নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

** অস্থির সময়! **

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০০



ঝালে খুব ঝাল!

স্থান ভেদে কাঁচা ঝালের দাম নাকি ২০০-২৫০ টাকা!না অবাক হওয়ার মত কোন বিষয় এটি নয়।
চারিদিকে দ্রব্য মূল্যর প্রতিযোগীতায় এটি খুব সাধারন বিষয়।বরং আমরা এটাকে চায়ের কাপে ঝড় তোলাম মত একটা টপিক পেলাম বলা যায়।
বাঙালী জাতি কি আর সাধে একটা সুখী জাতি।তারা ভিষন দূর্দিনেও মুখে হাসি ফুটিয়ে চলতে পারে।
সামান্য ঝালের দাম নিয়ে তাই কারও হয়তো মাথা ব্যাথা নেই।দাঁত কেলিয়ে তাই দিন শেষে আমারাই হয়তো বলে ফেলব,ঝালে এখন অনেক ঝাল!


প্রধান বিচারপতি ছুটিতে

রোহিঙ্গা টপিক কদিন ধরে উধাও।সবার মুখে একটাই প্রশ্ন প্রধান বিচারপতি কেন ছুটিতে?আরে ভাই উনি বিচারপতি বলে কি উনার ছুটি-ছাটা লাগে না?
সব কিছুতে এত রাজনীতি ইস্যু খোজার চেষ্টা করেন কেন?দেশে কত সমস্যা সেই সব সমস্যা সমাধানে কারও তো দু দন্ড মাথা ঘামাতে দেখিনা।
বলতে পারেন মাথা ঘামিয়ে লাভ কি?
এই তো লাইনে এসেছেন তবে প্রধান বিচারপতি ছুটিতে থাকল কি না থাকল সেটা নিয়ে আপনারা এত মাথা ঘামাচ্ছেন কেন?
তিনি কিছু দিন ছুটি নিয়ে অবকাশ যাপন করে আসুন।সবাই উনার জন্য শুভ কামনা করুন উনি ছুটি কাটিয়ে যেন ভালই ভালই আমাদের মাঝে ফিরে আসেন।
দেশে মাথা ঘামানোর মত হাজারটা ইস্যু আছে।প্রধান বিচারপতি একমাসের ছুটিতে কেন এটা নিয়ে মাথা না ঘামালে আপনার পেটের ভাত হজম হবে নিশ্চিত।


অস্থির সময়

দিন শেষে আমরা এই সাধারন মানুষ এখন যে কত বড় অসহায় তা আমরা ছাড়া কেউই বুঝবে না।
দিন আনা দিন খাওয়া মানুষ গুলোর দিন গুলো কত কষ্টে কাটছে সে খবর কে রাখে?এক দৈনিক বাজার করতে গিয়েই সাধারন মানুষের নাভিস্বাশ উঠছে।
বাজারে কোন জিনিসটার দাম কম বলতে পারবেন?
একজন সাধারন আয়ের মানুষ শেষ কবে ভাল মন্দ খেয়েছে বলতে পারবেন?কাঁচা বাজার,মাছের বাজার,মাংসের বাজার কোথাও যাওয়ার উপায় নাই।
দিন শেষে মানুষ ডালভাত খাবে তারও উপায় নেই।চালের দামও আকাশ ছোয়ার দিকে!এদেশে একবার যে জিনিসের দাম বেড়ে যায় তা আর কখনই কমে না।সামনের দিনে হয়তো আমাদের একবেলা খেয়ে থাকার অভ্যাস করতে হবে।
ভবিষ্যতের কথা ভাবলে চোঁখে অন্ধকার দেখি।আমরা এখন একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।
জানিনা অদূর ভবিষ্যতে এই সস্থির সময় কাটিয়ে আমরা একটি সুসময় দেখতে পারব কিনা।
তবে সেই সু-সময়ের প্রত্যাশা করতে দোষ কোথায়?

মন্তব্য ৫৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০২

ভ্রমরের ডানা বলেছেন:





বিভিন্ন ইস্যুতেই জনগনের ত্রাহিত্রাহি অবস্থা....

