নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

** টক-ঝাল- মিষ্টি **

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫২



টক-ঝাল-মিষ্টি এই তিনটি জিনিস আমাদের জীবনের সাথে ওতপ্রত ভাবে জড়িত।টক নামটা শুনলে আমাদের সবারই কম বেশি জিভে জল চলে আসে। টক খেতে মেয়েরা খুবই পটু। টক জিনিস দেখলে এদের জিভে জল টলমল করে।জীবনে টক জিনিস খাইনি এমন মেয়ে একটিও পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না।মেয়েদের একটা বদ অভ্যাস আছে । টক জিনিস দেখলেই এরা চুরি করে খেতে চাই।বেশ কয়েক বছর আগের কথা আমার মা উঠানে আচারের বয়াম রোদে দিতেন। প্রায় কেউ না কেউ সেই বয়াম থেকে আচার চুরি করে খেত।আর মা আমাকেই দোষারপ করতেন।তাই আমি চোর ধরার জন্য অপেক্ষা করতে লাগলাম।হঠাৎ দেখি আমাদের পাশের বাড়ির দীপা উঠানে এসে রান্না ঘরের দিকে তাকাচ্ছে বারবার।কারন মা তখন রান্না ঘরে রাধছেন।দীপা আস্তে করে একটা বয়ামের মুখ খুলে তা থেকে কয়েক টুকরা আচার নিয়েই দে দৌড়।আমি রান্না ঘরে গিয়ে মাকে বললাম দীপার কথা। বিকালে দীপা আমাদের বাড়িতে আসলে মা দীপাকে জিজ্ঞেস করলেন,তুমি কি আচার চুরি করে খাও?আমি ধারনা করলাম দীপা সত্য বলবে।কিন্তু আমার ধারনা মিথ্যা করে দিয়ে দীপা অকপটে বলল,কই চাচি আমি তো আচার কখনই চুরি করে খাই না।সামান্য টক খাওয়ার জন্য মেয়েরা এমন মিথ্যা কথা বলতে পারে তা ওই দিনই জেনেছিলাম।

এটা আমাদের ক্লাসের কথা।তখন ক্লাস নাইনে পড়ি।একদিন টিফিনের সময় আমরা বন্ধুরা মিলে এক জায়গা থেকে অনেক তেতুল নিয়ে এলাম। আমরা বন্ধুরা সবাই প্লান করলাম মেয়েদের লোভ দেখিয়ে তেতুল খাব।যেমন ভাবনা তেমন কাজ।ক্লাসে গিয়ে আমরা মেয়েদেরকে দেখিয়ে তেতুল খাচ্ছি। সুমন বলল,জিভে জল এসে গেল।অনিক বলল,জিভের জল আর ধরে রাখতে পারছিনারে।আমাদের সবার হাতে দু-তিনটি করে তেতুল ছিল।টিফিন সময় শেষ হওয়াই স্যার ক্লাসে চলে এলেন।
আমারা যে যার জায়গাতে বসে পড়লাম।হঠাৎ রুপা উঠে দাড়ালে স্যার বললেন,রুপা কিছু বলবে?
রুপা আমাদের সবাইকে চমকে দিয়ে যা বলল,তা হল এরকম-রুপা আর সুমি তেতুল এনে ব্যাগে রেখেছিল আর আমারা ছেলেরা সেই তেতুল নাকি চুরি করে নিয়েছি।এ কথা শুনে স্যার রেগে গেলেন এবং বললেন,তাড়াতাড়ি যার কাছে যা তেতুল আছে সব টেবিলের উপরে রেখে যাও।যেমন কথা তেমন কাজ আমাদের কাছে যা তেতুল ছিল সব টেবিলের উপর রেখে আসলাম।পরে মেয়েরা সেই তেতুল আমাদের দেখিয়ে দেখিয়ে খেয়েছিল।
আমিত এই ভেবে অবাক হয়েছি যে ময়েরা এই সামান্য টক তেতুলের জন্য কি ভাবে স্যারের সাথে মিথ্যা কথা বলল।

