নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

*** আমি তোমার খুব কাছের ***

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮








হয়তো তোমার পথে আমি হাটিনি
তবে বিশ্বাস কর
তোমার পথটাই আমার কাছে সবচেয়ে প্রিয়।

তোমার বাড়িয়ে দেওয়া হাতটা
ধরিনি বলে ভেবনা
তোমার হাতটি ধরতে ইচ্ছে করেনা
তোমার হাতে হাত রেখেই আমি
পাড়ি দিতে চাই জীবনের পথটুকু।

তোমার আলিঙ্গনকে উপেক্ষা করিনি
তোমার আলিঙ্গনের উষ্ণতায়
আমি আবার উজ্জিবীত হতে চেয়েছি।

জীবনে একসাথে চলতে গেলে কি আর
সব সমীকরণ মিল রেখে চলা যায়?
বরং জীবনের কিছু কিছু সমীকরন
অমিলই থেকে যায় সব সময়।
তাই বলে ভেব না আমি তোমার দূরের কেউ
আমি তোমার কাছেরই
খুব কাছের।

মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

জুন বলেছেন: খুব ভালোলাগলো ভালোবাসার প্রতি কবিতায় আপনার সুতীব্র অঙ্গীকার দেখে মোস্তফা সোহেল ।
প্রথম ভালোলাগা দিলাম তাই ।
+

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯

মোস্তফা সোহেল বলেছেন: আরে জুন আপু! এই কবিতায় প্রথমেই আপনার কমেন্ট ও লাইক পেয়ে সত্যি অনেক খুশি লাগছে :D
আশা করি ভাল আছেন?
বেশ কিছু দিন আপনার কোন লেখা পায়না কিন্তু।আপনার নতুন লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
ভিষন ভাল থাকুন।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

আরাফআহনাফ বলেছেন: অনেক সুন্দর প্রকাশ।
কপি/পেস্টের সমস্যার কারণে উদ্ধৃতি দিতে পারছিনা - প্রথম ৩ লাইনে সুপার লাইক হবে।

ভালো থাকুন সারাবেলা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭

মোস্তফা সোহেল বলেছেন: আরাফআহনাফ ভাই সুপার লাইক পেয়ে অনেক ভাল লাগল।
আপনিও ভাল থাকুন সব সময়।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঠিক বলেছেন। সব সমীকরণ মিল রেখে চলা যায় না। দুই পক্ষ ছাড় না দিলে সেই সম্পর্ক টিকে না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮

মোস্তফা সোহেল বলেছেন: দুই পক্ষের ছাড় দেওয়ার মানসিকতায় পারে সুন্দর একটি সম্পর্ক গড়তে।
ভাল থাকুন অয়ন ভাই।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩

কামরুননাহার কলি বলেছেন: এই কি সেই পথ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: এই পথটা প্রতিকী বলতে পারেন।এই পথ জীবনের পথ।
ভাল থাকুন কলি আপু।
কবিতা কেমন লাগল বলেননি কিন্তু।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০০

আটলান্টিক বলেছেন: ভাইয়া ফটো ক্রেডিট কার আপনার নাকি গুগলের?

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬

মোস্তফা সোহেল বলেছেন: গুগল ছাড়া উপায় নাই।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৭

কামরুননাহার কলি বলেছেন: ও হা ভুলে গিয়েছিলাম। আপনার কবিতা বরাবরই ভালো লাগে আমার ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৭

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ কলি আপু।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১০