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৬

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক বলেছেন ডানা ভাই।এ দেশে ইস্যুর কোন শেষ নেই!

২| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: অস্থির সময়ে অস্থির পুস্ট দিলেন মেয়াবাই!:)


কাচাঝালের দাম কমবো কেমতে যেভাবে কাঁচাঝাল কহিয়া পাাঁকা ঝাল দেখাইয়া দিলেন!! ;)

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৯

মোস্তফা সোহেল বলেছেন: বিলি ভাইয়া, অস্থির সময়ে কিভাবে এক খানা স্থির পোষ্ট দেওয়া যায় এই নিয়ে এক খানা পোষ্ট দিয়ে ফেলুন।

ঝালটা কাঁচাই ছিল দামের চোটে পাকিয়া গিয়াছে!হিহি।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১২

বিলিয়ার রহমান বলেছেন: কথা দিলাম একটা স্থির পুস্ট মুই দিমুই দিমু! লেইক্কা রাহেন মেয়াবাই! :)

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনার স্থির পোষ্টটি পড়ার আশায় রইলাম।আশা করি সেই পোষ্ট পড়ে সবার মন ঠান্ডা হয়ে যাবে।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৪

জাহিদ অনিক বলেছেন: কাল বাজারে দেখলাম কাচা মরিচের অনেক দাম !
এত দাম দেখে কিছুটা অবাক হয়েছিলাম।

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৯

মোস্তফা সোহেল বলেছেন: কয়েকদিনের ব্যবধানে যে ভাবে দাম বাড়ছে তাতে অবাক না হয়ে উপায় নাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ অনিক ভাই।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সময়ের কি দোষ ভাই! মানুষ আমরা অধম।

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩০

মোস্তফা সোহেল বলেছেন: আসলেই সময়ের কোন দোষ নেই সুজন ভাই।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৪

তারেক ফাহিম বলেছেন: ঝালে খুব ঝাল!

ভাই দেহি ঝালের ভালো ঝাল উপভোগ করছেন।

লাল ঝালের ঝাল কেমন তা কিন্তু বললেন না X((

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩২

মোস্তফা সোহেল বলেছেন: লাল ঝালের ঝাল এখন কাচা ঝালের চেয়ে কম।
ফাহিম ভাই রাগের ইমো দিলেন কষ্ট পাইলাম। ;)

৭| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঝাজে ও ঝালে জীবন একেবারে তেজ পাতা বানায়া ফেলাইলো।

মানুষ ডাল ভাত খেতে হিম শিম খাচ্ছে-

অথচ ডিজিটাল উন্নয়নের কোন শেষ নাই ?

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: মাইদুল ভাই ডিজিটালের সঙ্গাটাই তো ভাল করে বুঝলাম না আজ পর্যন্ত।
ডাল ভাত তো এখন মনে হয় ধনী লোকের খাবার!

৮| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৬

তারেক ফাহিম বলেছেন: ও আচ্ছা, দুঃখিত ভাই, আসলে আমি এ ইমু দিতে চাইনি, নেট সমস্যার কারণে চলে গেলো। মুছে দিয়েন। =p~ B:-) :P :#)
দাদা এগুলো কিসের প্রতিক আমি ভালো করে বুঝি না।

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: বুঝতে পারছি ভুল করে রাগের ইমো দিছেন।আমিও এসব ইমো কোনটা কি কম বুঝি।
তাই তেমন একটা ইমো ব্যাবহার করি না।
দুঃখিত হওয়ার মত কোন কিছু হয় নাই একটু ফান করেছি।
ভাল থাকুন ফাহিম ভাই।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শান্তি পৃথিবী থেকে উঠে গেছে মনে হয়।

০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৬

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক তাই।পৃথিবীতে এখন আর শান্তি নাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ অয়ন ভাই।

১০| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


প্রয়োজন, উৎপাদন, মুল্য নির্ধারন, বাজারজাত, লাভের পরিমাণ, ভোক্তার ক্রয় ক্ষমতা, সবকিছু মিলিয়ে যে সমীকরণ করার দরকার ও সেটাকে কন্ট্রোলে রাখার দরকার, ইহা কি মতিয়া চৌধুরীর পক্ষে সম্ভব?

