নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

** যদি তুমি না হতে অধরার দলে **

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭







খুব যত্নে পুষে রাখা
ভালবাসারাও আজ বিবর্ণ।

আজ এই শহরে
ঝলমলে আলোর মেলা
তবু কোথাও কমতি ছিল
একটা উজ্জল নক্ষত্রের।

আমি হারিয়ে ফেলেছি যা কিছু
তা খুঁজতে-খুঁজতেই
আমার অপারাহ্নটাও হারিয়ে যায়
কোন সে গোধূলি লগ্নে।

হঠাৎ দমকা হাওয়ায়
সব ভেঙে চুরে গেলে
আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইতাম না,

জীবনের যত মেলানো হিসাব গুলো
আজ বেহিসেবি হয়ে গেল
তবু কোন আক্ষেপ হত না
যদি তুমি না হতে অধরার দলে।

মন্তব্য ৫৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

মানুষ বলেছেন: /:)

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

মোস্তফা সোহেল বলেছেন: আমি ইমো কম বুঝি,একটু বুঝিয়ে বলতেন যদি?

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা । ভালো লাগল ।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ হাফসা আপু।
ভাল থাকুন।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

Ssqure Ahmed বলেছেন: valo laglo

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আহমেদ ভাই।
ভাল থাকুন।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ সুমন দা।
ভাল থাকুন।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

অলিউর রহমান খান বলেছেন: ভালো লাগলো। সুন্দর হয়েছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৭

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ অলিউর ভাই।
শুভকামনা জানবেন।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শেষ চার লাইন বেশি ভাল লেগেছে। আছে নাকি কেও আপনার এরকম, অধরার দলে ?

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: সবার জীবনেই মনে হয় এমন একজন থাকে যাকে ইচ্ছে হলেও ধরা যায় না।
ভাল থাকুন অয়ন ভাই।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

এম এস নবীন বলেছেন: অনক ভাল লাগল

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ নবীন।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো।
অনেক দিন লেখেন না যে?আশা করি ভাল আছেন?

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল হয়েছে+++



শুভ কামনা রইল।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ শাহরিয়ার ভাই।
ভাল থাকবেন।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: আমি সবসময় ভাল থাকি ..... :)


আপনি কেমন আছেন, তাই আগে বলুন??

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: আপনি সবসময় ভাল থাকেন জেনে অনেক ভাল লাগল।প্রার্থনা করি এভাবেই সব সময় আপনি ভিষন ভাল থাকুন।
আমিও চেষ্টা করি সব সময় ভাল থাকতে।তবে মাঝে-মাঝে অকারনেই মন খারাপ হয়ে যায় :(

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে। লিখে যান।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২

মোস্তফা সোহেল বলেছেন: লিখতে তো মন চাই।যে ভাবে কিছু লোক কবিতার পিছে লেগেছে খারাপ লাগে রাজীব ভাই :(

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ শামচুল ভাই।

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৭

মোস্তফা সোহেল বলেছেন: প্রামানিক ভাই,কবিতাটি পড়ার জন্য ও সাথে মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়।

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

এফ.কে আশিক বলেছেন: খুব ভালো হয়েছে...।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৭

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ আশিক ভাই।
খুব ভাল থাকুন।

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০

কথাকথিকেথিকথন বলেছেন:




আক্ষেপের কবিতা । জীবনই তো আক্ষেপের । অনেকটা সময় হিসেব মিলাতে মিলাতে শেষ হয়ে যায় ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৮

মোস্তফা সোহেল বলেছেন: হয়তো সে হিসেব কোন দিনই মেলেই না।তাই মনে হয় হিসেব না করতে যাওয়াই ভাল।
সুন্দর একটি মন্তব্যর জন্য ধন্যবাদ কথাকথিকেথিকথন।

১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এমন অধরার সংখ্যাই বেশী। কবিতায় ভালোলাগা।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ সম্রাট ভাই।

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা উপহার দিয়েছেন ভাই, মুগ্ধতা রইল।



পারিনি আজও সেই হিসাবটি'ই মিলাতে,
যে ভুলটি প্রথম যৌবনারম্ভে করেছিলাম;
বারবার অমিল'ই রয়ে যায় যোগবিয়োগে,
ভুলে ভুলে নষ্ট খাতা জীবন'কি এরই নাম!
বেদনার এত জ্বালা বন্ধু বুঝিনি তো আগে
জানলে কি'আর সুখ বেচিয়া দুখ কিনতাম!
হইল না পিরিতি আমার বন্ধু তোমার সঙ্গে,
ভেঙে গেলে হৃদয়-ঘর দিলেই না'তো দাম!!