এতক্ষন তো টক নিয়েই লিখলাম।অথচ শিরোনাম দিয়েছি টক-ঝাল মিষ্টি।ঝাল মেয়েরা পছন্দ করে মোটামুটি।মিষ্টি মেয়েরা তেমন পছন্দ করে না। তবে সব কথার শেষ কথা টক হলে মেয়েদের আর কিছুই লাগে না।

মন্তব্য ৭৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: টক খাওয়া নিয়ে মেয়েরা মিথ্যা বলে আমিও আজই শুনলাম।
আমি আগে খেতাম অনেক টক এখন আর ভালো লাগেনা।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১০

মোস্তফা সোহেল বলেছেন: আপনার সাথে এমন কিছু হয়তো ঘটেনি তাই আজই প্রথম শুনলেন।
সময়ের সাথে মানুষের পছন্দের ও পরিবর্তন হয়।
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ফেরদৌসা রুহী আপু।

২| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:



সময়ের প্রভাব হয়তো; আমরা পাহাড়ে গিয়ে আমলকি পেড়ে আনতাম, ক্লাশের মেয়েরা আগে পেতো, পরে ছেলেরা; ২/৪ জন মেয়ে জোর করে বেশী নিতো।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১২

মোস্তফা সোহেল বলেছেন: জন্মগত ভাবেই মনে হয় মেয়েরা টক পছন্দ করে বেশি।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ গাজী ভাই।

৩| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

টকের সাথে বকের কেন
মিল যে কেন নাই,
স্যারের কাছে বকা খাওয়া,
আমরা ভালো পাই।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৩

মোস্তফা সোহেল বলেছেন: টক নিয়া ছড়া খানি
হইছে বড়ই মিঠা
আইসেন আমার বাড়ি
খাইতে দিমু পিঠা। ;)

৪| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৪

শামচুল হক বলেছেন: টক খিক খিক

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৪

মোস্তফা সোহেল বলেছেন: জিভে জল এসে গেল নাকি ;)

৫| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৯

কুঁড়ের_বাদশা বলেছেন:


তবে সব কথার শেষ কথা টক হলে মেয়েদের আর কিছুই লাগে না।

উপরের লাইনটা কী কোন বৈজ্ঞানিকভাবে স্বীকৃতি প্রাপ্ত ? =p~


২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

মোস্তফা সোহেল বলেছেন: আমারে কি আপনের বৈজ্ঞানিক মনে হয়না ভাই কুঁড়ের বাদশা ;)

৬| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

আনুতা বলেছেন:

প্লীজ, একটু আচার দিবেন ?

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৯

মোস্তফা সোহেল বলেছেন: আচার দিয়াই তো লেখাটি পরিবেশন করছি আপনি বুঝি ভাগে পাননি ;)
হাতের ছবিটা কি আপনার আঁকা?
লেখাটি পড়ার জন্য ধন্যবাদ আনুতা।

৭| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আচার দেখেই জিভে জল এসে গেল।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: জিভের জল সামলানোর জন্য আপাতত কোন উপায় বাতলে দিতে পারতাছি না ভাই ;)

৮| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩২

কুঁড়ের_বাদশা বলেছেন:



আপনাকে আমার একজন বড় মাপের সাইন্টিস্ট মনে হয়। :) ছোট বেলায় জেনেছিলাম, খাবারের আগে পড়ে হাত ধুতে হয়।আচ্ছা অজ্ঞানী ভাই, সরি বিজ্ঞানী ভাই, কোন ঠক খাওয়ার ক্ষেত্রেও কী হাত ধুতে ঠক খেতে হয় । =p~

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: টক খেতে হলে অবশ্যই হাত ধুয়েই খেতে হবে। তবে ঠক খেতে গেলে হাত না ধুলেই চলবে কুড়ে ভাই ;)
আর আপনি নিশ্চয় খাওয়ার ব্যাপারেও অনেক কুড়ে :-P

৯| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩

ভুয়া মফিজ বলেছেন: মেয়েরা টক বেশী পছন্দ করে, এর পিছনে নিশ্চয়ই কোন বিজ্ঞানসম্মত কারন আছে। আমি টক খেলে ২/৩ ঘন্টা অন্য কিছুই খেতে পারি না, দাত শির শির করে! আর যে চোর, সে পছন্দের যে কোনো কিছুই চুরি করবে। এজন্যে ঢালাও ভাবে মেয়েদের দোষারোপ করা কি ঠিক? আপনার কি ভয়-ডর নাই? সামুতে মেয়ে ব্লগারদের মাইর কিন্তু একটাও মাটিতে পড়বে না........ =p~ !!!

