নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

** অপেক্ষায় আমি মাছরাঙা.... **

৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩০





তোমার জীবনে আমি
সূর্য হয়ে উদিত হতে চাইনি
অস্তমিত হয়ে যাওয়ার ভয়ে।


তোমার জীবনে আমি
চাঁদ হয়েও উদিত হতে চাইনি
ক্ষয়ে যাওয়ার ভয়ে।


তিব্র ভালবাসার অনুভূতিটা কি
তা আর কি করে বোঝাব তোমায়
যে বাসে ভলো
সেই জানে
সে ভালোবাসার গভীরতা কতটুকু্।


যদি চাও
সে ভালোবাসার গভীরতা মাপতে
আপত্তি নেই
জানি তল খুঁজে পাবে না।


যাই বল যেটাই বল
মেনে নেয়ার অভ্যাস আছে আমার।
শুধু তোমারই জন্য
অপেক্ষায় আমি মাছরাঙা
তুমি মাছ হয়ে ভাসবে কখন?



মন্তব্য ৭১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা ভালো হয়েছে+++


৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০

মোস্তফা সোহেল বলেছেন: শাহরিয়ার ভাই কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আর আপনার প্লাস পাইয়া আমি গোল্ডেন এ প্লাস না পাওয়ার দুঃখটা কিছুটা ঘুচাইতে পারিলাম। ;)

২| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


"অপেক্ষায় আমি মাছরাঙা
তুমি মাছ হয়ে ভাসবে কখন? "

-মাছরাঙা'র মাছ-প্রীতিও কি ভালোবাসার মাঝে পড়ে? একটু ভীতিকর মনে হচ্ছে!

৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৪

মোস্তফা সোহেল বলেছেন: লিখেছি গাজী ভাই কিছু একটা কেমন হল,নাকি ভুল হল সেটা আপনারাই বলবেন।
ভুল হলে শুধরে দেবেন।কবিরা আবেগে তো কত কিছুই লেখে।
তাই হয়তো লুতুপুতু কথাটি চলে আসে।
অনেকে বলেন লুতুপুতু মার্কা কবিতা। ;)

৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: অপেক্ষার অবসান হোক

ভালোবাসা মাপার কোন যন্ত্র নাই, অনুভব করতে হয়।

৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৫

মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসা মাপার যন্ত্র থাকলে মনে হয় খুব ভাল হত।তাহলে মানুষের ভনিতা সহজে ধরা যেত।
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ আপু।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৫

পুলক ঢালী বলেছেন: অপেক্ষায় আমি মাছরাঙা
তুমি মাছ হয়ে ভাসবে কখন?

হা হা হা ভালবাসাকে টুপ করে গিলে খেতে হবে।

৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১০

মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসা খেয়ে মন ভরে।আর ভাত খেয়ে ভরে পেট।তবে পেট ভরা না থাকলে মন কখনই ভরে না ;)
ভাল থাকুন পুলক ভাই।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মোস্তফা ভাই, আপনার তো অনেক সুন্দর ঠোট আর পাখনা আছে ! B-)

৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

মোস্তফা সোহেল বলেছেন: তাইলে বোঝেন আমি কত সুন্দুর!
আমার পাখায় ভর করে আফ্রিকা যাইতে পারবেন। ;)

৬| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসার যন্ত্র অবশ্যই আছে, যে ভালোবাসে না, সে কথায় কথায় বলে "ভালোবাসি"।

৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৬

মোস্তফা সোহেল বলেছেন: হায় হায় কনকি গাজী ভাই! তাইলে তো আর কোন দিন কাউকে বলবই না, ভালবাসি।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩২

শায়মা বলেছেন: মাছরাঙ্গা তো মাছ খায়!!!!!!!!:)

৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: আধুনিক মাছরাঙা তো ভালবাসা খায় ;)

৮| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চাঁদগাজী কথায় বলতে হয়




"অপেক্ষায় আমি মাছরাঙা
তুমি মাছ হয়ে ভাসবে কখন? "

-মাছরাঙা'র মাছ-প্রীতিও কি ভালোবাসার মাঝে পড়ে? একটু ভীতিকর মনে হচ্ছে!

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা টুকটাক লিখলেও কবিতা কম বুঝি।
মন্তব্যর জন্য ধন্যবাদ।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: এই লেখায় একটা রিদম দরকার ছিল। আমি কি মিস করলাম নাকি সেইটা অনুপস্থিত?

