নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

*** এই সময়...... ***

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫



*** আগে খুব মন দিয়ে পত্রিকা পড়তাম।আর এখন পত্রিকার পাতা জুড়ে কত খবর কিন্তু পড়ার মত কোন খবর পাইনা।শুধু শিরোনাম দেখেই পত্রিকা পড়া শেষ!
কি পড়বেন পত্রিকার পাতায়?যে খবর আছে তার বেশিরভাগই হতাশার আর না পাওয়ার।খুন-ধর্ষন আর পরকীয়ার।
আগে যখন কোথাও খুনের খবর শুনতাম তখন খুব ভয় লাগত।আর এখন এই সব খবরে কিছুই হয়না।সব আমাদে গা সওয়া হয়ে গেছে।
পত্রিকায় এখন আমরা আর পজিটিভ কোন খবর প্রত্যাশা করি না।উন্নয়নের যে খবর পড়ি তা হয়তো আমাদের কাছে রুপকথার মত মনে হয়।
ব্যাংক থেকে জনগনের কোটি কোটি টাকা মেরে খাচ্ছে মুষ্টিমেয় কিছু লোক সে খবর পড়ে আমরা নির্বিকার থাকি।মনে হয় এই টাকা মেরে খাওয়া তাদের যেন জন্মগত অধিকার ছিল।আর অনলাইন পত্রিকার খবরের কথা তো আনপারা জানেনই।যে খবর পড়লে আমাদের প্রজন্ম কিছুই শিখবে না।তারপরও দিন শেষে আমরা অপেক্ষায় থাকি কিছু ভাল খবর পাওয়ার জন্য।

*** ছোট থাকতে শিক্ষকদেরকে অবাক চোঁখে দেখতাম।তাদেরকে কখনই সাধারন মানুষ মনে হত না।
এখনও কোন শিক্ষককে দেখলে শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসে।
শিক্ষকরা সবসময় আমাদের সমাজে পরম শ্রদ্ধার পাত্র।আমরা এই শিক্ষকদের ভালবেসে বলি,মানুষ গড়ার কারিগর।
সত্যি তখন খুব খারাপ লাগে যখন দেখি আমাদের দেশে এই শিক্ষকরাই খুব অবহেলিত।নিজেদের সামান্য নায্য অধীকারের জন্য তাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে ঘর ছাড়তে হয়।নিজেদের অধীকার আদায় করার জন্য আমরন অনশন করতে হয়।
সবাই বলে,যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশে উন্নত।অথচ যারা জাতিকে শিক্ষিত করার জন্য নিজের সবটুকু প্রচেষ্টা ঢেলে নিষ্ঠার সাথে এই মানুষ গড়ার কাজটি সুনিপুন ভাবে করে যান তাদেরকেই আমরা চরম অবহেলা করছি!ধিক সেই জাতিকে যারা তাদের মানুষ গড়ার কারিগরকে নুন্যতম বেঁচে থাকার মত একটা পরিবেশ তৈরী করতে পারেনা।ধিক সেই জাতিকে যারা তাদের মানুষ গড়ার কারিগরদের দিনের পর দিন চরম অবহেলা করে যায়।


*** রোজ গেলে কত ইস্যু তৈরী হয়।কিছু কিছু ইস্যুতে খবরের মাঠ গরম থাকে।আজকের হট ইস্যু দুদিন পরে কেউ মনে রাখে না।সব কিছু ছাপিয়ে এ কয়েকদিন যে ইস্যু এখনও গরম তা হল এবারের প্রচন্ড শীত।শীত যেন এবারে সবাইকে কাঁপিয়ে দিয়ে গেল।
শীত আসলেই আমাদের টনক নড়ে দরিদ্র মানুষের জন্য কিছু করার।কিন্তু এই টনক যদি প্রচন্ড শীত পড়ার আগেই নড়ত তাহলে হয়তো গরীব মানুষকে খুব বেশি কষ্ট করতে হত না।আমরা তো জানি কোন সময় বেশি শীত পড়ে তাহলে কি সরকারের উদ্যেগে আগে থেকেই গরীব মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা যায় না?
আশা করি সামনের দিন গুলোতে প্রচন্ড শীত পড়ার আগেই সরকার বা অন্যান্য সেবা প্রতিষ্ঠান তাদের শীতকালীন সেবা কার্যক্রম শুরু করে গরীব মানুষের পাশে থাকবেন।এই শীতে সবাই ভাল থাকুক সে প্রত্যাশায় করছি।