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: টক খেলে আমিও অনেকক্ষণ কিছু খেতে পারি না।
সামুতে মেয়ে ব্লগারদের মাইর কিন্তু একটাও মাটিতে পড়বে না...
হায় হায় এইটা কি কন ! ব্লগে মেয়েরা আছে নাকি।আমি তো জানি এখানে সবাই ব্লগার, কোন ছেলে-মেয়ে নাই ;)

১০| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

জুন বলেছেন: মোস্তফা সোহেল,
দুটো ঘটনা পড়েই দারুন মজা পেলাম বিশেষ করে দ্বিতীয় ঘটনাটিতে আপনাদের এভাবে মফিজ বানানোর জন্য =p~
আর যে চোর, সে পছন্দের যে কোনো কিছুই চুরি করবে। এজন্যে ঢালাও ভাবে মেয়েদের দোষারোপ করা কি ঠিক?
@ ভুয়া মফিজ আপনি খুব একটা ভুল বলেন নি কিন্ত ;)
+

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩১

মোস্তফা সোহেল বলেছেন: জুনাপু ঘটনা দুটি পড়ে মজা পেয়েছেন জেনে ভাল লাগল।
আমিও মেয়েদের ঢালাও ভাবে দোষারপ করতে চাইনি।
মিথ্যা যে বলে সে এমনিতেই বলবে ছেলে কিম্বা মেয়ে।

১১| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

নীলপরি বলেছেন: বাহ , বাহ ! দারুণ রিসার্চ করেছেন । টেন অন টেন দিয়ে গেলাম । :)

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩২

মোস্তফা সোহেল বলেছেন: নীলপরি আপনার টেন অন টেন পেয়ে আমি দারুন খুশি ;)
অনেক ভাল থাকুন।

১২| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

আখেনাটেন বলেছেন: হা হা হা। টকের জন্য টকবাজী।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: বাহ দারুন বলেছেন, টকের জন্য টকবাজী।
ধন্যবাদ আখেনাটেন।

১৩| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: টকের ব্যাপারে মেয়েদের দুর্বলতা আছে বলেই জানতাম। তাই বলে ডাহা মিথ্যে কথা?

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: টকের খাওয়ার জন্য একটু আধটু মিথ্যা বললে মনে হয় দোষের কিছু নেই সম্রাট ভাই ;)

১৪| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:



সব মেয়ে এক না । অনেক মেয়ে মজার মজার আচার বানিয়ে এনে সবাইকে খাওয়ায়ও ।

তবে আপনাদের থেকে তেঁতুল ভাগিয়ে নেয়ার কৌশলের জন্য মেয়েটাকে বেশ বুদ্ধিমতী বলা যায় ! সুন্দর এবং ক্রিয়েটিভ প্রতিশোধ !! হা হা

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে মন্তব্যে করার জন্য অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন।
ভাল থাকুন।

১৫| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা বয়স পর্যন্ত টক মেয়েদের প্রিয় থাকে। সত্য মিথ্যা জানিনা সন্তান সম্ভবা মেয়েরা নাকি টক বেশি পছন্দ করে।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: গিয়াস ভাই বাংলা ছিনেমায় দেখছি মেয়েরা গর্ভবতী হলেই টক খাই।
মনে হয় ঘটনা সত্য ;)

১৬| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নারী আর পুরুষ আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করা। তাদের টক খাওয়া আর আমাদের ঠক খাওয়া তাই প্রকৃতি প্রদত্ত... B-) B-)

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: হায় হায় কন কি আমারা ঠক খাই আর মেয়েরা টক ;)

১৭| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:

আহা !!! গল্প কি দারুণ সৃষ্টি, টক-ঝাল- মিষ্টি !!! :) :-B



২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: বাহ বাহ কি দারু অনুকাব্য তৈরী করে ফেললেন শাহরিয়ার ভাই।
এই আনন্দে একটা ট্রিট দিয়ে দেন। ;)

১৮| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এতক্ষন তো টাক নিয়েই লিখলাম- ঠিক করে দিবেন।

