নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

** কবিতা অপরিচিতা - কবি আল মাহমুদ **

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩২



যারা বলেন কবিতার ভবিষ্যৎ কি?আমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলি আগে ঠিক হোক মানব জাতীর ভবিষ্যৎ কি!
যদি এই গ্রহে মানুষ বেঁচে থাকে তাহলে কবিতার ভবিষ্যৎ একই রকম।যে জাতের মানুষই হোক কালো-সাদা-বাদামী, যে বর্নই ধারন করুক মানুষ বাঁচলে কবিতা রচনা না করে তার গত্যন্তর নেই।আর যদি তেমন কিছু ঘটে যায় কবিতা ছাড়াই যদি মানুষ বেঁচে থাকতে পারে তাহলে সেটা হবে স্বপ্ন ছাড়াই বেঁচে থাকার মত।

কবিতা হল তর্কাতীত ব্যাপার।এক সময় আমি কবিতাকে স্বপ্ন বলতাম কিন্তু কবিতা তো স্বপ্নও নয়।কারন কবিতা কোন কবি তো ঘুমিয়ে ঘুমিয়ে লিখতে পারেন না।সজাগ-সক্রিয় সতর্ক ইন্দ্রিয় না হলে মানুষ কবিতা লিখতে পারেনা।এই নিয়ে জগদ্ব্যাপী তর্কের শেষ নেই।কিন্তু কবিতা তো তর্কও নয়।যুক্তি গ্রাহ্য বিষয় নয়।
কবিতা লিখতে হলে জন্মগত ভাবে মানবিক উদ্ভবের নিয়মের বশবর্তী থাকতে হবে।
কবিতা কি?প্রায় সব কবিই একটা জবাব দিতে চেয়েছেন।জবাব এত বেশি জমে গেছে যে এখন প্রশ্নটা কি ছিল তা আড়ালে চলে গেছে।এতেই প্রমানিত হয় কবিতাকে প্রশ্ন করা যাবেনা।কবিতার বিব্রত মুখ মানব জাতির জন্য সহনীয় নয়।কবিতাকে কাঁদালে জগৎ কেঁদে ওঠে।যদি কবিতাহীন বিশ্ব রচনার তাগিদ থাকে তাহলে মানব শিশুর বদলে নারীর উদর থেকে জন্ম নেবে রোবট।ছোট ছোট যন্ত্রে ভরে যাবে পৃথিবী।

কবিতা সত্যর সিদ্ধান্তে পৌছানোর মানবিক যুক্তি মানে না।অন্য দিকে মিথ্যা বলার দায় দায়িত্বও কোন কবিই স্বীকার করেন না।কবিতা মিথ্যাও নয়-সত্যও নয়-স্বপ্নও নয়-বাস্তবতাও নয়।কবিতা কবিতাই।কবিতা কোন অন্য নাম অন্য পোশাক পরতে চাই না।আবার সে নগ্নতাও অপছন্দ করে।
কুয়াশাছন্ন একটি অফুরন্ত সকাল কবিতাকে আবৃত্ত করে রাখে।কোন কবি যখন একটা কবিতা সমাপ্ত করেন তখন তার মনে কেবল আনন্দের ঢেউই খেলে না কান্নাও তার চোঁখ ভিজিয়ে দেয়।এই অনুভুতিকে কোন নামেই অভিহিত করা যায়নি।
এর কোন নাম না দিতে পেরে মানব জাতী কেবল এটুকুই বলতে পেরেছে " আরে এই তো কবিতা" এই জগতে এমন কঠিন দায়িত্ব নিয়ে কবিরা কেন আসেন এটা একটা কৌতুহলের ব্যাপার বটে।কিন্তু তারা না এলে মানব জাতি একই সাথে হাসি ও কান্না সম্ভবত ভুলে যেত।

মানুষ হাসে সে কবি বলে,মানুষ কাঁদে কারন তার মধ্যে কবিত্ব শক্তি জাগ্রত।জগৎ সংসারের আয়োজনটাই এরকম।সেখানে পৌরহিত্য করার জন্য একজন আদরকারী কিন্তু অপরিহার্য মানুষকে ডেকে আনতে হয়।কারন মন্ত্র উচ্চারনের শক্তি কেবল ওই মানুষটারই আছে।আমরা তাকে একটি মাত্র ক্ষুদ্র নামে অভিহিত করি।সে নামটি হল কবি।এর আর কোন লিঙ্গান্তর হয়না।

*** এই লেখাটি মনে হয় দশ বছর আগে কোন এক পত্রিকায় পড়েছিলাম।লেখাটি এতই ভাল লেগেছিল যে আমার ডায়েরীতে লিখে রেখেছিলাম।অনেক দিন পরে পুরানো ডায়েরীটা দেখতে গিয়ে লেখাটি চোঁখে পড়ল।ভাবলাম ব্লগ বন্ধুদের সাথে লেখাটি শেয়ার করি।

মন্তব্য ৬৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪০

তারেক_মাহমুদ বলেছেন: খুব ভাল লাগলো, ধন্যবাদ সোহেল ভাই শেয়ার করার জন্য।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪২

মোস্তফা সোহেল বলেছেন: যারা কবিতা নিয়ে নাক শিটকায় তাদের জন্য একটি উপযুক্ত লেখা।

২| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লেখা। শেয়ার করার জন্য ধন্যবাদ সোহেল ভাই।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: আপনাদের সাথে লেখাটি শেয়ার করতে পেরে আমারও খুব ভাল লাগছে সম্রাট ভাই।

৩| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫০

সৈয়দ ইসলাম বলেছেন: খুব ভাল লাগলো প্রিয়!

