নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

** অভয় দিলে কিছু কথা বলতে পারি....... **

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৫



রোহিঙ্গা সমস্যা সমাধানে কি ব্যর্থ হবে বাংলাদেশ?

ইতিমধ্যে লাক্ষ লাক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে।এখনও পর্যন্ত প্রতিদিন এদেশে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে।রোহিঙ্গাদের নিয়ে সমস্যা দিন দিন প্রকট হচ্ছে।
অনেক দেশ সাহায্যর হাত বাড়িয়ে দিলেও রোহিঙ্গাদের নিয়ে স্থায়ী সমাধানের কথা কেউই বলছে না।বাংলাদেশের সবচেয়ে বন্ধু দেশ! ভারতও এ ব্যপারে কিছুই বলছে না।রোহিঙ্গদের এদেশে কত দিন উদ্বাস্ত হিসেবে রাখা যাবে?একটি মানুষকে আপনি হয়তো কিছু দিন সাহায্য দিয়ে সহযোগিতা করতে পারেন কিন্তু দিনের পর দিন কি তাকে সাহায্য দিতে গিয়ে আপনি হাফিয়ে উঠবেন না? রোহিঙ্গা ইস্যুতে আমাদের অর্থনিতী বাজার ইতি মধ্যেই সরগরম।সামনে আরও কি দিন আসছে সেটা আমাদের কল্পনার বাইরে হয়তো।এখন প্রশ্ন একটাই রোহিঙ্গা সমস্যা সমাধানে কি ব্যর্থ হবে বাংলাদেশ?

ঝাঁজ কি শুধু বেড়েছে পেয়াজের?

৩০ টাকার পেয়াজ এক লাফে বেড়ে ৬০ টাকা হয়ে গেছে!যারা দৈনিক কাঁচা বাজার করেন শুধু তারাই জানেন ঝাঁজ শুধু পেয়াজেরই বাড়েনি।ঝাঁজ বেড়েছে প্রতিটি পন্যই।এই ঝাঁজ হয়তো আর সহজেই কমবে না।এদেশে জিনিস-পত্রের দাম বাড়তে কোন ইস্যু লাগে না।আর ইস্যু পেলে তো কোন কথায় নেই।
দিন আনা দিন খাওয়া মানুষের জন্য এখন সময়টা অনেক কঠিন যাচ্ছে।এই সরকারের নির্বাচনী ইশতেহারে মনে হয় দশ টাকা দরে চাল খাওয়ানোর কথা ছিল।
কিন্তু এখন সেই দশ টাকা দরের চাল কেনা মনে হয় শুধু স্বপ্নেই সম্ভব।
একটা দেশের প্রধান খাদ্যের দাম বেড়ে গেলে সে দেশের সাধারন জনগনের চলতে যে কত কষ্ট হয় তা কি সরকার বুঝবে?
একটা মানুষের আয়ের বেশির ভাগ যদি তার প্রধান খাদ্য মেটাতেই চলে যায় তবে অন্য চাহিদা কি ভাবে পূরন করবে?
এই সব ভাবতে বসলে মাথায় আর কিচ্ছু আসে না।দেশের সাধারন জনগন এই আমারা আসলে কতটুকু ভাল আছি এটাই যেন এখন লাক্ষ টাকার প্রশ্ন।


আবার আসছে নির্বাচন!

সামনে আবার নির্বাচন আসছে।তৈরী থাকুন ঝুড়ি ঝুড়ি নির্বাচনী ইশতেহার শোনার জন্য।নেতাদের মুখে শুনবেন গরিব বান্ধব ইশতেহার!
কিন্তু ক্ষমতায় গেলে সবাই সেই গরিবের পেছনেই লাথি মারে।আসলে গরিবের সত্যিকারে কেউ নেই যে গরিবের দুঃখ বুঝবে।
গরিবরা এত কিছু চায় না তারা চায় দুবেলা দুমুঠো পেট ভরে খেয়ে বেঁচে থাকতে।গরিবরা সেই খাওয়ার নিশ্চয়তাটুকুও দিন দিন হারিয়ে ফেলছে।
নেতারা হয়তো বলবেন এ দেশে কেউ না খেয়ে নেই।আচ্ছা আপনি কয়টা পরিবারে যেয়ে খোঁজ নিয়েছেন তারা তিন বেলা খেয়েছে কিনা?
অনেক কিছু বলতে ইচ্ছে করে।কিন্তু অনেকে বলেন,এই সব কথা বলে কি লাভ।লাভ আসলেই নেই তবুও মনে ক্ষোভ ঝেড়ে ফেলা বলে তো একটা কথা আছে।
আর আপনি ইচ্ছে করলেই কি এদেশে মন খুলে কথা বলতে পারবেন?এদেশে মন খুলে কথা বলাতেও বাধা।
তাই কি আর বলব?তবে অভয় দিলে কিছু কথা বলতে পারি..........