০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: যারা কন্ট্রোল করতে পারবে তারাই তো কোন পদক্ষেপ নেয় না।

ইহা কি মতিয়া চৌধুরীর পক্ষে সম্ভব? কৃষি মন্ত্রীর কথা বললেন গাজী ভাই?
আমার তো মনে হয় তিনি কিছুই করতে পারবেন না।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপনার বাস্তবিক চিন্তা ভাবনা, সুন্দর বলেছেন।

কাঁচামরিচ এর আগেও তিনশো টাকা কেজি কিনেছি, এটা সিজনাল সমস্যা।

এবারের অতিবৃষ্টি আমাদের দেশের অনেক সবজিক্ষেত পানির নিচে, বন্যাজল অনেক এলাকাই ভাসিয়েছে এবার, তারউপর রোহিঙ্গা বসতি একটা প্রভাব অবশ্যই ফেলেছে আমাদের বাজারে। চাউল এখন পঞ্চান্ন টাকা, করল্লা কিনলাম আশি টাকা করে লাউ শাঁকের তিনটি ডগা ত্রিশ টাকা সবকিছু চড়া দামে কিনতে হচ্ছে। মনে হয় আরো বাড়বে সবজীর দাম।

আমাদের তো ভাই মানবতা একটু বেশি, বিশ্বের অনেক উন্নত উন্নত রাষ্ট্র সরনার্থী ঠেকাতে কাঁটাতার বা দেয়াল পর্যন্ত দিয়ে রেখেছে, দিচ্ছে, অথচ আমরা দেশের অনেক অঞ্চল বন্যায় প্লাবিত হওয়ার পরও ৮/৯ লাখ সরনার্থী আশ্রয় দিতে কুণ্ঠিত হইনা। বাজারদর একটু বাড়বে এটা আগে ভাবিনি আমরা! আমাদের জিডিবি অনেক বেড়ে গিয়েছিল, তা কমানোর জন্য সবরকম ব্যবস্থা আমরা করেছি। আবার সমালোচনাও করছি। আমরাইতো দেশপ্রেমিক ভাই। দেশ ও দেশের মানুষকে ভালোবাসার পরও অন্য দেশের মানুষকে আমরা ভালোবাসতে জানি, এটা নিঃসন্দেহে গৌরবের। এখন এট্টু চড়া বাজারদর তো গুনতেই হবে।

আপনার কথাগুলো ভালো লাগছে ভাই,
সমস্যা গুলোর সমাধান কবে হবে আল্লাহ্ বলতে পারবেন।

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই,এত সমস্যার মাঝেও মনে মনে ভাবি সব একদিন ঠিক হয়ে যাবে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে সরকারকে অবশ্যই আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
কাঁচা বাজারের বেহাল অবস্থা হয়তো কিছুদিন পরে ঠিক হয়ে যাবে তখন শীতের সবজি উঠতে শুরু করবে।
পাঠ ও মন্তব্যে অনেক শুভেচ্ছা জানবেন।

১২| ০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

জুন বলেছেন: মোস্তফা সোহেল এসব নিয়ে ভাবলে এখন আর ভয় নয় আতংকিত হই । কোথায় যাচ্ছি আমরা ? আমাদের দেশের সাধারন খেটে খাওয়া মানুষের ভাগ্যে আছেটা কি !

