নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

*** কবিতা সহজ-সরল কবিরা কেন নয়? ***

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬



কবিতা সহজ সরল
কবিরা কেন নয়?

যার মনে সরলতা নেই সে কি পারে
কিছু সহজ-সরল পক্তির মালা গাথতে?

হয়তো পারে!
কারও ভেতর বাহির সমান হবে
তা তো নয়।
কেউ ভেতরে ভেতরে অনেক কঠিন
আর বাহিরে একদম সরল।

কবিতা দেখে কবিকে চিনতে যাওয়া বোকামীই বলব।
তবে ভুল করেও কারও ভেতরটা জানতে যায় না
কারও ভেতর চেনা খুব সহজ নয়।

সম্পূর্ন রুপে ভেতরটাকে হয়তো
কখনই জানতে পারবে না।
যেটুকুও বা জানবে
হয়তো নিজে-নিজে এতটাই অবাক হবে
যেমন অবাক তোমার ছোট্ট জীবনে আর কখনই হওনি।

সুদৃশ্য আমরা বাইরেতে সকলেই
ভেতরে কার কেমন সেটা জানতে চাওয়া
সর্ব সময় সমীচিন নয়।

কবিতার সাথে তুমি কবিকে মেলাতে হিমসিমই খাবে।
কবিতার সাথে কবিকে মেলাও
কবির সাথে কবিতাকে নয়।

মন্তব্য ৫১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭

তারেক_মাহমুদ বলেছেন: কেউ কেউ বলেন সাক্ষর দেখে মানুষ চেনা যায়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১

মোস্তফা সোহেল বলেছেন: তাই নাকি তারেক ভাই?
সাক্ষর দেখে মানুষ চেনা বিষয়টি মনে হয় খুব ইন্টরেস্টিং।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০

ইমরান আল হাদী বলেছেন: কবিতা সার্বজনীন
কবি ব্যক্তিক।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২

মোস্তফা সোহেল বলেছেন: ভাল বলেছেন।ধন্যবাদ ইমরান ভাই।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: দক্ষ চোখ কবি এবং কবিতা চিনতে ভুল করে না, তবে দক্ষ চোখেই আগে ছানি পড়ে। যা হোক, ভালো লাগলো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২

মোস্তফা সোহেল বলেছেন: দক্ষ চোঁখ খুব কম মানুষেরই আছে হয়তো।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবি এবং কবিতা দুই যে অসম ব্যাবধানের প্রান্তিক মেরু। কবিতা দু দন্ডের সুখ কিংবা দুখের স্মৃতি হয়তোবা কালের গীতি। আর কবি সে স্রষ্টা যার হৃদয়নাবুতিতে লক্ষ-কোটি শব্দরা খেলা করে। সমুদ্রসমেত ভাবনা ডেউ খেলে। যাপিত জীবনের ডায়েরীও হয় কখনো কবিতা। কবি কখনো কবিতা নয়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৫

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সুজন ভাই।
আসলে আমার জীবনে কিছু অভিজ্ঞতা আছে।আমি আগে লেখক বলতেই খুব ভাল একজন মানুষ ভাবতাম।তারাও যে খারাপ হতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল।সেই আগের দিনের কথা ভাবলে নিজেকে কি বোকায় না মনে হয়।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতা মোটামুটি লাগল আমার।
শিউলী ফুল ! খুব পছন্দের ! :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৫

মোস্তফা সোহেল বলেছেন: অয়ন ভাই শিউলি ফুল আমারও খুবই পছন্দের।ছোটবেলায় কত শিউলি ফুল কুড়িয়ে মালা গেথেছি!

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: একটা কবিতার ইমেজারি ফ্যাক্টগুলো ডিকোড করলে কবিতা সহজ হয়ে যায়। অন্যরূপ হলে পাঠক মাঝমধ্যে কবিতার আবহ গুলিয়ে ফেলে। যাইহোক, কবি/ব্যক্তিকে জানার ক্ষেত্রে আমার মত, আমাকে আপনি যত জানবেন, ততই অপছন্দ করবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: কবি বা লেখক সবাই আমার স্বপ্নের মানুষ।তাদের সম্পর্কে বেশি কিছু জানতে চাইনা।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩২

সৈয়দ ইসলাম বলেছেন:

কবিতাকে আরো রসাল করুন, রসের আজকাল খুব প্রয়োজন হে কবি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: নিজের মাঝে রস না থাকিলে রস ঢালিব কেমনে সৈয়দ ভাই?

