নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

** হ-য-ব-র-ল **

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২০



এখন সব চেয়ে বড় ইস্যু রোহিঙ্গা

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ইস্যু রোহিঙ্গা। এই ইস্যুতে আর সব ইস্যু চাপা পড়ে গেছে। রোহিঙ্গারা ঘর-বাড়ি নিজের বাসস্থান হারিয়ে সত্যি অনেক মানবেতর জীবন যাপন করছে।লাক্ষ লাক্ষ রোহিঙ্গা আমাদের দেশে ঢুকে পড়ায় আমাদের দেশের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেতে পারে।
সরকার যদি কুটনৈতিক উপায়ে এই সমস্যার সমাধান দ্রুত না করতে পারেন তবে এর জন্য আমাদেরকেও অনেক ঝামেলা মোকাবেলা করতে হবে।
নানান দেশ এদেশে এসে রোহিঙ্গাদের ত্রান বিতরন করছেন কিন্তু তাদেরকে নিয়ে কেউ স্থায়ী সমাধানের কথা মনে হয় বলছেন না। সব দেশ যদি কিছু কিছু রোহিঙ্গাদের তাদের দেশের স্থায়ী নাগরিক হিসেবে নিয়ে যেত তবে বাংলাদেশকে মনে হয় রোহিঙ্গা সমস্যা নিয়ে এত ভাবতে হবে না। সব দেশ হয়তো মুখের দরদ দেখাবে কিন্তু বাস্তবে কাজ করবে না।রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান হোক সে কামনায় করছি।

চাল নিয়ে চালবাজি

সাম্প্রতিক চালের বাজারে যে আগুন জ্বলেছে তা সহজে নিভবে বলে মনে হয় না। মোটা চালই বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দরে!!
কয়েক মাস আগে আমি প্রতি কেজি চিকন চাল কিনতাম ৩৮-৪২ টাকা দরে। সেই চাল বেড়ে দাম হল ৫৫! এখন নাকি চিকন চাল ৬৫ টাকা!!
কোন দেশে যে বাস করছি।আমাদের প্রধান খাদ্য ভাত। এই খাদ্য যোগান দিতে যদি আমাদের ইনকামের বেশির ভাগ খরচ হয়ে যায় তবে অন্য চাহিদা কি ভাবে পুরন করব? খাদ্য মন্ত্রী চালের অস্থীর বাজার কিছুতেই নিয়ন্ত্রনে আনতে পারছেন না। চাল নিয়ে আসলে কারা যে চালবাজি করছে সেটাই তিনি নির্দিষ্ট করতে পারেননি এখনও পর্যন্ত।চাল নিয়ে যারা চালবাজি করছে আশা করি খুব দ্রুত তাদের সব চালবাজি শেষ হবে।


লাগমহীন সবজি বাজার

চালের দাম বেশি তাই ভাত কম করে যে সবজি বেশি খাবে বাঙালী তারও উপায় নেই।সবজির বাজারেও জ্বলছে আগুন। যে সবজিই কিনতে যান না কেন ৫০-৬০ টাকার কমে কোন সবজিই পাবেন না।বন্যা হয়েছে কিছু জেলায় তার কারনে সবজির দাম বাড়বে এটা মেনে নেওয়া যায় না।চাষীরা এদেশে কোন সময়ই নায্য দামে তার পন্য বিক্রি করতে পারে না।পাঁচ টাকার সবজি বাজরে আসতে আসতে দাম বেড়ে ৩৫ টাকা হয়ে যায়!থাক এসব কথা বলে কোন লাভ নাই।
বেশি করে সবজি খান ভাতের উপর চাপ কমান এখন আর এই কথা চলবে না।

সৃজনশীলে শিক্ষকেরাই প্রশ্ন করতে গলদঘর্ম


এদেশের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত হয়েছে তা এই খবর দেখলেই বোঝা যায়।বড় শখ করে মনে হয় শৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছিল।এখন সেই শখের তোলা কত তা কেউই বলতে পারবে না।খবরে প্রকাশ ৫২% শিক্ষক নাকি সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নই করতে পারেন না!
যে শিক্ষক প্রশ্ন করতে পারেন না তিনি পরিক্ষা নিবেন কি করে? তার চেয়ে ভাল ছাত্রদের পরিক্ষা না নেওয়া।এমনিতেই সবাই এখন গড়পরতা এ প্লাস পায় তাহলে পরিক্ষা নিয়ে শুধু শুধু ছাত্র-ছাত্রীদের কষ্ট বাড়িয়ে লাভ কি।
জয়তু সৃজনশীল পদ্ধতি।জয়তু প্রশ্ন করতে না পারা শিক্ষক বৃন্দ!