ছবিঃ কায়সার মাহমুদ।

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সমসাময়িক কথা তুলে ধরেছেন।
বেশ করেছেন।

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মাইদুল ভাই।
ভাল থাকুন।

২| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৯

পবন সরকার বলেছেন: পেয়াজের পাশে কাঁচা মরিচও আছে, কারো ঝাঝ কারো ঝাল কম না।

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: ঝাঁজ এখন শুধু পেয়াজেই নয় ঝাঁজ এখন সব কিছুতেই।
মন্তব্যে ও পাঠে অনেক শুভেচ্ছা।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০২

অরফিয়াস বলেছেন: ইচ্ছেটা আজ বন্দি দশায়
ছাই রঙা জেলের সেলে
সত্যমিথ্যার লুকোচুরি খেলায়
প্রতিবাদ গেছি আজ ভুলে।

উদার আমি অল্প স্বল্প
মহানতো কভু নই
পক্ষপাতদুষ্ট চোখে যে তাই
ঠিক চলছে সবটুকু।

তবুও সকল চ্যুতি-বিচ্যুতি
যারা চোখে ধরাদেয়
সেসব কথন কইতে থাকে
সাতান্ন ধারার ভয় ।

চিনচিনে ব্যথা বুকেনিয়ে তাই
আজ চেপেছি বুলি
বন্ধ বদন বড়ো ভাল
আসে না যে তাতে গুলি ।

জনতার ভোটে জনতার সরকার
নামটি আগের মত
প্রতিবাদ মুখর অ্যাসেম্বলিটাই
কেবল হয়েছে গত ।

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৬

মোস্তফা সোহেল বলেছেন: বিলি ভাই আমি আপনার ছড়ায় মুগ্ধ!
ছড়ায় +++
সুন্দর একটি ছড়ার জন্য অনেক শুভেচ্ছা।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৫

অরফিয়াস বলেছেন: আজকে বাজারে গিয়েছিলাম। আমি বাজারে যেতে যেতেই ওখানে দেখলাম আগুন লেগে গেল( রূপকার্থে আরকি!;))

শিম প্রতি কেজি ১৮০
বেগুন ৮০
শসা ৬০
পটল ৬০
মূলা ৬০
লাইশাক প্রতি আটি ৬০
রুই( বার্মা) ২৫০
পোয়া ৪৫০
কোড়াল ৬০০
চিংড়ি( মাঝারি সাইজ) ৪৫০
কাঁচা মরিচ ১২০
কাঁচা কলা প্রতি হালি ৪৫
মিনিকেট( প্রিমিয়ার) ৬৫
...................

বোঝেন অবস্থা।

এভাবে চলতে থাকলে না খেয়ে মারা যেতে খুব বেশি দিন লাগবে না!!! :-<

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৭

মোস্তফা সোহেল বলেছেন: দিন দিন বাজারের অবস্থা সত্যি ভয়াভয়ো হয়ে যাচ্ছে।মানুষ দুবেলা ডাল ভাত খাবে তারও যেন কোন উপায় নেই।
অথচ এই ব্যপারে সরকারের উদাসীনতা দেখলে বড়ই খারাপ লাগে। বাজার নিয়ন্ত্রন করা কি আমাদের মত সাধারন পাবলিকের কাজ?
জানিনা সামনের দিনে কি ভাবে আমরা সাধারন মানুষ চলব।
পুনরায় এসে মন্তব্যের জন্য আরেকবার ধন্যবাদ বিলি ভাইয়া।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সবকিছু কেমন যেন উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। ভাল লাগছে না এতকিছু। মোস্তফা ভাই্‌, 'য়' আর 'ই' এর ব্যবহার ঠিক করুন।

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: অয়ন ভাই জানেনই তো বানানে প্রচুর কাঁচা।দেখছি কোথায় কোথায় সমস্যা।আসলে নিজের সমস্যা নিজে ধরা একটু কঠিন।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অভ্রতে i =ই , y=য়।
গরিবরা এত কিছু চাই না তারা চাই দুবেলা

'গরিবরা চায় না' হবে।

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪০

মোস্তফা সোহেল বলেছেন: ওকে এডিট করে দিচ্ছি।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মোস্তফা ভাই, এই দুর্দিনে আমার ছোট মরিচ গাছে একটা বড় মরিচ হইছে। পেকে ও হয়ে গেছে। :D

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: অয়ন ভাই মরিচটারে নিলামে তুলে ফেলুন। মনে হয় বেশ দাম পাবেন! ;)

৮| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আড্ডাঘরে কেমন দাম পাব? :P

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: আড্ডাঘরে নিলাম তুলে দেখেন।ঘোড়ার আন্ডা পাইলেও পাইতে পারেন! :P

৯| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৮

নতুন নকিব বলেছেন:




প্রিয় ভাই,
সুন্দর লিখেছেন।
ধন্যবাদ অনেক অনেক।

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় নকিব ভাই।
অনেক ভাল থাকুন।

১০| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৬

ভুয়া মফিজ বলেছেন: বাংলাদেশের আসলেই কি কোন বন্ধুদেশ আছে? আবার নির্বাচন আসছে.....নির্বাচনী ইশতেহারও আসবে.....আবারও পলিটিসিয়ানরা জনগনের মাথায় টুপি পড়াবে, এটাই বাংলাদেশের নিয়তি!!! এর ব্যাতিক্রমের আশা না করাই ভালো। আপনার লেখা খুব ঝরঝরে, বানানের দিকে নজর দিলে আরো সুখপাঠ্য হবে।

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে সুন্দর একটি মন্তব্যের জ্য অনেক ধন্যবাদ ভাই।আমরা এই সাধারন জনগন যেদিন এই সব পলিটিসিয়ানদের ত্যাগ করব সেদিনই হয়তো এ দেশে সুদিন ফিরে আসব।নিয়তিকে দোষ না দিয়ে আগে নিজেদেরকেই দোষারপ করা ভাল।
বানানে আমি খুবই কাঁচা।তবে চেষ্টা করি বানান যেন ভুল না হয়।
আর তাছাড়া লেখাটি অনেক তাড়াহুড়ো করেই লিখেছি বলা যায়।
ভাল থাকুন।

১১| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: সমসাময়িক পোষ্ট !!!

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: এই মাত্র সামুতে ঢুকতে পারলাম!!
গতাকাল সন্ধ্যা থেকে ঢুকতে পারিনি।
সমসাময়িক পোষ্ট দিতে চেষ্টা করলাম আর কি!!
ভাল থাকুন শাহরিয়ার ভাই।

১২| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে ভালো লাগলো।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৯

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
ভিষন ভাল থাকুন।

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১১

সুমন কর বলেছেন: সবই হচ্ছে, মধ্যবিত্ত আর গরীব মারার বুদ্ধি।।। X(( X(

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩১

মোস্তফা সোহেল বলেছেন: যারা এই মধ্যবিত্ত ও গরীবদের যুগে যুগে মেরে যাচ্ছে তাদের কি কিছুই হবে না দাদা?

১৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯

তারেক ফাহিম বলেছেন: সম-সাময়িক পোষ্ট।
আপনার পোষ্টটিতে কালকেই মন্তব্য করতাম।

সামুতে সমস্যার কারণে পারি নাই।

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: সামুতে গতকাল বিকাল থেকে আমিও ঢুকতে পারিনি।
মাঝে মাঝে মনে হয় সামু হারিয়ে যায়।যাক অবশেষে সামুতে আসতে তো পারলাম।
মন্তব্য ও পাঠে অনেক শুভেচ্ছা জানবেন।

১৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: জীবন থেকে নেয়া লেখাটি ১ম পাতায় যতবারই ঢুকছি ততবারই দেখাচ্ছে।
সকাল থেকে এই অবস্থা।
সামুতে কি সমস্যা না কি আমি সমস্যার মধ্যে আছি।
আপনারও কি একই অবস্থা ।
জানাবেন।

১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৫

মোস্তফা সোহেল বলেছেন: মাইদুল ভাই আমার এখানে তো তেমন সমস্যা হচ্ছে না।
দেখুন হয়তো কিছু পরে সমস্যা ঠিক হয়ে যাবে।

১৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:




সকল বিতাড়ন, দাম, ঝাঁঝ, আইন শুধু অসহায়দের জন্য । আপনার লেখা সময়ের বাস্তব চিত্র । বিশ্বাস রাখি একদিন বদলে যাবে খারাপগুলো ।

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: বিশ্বাস রাখি একদিন বদলে যাবে খারাপগুলো ।
আপনার মত আমিও একই বিশ্বাস রাখি।
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন।

১৭| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৪

ধ্রুবক আলো বলেছেন: রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশ এর কিছুই করতে পারবে না। বন্ধু রাষ্ট্র খুব ভালো বন্ধুত্ব দেখাইতেছে।

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: আমিও কোন ভরসা পাচ্ছি না রোহিঙ্গা সমস্যা নিয়ে।
বন্ধু নামে আমাদের বাঁশ দিয়ে যাচ্ছে!

১৮| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০

নীলপরি বলেছেন: বাস্তবতাকে তুলে ধরেছেন । সুন্দর বিশ্লেষণ ।

১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ নীলপরি।
ভাল থাকুন।

১৯| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩১

শামচুল হক বলেছেন: বাজারে গেলে ঝাঁঝ কি জিনিষ বোঝা যায়।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৪

মোস্তফা সোহেল বলেছেন: একদম ঠিক বলেছেন।ভাল থাকুন শামচুল ভাই।

২০| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৬

জাহিদ অনিক বলেছেন:


কথাগুলো ভয়ে বললেন নাকি নির্ভয়ে বললেন তা স্পষ্ট।

কথাগুলোর জন্য ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই। এগুলোর দরকার ছিল।

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১০

মোস্তফা সোহেল বলেছেন: কথা বলতে তো আজকাল সবাই ভয়ই পায় মনে হয়।
তা না হলে সত্য কথা বলতে মানুষের এত দ্বিধা কেন।
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ জাহিদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.