আর শৈশবের স্মৃতি ভালো লেগেছে।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪১

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক করে দিয়েছি শাহদাৎ ভাই।
অনেক ধন্যবাদ।

১৯| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪

ক্লে ডল বলেছেন: এমন অনেক ছেলে আছে যারা টক খাওয়ায় মেয়েদেরও হার মানায়।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪২

মোস্তফা সোহেল বলেছেন: এমন অনেক ছেলে আছে যারা টক খাওয়ায় মেয়েদেরও হার মানায়।[/sb
এমন ছেলে আমার চোঁখে এখনও পড়েনি। ;)

২০| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৮

সুমন কর বলেছেন: হাহাহা.....পড়ে মজা পেলাম। মেয়ে'রা মিথ্যে বলতেই পটু !!

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: মেয়ে'রা মিথ্যে বলতেই পটু !![/sb
কন কি সুমন দা!! কথা হাচা নাকি?
বৌদি নিশ্চয় আপনার সাথে মিথ্যা বলে না ;)

২১| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: কি ছবি দিলেন ভাই, মুখে তো পানির জোয়ার বইছে :)

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৯

মোস্তফা সোহেল বলেছেন: ছবিটা দেখে আমারও জিভে জল চলে এসেছিল কামাল ভাই ;)

২২| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৬

সাদা মনের মানুষ বলেছেন:

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০

মোস্তফা সোহেল বলেছেন: এইটা কি দিলেন স্যুপ?
স্বাদ কি তিতা ;)

২৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: টক-ঝাল- মিষ্টি
অপরূপ সৃষ্টি।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০১

মোস্তফা সোহেল বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ মাইদুল ভাই।
কাব্য কনা ভাল হয়েছে।

২৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৩

সাদা মনের মানুষ বলেছেন: এইটা কি আমি কেম্নে কমু? আপ্নে খাইছেন আপ্নিই কন :-B

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪

মোস্তফা সোহেল বলেছেন: হায় হায় যে দেয় সে জানে না যে খায় সে জানে।
প্রচুর গরম জিব্বা পুড়ে গেছে কি খাইছি কইতে পারতাছিনা ;)

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভালই তো নাজেহাল হয়েছিলেন দেখা যাচ্ছে। =p~ আপনার 'ই' এবং 'য়' এর ব্যবহার এখনো ঠিক হয় নাই। এটা মানতে পারছি না।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০২

মোস্তফা সোহেল বলেছেন: অয়ন ভাই আড্ডা ঘরে এই ই আর য় এর ব্যবাহার নিয়ে আমার উদ্দেশ্য একটি লেখা লেখার অনুরোধ করছি।
বুড়া বয়সে কি যে করি!বানান ভুল হলে লজ্জা পায়।

২৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৫

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা
ভালো সাইজ হয়েছেন দেখছি ;
মজা পেলাম লেখা পড়ে ।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১২

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে ভাল লেগেছে জেনে খুশি হলাম।
ভাল থাকুন মনিরা আপু।

২৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৩

নতুন নকিব বলেছেন:



ভাল লাগলো।

শুভকামনা।

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩২

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইল নকিব ভাই।

২৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মিথ্যা সত্য যাই বলেন, আচার পাইলে সব দূরে রাখেন।

হা হা হা , ভালো লাগলো আপনার টক ঝাল মিষ্টি আচার সমাচার।

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: আচার আমারও খুব পছন্দের তবে এখন আর তেমন আচার খাওয়া হয় না।
মা এখনও আমের সময় কম বেশি আচার দেন।তবে দূরে থাকায় সে গুলো কপালে কমই জোটে!
আমার আপুও ভাল আচার দিতে পারেন। আর একটা কথা বলি নয়ন ভাই আমি নিজেও আমের কয়েক পদ আচার দিতে পারি।
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ নয়ন ভাই।

২৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, দিনদিন অনেককিছু হারিয়ে যাচ্ছে আমাদের অভ্যাস প্রিয় তালিকা থেকে।


আপনার আচার বানানো শুনে ভালো লাগলো।
আমি ছোট সময় কাঁচা আম জলপাই কাঁঠাল গাছ থেকে মুছি এগুলো বর্তাকরে খাওয়ার প্রচুর লোভ ছিল, এখন মিষ্টি আচার পাইলে একটু লোভ জাগে।