সুচি তুইও মরবি

রোহিঙ্গাদের উপর নির্যাতনের ছবি গুলো দেখলে সত্যি মনের অবস্থা কিযে হয় তা বুঝিয়ে বলা যাবে না।
মেয়ে মানুষের মন নাকি খুব নরম হয়।সুচি কি একটা মেয়ে?মন হয় না সুচি মেয়ে বরং তাকে পিচাশিনী বলা যায়।
নির্যাতিত মানুষের অভিশাপ একদিন সুচির উপর নিশ্চয় পড়বে। সুচি তুইও একদিন মরবি।

মন্তব্য ৪০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

সুদিন বলেছেন: আসলেই সব মিলিয়ে পরিস্থিতি হ য ব র ল

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: আশা করি এই হ-য-ব-র-ল পরিস্থিতি খুব তাড়াতাড়ি কেটে যাবে।
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গভর্নমেন্ট হ্যাভ নো কন্ট্রোল অন এ সিঙ্গেল ইস্যু অফ দিস পোস্ট। দ্যা ইস্যু 'সুচি তুইও মরবি' ইজ অলসো ডিপেন্ডস অন গড।


ভালো লিখেছেন। ধন্যবাদ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ হেনা ভাই।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক গুছিয়ে লেখেছেন। ওয়েলকাম।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১১

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। আপনার জন্যও অনেক শুভ কামনা মাইদুল ভাই।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

সামিয়া বলেছেন: রোহিঙ্গাদের সমসসার দ্রুত সমাধান এবং তাদের নিরাপদ স্বাভাবিক জীবনের জন্য প্রার্থনা করি।।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১২

মোস্তফা সোহেল বলেছেন: মহান আল্লাহ রোহিঙ্গাদের উপর রহম করুন।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হুম। :(






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনিও ভিশন ভাল থাকুন।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: হুম

:(

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: লেখা পড়ার জন্য ধন্যবাদ।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

ভুয়া মফিজ বলেছেন: Every cloud has a silver lining.......সব সমস্যা কেটে যাবে ইনশাআল্লাহ্।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫১

মোস্তফা সোহেল বলেছেন: ইনশাআল্লাহ্ সমস্যা একদিন শেষ হবে।
ধন্যবাদ আপনাকে।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: সব জায়গায় খালি নয় আর ছয় :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

মোস্তফা সোহেল বলেছেন: এত নয় আর ছয় ভাল্লাগে না।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ শাহরিয়ার ভাইয়া।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

জাহিদ অনিক বলেছেন: গতকাল বাজারে গিয়ে দেখলাম সবজির থেকে মাছ মুরগির দাম কম।
আজকে রাস্তায় দেখলাম কারা যেন পথ বন্ধ করে দিয়ে রোহিঙ্গা ইস্যুতে মিটিং মিছিল করছে, ফলে শত শত যানবাহন বিপাকে পড়েছে, স্কুল কলেজের ছোট্ট ছোট্ট বাচ্চাকাচ্চাদেরও হাঁটতে হয়েছে লম্বা পথা।

প্রতিবাদ প্রতিরোধ করার জন্য নির্দিষ্ট ভাষা থাকে, একেই বলে মায়ের থেকে মাসির দরদ বেশি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: সবজির তুলনায় মাছ মাংসের দাম তুলনা মুলক মনে হয় কম।
প্রতিবাদ করতে গিয়ে যদি সাধারন মানুষ হয়রানিতে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে।
পাঠ ও মন্তব্যে অনেক ভাললাগা জাহিদ ভাই।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

সুমন কর বলেছেন: আরে, সবই তো অল্প কথায় তুলে ধরেছ। বেশ বলেছ। তবে শোনার কেউ নেই !!

