নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

** মশা হইলে কি হইব আমাদেরও মন আছে! **

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১





চিন্তা করা খারাপ তবুও মানুষ চিন্তা করে।এই চিন্তার কারনে তাদের স্ট্রোকের ঝুকি বেড়ে যায়, এমন কি অনেক মারাত্বক রোগও হয়।
মানুষ যখন ঘরে বসে নানান রকমের চিন্তা করে ঠিক সে সময় আমরা গান গাইয়া তাদের চিন্তার অবসান ঘটায়।
এই যে আমরা মানুষের এত্ত বড় উপকার করি তবুও তারা আমাদের উপরে রাইগা যায়।এবং অনেক সময় চড় দিয়া আমাদের মাইরাও ফেলায়।
হায়রে মানুষ তোরা এত বেবদ ক্যান বুঝিনা।কি আমারে চিনছেন?আমি হইলাম মশা।আপনারা আমাদের বংশ নির্বংশ করার জন্য কত্ত কিছু করলেন কিন্তু পারলেন না।পারবেনও না।শহরে আমাদের এক জাত ভাই থাকে নাম ডেঙ্গু মশা।গ্রামে তারা খুবই কম আসে।শহরে যেমন সন্ত্রাসী বেশি তেমনই মশাও খুব বেশি।
গ্রামে যে কম তা বলছি না।তবে গ্রামে মশাদের জন্য কোন অভিযান হয়না সেই তুলনায় অনেক কম।আপনারা আগে বলতেন আমার পচা পানিতে জন্ম গ্রহন করি।
কিন্তু এখন তা আর বলতে পারবেন না।এখন পরিষ্কার পানিতেও মশা জন্মে।আর এরাই আপনাদের বড় শত্রু ডেঙ্গু।
ডেঙ্গুর ভয়ে আপনারা সব সময় ভীত থাকেন, যেমন ভীত থাকেন সন্ত্রাসীদের ভয়ে।আপনারা মানুষ গুলা বড়ই কিপ্টা।আমরা একটু রক্ত খাইতে গেলেই রেগে যান।অথচ নিজের সুনাম বাড়াতে ব্যাগ ব্যাগ রক্ত মানুষের জন্য দান করেন।আরে বোকা মানুষ আপনার দানকৃত রক্ত ভালা মানষে পায়না, পায় সন্ত্রাসীরা।
সন্ত্রাসীরা যখন গুলি খাই, রাম দায়ের কোপ খাই তখন তাদের হাসপাতালে নিয়া আপনার সাধের রক্ত সন্ত্রাসীদের শরীরে ঢোকানো হয়।
তারপর আপনার রক্তে তারা ভাল হয়ে আবার সন্ত্রাসী করে বেড়ায়।এইবার বলুন রক্ত দান করে কি লাভ আপনার?
শুধু শেষে পইড়া কিছু সন্ত্রাসী বাঁচে আপনার দানকৃত রক্তের কারনে।
তার চেয়ে কয়েক ফোটা রক্ত প্রতিদিন যদি মশাদের দান করতেন তবে তারা আপনার জন্য অনেক দোয়া করত।
আমরা মশা তাই কি আমাদেরও সুন্দর একটা মন আছে।আমরা মানষের চাইতে সুন্দর গান গাইতে পারি।
আপনারা মানুষরা আজকাল যে ভাবে গান করেন তাতে আমরা হাসি ঠেকায় রাখতে পারিনা।থাক অত কথা বলে লাভ নেই।
সব শেষে বলি আপনারা আমাদের প্রতি সদয় হোন।ক্ষুদ্র প্রানী বলে আমাদের অবহেলা কইরেন না।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: মশা ভাইয়ের আবার কি হল ?? =p~

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০১

মোস্তফা সোহেল বলেছেন: আপনারা তাকে নির্ধিদায় রক্ত খাইতে দেন না তাই তিনার মন খারাপ।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: আহারে ! এই ভদ্রলোকদের জ্বালায় মাশারি ভিতরে বন্দী হয়ে থাকা লাগে । :P



রম্য ভালো হয়েছে ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

মোস্তফা সোহেল বলেছেন: রম্য আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল।
ভাল থাকুন শাহরিয়ার ভাই।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কোন লাভ হবে না বোধহয় । !:#P

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০২

মোস্তফা সোহেল বলেছেন: কিসের লাভ সেলিম ভাই?

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো গবেষণা চালিয়েছেন ভাই, ভালো লাগলো মশা ভাইয়ের গল্প শুনে

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

ধ্রুবক আলো বলেছেন: সব শেষে বলি আপনারা আমাদের প্রতি সদয় হোন।ক্ষুদ্র প্রানী বলে আমাদের অবহেলা কইরেন না।
ডেঙ্গু, চিকুনগুনিয়া হলে কি করা যায়?!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: ডেঙ্গু, চিকুনগুনিয়া হলে কি করা যায়?
সোজা ডাক্তারের কাছে চলে যাবেন।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২২

সুমন কর বলেছেন: মোটামুটি। আরো একটু রম্য করা যেত....

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কয়েল জ্বালাইয়া রক্ষা নাই
এখন তো ভয়েই দিন কাটে
চিকু মিকু হওয়ার

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১০

মোস্তফা সোহেল বলেছেন: শহরের মশা গুলো বেশি বদ।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালা লাগল ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১১

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ হাসু মামা।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উফসস একটা মশা কামড় দিলো গপ্প পড়তে পড়তে

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: আহারে আপু, মশাটারে ক্ষেমা দেন।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার রম্যটা মার খৈয়ে গেছে একটা ফূটনোটের অভাবে!!!

মশক ভাবনায় রক্তদানের অসারতা ফুটনোটে কাটিয়ে দিতে পারতেন।

রক্তদান একটা ভাল কাজ। অনেক অনেক জরুরী রোগী রেঁচে য়ায় দানকৃত রক্তে।
ব্যতিক্রম ভিন্ন, কখনোই উদাহরন হয় না।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: এত গভীর ভাবে ভাবিনি ভাইয়া।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: হায়রে মানুষ তোরা এত বেবদ ক্যান বুঝিনা। বেবদ অর্থ কি বোকা না অন্য কিছু ? রম্য আরো রম্যময় হইতে পারিতো।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: রম্য আসলে অতটা ভাল হই নাই আমিও জানি।
বেবদ বলতে বোকায় বুঝায়।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০২

জাহিদ অনিক বলেছেন: না না না মশাদের অবহেলা করার কোন সুযোগ নেই। বিশেষকরে স্ত্রী মশকীদের তো নয়ই !


আমাদের মানুষদের জাটিয় ও দৈনন্দিন জীবনে এদের গুরুত্ব অনেক।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২

মোস্তফা সোহেল বলেছেন: তাদের কল্যানে ডাক্তারেরা অনেক ইনকাম করতে পারে।

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

ভ্রমরের ডানা বলেছেন:



উনাদের অবহেলা করা গুনাহ...

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: উনাদের অবহেলা করা গুনাহ...হায় হায় ডানা ভাই কন কি। বিষয়টা আমার জানা ছিলনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.