প্রতিউত্তরে ভালো লাগা

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১২

মোস্তফা সোহেল বলেছেন: আবারও এসে মন্তব্যে করে যাওয়ার জন্য আরেক বার ধন্যবাদ নয়ন ভাই।

৩০| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

তারেক ফাহিম বলেছেন: ছেলে বেলায় সবাই কমবেশি আচার পছন্দ করে, তবে মেয়ে বেলায় মনে হয় মহিলা পর্যন্ত :P

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৪

মোস্তফা সোহেল বলেছেন: ছেলে বেলায় সবাই কমবেশি আচার পছন্দ করে, তবে মেয়ে বেলায় মনে হয় মহিলা পর্যন্ত
কি জানি! মনে হয় সত্য।

৩১| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: টক নিয়ে সুন্দর স্মৃতিচারণ। ধন্যবাদ

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৫

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।

৩২| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৮

ধ্রুবক আলো বলেছেন: টক মিষ্টির কম্বিনেশন।
আমি বড়ই আর আমি চুরি করে খেয়েছি অনেক ;)

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৬

মোস্তফা সোহেল বলেছেন: আমিও ছোট থাকতে বড়ই ও আমা চুরি করে খেতাম।
কি সব দিন গেছে।
ভাল থাকুন ভাই।

৩৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫০

জাহিদ অনিক বলেছেন:

তেতুল পাতা, তেতুল পাতা,
তেতুল খেতে টক
তোমার সাথে প্রেম করতে আমার বড় শখ



টক ঝাল মিষ্টি ভাল লাগল। ব্যক্তিগতভাবে আমি টক ও মিষ্টি খেতে পারি না। টক তো খেতে পারিই না, নাম শুনলেই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কাপুনি দেয়। মিষ্টি খেলে দাত শিরশির করে।
ঝালটা ভালই পারি।

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৭

মোস্তফা সোহেল বলেছেন: জাহিদ ভাই এখন আমার কাছে ঝালটাই পছন্দ।টক আমিও খেতে পারি না বললেই চলে।আর মিষ্টি তেমন পছন্দ করি না।
অনেক ভাল থাকুন।

৩৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: টক ঝাল মিষ্টিতে সবই ছিলো। তবে টকের ডোজটা একটু বেশিই পড়েছে!:)


+

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১২

মোস্তফা সোহেল বলেছেন: যাক আপনি যে টক ঝাল মিষ্টি সবই পেয়েছেন জেনে ভাল লাগল।
প্লাস পেয়ে আমি আনন্দিত। ভাল থাকুন বিলি ভাই।

৩৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৯

বিলিয়ার রহমান বলেছেন: ভালো থাকতে টেকা লাগে!:)

এইবার ভালো থাকার জন্য কিছু একটা বিকাশ করে পাঠান! ;)

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: ভালুুবাসা ছাড়া বিকাশ করিবার মত আর কিছু নাই :(
এইবার নাম্বার দেন ;)

৩৬| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৩

খায়রুল আহসান বলেছেন: একটু রম্য কায়দায় লেখা, গল্প দুটোই ভাল লেগেছে।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩১

মোস্তফা সোহেল বলেছেন: পড়েছেন জেনে ভাল লাগল। অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক ভাল থাকুন।

৩৭| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১০

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো। তবে বেশ কিছু ছেলেমানুষি বানান ভুল দুঃখজনক। ই, য় মিসম্যাচ সারা লেখায়। এছাড়া অনেক বাক্যও সঠিকভাবে আসেনি; "টক নামটা শুনলে", "জিভে জল টলমল"!
ভুল শুধরে এগিয়ে চলুন। শুভকামনা অন্তহীন।

৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২২

মোস্তফা সোহেল বলেছেন: বানানে আমি বরাবরই কাঁচা।চেষ্টা করি যেন বানান ভুল না হয়।তারপরও ভুল হয়ে যায়।
আসলে ব্লগিং করার যে পরিবেশ দরকার আমি সেই পরিবেশটা পায় না।লেখার সময় একটু তাড়াহুড়োও থাকে।
দোয়া করবেন।অনেক ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.