নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

** অবদমিত মনের মাঝে **

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৮






অবদমিত মনের মাঝে
লুকিয়ে আছে যে নাম
তা কখনই উচ্চারিত হয়নি।

আমি তোমার জন্য
আমার মনে যে রাজ্য গড়েছি
তার পরিধি মাপবে কে?

যার জন্য গড়া এই মন সিংহাসন
সেই রাখেনি খোঁজ!


শুধু কষ্ট বাড়ে মনে এই ভেবে
যাকে প্রত্যাশিত ভাবি
তার কাছেই আমি শুধু প্রহসন!


প্রচন্ড অভিমানে যদি ভাবি
সব শেষ এখানেই
তবু কি শেষ হয়?


ভালবাসার বুঝি শুরু-শেষ নেই
সে শুধু অনিঃশেষ।

মন্তব্য ৬৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

ধ্রুবক আলো বলেছেন: প্রথম...

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২২

মোস্তফা সোহেল বলেছেন: ধ্রুবক আলো ভাই প্রথম হিসেবে আপনাকে অভিনন্দন।তবে চা পানি কিছু এই মূহুর্তে দিতে পারছিনা।বাকি রইল আর কি।
তবে প্রথম হওয়ার জন্য আপনাকে জবা ফুলের শুভেচ্ছা।

২| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২০

ধ্রুবক আলো বলেছেন: ভালবাসার বুঝি শুরু-শেষ নেই
সে শুধু অনিঃশ্বেষ।

দারুন +++

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্লাস আমার জন্য অনুপ্রেরনা।
ভাল থাকুন সব সময়।অনেক ধন্যবাদ।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

সামিয়া বলেছেন: রহস্যময় গোপন কষ্ট।।

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: সামিয়া আপু আমার মনে হয় বেশির ভাগ মানুষই মনের মাঝে কষ্ট গোপন রাখে।
গোপন কষ্ট গুলোই হয়তো না বলতে পারা ভালবাসা।
কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

নতুন নকিব বলেছেন:



কবিতায় ভিন্ন অনুভূতির দারুন প্রকাশ!

মুগ্ধতা অশেষ!

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় নকিব ভাই আমার মনে হয় সব মানুষের জীবনেই তার মনের মাঝে কিছু মানুষ থাকে।যেটা সে নিজেই জানে।
অথচ আপনি আমি যাকে আমাদের মনের সর্বচ্চ আসনে রাখব সেই মানুষটিই আপনাকে বা আমাকে চরম অবহেলা করবে।
অথচ অভিমান নিয়ে তার কাছে থেকে সরেও যেতে পারবেন না আবার তার খুব কাছেও যেতে পারবেন না।

কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল।
শুভ কামনা রইল।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মোস্তফা ভাই, আপনার এত কষ্ট আগে বলেন নাই :( কেন আমাদের?

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

মোস্তফা সোহেল বলেছেন: অয়ন ভাই মনের দুঃখ কাওরে কইয়া লাভ কি? যারে কমু সে তো আর দুঃখ দূর করে দিতে পারবে না ;)

৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাইলে ভাই কবিতা লিখে সবাইরে জানান দিলেন কেন? =p~

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: ওই আর কি বোঝেনই তো সব মনের দুঃখ সব ব্লগে ঢেলে দিলাম :((

৭| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

শাহিন-৯৯ বলেছেন: অসাধারণ কবিতা, কবিকে আন্তরিক ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ে মন্তব্যে করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ শাহিন ভাই।
ভাল থাকুন।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

তারেক ফাহিম বলেছেন: সোহেল ভাই দিনের শুরুতে কষ্টের কবিতায় মন্তব্য হাসি মার্কা মন্তব্য প্রীয় সামুতে। =p~ :-B :)

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: ফাহিম ভাই পুরো বুঝি নাই।আরেকটু ক্লিয়ার করেন?

৯| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,




ভালোবাসা কখনও শেষ হইয়াও হয়না শেষ !