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: কবিতা লেখা মনে হয় খুব সহজ। তাই সবাই কবিতা লিখে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা লেখা সহজ নয় তবে কেউ যদি কবিতা লিখতে চাই তাকে বাধা দিবেন?

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭

ওমেরা বলেছেন: সোহেল ভাইয়া অতীব সুন্দর ও বাস্তব একটা কবিতা লিখেছেন। কারো কবিতা বা গল্প পড়ে তাকে সেই রকম ভাবা কোন মতেই উচিত নয় ।
অনেক ধনযবাদ ভাইয়া ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

মোস্তফা সোহেল বলেছেন: আমার কবিতার মূল কথা এটিই,কারও খুব সুন্দর একটি লেখা পড়ে আমরা সেই লেখার লেখককেও মনে মনে ভিষন ভাল মনে করি।কিন্তু বাস্তবে সে হয়তো তার লেখার মত সুন্দর নয়।
আমার মতে নিজের লেখার মত নিজেকেও সুন্দর করার চেষ্টা করতে হবে।শুধু লেখায় ভাল ভাল কথা লিখলাম আর নিজে ভাল হয়ে চললাম না তাহলে তার সুন্দর লেখার কি দাম আছে বলুন?

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,




কবিরাও মানুষ তো , তাই তাদের সরল হওয়ার কোনো সুযোগ নেই ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া অনেক পরে বুঝেছি কবি লেখকরাও মানুষ!

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

সুমন কর বলেছেন: হুম, খারাপ বলো নি। তবে, কবি কিন্তু অনেক বিষয় নিয়ে লেখে, তাই পাঠকরা সেগুলো করি'র নিজেদের লেখা বলে মাঝে মাঝে ভুল করে।

কবিতা ভালো লাগল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: হু সুমন দা,কবি লেখকরা অন্যর কথায় হয়তো বেশি লেখে।তাই তার লেখার মাঝে তাকে খোজাটা বোকামি হয়তো।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১১

সোহানী বলেছেন: কবিতা কোথায় সহজ সরল!!!!! বুঝতেই দাঁত ভেঙ্গে যায়। তারচেয়েতো দেখি কবিরা কত্ত ভালো.............হাহাহাহাহাহাহা

++++++++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: সোহানী আপু ব্লগে অনেকেই শক্ত কবিতা লেখেন তা বুঝতে সত্যি দাঁত ভেঙে যায়।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২২

শাহরিয়ার কবীর বলেছেন: আহা!! কবি আর কবিতা..... !!! :)



কবিতা সুন্দর হয়েছে+



২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ শাহরিয়ার ভাই।

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪১

ধ্রুবক আলো বলেছেন: কি জানি ভাই, এতো কিছু তো হিসাব করি না। মনে লেখা আসে লিখি। কবিতা পড়ি। কবির জীবনীও পড়ি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৯

মোস্তফা সোহেল বলেছেন: সবার মাথায় তো সব ভাবনা আসেনা ধ্রুবক আলো ভাই।
বেশি হিসাব না করায় ভাল।ভাল মানুষেরা বেশি হিসাব করে চলে না।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সব কবিতা সুন্দর সহজ বোধ‍্য নয়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: হু তা এ ব্লগেই টের পায় সেলিম ভাই।

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনার উপলব্ধিটটা দারুণ!!

সাত রাস্তার মোড়ে দাড়িয়ে যে রকম আমরা খেই হাড়িয়ে ফেলি কবির আলোকে কবিতা বুঝতে যাওয়াটাও ওরকম হতে পারে!!

তার থেকে কোন কবিকে তার কবিতার আলোকে বিচার করাটাই যুক্তিযুক্ত!!