অর্ক বলেছেন: মনে কিছু করবেন না প্রিয় সোহেল ভাই, ঢালাও প্রশংসা আপনাকে, আমাকে, বা অন্য কাওকেই এক চুল পরিমানও এগোতে দেবে না! আমরা সবাই যদি এভাবে একে একে "ভালো ভালো ভালো" বলে যাই, তাহলে আপনি এখানেই মুখ থুবড়ে পড়ে থাকবেন। আর এগোতে পারবেন না। সবাই শূন্য থেকে শুরু করেই পরবর্তীতে একেকজন একেকটা বিরাট বিরাট ছায়াঘন মহীরুহ হয়ে ওঠে। এটা কবিতা হিসেবে অত্যন্ত দুর্বল রচনা। নিছকই কিছু উপলব্ধিকৃত সাধারণ আত্মকথা। পাঠকের জন্য আদৌ কিছু নেই! এসব লেখা অনেকটা ব্যক্তিগত ডায়েরি উন্মুক্ত করার মতো হলো আমার কাছে।
আপনার বেশ কিছু লেখা আগেও পড়েছি। সেখানেও দেখেছি এন্তার চটুল প্রশংসা সংবলিত মন্তব্যে ভরা! তখন যদি কেউ আপনাকে গঠনমূলক পরামর্শ দিয়ে সংশোধনের সুযোগ করে দিতো, তাহলে আজকে আপনি আপনার এই কথাগুলোই কবিতায় কবিতার মতোই যথার্থভাবে ব্যক্ত করতে পারতেন। আপনি পাঠে আরও বেশি মনোযোগী হন। এই ব্লগেই 'ভ্রমরের ডানা', 'জাহিদ অনিক", "নাগরিক কবি", "বিজন রয়" ও আরও অনেকে চমৎকার কবিতা নিয়মিত প্রকাশ করে। তাদের কবিতাগুলো মনোযোগ দিয়ে পড়ুন, একাধিকবার পড়ুন, আত্মস্থ করুন। সম্ভব হলে বিখ্যাত কবিদের লেখা পড়ুন। বই সংগ্রহ করুন। অন্তত জয় গোস্বামী'র কবিতা অবশ্যই পড়া শুরু করুন। জয় গোস্বামী বাংলা কবিতা সাহিত্যের জন্য আশীর্বাদ। দেখবেন কতো বিচিত্র জানা অজানা বিষয় নিয়ে যে তিনি কবিতা লিখেছেন! দেখবেন, সম্ভাবনার দ্বার খুলে যাবে।
সবার আগে কবিতাকে ভালবাসতে হবে, তাহলে আপনি নিজেই আপনার পথ খুঁজে নেবেন। আমরা প্রত্যেকেই স্বতন্ত্র। কেউ কখনওই আরেকজনের বিকল্প হতে পারে না। আপনি যা লিখবেন, তা শুধু আপনিই লিখতে পারেন। আর কেউ না।
কবিতা পাঠের অভ্যাস গড়ে তুলুন। নিজেকে দিয়ে বলছি, আমার আরও আরও আরও কবিতা পড়তে হবে, লেখার মান বাড়াতে হলে।
ধন্যবাদ ও শুভকামনা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮

মোস্তফা সোহেল বলেছেন: অর্ক ভাই কিছু মনে করার কি আছে?আপনার মনের কথা গুলো বলে গেছেন দেখে অনেক ভাল লাগল।
প্রথমেই বলি,আমি নিজেকে কখনই কবি মনে করি না।কবিতার সঙ্গা যদি জানতে চান তবে আমি বলতে পারব না।মনের কথা গুলো কিছুটা কবিতার মত করে প্রকাশ করতে চাই তা আদৌ কবিতা হয় কিনা জানিনা।আমার বড় কোন কবি হওয়ারও ইচ্ছে নেই।
ব্লগে আসি মূলত লেখা পড়ার জন্যই।সাথে নিজে কিছু টুকটাক পোষ্ট করি।এখানে অনেক বছর আছি।তাই এখানাকার কিছু মানুষের সাথে মনের টান হয়ে গেছে।বলতে পারেন এখন সেই মনের টানেই ছুটে আসা।
আপনি ব্লগের যে সব কবির কথা বলেছেন তারা নিঃসন্ধেহে খুব ভাল কবিতা লেখেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। 'ভ্রমরের ডানা', 'জাহিদ অনিক", "নাগরিক কবি", "বিজন রয়"বিদ্রহী ভৃগু,খায়রুল আহসান ভাই ইনারা কেমন কবি তা ব্লগের সবাই জানেন।ইনাদের সাথে আমাকে কখনই তুলনা করতে যাবনা।
তবে একটি লেখা সবারই যে ভাল লাগবে তা কিন্তু নয়।আমি যা লিখি তা হয়তো কারও কারও ভাল লেগে যায়।তাই তারা তাদের ভাললাগা টুকু আমার সাথে শেয়ার করে যান।আমি সেটাকে অহেতুক প্রশংসা বা চাটুল প্রশংসা ভাবতে পারিনা।
কবিতা এখন যেটুকু পড়ি তা এই ব্লগের মাধ্যমেই পড়ি।আলাদা করে অন্য কোথাও কবিতা তেমন পড়া হয়না।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৯