মোটামুটি লেগেছে কবিতাটি ।
শুভেচ্ছান্তে ।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া কবিতা পড়েছেন জেনে অনেক ভাল লাগছে।
চেষ্টা থাকে ভাল লেখার তবে চেষ্টা করে ভাল কবিতা লেখা যায় কি?

১০| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই কবিতা আপনার "উনি" দেখলে তো ইন্টারোগেট শুরু করে দিবে।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

মোস্তফা সোহেল বলেছেন: আমার উনি কবিতা পছন্দ করেন, এইটা আমার জন্য বোনাস বলতে পারেন।
যদি আমার কবিতা শুনে উনি ইন্টারোগেট শুরু করেন তবে সেটা আমার কপাল!

১১| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: মনের দুঃখ মনে রাখো,
বনের দুঃখ বনে;
মরণকালে হবে দেখা
বন্ধুয়ার সনে।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব সুন্দর অনুকাব্য লিখেছেন।

কবিতা পাঠ ও মন্তব্য অনেক ধন্যবাদ রুপক দা।

১২| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালবাসা শেষ হওয়ার জিনিস নয়। খুব সুন্দর লিখেছেন।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

মোস্তফা সোহেল বলেছেন: সত্যিকারের ভালবাসা সত্যি হয়তো কখনও শেষ হয় না।
ধন্যবাদ সম্রাট ভাই।
ভিষন ভাল থাকুন।

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

কামরুননাহার কলি বলেছেন: প্রচন্ড অভিমানে যদি ভাবি
সব শেষ এখানেই
তবু কি শেষ হয়?

লেখাটা খুব সুন্দর হয়েছে ভাইয়া

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ে মন্তব্যে করার জন্য অনেক ধন্যবাদ।
খুব ভাল থাকুন কামরুন নাহার কলি আপু।

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

কামরুননাহার কলি বলেছেন: আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি ভাইয়া।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

মোস্তফা সোহেল বলেছেন: প্রশ্ন কেন করতে পারবেন না? অবশ্যই পারবেন।

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

কামরুননাহার কলি বলেছেন: সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
আচ্ছা আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো। আমি তো নতুন, আমার এই পেজটি খুলেছি ১ মাস সামথিং হবে। কিন্তু আমার লেখাগুলো প্রথম পেজে কেনো আসেনা এটা যদি একটু বলতেন। আর সে জন্য কি করতে হবে । দয়া করে যদি বলতেন ।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: আপনার পোষ্টে একটি লিংক দিয়েছি বিলিয়ার রহমান ভাইয়ার, লেখাটি পড়লে অনেক কিছু জানতে পারবেন আশা করি।

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৮

কুঁড়ের_বাদশা বলেছেন:
ভালবাসা ভাল না.... :)


তারচেয়ে, ব্লু-হোয়েল গেম খেলা ভাল। :-B


আমি এবার শীত নিদ্রায় গেলাম। :)

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: হাচা বলছেন, সত্যি ভালবাসা ভাল না

কন কি আপনে ব্লু-হোয়েল গেম খেলতে পারেন!!!

শীত নিদ্রায় গেলে আমার মনে হয় আপনার ঘুম আর ভাঙবে না।

ভাল থাকুন কুঁড়ে ভাই।

১৭| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন অভিমানী কবিতা।
ভালো লাগা।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

মোস্তফা সোহেল বলেছেন: যারা ভালবাসতে জানে তাদের অভিমান ছাড়া কি আর থাকে বলুন?
কবিতা পড়েছেন জেনে ভাল লাগল।
অনেক ধন্যবাদ কঙ্কাবতী।

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসার সব চাইতে বড় প্রহসন বোধহয় এটাই ;
যাকে ভালোবেসে আপনি মনের আসনে বসিয়েছেন
সে অন্য কারো জন্য অপেক্ষা করে ।

লেখায় ভালোলাগা ।

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর বলেছেন মনিরা আপু।বেশিরভাগ ক্ষেত্রে এইটাই হয় আমরা যাকে ফিল করি সে হয়তো সে ভাবে আমাদের ফিল করে না।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি লাগছে।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

২০| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৭

ধ্রুবক আলো বলেছেন: জবা ফুলের জন্য ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও আরেকবার ধন্যবাদ ধ্রুবক আলো।

২১| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:

ভাল লিখেছেন।

শুভ কামনা রইল।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: শাহরিয়ার ভাই আজাকাল তেমন খোজ পাই না!
আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।

২২| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২০

এফ.কে আশিক বলেছেন: কবিতা ভালো লেগেছে...
শুভ কামনা...

