোহেল বলেছেন: ওই শিরোনামটুকুই যা হাসির ছিল!!
বাকি লেখাটুকু ভংচং।

২৪| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৬

রায়হানুল এফ রাজ বলেছেন: বেচারা!!!

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৩

মোস্তফা সোহেল বলেছেন: বেচারার জন্য আপনার কান্দন আহে ?

২৫| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রেম তো বলে কয়ে প্লান করে হয় না। স্বর্গ থেকে প্রেম আসে- গুরুকবিরা বলে গেছেন। একটা মেয়ের সাথে কোনো ছেলের প্রেম থাকলে ঐ মেয়ের সাথে আপনার প্রেম সংঘটিত হতে পারে না, প্রেমে এরকম কোনো ফর্মুলা আইনস্টাইন দিয়ে যান না :) সক্রেটিস বা হিরো আলমও না। প্রেম একপাত্র থেক সহজেই অন্যপাত্রে গড়িয়ে যেতে পারে। মানুষের মন বদলে যায়। মানুষের মন, মানে আপনার মন যে কী চায়, এটা আপনি নিজেও জানেন না। যে ছেলে এক মেয়েকে ৫ বছর ধরে ভালোবেসে আসছিল, একদিন দেখা গেলো সে পুরাতনাকে ছেড়ে জনৈকা নবীনার পাণিস্পর্শ করেছে :) একটা মেয়ের ক্ষেত্রেও এটা ঘটবে। দেড় বছর ধরে যে অন্য ছেলেকে ভালোবাসছিল, আপনাকে দেখেই তার মন ঘুরে গেলো আপনার প্রতি। এটা চিরন্তন।

গল্প বা ঘটনা ভালোই ছিল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৪

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক ভাল থাকুন।

২৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

আপনি কোথায়?

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৫

মোস্তফা সোহেল বলেছেন: এই তো বিজন দা আমি এসে গেছি!!

২৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ঈদের শুভেচ্ছা জানবেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ বাবু ভাই।

২৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৭

মৌমুমু বলেছেন: শিরোনাম পরেই তো হাসি পাচ্ছে ভাইয়া। রম্য লিখা স্বার্থক!
একতরফা ভালোবাসা সত্যিই অনেক কষ্টের!
লিখায় ভালোলাগা রইল ভাইয়া।
ভালো থাকবেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৬

মোস্তফা সোহেল বলেছেন: পড়েছেন,সুন্দর মন্তব্য করেছেন তার জন্য ধন্যবাদ।
আপনিও অনেক ভাল থাকুন আপু।

২৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯

বিদেশে কামলা খাটি বলেছেন: এবার বাংলাদেশ দূতাবাসে ঢুকতে প্রবেশ ফি!

মালয়েশিয়াতে বাংলাদেশের একটি দূতাবাস আছে। এটা হয়তো আপনারা অনেকেই জানেন। কিন্তু আপনারা অনেকেই যে তথ্যটি জানেন না তা হলো যে, এই দূতাবাসে আপনি কোন কাজের জন্য প্রবেশ করতে চাইলে টিকিট কেটে প্রবেশ করতে হবে। যেমন করে বাংলাদেশে সিনেমা হলে টিকিট কেটে ঢুকতেন। তবে এখানে সিনেমা হলের মতো ডিসি, প্রথম শ্রেণী না থাকায় খুবই সুবিধা হয়েছে। কেননা, সবাইকেই মাত্র ২ রিঙ্গিত দিয়ে টিকিট কাটতে হয়। আজকের বাজার দর অনুসারে, ২ রিঙ্গিত = ৩৮ বাংলাদেশী টাকা।

পৃথিবীর কোন দেশের কোন দূতাবাসে প্রবেশ করতে প্রায় ৪০ টাকা প্রবেশ ফি দিয়ে ঢুকতে হয় এটা আমার জানা নেই। আপনার জানা থাকলে আমাকে জানান প্লিজ। খুব অশান্তি অনুভব করছি ব্যাপারটা নিয়ে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৭

মোস্তফা সোহেল বলেছেন: এ বিষয়ে আমার কোন জানা নাই ভাই।

৩০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ঝাঁটা মারতে ইচ্ছা করে না তা না । যারা উচিত মনে হচ্ছে ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সেলিম ভাই।

৩১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: লেখাটা পড়ে আমি মনে করেছিলাম হয়তো জীবনে ঘটে যাওয়া কোট ঘটনা শেয়ার করছেন। কিন্তু যখন জানলাম রম্য তখন একটু ধাক্কা খেলাম।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

মোস্তফা সোহেল বলেছেন: মাইদুল ভাই ধাক্কা খাইয়েন না।
ছ্যাকা খাইলে কন আমার কাছে ছ্যাকা মাইছিন ঔষধ আছে।
কষ্ট করে লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
খুব ভাল থাকুন।

৩২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৮

মলাসইলমুইনা বলেছেন: এক্সপার্ট নই একদমই তবুও এক্সপার্টদের নিরীক্ষণ থেকে পাওয়া একটা পরামর্শ এক্ষেত্রে সারফেস টু এয়ার মিসাইলের মতো অব্যর্থ হতো বলে মনে হচ্ছে | সেটা বলি: যুদ্ধ আর প্রেমের মধ্যে একটা বড় মিল হলো দুটো ক্ষেত্রেই জেতার জন্য পোড়ামাটিনীতি অবলম্বন করতে হবে | প্রেমে উষ্ঠা মেরে উঠে যাওয়া হলো যুদ্ধে ধুত্তোর বলে অস্র মাথার উপর উঠিয়ে বাড়িতে যাবার চেষ্টার মতো | দু ক্ষেত্রেই হৃদয়ে বা কলিজায় ডাইরেক্ট আর ইনডাইরেক্ট গুলি খেয়ে মরার সম্ভাবনা | সুতরাং সামাল সামাল !

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

৩৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০০

বিলিয়ার রহমান বলেছেন: শ্যামলী, দীপ্ত আর ন্যারেটরের উপরে উল্লেখিত ঘটনার জন্য প্রেমের কপালে উষ্ঠা মারার কারন দেখছিনা ব্রো!!

লাভ ইজ ডিভাইন!;)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ছ্রো!

৩৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২

সোহানী বলেছেন: প্রেমের কপালে উষ্ঠা মারার দরকার নাই... এক শ্যামলী না হলে আরেক শ্যামলী আসবে......... ট্রাই এন্ড ট্রাই............ ফেইলোর ইজ দা পিলার অব সাক্সেস।

রম্যতে +++++++++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ও সাথে মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ সোহানী আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.