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩০

মোস্তফা সোহেল বলেছেন: বাহ আপনিও তো সুন্দর একটি কবিতা আমাকে উপহার দিয়ে গেলেন নয়ন ভাই!
অনেক ধন্যবাদ।খুব ভাল থাকুন।

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫০

ওমেরা বলেছেন: সব কিছু কি আর ধরা যায় কিছু তো অধরা থাকবেই । কবিতা সুন্দর হয়েছে । ধন্যবাদ সোহেল ভাইয়া।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৯

মোস্তফা সোহেল বলেছেন: হুম সব কিছু ধরা যায় না।
কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ওমেরা।

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক সুন্দর কবিতা। ভালো লাগা রইলো। আমার পাতায় আমান্ত্রণ কবিকে।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ শাহানাজ আপু।
ভাল থাকুন।
আপনার পাতায় অবশ্যই যাব।

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

কামরুননাহার কলি বলেছেন: আপনার কবিতাগুলো বরাবরই ভালো লাগে কেনো জানি। হয়তো আপনার কবিতার প্রেমে পড়ে গেছি হাহাহাহাহা।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪০

মোস্তফা সোহেল বলেছেন: যারা কবিতা পছন্দ করে তারা তো কবিতার প্রেমে পড়বে এটাই স্বাভাবিক।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৯

মোস্তফা সোহেল বলেছেন: আরে শায়মাপু! তুমি আমার কবিতা পড়!!
আন্তরিক কৃতজ্ঞতা।

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮

জাহিদ অনিক বলেছেন:


এই শহরে সব কিছুই যেন ধুলায় ঢেকে যায়;
সনে সনে সব পালটে যায়।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ জাহিদ ভাই।

২৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

নতুন নকিব বলেছেন:



কবিতায় ধন্যবাদ।

অন্যদের পোস্টে আপনার কৃত মন্তব্যের প্রত্যুত্তর করা হলে এখন আপনি কি নোটিফিকেশন পান?

২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

মোস্তফা সোহেল বলেছেন: নকিব ভাই এই একটা সমস্যা আমি কারও পোষ্টে মন্তব্য করলে কেউ যদি প্রতিমন্তব্য করে তাহলে আমি কোন নোটিফিকেশন পাইনা।
নিজে থেকে গিয়ে প্রতি মন্তব্য দেখতে হয়।বেশিরভাগ সময় হয়তো প্রতি মন্তব্য করলেও দেখা হয় না।
ধন্যবাদ।

২৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

আটলান্টিক বলেছেন: লেট করে পড়লাম।চমৎকার কবিতা

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: লেট করে পড়ার জন্য বেশি ধন্যবাদ।
ভাল থাকুন।

২৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা রইল।

২৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

খায়রুল আহসান বলেছেন: "তবু কোথাও কমতি ছিল
একটা উজ্জ্বল নক্ষত্রের"
- চমৎকার লাগলো কথাটা।
টাইপোঃ গধূলি<< গোধূলি, হাওয়াই<< হাওয়ায়, দাড়িয়ে<<দাঁড়িয়ে

০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: টাইপো ঠিক করে দিয়েছি ভাই।এগুলো আসলে টাইপো না আমিই ভুল করেছি।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
নতুন বছরের শুভেচ্ছা রইল।

২৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দুয়া করি নতুন বছরে যাতে আল্লাহ আপনাকে কল্যাণময় জিনিস দিয়ে জর্জরিত করে ফেলে! :D

২৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ অয়ন ভাই।

২৯| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

মলাসইলমুইনা বলেছেন: অনেক ভালো লাগলো কবিতা | কবিতার নামটা পৃথিবীতে জোরে বললে মঙ্গল গ্রহে বসেও শুনতে পাবার মতো সুন্দর হয়েছে |

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
কবিতার নামটি আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.