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: আপনার মত ভাল কবিতা আমি কখনই লিখতে পারব না।
কবিতায় ভুল দিক থাকলে সেটা ধরিয়ে দিলে খুশি হতাম।
মনে হয় আপনি যেটা চাইছিলেন সেটাই মিসিং!

১০| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৯

নীলপরি বলেছেন: সুন্দর লাগলো । ++

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ নীলপরি।
অনেক ভাল থাকুন।

১১| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

রোমিওজনুরফিয়াস প্যারিছন্ডিএব্দাশ বলেছেন:

এত তীক্ষ্ম দৃষ্টিশক্তি নিয়াও ভালবাসা হারাইয়া ফেলাইলেন? আপচুচ! :(

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: একটা লাইন দিয়া সমস্ত কবিতাটাকে কেমন মাপলেন?আমারও আপচুচ লাগতাছে :(

১২| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা ভাল হয়েছে
ঠিক কথা বলেছেন

যদি চাও
সে ভালোবাসার গভীরতা মাপতে
আপত্তি নেই
জানি তল খুঁজে পাবে না।


শুভেচ্ছা রইল

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: ডঃ এম এ আলী ভাই কবিতা পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ভাল থাকুন।

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অপেক্ষায় আমি মাছরাঙা
তুমি মাছ হয়ে ভাসবে কখন?


মাছরাঙা তো মাছ খাওয়ার জন্যে অপেক্ষায় থাকে!

প্রেমিক বা প্রেমিকা কি নিজের প্রিয়জনকে তা করে?

শব্দচয়ন সত্যিই দারুণ!

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: শব্দচয়ন সত্যিই দারুণ! এভাবে টিটকারী না করে মাছরাঙার স্থানে কোন কথা দিলে ভাল হত সেটা বলতে পারতেন।
মানুষ তো ভালবেসে ভালবাসার মানুষকে বুকের মাঝে রাখতে চাই।এখানে কথা হল বুকের মাঝে যদি সত্যি রাখে তবে সে কি বাঁচবে?
যদি না বাঁচে তবে বুকের মাঝে রাখতে চাই কেন একটু বলবেন?
আবার কয় কইলজ্যার মাঝে গাথি রাখুম তোমারে!!

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

ধ্রুবক আলো বলেছেন: মাছরাঙা পাখিটা আমার খুব প্রিয়!

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: মাছরাঙা পাখিটা আমারও অনেক প্রিয়।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ধ্রুবক আলো।

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা রেখে গেলাম।

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫০

মোস্তফা সোহেল বলেছেন: সুজন ভাই আপনার ভাললাগা পেয়ে আমি ভিষন খুশি!
অনেক ভাল থাকুন ভাই।

১৬| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬

রাসেল উদ্দীন বলেছেন: ভালবাসা মাপার যন্ত্র থাকলে ছলনা বা অভিনয়গুলো সহজেই ধরা যেত

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫১

মোস্তফা সোহেল বলেছেন: একদম ঠিক বলেছেন রাসেল ভাই।
সত্যি যদি ভালবাসা মাপা যেত!

১৭| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১

প্রামানিক বলেছেন: যদি চাও
সে ভালোবাসার গভীরতা মাপতে
আপত্তি নেই
জানি তল খুঁজে পাবে না।


ভালোবাসার তলা খুঁজে পাওয়ার কথাও না। চমৎকার কাব্য কথামালা।

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫২

মোস্তফা সোহেল বলেছেন: আসলেই প্রকৃত ভালবাসার তল কখনই পাওয়া যায় না।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।
ভিষন ভাল থাকুন।

১৮| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: ভালো লাগল।

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫২

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ সুমন দা।
অনেক দিন লেখা পোষ্ট করেন না আপনি?

১৯| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,



যে বাসে ভালো
সেই জানে
সে ভালোবাসার গভীরতা কতটুকু্।


সে কারনেই হয়তো ঠোটের ছোবলে সে গভীরতা বোঝাতে কবিকে মাছরাঙা হতে হয়েছে !!!!!!!!