মন্তব্য ৩৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৬

জুলকারনাইন নাঈম বলেছেন: শীত চলে যাচ্ছে। আবারো শীত শেষ হয়ে যাবে। মানুষ ভুলে যাবে। আবার শীত আসবে, এমন কোন লেখা আবারো কেউ লেখবে। এই চক্র চলতে থাকবে।

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক বলেছেন নাঈম ভাই।তবে যে ভাবেই চলুক সব কিছু ভাল ভাবে চলুক।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কি বলব বুঝতে পারছি না। :(

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: কি আর বলবেন,আমাদের মত সাধারন মানুষদের কিছুই বলার থাকেনা :(

৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৮

আখেনাটেন বলেছেন: দেশে এগুচ্ছে তবে খুবই ধীর গতিতে। কৃষককূলের হাড়ভাঙা খাটুনি ও প্রাইভেট সেক্টরের কিছু নিবেদিত প্রাণ মানুষের কারণে মানুষ এখনও খেয়ে পরে বেঁচে থাকতে পারছে এদেশে। আর বিনা পরিশ্রমে বিনা খাটুনিতে মজা লুটছে নেতা ও সরকারের অামলারা।

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া,নেতা আর সরকারের আমলারা যদি ভাল হত তবে দেশটা অনেক এগিয়ে যেত।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই পত্রিকা জুড়ে এখন বিজ্ঞাপন আর খুন-গুমের ঘটনা।

শিক্ষকেরা মযার্দা পান ঠিকই কিন্তু অর্থনৈতীক সুবিধা পাননা জীবনভর এর অবসান হওয়া দরকার।

শীতেই শীতার্ত মানুষদের উপকার করতে হবে।

ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০

মোস্তফা সোহেল বলেছেন: মাইদুল ভাই,জীবনে বেঁচে থাকতে হলে যে মৌলিক চাহিদা পূরন করতে হয় তা কিন্তু অর্থ দিয়েই আসে।
অর্থ ছাড়া জীবন কি ভাবে ভাল করে চলে?অথচ শিক্ষকরা সেই অর্থনৈতিক সুবিধা থেকেই বঞ্চিত।
লেখাটি পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: প্রতিদিন কত খবর আসে কটা খবর মানুষের মনে দাঁগ কাটে?

শীতার্তদের পাশে দাঁড়াই।

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

মোস্তফা সোহেল বলেছেন: আজকাল অনেক খবর মনে দাগ কাটার মত হলেও আমাদের মনে দাগ কাটে না। কারন সেই দাগ কাটা মত সংবাদ গুলো আমরা হরহামেশাই দেখতে পাই।
সামনে আরও একটি প্রবল শৈত প্রবাহ আসতে পারে এখনই সরকারে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত।
ভাল থাকুন কঙ্কাবতী রাজকন্যা।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩২

জাহিদ অনিক বলেছেন:

প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায় !

সত্যিই কি হচ্ছে দেশে ! আমি জানি না।

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: মাঝে মাঝে ভাবলে মাথা খারাপ হয়ে যায়।
সাধারন মানুষ কি এই দেশে আসলেই ভাল আছে?
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ জাহিদ অনিক ভাই।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের প্রাইমারী, হাইস্কুল ও কলেজের শিক্ষকেরা এখনো পড়াচ্ছেন; পড়াচ্ছেন না ইউনিভার্সিটির শিক্ষকেরা, এদের হাত হয়ে বেরিয়ে আসারা ব্যুরোক্রেট হয়ে ডাকাতী করছে, রাজনীতির নামে ডাকাতী করছে, ওরা নিজেরা লাল, সবুজ, সাদা, নীল শিয়ালে পরিণত হয়ে, ইউনিভার্সিটিতে ম্যাঁওপ্যাঁও রাজনীতি করছেন।