অবশ্য কেউ কেউ বিষয়টা অন্য অ্যাংগেল থেকেও দেখতে পারেন!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বিলি ভাইয়া।
কবি আর কবিতা তো একে অপরের পরিপূরক হওয়ার কথা তবে কবি ও কবিতা ভিন্ন হয় কেন?

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

নূর-ই-হাফসা বলেছেন: কবির সাথে কবিতা কে মিলাতে গেলে পাগল হওয়া ছাড়া উপায় নেই ।
কার কখন কি ইচ্ছে হবে লিখবে আর পাঠক তাকে একেকদিন একেক রূপে পাবে ,আর মিলাতে গেলে সময় নষ্ট ছাড়া কিছুই নয় ।
তবে একই বিষয়ে লেখা কবিদের মাঝে মিল থাকে ।
কবিতা ভালো লাগলো , যা বুঝাতে চেয়েছেন বুঝা গেল ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: যা বুঝাতে চেয়েছি সেটা বুঝেছেন জেনে ভাল লাগল।কবিরা হয়তো খ্যাতির জন্য কবিতা লেখেন তাই কবিতা থেকে কবি ভিন্ন হয়ে যান।
ধন্যবাদ হাফসা আপু।

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫

কামরুননাহার কলি বলেছেন: ওমাই গড কি সুন্দর কবিতা লিখেছেন । দারুন ভাষাগুলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮

মোস্তফা সোহেল বলেছেন: কলি আপু আপনার কবিতাটি ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগল।

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২১

তারেক ফাহিম বলেছেন: কবিতা বিষয়ভিত্তিক, সাবর্জজনিন
কবিদের সম্পর্কে বেশি দূর জানার চেষ্টা করিনি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিদের সম্মন্ধে বেশি না জানায় মনে হয় ভাল।

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা সাধারনত অবজেক্টিভ বিষয় নিয়ে হয়ে থাকে! কবিতায় কবির নিজস্ব ক্লেশ, জড়া, দুঃখ, সুখ উপস্থাপিত না হয়ে বরং ওটা সার্বজনীন হয়ে থাকে! আর এমন হয় বলেই ওগুলো স্থান কালের উর্দ্ধে উঠে নিজেদের উপযোগিতা ধরে রাখে!

যেসকল কবিতা সাবজেক্টিভ হয় ওসব কবিতা সাধারনত ব্যাক্তি কবিকে নিয়েই রচিত হয়। এই জাতীয় কবিতায় কবি -কবিতা একে অপরের পরিপূরক! তবে কবিতার ইতিহাসে এই জাতীয় কবিতা ঠাই পায় না!

(১৮ নম্বর কমেন্টা মুছে দেন)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ বিলি ভাই।

২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭

মনিরা সুলতানা বলেছেন:
কবিতা সার্বজনীন আর কবি কেবল ব্যক্তি একজন
অন্য সব কিছু'র মত তার ও সরল থাকার হয়ত উপায় নেই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: অনেক পরে বুঝেছি এই কথা।
মন্তব্যের জন্য ধন্যবাদ মনিরা আপু।

২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭

নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন । আমারও একই উপলব্ধি । কম হলেও ,কবিতা পড়ে কবির জীবন সম্পর্কে বোঝা যায় , ইতিহাসে এমন উদাহরণও আছে ।

শুভকামনা ।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:১৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ে কবির জীবন সম্পর্কে না বুঝতে যাওয়াই ভাল।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ নীলপরি।

২৩| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১১:২১

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের বিষয় কি পদ্যে লেখা সম্ভব?

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনিই ভাল বলতে পারবেন গাজী ভাই।

২৪| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:০৮

রানার ব্লগ বলেছেন: কবিরা কিন্তু সহজ সরল !! পার্থক্য হোল এই কবিরা স্বাভাবিক জিনিসকে নিজের মতো করে দেখে।

০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:১৩

মোস্তফা সোহেল বলেছেন: ভাল বলেছেন।ধন্যবাদ রানা ভাই।

২৫| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ !!
আপনাকে সালাম

১৩ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই সময় করে লেখাটি পড়ার জন্য।

২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা কবি'র হৃদয় ফুঁড়ে বের হয়। তাই কবি যেমন, কবিতাও তেমনই হবার কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.