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া কবিতা লেখার সময় আমি অতটা ভেবে লিখি না।মনে কিছু শব্দ আসলে তা নিয়ে লিখতে চেষ্টা করি।
পরে কি হয় জানিনা ।তাকে কবিতা বলা যায় কিনা সেটাও বুঝি না।
কবিতা পড়ে সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ।

২০| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৮

উম্মে সায়মা বলেছেন: ও বাব্বাহ। ভালোবাসার উপর রেগে টুপ করে খেয়েই ফেলবেন নাকি B-)
ভালো লাগল কবিতা।

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: আরে উম্মে সায়মা আপু! আজকাল মনে হয় খুব কম দেখি।
আড্ডাতেও তো তেমন আসেন না।
ভাল থাকুন আপু।

২১| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৮

সাখাওয়াত ইমন বলেছেন: ভালো লেগেছে,ধন্যবাদ।

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ইমন ভাই।

২২| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: ও যদি মাছ হয়ে আসে আপনি কি তাকে গিলে ফেলার অপেক্ষায় আছেন!! :D

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসার মানুষকে সবাই বুকের মাঝে, কলজ্যার মাঝে রাখে আমি না হয় গিলে খেয়ে পেটের মাঝে রাখুম।
এমন কবিতা পড়বেন না কামাল ভাই।আপনার শরীর খারাপ হতে পারে ;)

২৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

সামিয়া বলেছেন: ভালো লাগল ++++

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২২

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ সামিয়া আপু।
অনেক ভাল থাকুন।

২৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুধু তোমারই জন্য
অপেক্ষায় আমি মাছরাঙা
তুমি মাছ হয়ে ভাসবে কখন?
বাহ!!

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৩

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়েছেন তার জন্য অনেক ধন্যবাদ গিয়াস ভাই।
অনেক ভাল থাকুন।

২৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: সোহেল ভাই, ভালো আর মন্দটা কি এইখানে প্রাসঙ্গিক ছিল? আর যদি প্রাসঙ্গিক থাকেও কারো ভালো বা মন্দ লাগা আপনার লেখার মান নির্ধারণ করবে না। সরলতা কবিতার একটা গুণ। ছন্দ একটা টুল। যার থাকা বা না থাকা তেমন গুরুত্ব রাখে না। কিন্তু এই ধরণের লেখায় ছন্দটা থাকলে পাঠে আরাম হয়। এর অধিক কিছু নয়।

ভালো লাগছে/মুগ্ধ হইছি বলার চে' কবিতা পড়ে ইমেডিয়েটলি যেটা মনে আসে আমি সেটাই মন্তব্যের ঘরে লিখি। সেখানে ভালো লাগাও লেখা হইতে পারে। কোন প্রশ্নও থাকতে পারে। মন্দ লাগাও।

ভালো থাকবেন।

৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: আমি কিন্তু অতটা সিরিয়াস না। সত্যি বলতে কি কবিতা লিখে সেটা পোষ্ট দিতে আমি বেশির ভাগ সময় দ্বিধা দন্দে থাকি।
আপনি যে একজন ভাল কবি সেটা আমি না এই ব্লগে সবাই জানে।
আপনি কবিতা ভাল বোঝেন আমি এটাও বিশ্বাস করি।
আর ভুল থাকলে সেটা ধরিয়ে দেওয়া ভাল।এই কবিতা পড়ে বেশির ভাগ দেখেন মাছরাঙা নিয়েই মন্তব্য করেছে।
কিন্তু কেউ কিন্তু বললনা মাছরাঙা না দিয়ে ওখানে কি দিলে ভাল হত।
একটা কবিতা পড়ে সবার যে এক রকমের অনুভুতি হবে তা নয়।আমি যখন কবিতা পড়ি তখন কিছু কবিতা পড়ে মনের মাঝে অনেক কথা আসে যা লিখতে গেলে অনেক সময় ও ধৈর্যের দরকার তাই বেশির ভাগ সময় সংক্ষেপে ভাল লেগেছে টাইপ কমেন্ট করা হয়।
আমি নিজেও এমন কমেন্ট করার বিপক্ষে।কিন্তু সবার হাতে তো সময় কম।
আমার কোন কথার মাধ্যমে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি।
অনেক ভাল থাকুন।

২৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসা জানবেন।

৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্য অনেক ভালবাসা রইল।
ভিষন ভাল থাকুন।

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: হা, হা, হা।

কইলজার মাঝে গেথে রাখার চেয়ে খেয়ে ফেলাই উত্তম।

আমি টিটকারি দেইনি, ছোট ভাইটি। বরং, নিজের মুগ্ধতা প্রকাশ করেছি।

৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২১

মোস্তফা সোহেল বলেছেন: আমি কিছু মনে করিনি ভাইয়া।
আপনার প্রফাইল পিকে পিচ্চিটা কে?

২৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৯

জাহিদ অনিক বলেছেন:

অপেক্ষায় আমি মাছরাঙা
তুমি মাছ হয়ে ভাসবে কখন?


এই দুই লাইনই তো মনে হচ্ছে কবিতার ট্যাগ লাইন !

মাছরাঙা পাখিটা আয় আয় আয়, ছিপ ফেলেছে বুড়ো খোকা !

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: গভীর জলের মাছ কখনও ভাসবেও না
আর কবি ভালবাসাও পাবে না।

গান শেয়ার করার জন্য ধন্যবাদ জাহিদ ভাই।

২৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৮

তারেক ফাহিম বলেছেন: কবির কবিতা পাঠে হিংসে হচ্ছে।

কবে এমন করে লিখতে পারুম।

কবিতা পাঠে ভালো লাগা জানবেন।

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: ফাহিম ভাই এই সামান্য লেখা দেখে হিংসে হচ্ছে!
আর ব্লগে নামি কবিদের কবিতা দেখলে তো আপনি হিংসেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন ;)

৩০| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

অপেক্ষায় আমি মাছরাঙা
তুমি মাছ হয়ে ভাসবে কখন?

অপেক্ষায় আছি মাছরাঙার মতন
তোমার ছবি জলে ভাসবে কখন ?

এটা লিখলে কবিতটা ঠিক হত। তাহলে আর শব্দের অর্থের প্যাচ থাকতোনা।

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: মাইদুল ভাই আপনার লাইনটিও বেশ ভাল লেগেছে।
কিন্তু কিছু মনে করবেন না আমি আমার লাইন গুলি পরিবর্তন করতে চাচ্ছি না।
অনেক ভাল থাকুন।

৩১| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহা অপেক্ষার অবসান হোক!! কবিতা ভাল্লাগছে!!

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু।
ভিষন ভাল থাকুন।

৩২| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসার মহা সাগর.... যা পরিমাপযোগ্য নহে!

ভালো লাগলো সোহেল ভাই, কবিতায় প্রেম দেখে মুগ্ধ।
প্রতীক্ষিত সময়ের অবসান হোক
শুভকামনায়.....

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

মোস্তফা সোহেল বলেছেন: সত্যি ভালবাসা মহা সাগর তা কখনই পরিমাপযোগ্য নয়।
তা কেমন আছেন নয়ন ভাই?

৩৩| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ওটা আমার ছোটকালের ছবি। :)

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:২০

মোস্তফা সোহেল বলেছেন: অনেক কিউট :)

৩৪| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

খায়রুল আহসান বলেছেন: কবিতার শুরুটা দারুণ হয়েছে।
তবে, মাছরাঙা তো অপেক্ষায় থাকে তার শিকার ভেসে উঠলে তাকে গিলে খাবার জন্যে। মাছরাঙার অপেক্ষা, বেড়ালের তপস্যা, বক ধার্মিকের ধৈর্য, ইত্যাদি ভালবাসার মানুষের জন্য অপেক্ষার সাথে তুলনীয় নয়।

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: বুঝেছি ভাইয়া মাছরাঙার স্থানে অন্য কোন কিছু দেওয়া যায় কিনা তা আর ভেবে দেখা হয়নি।
ভেবে দেখব আর পরিবর্তন করে দিব।
আপনি একটু বলুন না মাছরাঙার স্থানে কি দেওয়া যায়?

৩৫| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

খায়রুল আহসান বলেছেন: চাতক পাখির ছবি থাকলে দিতে পারেন।

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২

মোস্তফা সোহেল বলেছেন: যাই বল যেটাই বল
মেনে নেয়ার অভ্যাস আছে আমার।
শুধু তোমারই জন্য
অপেক্ষায় আমি মাছরাঙা
তুমি মাছ হয়ে ভাসবে কখন?

যদি এইটা দেই........

যাই বল যেটাই বল
মেনে নেয়ার অভ্যাস আছে আমার।
শুধু তোমারই জন্য
অপেক্ষায় আমি
তুমি রামধনু হয়ে ভাসবে কখন?


কবিতার নাম হবে --------অপেক্ষায় আমি।

তাহলে কেমন হবে?

৩৬| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

খায়রুল আহসান বলেছেন: চাতক পাখির ছবি দিয়ে তারপর বাদ বাকী সব ঠিক রেখে "তুমি মেঘ হয়ে ভাসবে কখন?" দিতে পারেন। ছবি না পেলে আপনার ইচ্ছেমত 'রামধনু'ও রাখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.