অর্ক বলেছেন: আমার বড় কোন কবি হওয়ারও ইচ্ছে নেই। বা "শখের বসে এমনি এমনি কবিতা লিখি, সিরিয়াসলি লিখি না। সিরিয়াসলি নেবেন না।" এ ধরণের মন্তব্য যে কী ভীষণ নির্মম, কী হৃদয় বিদারক! ব্লগে আরও দুয়েকজনকে এরকম বলতে শুনেছি! এই ধরণের কথা কেউ যখন বলে, তখন আমার মনে হয়, সে যেন পৃথিবীর সমস্ত কবির গলা টিপে, শ্বাসরোধ করে হত্যা করছে। আপনার যদি বড় কোনও কবি হওয়ার ইচ্ছে না থাকে, বা কোনও লক্ষ্যই না থাকে, তাহলে এভাবে কবিতার মতো করেই বা লিখছেন কেন, এভাবে লেখা ছেড়ে দিন, স্বাভাবিকভাবে লিখুন। আমরাও যেন কবিতা ভেবে বিভ্রান্ত না হই ও মন্তব্য করে আপনার হাসির পাত্র না হই!
যাই হোক আমি জানি, আপনি অত্যন্ত বিনয়ী একজন মানুষ। আপনাকে বেশি বিব্রত করতে চাই না। আশা করি আপনি ব্যাপারটার সংবেদনশীলতা বুঝতে পারবেন।
আন্তরিক ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩২

মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় অর্কভাই, আমি সত্যি কোন কষ্ট পায়নি।আমি আমার মনের কথা গুলিই লিখেছি।আবারও বলছি আমি মূলত লেখা পড়ার জন্যই ব্লগে আসি।
আগে আমি বেশি পোষ্ট করতাম কিন্তু এখন খুব কম পোষ্ট দেই।
আপনিতো বোঝেন কোনটা কবিতা বা কোনটা কবিতা না তাহলে তো আপনার বিভ্রান্ত হওয়ার কোন কারন নেই।
আমি বিব্রত হইনি ভাই।
আপনি কি বোঝাতে চেয়েছেন তা হয়তো কিছুটা বুঝেছি।তবে সবার লেখায় যে বিশাল ভাল হতে হবে এমনতো না।
আপনাকেও আবারও ধন্যবাদ।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: একেবারেই সাধারণভাবে লিখেছেন।

প্রথম ০৩ তিন লাইন ভাল হয়েছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ মাইদুল ভাই।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৭

পালক পালক বলেছেন: সহজ ভাষায় মনের কথার প্রকাশ। ভালই লাগ্ল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩২

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: ৭ নং মন্তব্যকারীর সাথে সহমত।

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

শামচুল হক বলেছেন: খুব ভালো লাগল।

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ শামচুল ভাই।
ভাল থাকুন।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

নূর-ই-হাফসা বলেছেন: কথা গুলো খুব ভালো লাগলো । সুন্দর কবিতা

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫২

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ নূরই হাফসা আপু।
ভাল থাকুন।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা ভালো হয়েছে।

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫২

মোস্তফা সোহেল বলেছেন: কষ্ট করে কবিতাটি পড়ার জন্য কুঁড়ে ভাইকে একটি ধন্যবাদ প্রদান করা হইল।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:





কিছু অমিল মানূষের হৃদয়ে প্রশান্তি বয়ে আনে । হয়তো সমীকরণের এই অমিল তাই...

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: কি জানি হয়তো তাই!
ভাল থাকুন কথাকথিকেথিকথন।

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫

মনিরা সুলতানা বলেছেন: প্রিয়জন কে কিছু আশ্বাস ,বিশ্বাস ও দিতে হয় এভাবে ।

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: মনিরা আপু,প্রিয়জনকে আশ্বাস-বিশ্বাস না দিলে সে বেশিদিন প্রিয় হয়ে থাকবে না।
ভাল থাকুন।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন। +

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ শামীম ভাই।
অনেক ভাল থাকুন।

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪২

সুমন কর বলেছেন: মিষ্টি কবিতা। +।

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: সুমন দা আপনি যখন বলেছেন এটি মিষ্টি কবিতা তবে যে যায় বলুক অবশ্যই এটি মিষ্টি কবিতা।
এভাবে সব সময় আপনাকে পাশে পেয়ে অনেক ভাল লাগে।
আপনার নতুন কবিতা পড়তে চাই।