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: সৈয়দ ভাই কয়েকদিন মিসিং মনে হল আপনাকে।আশা করি ভাল ছিলেন?

৪| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মানুষ এখন কবিতা পড়ে না। তাই তারা শক্তিশালী চিন্তা-ভাবনাও করতে পারে না।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: ছোট্ট একটি কবিতা অনেক কথায় বলে দেয়।কেমন আছেন অয়ন ভাই?

৫| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভালো, কোথাও ঘুরতে গিয়েছিলেন বা যাবেন?

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭

মোস্তফা সোহেল বলেছেন: না অয়ন ভাই,ছুটিছাটা নেই কোথায় যাব ঘুরতে।সামনের সপ্তাতে বাড়ি যাব।

৬| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০০

নতুন নকিব বলেছেন:



শক্তিমান কবি আলমাহমুদের কিছু কথা এমনই। অনেক ভাল লাগার।

ধন্যবাদ, শেয়ার করায়।

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৮

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি সত্যি আমার কাছে অসাধারন লেগেছে।
নিজের ভাললাগাটুকু জানিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ নকিব ভাই।

৭| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০১

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: আবেগের মুল্য যদি কেউ বোঝে তাহলে পৃথিবীটাই কবিতাময়। আমি একজন কবিতাপ্রেমিক বলে গর্ববোধ করি। সুন্দর লেখা পৌঁছে দিলেন।

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৯

মোস্তফা সোহেল বলেছেন: আবেগের মুল্য যদি কেউ বোঝে তাহলে পৃথিবীটাই কবিতাময়।খুব সুন্দর একটি কথা বলেছেন সঞ্জীব দা।
অনেক ধন্যবাদ।

৮| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আড্ডাঘরে দেখলাম, আপনার কিছুটা মন খারাপ। আশা করি বেশি খারাপ কিছু হয় নাই।

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: অনেক আগেই মনে হয় বলেছিলাম,যে বিষয়টা আমার কাছে অনেক কষ্টের সে একই বিষয়টি অনেকের কাছে হাস্যকর।
তাই কেমন মন খারাপ তা কাউকে বলতে ইচ্ছে করে না।

৯| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা নিয়ে অনেক সুন্দর কিছু কথা। ভালো লাগলো।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২

মোস্তফা সোহেল বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ জুনায়েদ ভাই।

১০| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৩

সাইন বোর্ড বলেছেন: কবিতাকে একবার যে ধারণ করতে শিখেছে, তার অার নিস্তার নেই ।

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।

১১| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৫

আকতার আর হোসাইন বলেছেন: পুরনো ডায়েরী থেকে কবিতা নিয়ে কবি আল মাহমুদের এমন সুন্দর সুন্দর কথাগুলো আমাদের সাথ শেয়ার করার জন্য
অনেক অনেক ধন্যবাদ ভাইজান...

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আকতার ভাই।

১২| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২১

ক্লে ডল বলেছেন: তরুণ কবি পিয়ালী বসুর এই কথাটি ভাল লাগে,"শব্দকে ডিফোকাস করাতেই কবিতার আসল উত্তরণ বলে মনে করি আমি, বিশ্বাস করি, অলিখিত নৈঃশব্দ্যে স্নান একমাত্র কবিতার মাধ্যমেই সম্ভব।
কবিতাহীন মানুষ আসলে আজানের সুরের মতোই একা … Lonely"

শেয়ারের জন্য ধন্যবাদ মোস্তফা সোহেল।
আপনার মন দ্রুত ভাল হয়ে যাক! :)

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫২

মোস্তফা সোহেল বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
চেষ্টা করছি মনকে ভাল করতে।আপনার জন্যও অনেক শুভকামনা রইল।

১৩| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৬

ব্লগার_প্রান্ত বলেছেন: কবিতা কবিতাই অসাধারন লাগলো ভাই

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৪

মোস্তফা সোহেল বলেছেন: কবি আল মাহমুদের এই লেখাটি সত্যি অসাধারন।

১৪| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৪

তারেক ফাহিম বলেছেন: জটিল ভাবনা

শেয়ারের জন্য ধন্যবাদ

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা নিয়ে কেউ এত সুন্দর করে লিখতে পারে আমার ধারনার বাইরে ছিল।

১৫| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫২

কথাকথিকেথিকথন বলেছেন:




কবিতা নিয়ে চমৎকার লেখা । কবিতা ব্যাখ্যাতীত, কবিতাকে সামলে রাখা যায় না!