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: সত্যি জুনাপু এসব ভাবলে মাঝে মাঝে আতংকিতই হতে হয়।
আমারা যে কোথায় যাচ্ছি সেটা আমরা নিজেরাই জানি না।
সাধারন খেটে খাওয়া মানুষের কথা মনে হয় সমাজের উচু শ্রেনীর মানুষ কখনই ভাবে না।

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

মলাসইলমুইনা বলেছেন: "দিন শেষে আমরা এই সাধারন মানুষ এখন যে কত বড় অসহায় তা আমরা ছাড়া কেউই বুঝবে না।" খুব বেশিতো কেউ কোনোদিন বুঝতেও চায় নি | তবুও আমরা লাখো কণ্ঠে ধ্বনি দিয়ে এদেরই মাথায় করে নাঁচি ! সামনের দিনগুলো নিয়ে ভাবলে আতংকিত হওয়া ছাড়া আর কিছুই নেই সত্যিই |

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: মাথায় করে নাচে যারা তারা হয়তো একদিন মাথায় করে আছাড় দিতেও পারে।সেই দিনের অপেক্ষায়......
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮

ভুয়া মফিজ বলেছেন: অনিশ্চিত গন্তব্যের পথে বাংলাদেশ, আপনার লেখা পড়ে এই কথাটাই প্রথম মাথায় এলো। এত সমস্যার মধ্যেও যখন মানুষ 'প্রধান বিচারপতি একমাসের ছুটিতে কেন' এটা নিয়ে মাথা ঘামানোর সুযোগ পায়, তখনই বুঝতে অসুবিধা হয় না যে, সমস্যার ভারে জর্জরিত মানুষের চামড়াও এখন খুবই মোটা!

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনার মাথায় আসা কথাটিই ঠিক, অনিশ্চিত গন্তব্যের পথেই বাংলাদেশ।
ভাল থাকুন ভাই।

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: আমি পেটে ভাতে কাজ করে খাওয়ার মানুষ ভাই,এর বাহিরে আর চিন্তা করি না।এখন যা হচ্ছে তাই ঠিক !! :(

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫০

মোস্তফা সোহেল বলেছেন: আপনি মনে হয় ভাই মঙ্গল গ্রহের মানুষ।তা বাংলাদেশে কি?

১৬| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,




অর্থনীতির সমস্ত সংজ্ঞা পাল্টে বাংলাদেশের জন্যে নতুন অর্থনীতির বই লেখার এখনই সময় । কেউ বই না লিখতে পারলে এ বিষয় নিয়ে একটা চলচ্চিত্র বানাতে পারেন --- সময় কেন অস্থির ?????? :(

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫১

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া,চলচিত্রের মাঝেও তো অস্হিরতা কম নয়।তাই চলচিত্র না বানালেই মনে হয় বেটার ;)

১৭| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১০

ধ্রুবক আলো বলেছেন: ভাই, দেশ তো উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে। তাই এই অবস্থা। বলে লাভ নেই, এমন চলতেই থাকবে।

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫২

মোস্তফা সোহেল বলেছেন: এমন চলতে থাকলে আমারা সাধারন মানুষ চলব কেমন করে সেটা ভেবেই তো অস্থির!

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪

ধ্রুবক আলো বলেছেন: আমরা সাধারণ জনতা সত্যি একটা বিপদের মধ্যে আছি। অস্থির সময় কবে সস্থির হবে, কে জানে? আল্লাহ্ ভরসা।
তবে এদেশের জনগণ যেদিন এক হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সেদিনই সস্থির সময় আসবে।

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: সমস্যা মনে হয় অনেক গভীরে চলে গেছে।সরকারকে অবশ্যই এই সব ব্যাপারে দায়িত্বশীল হতে হবে।
কি করে যে কি হবে ভাবলে মাথায় খারাপ হয়ে যায়।
সস্থির সময়ের অপেক্ষায় আছি।

১৯| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৮

মার্কো পোলো বলেছেন:

দিনশেষে সেই একই কথা, একই অবস্থা সময়টা বড়ই অস্থির; 'অস্থির সময়'।

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: অস্থির সময় কেটে সস্থির সময় দ্রুত ফিরে আসুক।

২০| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৭

সুমন কর বলেছেন: মধ্যবিত্ত আর গরিব মারা'র বুদ্ধি............. X(( X(

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: সুমন দা যুগে যুগে তো গরিবরাই মার খেয়েছে।এখনও খাচ্ছে।
মধ্যবিত্ত আর গরিবদের সমস্যা দেখার মত কেউ নেই।

২১| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৪

মনিরা সুলতানা বলেছেন:

অস্থিরতা বাড়ায়ে দিয়া গেলাম ।

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: মনিরা আপু এত্ত গুলো মরিচ এখন বাস্তবে উপহার পাইলে আমি বড়লোক হইয়া যাইতাম।

২২| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪২

রুলীয়াশাইন বলেছেন: একদম হাচা কথা কইছেন...