১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগার মতো কবিতা, কথাগুলো নাড়া দিয়ে গেল হৃদয়ে।

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: আপনার হৃদয়ে নাড়া দিয়ে গেছে জেনে খুব ভাল লাগল।
ভাল থাকবেন নয়ন ভাই।

২০| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৭

সোহানী বলেছেন: কঠিন প্রেম এর কবিতা...........++++++++

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: সোহানী আপু,এটি কঠিন প্রেমের কবিতা?কঠিন প্রেম কারে কয় এইটাই তো জানিনা ;)
কবিত পড়ার জন্য অনেক ধন্যবাদ।

২১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫

জাহিদ অনিক বলেছেন:

প্রিয়জনের সবকিছুই যেন প্রিয়।

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: সত্যি তাই জাহিদ ভাই,প্রিয়জনের বেশির ভাগ কিছুই যেন প্রিয়।
অনেক ভাল থাকুন।

২২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,




কবিতা পড়ে স্ক্রল করে নীচে আসতেই সহব্লগার অর্ক এর মন্তব্য এবং আপনার প্রতিমন্তব্যে চোখ আটকে গেলো ।
অর্ক কবিতা নিয়ে যা বলেছেন তার আংশিক সত্য , সবটা নয় । আর সমালোচনায় তিনি এই যা বলেছেন - ঢালাও প্রশংসা আপনাকে, আমাকে, বা অন্য কাওকেই এক চুল পরিমানও এগোতে দেবে না! আমরা সবাই যদি এভাবে একে একে "ভালো ভালো ভালো" বলে যাই, তাহলে আপনি এখানেই মুখ থুবড়ে পড়ে থাকবেন। আর এগোতে পারবেন না। সেটা কিন্তু ঠিকই বলেছেন ।
প্রতিউত্তরে আপনি যা বলেছেন সে প্রসঙ্গে আমি বলি --- "নিরব কবি" বলতে কিছু নেই । যিনি চুপিচুপি লেখেন তিনি কবিই নন ।
আসলে কবিতা কি , সে বিষয়ে নানা মুনির নানা মত । সেইকালে অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত ইত্যাদি অনেক বৃত্ত নিয়ে কবিদের বাহাস হয়েছে । কবিতার গায়ে কি এসবের চাদর থাকতেই হবে , না কি অন্য কোনও চাদরে ঢাকা যাবে ; রবীন্দ্র পরবর্তী সময়ে
তাই কবিতাকে নিয়ে অনেক ভাঙাচোরা হয়েছে । তারই ধারাবাহিকতায় এসেছে গদ্য কবিতা যাকে অনেকে উত্তরাধুনিক কবিতা বলেন । যাই হোক , ছন্দ-মাত্রা-লয় মিলিয়েই যে কবিতা হতেই হবে এমন নয় । অন্তমিল যে থাকতেই হবে এমন কোনও কথা নেই ।
তবে বাক্যের মাঝে একটা দ্যোতনা থাকতেই হবে । কবিতা হলো স্প্রীংয়ের খাটের মতো , বসলেই দোলা দিয়ে যাবে ।

স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন - "একটা গাছে কতশত বীজ জন্মে। তাহার মধ্যে সবগুলা কিছু গাছ হয় না। কিন্তু গুটিকত গাছ জন্মাইবার উদ্দেশে বিস্তর নিষ্ফল বীজ জন্মান আবশ্যক। আমাদেরো সকল ভাব কিছু সফল হইবে না। কিন্তু ভাবের প্রচুরতা আবশ্যক। গোটাকতক থাকিবে, অনেকগুলি মরিবে.........."