+।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: হ্যা সুমন দা চেষ্টা করলাম অল্প কথায় সমসাময়ীক কিছু বিষয় তুলে ধরতে। বড় লেখা তো কেউই পড়তে চাই না।
আর এটা সত্যি শোনার কেউ নেই।
ভাল থাকুন সুমন দা।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লিখেছেন ভাই , সব সমস্যা একই সাথে বুঝবার সুযোগ পেয়ে মুগ্ধ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল নয়ন ভাই।
ভিশন ভাল থাকুন।

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩১

কথাকথিকেথিকথন বলেছেন:



ইস্যুহীন বিশ্ব এখন অকল্পনীয় । ইস্যু নিয়েই আমরা জাগ্রত, এগিয়ে যাওয়াতে যতসব অনাগ্রহ ।

আপনার ইস্যুভিত্তিক পর্যালোচনা অন্তত সব ইস্যু নিয়ে সক্রিয় করছে সবাইকে । ভাল লেগেছে ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫২

এম আর তালুকদার বলেছেন: পরিস্থিতি হ য ব র ল হলেও পোস্টটা গুছিয়েই লিখছেন।অনেক গুলো বিষয় তুলে ধরেছেন। ধন৽বাদ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
ভাল থাকুন এম আর তালুকদার।

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫৪

রেজাউল করিম সাগর বলেছেন: ভয়াবহ দিনরাত্রি পার করছে প্রাণপ্রিয় বাংলাদেশ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ভয়াবহ দিন পার করলেও চিত্রটা সে ভাবে ফুটে উঠছেনা।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সাগর ভাই।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নাক বোঁচারা খুবই নিষ্ঠুর হয়ে থাকে - ইতিহাস স্বাক্ষী | তাই বর্মীদের গতিবিধি বাংলাদেশকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে | তাছাড়া বার্মার প্রাকৃতিক সম্পদের উপর লোলুপ দৃষ্টি থাকায় চীন, ভারতের প্রত্যক্ষ্য বা পরোক্ষ সমর্থন তো আছেই | তাই সীমান্ত প্রহরীদের খুব সজাগ থাকতে হবে |এই জানোয়ারগুলো যদি কোনোক্রমে বাংলাদেশ আক্রমণ করে ভিতরে ঢুকে পড়ে তবে দেশের নিরীহ জনসাধারণের খবর আছে |

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪০

মোস্তফা সোহেল বলেছেন: মনন্তব্যের জন্য ধন্যবাদ।

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

ধ্রুবক আলো বলেছেন: পুরো দেশেই একটা বিশৃঙ্খলার জটলা পাকিয়ে আছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

মোস্তফা সোহেল বলেছেন: ভাবছি এভাবে চলতে থাকলে কি করব।

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৮

সোহানী বলেছেন: এমনিতেই সবাই এখন গড়পরতা এ প্লাস পায় তাহলে পরিক্ষা নিয়ে শুধু শুধু ছাত্র-ছাত্রীদের কষ্ট বাড়িয়ে লাভ কি।......... হাহাহাহা সহমত টু দা পাওয়ার ইনফিনিটি।

আর চারপাশে সুচিকে যেভাবে পাকড়াও চলছে তাতে সুচির আম্রিকা তেল আরো দিতে হবে... এর মধ্যে অবশ্য ভারতকে রাখাইন ইজারা দেয়া শেষ। তাই গেইম প্লান ভালোই চালাচ্ছে..... যাইহোক কিছুদিন হাউকাউ চলবে তারপর আমাদের ঘাড়ে বসে থাকবে স্থায়ীভাবে।...... চারিদিকে পুশব্যাক খেলা....... মাথা যদি নড়বড়ে হয় দেহতো দুলবেই /:)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়াতে অনেক ধন্যবাদ সোহানী আপু।
ভিষন ভাল থাকুন।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩

নীলপরি বলেছেন: শিরোনাম যথার্ত হয়েছে । ভালো লিখেছেন ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

মোস্তফা সোহেল বলেছেন: নীলপরি লেখাটি পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ।
অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮

খায়রুল আহসান বলেছেন: সুচি কি একটা মেয়ে?মন হয় না সুচি মেয়ে বরং তাকে পিচাশিনী বলা যায় - কোন মায়াবতী যখন হিংস্র হয়ে যায়, তখন বাঘিনী, শকুনি, সিংহীরা তার সামনে নতশিরে দাঁড়িয়ে থাকে, তার হিংস্রতাকে সম্মান জানিয়ে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯

সোহাগ সালেহ বলেছেন: We hope better days will come again......

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.