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইল আশিক ভাই।
অনেক ভাল থাকুন।

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪০

নীলপরি বলেছেন: ভালবাসার বুঝি শুরু-শেষ নেই
সে শুধু অনিঃশ্বেষ।
--

কবিতা এবং এদুটো লাইন বিশেষ ভালো লাগলো । টাইপো - - অনিঃশ্বেষ < অনিঃশেষ ।

শুভকামনা ।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪২

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ নীলপরি।
আপনার জন্যও অনেক শুভ কামনা ।
টাইপো না আমিই বানানা ভুল করেছি।মনে হচ্ছিল এখানে হয়তো ভুল হচ্ছে কিন্তু সঠিকটা মনে হয় আর ঠিক মত দিতে পারিনি।
ঠিক করে দিয়েছি।

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৬

জুন বলেছেন: অনেক ভালোলাগা রইলো কবিতায়
×

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: জুনাপু কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভিষন ভাল থাকুন।

২৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৮

জাহিদ অনিক বলেছেন:

শেষ দুই লাইনেই ভালো লাগা রইলো বাকী সবার মতই।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ জাহিদ ভাই।
শুভ কামনা রইল।

২৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!!





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
আপনিও অনেক ভাল থাকুন।

২৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: এলোমেলো ভাবনাগুলোকে কবিতায় একবিন্দুতে মিলিয়ে দিয়েছেন!!:)


ভালোহয়েছে!:)

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

মোস্তফা সোহেল বলেছেন: মাথায় এলোমেলো ভাবনায় বেশি।সব এলোমেলো ভাবনা গুলোকে যদি এক বিন্দুতে নিয়ে আসতে পারতাম তা হলে কবিতায় কবিতায় ব্লগটাকে ভরিয়ে দিতে পারতাম।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ বিলি ভাইয়া।

২৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: কবিতায় কবিতায় ব্লগটাকে ভরিয়ে দিতে পারতাম।

বলেন কি???
আপনিই সব ভরে দিলে অন্যরা খাবে কি আইমিন করবোডা কি???;)

০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

মোস্তফা সোহেল বলেছেন: অন্যর খাওয়ার কথা কিডা চিন্তা করে এ যুগে?আমিও কারও কথা চিন্তা করুম না ;)

২৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: রাজ্যের পরিধি মাপলে শেষ হয়েও হবে না কভু শেষ! :)

০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

মোস্তফা সোহেল বলেছেন: তাহলে না মাপতে যাওয়াই ভাল।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ সত্যপথিক।

৩০| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭

পার্থ তালুকদার বলেছেন: ভালবাসার বুঝি শুরু-শেষ নেই
সে শুধু অনিঃশেষ। ------- বাহ !

০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২২

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন পার্থ দা।

৩১| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৭

সুমন কর বলেছেন: আরো একটু সময় দিতে পারতে........তবে
ভালো লাগা রইলো।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: চেষ্টা করব সুমন দা।
আপনি কিন্তু অনেক দিন কোন লেখা দিচ্চেন না।

৩২| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৩

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।

৩৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্টিকি পোস্টের (সামহোয়্যার ইন ব্লগঃ মুদ্রার অন্য পিঠ) ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

৩৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেউ কয়- প্রথম হইছি চা দেন।
কেউ কয় দ্বিতীয় হইছি কপি দেন।
আমি চৌত্রিংশ হইছি দৌড়ানী দেন :P

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪০

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া দৌড়ানী কেমনে দেয় আমি জানি না।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.