আপনার এই কবিতাটি কিন্তু অনেক উৎরে গেছে । কবিতায় পাঠকদের জন্যে সবসময় কিছু থাকতেই হবে এমন কথা নেই । পাঠক আপ্লুত হবে ভাবের রসে , সেটাই আসল । তা সে রস কবির নিজের জীবনের সোমরস হোক কিম্বা পাঠকের জন্যে উপদেশমূলক - গঠনমূলক- সচেতনতামূলক রসই হোক ।
কবিতার প্রথম অংশে আত্মজৈবনিকতার কথা থাকলেও শেষ স্তবকের প্রথম চার লাইনে কিন্তু পাঠকদের জন্যেও ভেবে দেখার মতো দর্শন আছে ।

অর্কের মতো বলি শুধু জয় গোস্বামী ( হালের কবি ) নয় বুদ্ধদেব বসু, সুনীল, শঙ্খ ঘোষ, পূর্ণেন্দু পত্রী ইত্যাদি সহ আমাদের শামসুর রাহমান , দাউদ হায়দার, মহাদেব সাহা .... মায় নির্মলেন্দু গুনের আগের কবিতাগুলো পড়ে দেখবেন । এতে একটা ধারনা পাবেন কবিতার গতর কেমন হবে । তারপর নিজের মতো লিখবেন , যেমনটা এই কবিতায় লিখেছেন ।

এটা আমরা যারা কবিতা লেখার চেষ্টা করি তাদের সবার জন্যেই বলা । রবীন্দ্রনাথের মতোই বলি -- ব্লগ কবিদের কবিতা গোটাকতক থাকিবে, অনেকগুলি মরিবে.........

শুভেচ্ছান্তে ।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৭

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া, এতবড় মন্তব্যে প্রতিমন্তব্যে কি বলব বুঝতে পারছি না।
তবে আপনি অনেক সুন্দর করে আমাকে বুঝিয়ে দিয়েছেন অনেক কিছুই।
ছোটবেলা থেকে যে সব কবিতা পড়ে বড় হয়েছি তখন কবিতা বলতেই একটা ছন্দের খেলা বুঝতাম।খুব অবাক হতাম কবিরা এত সুন্দর কবিতা লেখে কি ভাবে।এখনও যখন কোন একটা ভাল কবিতা পড়ি তখনও মনে হয় কবি এত সুন্দর কবিতা লেখেন কেমন করে!
আপনার রাতবিহারিনী কবিতাটি পড়েও তেমনই মনে হয়েছিল।আপনি এত সুন্দর কবিতা লিখলেন কেমন করে।
তবে এটা বুঝি যাদের জীবন দর্শন প্রখর তারা খুব ভাল কবিতা লিখতে পারে।সবার দেখার চোঁখ এক রকম নয়।কেউ কেউ অন্তর দৃষ্টি দিয়ে দেখে।
আর মনের গভীর থেকে তুলে আনে হৃদয়ঙ্গম সব কথামালা।
ছোটবেলা পার হয়ে যখন প্রত্রিকার পাতায় দু একটি কবিতা পড়া শুরু করলাম।তখন কবিতা সম্পর্কে আরেকটি ধারনা হল।যে শুধু ছন্দ না হলেও কবিতা লেখা যায়।কিছু কিছু কবিতা পড়ে খুব হাসি পেত।যেমন একটা কবিতা পড়েছিলাম তার দুটি লাইন আমার এখনও মাথায় আছে সেই লাইন দুটি হল-
আমার খালাতো বোনের নাম মায়া
বাজারে মায়াবড়ি নামে একটি জন্ম নিয়ন্ত্রনের পিল আছে...
এই হল আমাদের আধুনিক কবিতা!
ভাইয়া কি বোঝাতে কি বোঝালাম নিজেও বুঝতে পারছিনা।এই ব্লগে যে কয়েক জনকে খুব শ্রদ্ধা করি আপনি তাদের একজন।
ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে।


কেমন আছেন ?

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১১

মোস্তফা সোহেল বলেছেন: আরে শাহরিয়ার ভাই! সত্যি মনে মনে আপনার কথায় ভাবছিলাম,আর ব্লগে আজ এসেই আপনাকে আমার পাতায় পেয়ে অনেক ভাল লাগছে।
আমি আল্লাহর রহমতে ভালই আছি।
এই শীতে একটু সমস্যা হচ্ছে সেটা মনে হয় সবারই।
আপনি নিশ্চয় ভাল আছেন?

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৮

আকতার আর হোসাইন বলেছেন: রোমান্টিকপ্রিয় মানুষ হিসেবে কবিতাটি ভালোই লেগেছে।
তবে শেষ পর্যন্ত একেবারে ভাল হয়েছে বলে মনে হয় না।এটাতে আমার রেটিং ৩।

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ আকতার ভাই।
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.