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৭

মোস্তফা সোহেল বলেছেন: এদেশে হাচা কথা কওন খারাপ।কাউরে কইয়েন আমি হাচা কথা কইছি!

২৩| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৫

ধ্রুবক আলো বলেছেন: লেখক বলেছেন: এমন চলতে থাকলে আমারা সাধারন মানুষ চলব কেমন করে সেটা ভেবেই তো অস্থির!

একটা পোষ্ট দিয়েছি একটু সময় করে পড়বেন।

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনার লেখাটি পড়েছি।বেশ গুছিয়ে লিখতে পারেন আপনি।

২৪| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসুক ফিরে স্বর্ণালী দিন.... এই প্রত্যাশা
কিন্তু, তার আগে মানুষদের সচেতনতা দরকার.....
দরকার দেশপ্রেম....

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই মানুষ এখন নিজ প্রেমেই ব্যস্ত দেশপ্রেম কারও মাঝে নেই।
এটা ঠিক আমাদের সচেতন হতে হবে।

২৫| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মোস্তফা ভাই, এইযে আমরা সবাই ব্লগে দেশ নিয়ে লিখছি এটা কি কোন প্রভাব ফেলছে? নাকি অযথাই লিখছি আমরা? বুঝতে পারছি না ব্যাপারটা।

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: অয়ন ভাই,আমি জানিনা কোন কাজ হয় কিনা।তবে মনের ক্ষোভ ঝাড়তেই কিছু লিখি।যাদের কাজ করার মত ক্ষমতা আছে তারাই তো কাজ করে না।
আর লিখে যে একেবারে কাজ হবে তা কিন্তু নয়।একটু খেয়াল করে দেখেন অনেক সময় অনেক বিষয় নিয়ে অনলাইনে ঝড় বয়ে যায়।
রোহিঙ্গদের বিষয়টা দেখুন,এই ভার্চুয়াল যুগে তাদের খবর মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে পৌছে যাচ্ছে।পৃথিবীর মানুষ যে যেখান থেকে পারছে প্রতিবাদ করছে।তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।ব্লগটাও তো ভার্চুয়াল একটি মাধ্যম।তাই এখানে প্রতিবাদ করে যে কোন লাভ হবে না তা কিন্তু নয়।
যে যার স্থান থেকে তার মত করে কাজ করলে একদিন নিশ্চয় ভাল কিছু হবে।দেশটা হয়তো পরিবর্তন হয়ে যাবে।

২৬| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কাঁচামরিচ আর খাবনা।

গতবার যখন দেশে এসেছিলাম তখন নাগামরিচের হালি ৫০০ টাকা শুনে বলেছিলাম আমি বাপ দাদা নাগামরিচ খাননি আমিও খাব না। :P

২৭| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ডিলিট করে আবার পোস্ট করেছি ভাই।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: দেখেছি।

২৮| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৭

সোহানী বলেছেন: ভাইরে কি করবেন কন...... দেশতো উন্নয়নের জোয়ারে ভাসছে । প্রথমে মরিচ বাদ দিবেন, তারপর তরকারী, তারপর লবন, তারপর এক বেলা খাবেন ও ডায়েট করবেন..............

নোবেল নিয়ে চিন্তার মাঝে কি সব মরিচ টরিচ ধরায়ে দেন.......... খুবই খারাপ কতা.............

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: উন্নয়নের জোয়ার এত বেশি যে আমরা হাবুডুবু খাচ্ছি।কথায় বলে না, বেশি ভাল ভাল না।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সোহানী আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.