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

মোস্তফা সোহেল বলেছেন: ভাল বলেছেন গাজী ভাই।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: একটা চক্রের মধ্যে আমরা সবাই- বন্ধী।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৯

মোস্তফা সোহেল বলেছেন: আশা করি চক্রটা খুব শিঘ্রই ভেড়ে যাবে।
ধন্যবাদ রাজীব ভাই।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

কুঁড়ের_বাদশা বলেছেন: সকলের উচিৎ শীতার্তদের পাশে দাঁড়ানো।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩০

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক বলেছেন বাদশা ভাই।
ভাল থাকুন।

১০| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একটি পোষ্টে তিনটি প্যারার মাধ্যমে আলাদা আলাদা তিনটি ভিন্ন বিষয় উপস্হাপন করেছেন যা সমস্যা সম্পর্কিত। এতে বুঝা যায় আপনি পোষ্ট দেওয়ার বিষয়গুলো নিয়ে গভীর ভেবেছেন।।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩১

মোস্তফা সোহেল বলেছেন: মাঝে মাঝে ভাবি তবে হয়তো গভীর ভাবে না।সবাই বলে আমার আর আপনার মত সাধারন মানুষ ভেবে কিছুই করতে পারবে না।
তবুও ভাবনা চলে আসে।

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৪

সুমন কর বলেছেন: ভালো লিখেছ। কিন্তু সরকার এসব নিয়ে ভাবে না......

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩২

মোস্তফা সোহেল বলেছেন: সবাই ক্ষমতা ধরে রাখতে এতই তৎপর যে অন্য কিছু নিয়ে হয়তো ভাবার সময় পায় না।
ধন্যবাদ সুমন দা।

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৯

জুন বলেছেন: মোস্তফা সোহেল আপনার সাথে আমিও কন্ঠ মিলিয়ে বলতে চাই এই শীতে সবার মাঝে আগে থেকেই উষ্ণতা ছড়িয়ে দিতে এগিয়ে আসুক সবাই ।
+

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২১

মোস্তফা সোহেল বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ জুনাপু।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন এখন অনেক পত্রিকা কিন্তু পড়ার মত কোন খবর চোখে পড়ে না।

২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৬

মোস্তফা সোহেল বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: সময়ের কাছে আমরা বড় অহসায়...



কেমন আছেন সোহেল ভাই?

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: আল্লাহর রহমতে ভাল আছি ভাই।
আপনি কেমন আছেন?

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: চলমান সময়ের তিনটি বিষয়ে আপনি আলোকপাত করেছেন সোহেল ভাই ,পত্রিকার নেগেটিভ নিউজ, শিক্ষকদের আন্দোলন, এবং শীত।
শীতের বিষয়টি আপাতত শেষের পর্যায়ে আছে, শিক্ষকদের দাবীর বিষয়টি খুব সহজেই মিমাংসা হবে বলে মনে হচ্ছে না,পত্রিকায় পাতা খুললেই নেগেটিভ নিউজ এই বিষয়টিও কোনদিন শেষ হবে না, সুখবরের কালে ভদ্রে পাওয়া যায়।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: সুখবর সত্যি আজকাল কালেভদ্রে পাওয়া যায়।
শুভকামনা রইল ভাই।

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সাপ্তাহ খানেক ধরে আপনার নতুন কোন পোস্ট নেই ?

কেমন আছেন ভাই?

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮

মোস্তফা সোহেল বলেছেন: লেখালেখিতে খুব আলসেমি লাগে মাইদুল ভাই।বলতে পারেন রাইটার্সব্লকে ধরছে।
এই তো আল্লাহর রহমতে ভালই আছি।
আপনিও ভাল আছেন আশা করি?

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের দেশে শৈত্য প্রবাহ শুরু হলে কতৃপক্ষের শীতবস্ত্র বিতরনের কথা মনে পড়ে। আমলাতান্ত্রিক জটিলতার কারনে এগুলা বিতরণ করতে করতে শীত চলে যায়।

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: প্রয়োজনের আগেই যদি এই সব শীত বস্ত্র গরীব মানুষের মাঝে বিতরন করা যেত তবে খুব ভাল হত।
ধন্যবাদ ভাইয়া।

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: আমিও ভাল আছি সোহেল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.