২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৬| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

শাহিন বিন রফিক বলেছেন: খুবই ভাল লাগল কবি আল মাহমুদের কবিতা বিষয়ক লেখাটি। আপনাকে ধন্যবাদ লেখাটি আমাদের পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি সবার সাথে শেয়ার করতে পেরে আমিও খুব আনন্দিত।

১৭| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৬

ভ্রমরের ডানা বলেছেন:

চমৎকার কথা বলে গিয়েছেন!

২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: সত্যি অসাধারন সব কথামালা ডানা ভাই।

১৮| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৩

সুমন কর বলেছেন: লেখাটি আগে পড়া হয়নি। চমৎকার শেয়ার। খাঁটি কথা বলেছেন।

ভালো লাগা রইলো।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।

১৯| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৫

পদ্মপুকুর বলেছেন: নারকেলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল
ডাবের মতো চাদঁ উঠেছে ঠান্ডা ও গোলগাল ।

অথবা,

তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য,
আমি না হয় পাখিই হবো, পাখির মতো বন্য।

আহা হা, আল মাহমুদের এইরকম হৃদয় মাতানো ছড়াগুলো আমাদের শৈশবকে রাঙাতো... এখন কি সব পড়ে বাচ্চারা কে জানে। কিন্তু রাজনীতির মারপ্যাঁচে ফেলে আমরা এই লোকটাকে অকেজো করে রেখেছি দিনের পর দিন।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: কবি আলমাহমুদ এখনও বেঁচে আছেন অথচ এমন এক কবিকে নিয়ে তেমন কোন পদক্ষেপ দেখিনা।

২০| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৭

নীলপরি বলেছেন: এই সুন্দর কথাগুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

২১| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা এমন ই হয়।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা মনের প্রতিচ্ছবি।

২২| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতার কথাগুলো চমৎকার কথা। শিয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪০

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুজন ভাই।

২৩| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৫

আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর বলেছেন। কবিতা লেখার আনন্দ অনেক । আমি সহজ ভাষায় লিখে । লিখে হাসি কাঁদি। একটা কবিতায় অনেক কিছুই থাকে শুধু পড়ে বুজলেই হলো যেমন টা আমি পড়ে বুঝেছি। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আকিব ভাই।

২৪| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পৃথিবীর সব মানুষই কবি হয়ে জন্মায়। সুন্দর লেখাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৭

মোস্তফা সোহেল বলেছেন: পৃথিবীর সব মানুষই কবি হয়ে জন্মায়।তাদের মধ্যে কেউ কেউ কবিতা লিখে কবি পরিচিতি পায়।
ধন্যবাদ ভাইয়া।

২৫| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: মুগ্ধ হলাম।
শুভেচ্ছা অনন্ত।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে আমিও মুগ্ধ হয়েছিলাম।

২৬| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে

২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও ধন্যবাদ ছবি আপু।

২৭| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সবসময় সুন্দরের প্রকাশ!!!! :)

পড়ে খুব ভালো লাগলো সোহলে ভাই !

শেয়ার করার জন্য ধন্যবাদ।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর বলেছেন শাহরিয়ার ভাই,কবিতা সবসময় সুন্দরের প্রকাশ!!!!

২৮| ২২ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৩১

খায়রুল আহসান বলেছেন: কবি ও কবিতা নিয়ে চমৎকার এসব কথা শেয়ার করার জন্য ধন্যবাদ।
সাইন বোর্ড এর মন্তব্যটা (১০ নং) ভাল লাগলো। পদ্ম পুকুর এর টাও (১৯ নং)।
পোস্টে প্লাস + +

২২ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

২৯| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৩

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর একটা লেখা। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২২ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো।

৩০| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: আল মাহমুদ আমার প্রিয় কবিদের একজন!


কবিতার ভবিষ্যৎ নিয়ে ওনার মতো আমিও শঙ্কিত নই!

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০

মোস্তফা সোহেল বলেছেন: জীবন যতদিন থাকবে কবি ও কবিতা থাকবে।

৩১| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১

জাহিদ অনিক বলেছেন: খুব সুন্দর শেয়ার।
কবিতা নিয়ে সব কবিরই নিজ নিজ ভাবনা থাকে সেটা মনে হয় একটা থেকে একটা আলাদা, তবেই না কবিতার ধরন এত বৈচিত্রময়

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫০

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ জাহিদ অনিক ভাই।

৩২| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ মাইদুল ভাই।

৩৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১০

উদাসী স্বপ্ন বলেছেন: আল মাহমুদের লেখা নাকি? প্রত্যেকটা লাইন অসাম

৩৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬

স্রাঞ্জি সে বলেছেন:
লেখা লেখির শুরুতে মাহমুদ ভালই লিখেন। তখন তিনি সেকুলারিজ্যাম ছিলেন। কিন্তু তিনি বুড়ো বয়সে এসে কেমন একটা ইসলামীস্ট হয়ে গেছে।

এটার জন্য আমার মাহমুদ কে ভাল লাগে না। কিশোর কন্ঠ না কি ধরেছে। পোলাপানদের মাথা পুরাই খাইছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.