নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

** মিথ্যা করেও বলিস না কখনও তোকে ভালবাসি না **

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭





না বলার অভ্যাসটা আজকাল
বেশিই অভ্যস্ত করে ফেলেছিস।
দুষ্টুমি করে না বলিস সেটা না হয় ভাল লাগে
কিন্তু সব কথাতে তোর না আমি শুনতে চাইনারে।

জানি তোর আমার সাথে সব বলা না গুলো
শুধু না-ই না ওর ভেতরে অনেক না-ই হ্যা থাকে।

আমি অতশত বুঝি না আমি বুঝি তোর অকৃত্তিম ভালবাসা
আমার সাথে থাকুক সর্ব সময়।
ভালবাসতে না পারিস বলে দিস
তবে অভিনয়টা যেন কোনদিন করিস না।

এই সত্যি করে বলনা আমায় ভালবাসিস তো?
যদি বলি, তুই একটু এই হাতে হাত রেখে
আমার পাশে বসনা কিছুক্ষন
পারবনা বলে তোর সেই খুনসুটি রাগ।
যদি বলি চল উদাস চাঁদনী রাতে
নিঃসঙ্গ পথের বুকে পাশাপাশি হাটি দুজনে
জোসনা মাখা মাখি হোক কিছুক্ষন।

একবার নিরুদ্দেশ হওয়ার শখ হয়েছিল তোকে সাথে নিয়ে
শখ আর মিটল কই!
ওই যে তোর সব কথাতেই না।

বল যতবার খুশি তুই না বল
আমাকে হৃদয়ের মাঝখান থেকে বাসিস তো ভাল?
দোহায় লাগে তোর মিথ্যা করেও বলিস না কখনও
তোকে ভালবাসি না।

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: মুগ্ধতা একরাশ :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যে জন্য ধন্যবাদ।
ভাল থাকুন ।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

শাহরিয়ার কবীর বলেছেন: মনের কথা বলে ফেলাই ভালো ! :P


আরো সুন্দর, সুন্দর কবিতা চাই কবি !!!


শুভ কামনা ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

মোস্তফা সোহেল বলেছেন: মনের কথা বলে ফেলা সত্যি ভাল।

কবিতাই লিখতে ইচ্ছে করে না। পুরানো লেখা গুলোই মাঝে মাঝে দেই ব্লগে।
আপনার জন্যও অনেক শুভ কামনা রইল শাহরিয়ার ভাই।
কবিতা লেখার জন্য আপনি তো আছেন।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পুরনোগুলো যখন নতুন করে পাঠকদের চোখে পড়ে তখন ওগুলোও নতুন। কবির এখন এমন কবিতা মানায় না। কবিতায় রোমাঞ্চ চাই। এইতো জীবন নদীর নতুন জোয়ারের ঢেউয়ের কলকল তান, ভোরের পাখীল কলকাকলী, সন্ধ্যার কিচির মিচির, বাহারী ঢানায় উড়া প্রজাপতির রঙ্গে কালো কোন শীলালিপিকে রঙ্গীন করা হবে এই সময়ের কাজ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৬

মোস্তফা সোহেল বলেছেন: পুরনোগুলো যখন নতুন করে পাঠকদের চোখে পড়ে তখন ওগুলোও নতুন।
খুব সুন্দর বলেছেন সুজন ভাই। পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯

জাহিদ অনিক বলেছেন: আমি অতশত বুঝি না আমি বুঝি তোর অকৃত্তিম ভালবাসা
আমার সাথে থাকুক সর্ব সময়।


একবার নিরুদ্দেশ হওয়ার শখ হয়েছিল তোকে সাথে নিয়ে
শখ আর মিটল কই!



পবিত্র ইচ্ছা ও আক্ষেপ।

ভালবাসা থাকুক অটুট ।

প্লাস

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

মোস্তফা সোহেল বলেছেন: জাহিদ ভাই পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

পুলক ঢালী বলেছেন: মোস্তফা ভাই কবিতা পড়ে মনে হচ্ছে প্রেমের সময় খুনসুটি নিয়ে লেখা তার সাথে কিছু প্রত্যাশার অপূরনে হতাশা। এগুলো কি পূর্ব অভিজ্ঞতার ফসল? :D

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিরা কি অত ভেবে কবিতা লেখে। কবে যে লিখেছিলাম মনে নেই ।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

করুণাধারা বলেছেন: আন্তরিক কথামালা। ভাল লাগল।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

মোস্তফা সোহেল বলেছেন: পড়েছেন তার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

পুলক ঢালী বলেছেন: কবিরা কি অত ভেবে কবিতা লেখে।
হা হা হা কবিতা, গল্প, উপন্যাস, চলচিত্র এগুলো তো জীবনেরই দর্পন বা জীবনের প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি। জীবনকে যে যেভাবে দেখে উপলব্ধি করে সেটাকে বেসিক ধরেই শব্দের সিড়ি গেথে কল্পনায় কথামালার তাজমহল গড়ে তোলে।
ভাবনা চিন্তা তো বাস্তবতা এবং অভিজ্ঞতার নীরিখেই আসে। নাহলে সেই ভাবনায় তো জীবনের ছোঁয়া থাকার কথা নয়।
না ভেবে কোন কবি কবিতা লেখেন না। যদি লেখেনও সেখানেও অবচেতন মনে গেথে থাকা ঘটনা মনের অজান্তেই বেড়িয়ে আসে।
ভাল থাকুন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৭

মোস্তফা সোহেল বলেছেন: আবারও এসে সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ পুলক ভাই।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিক্ষিপ্ত মনের ভাবনাগুলো বেরিয়ে আসছে কলমের কালি হয়ে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৭

মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



সরল প্রকাশ.....

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৮

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:০৭

এম মোস্তাকিম বিল্লাহ্ বলেছেন: অভিনয় ছাড়া ভালোবাসা পাওয়া যায় কি,ভালোবাসা থাকুক প্রতিনিয়ত কত জানা অজানা অভিনয় করে চলছি নিজের সাথে,ভালো লাগা থাকুক কবিতা পাঠে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বিল্লাহ ভাই।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

বিলিয়ার রহমান বলেছেন: আপনার লেখা অন্যান্য কবিতার থেকে এটার এস্টাইলটা আলাদা!:)


কবিতায় ভালোলাগা!:)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনিও অনেক ভাললাগা জানবেন বিলি ভাইয়া।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৪

ধ্রুবক আলো বলেছেন: ভালবাসতে না পারিস বলে দিস
তবে অভিনয়টা যেন কোনদিন করিস না।
ঠিক বলেছেন ভাই। খুব সুন্দর লিখেছেন।+

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: মানুষ আজকাল ভালবাসার চাইতে অভিনয়টাই মনে হয় বেশি করে।
ভাল থাকুন ধ্রুবক আলো ভাই।

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬

এফ.কে আশিক বলেছেন: কবিতায় ভাল লাগা রইল......

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

মোস্তফা সোহেল বলেছেন: আপনিও অনেক ভাললাগা জানবেন।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নীলপরি।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

খায়রুল আহসান বলেছেন: অকৃত্রিম ভালবাসার অনুভূতির অকপট প্রকাশ ঘটেছে কবিতায়। ভাল লেগেছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া আপনি লেখাটি পড়ায় আমি অনেক খুশি।
ভাল থাকুন।

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৯

এম ডি মুসা বলেছেন: সুন্দর সবিনয় নিবেদন ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ মুসা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.