নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

*** আমার বোকা বান্ধবী ***

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৯




তখন ক্লাস টেনে পড়ি।সকাল সাতটার সময় হাবিব স্যারের কাছে হিসাব বিজ্ঞান পড়তাম।আমাদের ব্যাচে ছেলে-মেয়ে দিয়ে ছিল মোট বারো জন পড়ত।প্রতিদিনের মত সেদিনও যথা সময়ে স্যারের কাছে পড়তে গেছি।সাতটার মধ্যে সবাই স্যারের কাছে পড়তে চলে আসলেও তখনও জেসমিন ও রুপা পড়তে আসেনি।

পড়া শুরু হওয়ার ১৫ মিনিট পরে ওরা দুজন এলো।সবাই অংক করছি।এমন সময় নিপা বলল,কিরে জেসমিন আজকাল রুপচর্চা কি বেশি করছিস?
সাথে করে ফেয়ার এন্ড লাভলী নিয়ে এসেছিস দেখছি।আমরা সবাই তাকিয়ে দেখি জেসমিনের বইয়ের পাশে একটি ফেয়ার এন্ড লাভলীর মোড়ক।জেসমিন বলল,আসার সময় এক বুড়ো ফেরীওয়ালার সাথে দেখা, আমাদের দেখে বলল,ফেয়ার এন্ড লাভলী কিনব কিনা?বুড়োটি খুব করুন সুরে বলায় বললাম,দাম কত?
বুড়োটি বলল ২৫ টাকা দাম।৩৫ টাকা দামের ফেয়ার এন্ড লাভলী ২৫ টাকাদাম তাই কিনলাম।
আমার মনে কেমন সন্ধেহ হল।তাই জেসমিনকে বললাম,দেখিতো ফেয়ার এন্ড লাভলীর খাপটা।
ভাল করে দেখি জেসমিনের ফেয়ার এন্ড লাভলীর মোড়কের গায়ে লেখা আছে ফেয়ার এন্ড লাকলী!
পরে তো আমরা জেসমিনের বোকামীর জন্য হেসেই গড়াগড়ি।

মন্তব্য ৮৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২

তারেক_মাহমুদ বলেছেন: এমন প্রসাধনীর অভাব নেই ফেরিওয়ালাদের কাছে।

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: ফেরিওয়ালাদের আর দোষ কি তারেক ভাই।বেশিরভাগ ফেরিওয়ালা তো অল্প শিক্ষিত।তারা বেশি লাভের আশায় নকল পন্য কিনে ফেরি করে বেড়াই।
পাঠ ও মন্তব্য ধন্যবাদ।

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৯

জুন বলেছেন: হা হা হা ফেয়ার এন্ড লাকলী । তবে মেয়েটির জন্য মায়া লাগছে যে বিক্রেতার প্রতি সহমর্মিতা দেখাতে গিয়ে প্রতারনার শিকার।
আর বুড়োটা এই বয়সেও কি ধড়িবাজ B:-)
ভালোলাগলো মোস্তফা সোহেল ।
+

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: জুনাপু,অনেক মেয়েই কিন্তু সহমর্মিতা দেখাতে গিয়ে ঠকে যান।
বুড়ো মানুষটার হয়তো কোন দোষ ছিল না।বরং দোষ তাদের যারা নকল পন্য তৈরী করে।
ধন্যবাদ আপু।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৯

মিথী_মারজান বলেছেন: আহারে..।
সস্তার তিন অবস্হা!

এমন অনেক ছোটখাটো গল্প থাকে জীবনে পরে যেসব মনে করতে খুব মজা লাগে।
পড়তে মজা লেগেছে ভাইয়া।
ভালো থাকবেন।:)

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫২

মোস্তফা সোহেল বলেছেন: হু মিথী আপু,সস্তার তিন অবস্থা।কিন্তু বাঙালীরা নাকি সব সময় সস্তা জিনিসই খুজে বেড়ান।
আপনার জানা এমন মজার গল্প আমাদের সাথে সময় করে শেয়ার করুন।
অনেক ভাল থাকুন।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানুষ কেমনে এমন ধান্ধায় থাকে অপরকে ঠকানোর ?

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের দেশে ধান্দাবাজদের অভাব নেই মাইদুল ভাই।
নকল পন্যে সারাদেশ ভরে গেছে।তাই আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: একজন বুড়ো মানুষের এহেন ঠগবাজি!
আপনার বান্ধবীর বোকামির জন্য সমবেদনা।

ভালো লাগল।

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: বুড়ো মানুষটার দোষের চেয়ে আমি দোষ তাদের বেশি দেখি যারা নকল পন্য তৈরী করে।
আমার সেই স্কুল বান্ধবীর সাথে দীর্ঘদিন দেখা হয়না তাই আপনার সমবেদনা তাকে পৌছে দিতে পারলাম না ;)
ধন্যবাদ সম্রাট ভাই।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪০

সৈয়দ তাজুল বলেছেন: আজকাল প্রায় প্রডাক্টসের নকল করা হচ্ছে। ভাল পণ্যগুলোর নাম ও পেকেটজাত কপি করে অসাধু কোম্পানিগুলো খারাপ পণ্য আমাদের হাতে ধরিয়ে দিচ্ছে।

সবাই সতর্ক হোক।

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক বলেছেন তাজুল ভাই।নিজেরদেরকেই বেশি সচেতন হতে হবে।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪২

এস এম ইমন বলেছেন: সমবেদনা..

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ ইমন ভাই।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
এমন ঠকানোর গল্প মনে হয় আগেও লিখেছিলেন না।।


এ প্রসংঙ্গে কী আর বলবো....
এখন লোক ঠকানো যেন ব্যবসার মুলনীতি।।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০১

মোস্তফা সোহেল বলেছেন: না শাহরিয়ার ভাই এই লেখা আগে লিখিনি ব্লগে।তবে অনেক আগে এই লেখাটি একটি ফান ম্যাগাজিনে ছাপা হয়েছিল।
লোক ঠকানো মানুষের মূলনীতি বলতে পারেন।

৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫২

কামরুননাহার কলি বলেছেন: আপনার বান্ধবীটা আমার মতো । আমিও এই রকম বোকা বোকা কাজ করি। সেই জন্য সবার কাছ থেকে বকা শুনতে হয়।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০২

মোস্তফা সোহেল বলেছেন: মাঝে মাঝে ছোট ছোট ভুল করা ভাল কলি আপু।
ভুল করলে অনেক কিছু শেখা যায়।তবে সাবধান থাকবেন সবসময়।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০১

মৌরি হক দোলা বলেছেন: পুরোনো বান্ধবীর স্মৃতিচারণ!

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৩

মোস্তফা সোহেল বলেছেন: হ্যা তা বলতে পারেন পুরানো বান্ধবীর স্মৃতিচারন।
মন্তব্যের জন্য ধন্যবাদ দোলা আপু।

১১| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০২

তারেক ফাহিম বলেছেন: ফেয়ার এন্ড লাকলি B-)

শৈশব স্মৃতি গল্প ভালো ফুটে উঠেছে সোহেল ভাই।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৫

মোস্তফা সোহেল বলেছেন: সবই ঠিক আছে কিন্তু ভ এর স্থানে ক বসাইছে ;)
লেখাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ ফাহিম ভাই।

১২| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৯

প্রামানিক বলেছেন: বুড়োর উপকার করতে গিয়ে ধোঁকা খেল। স্মৃতিচারণ ভালই লাগল। ধন্যবাদ

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১১

মোস্তফা সোহেল বলেছেন: প্রামানিক ভাই অনেক দিন আপনার ছড়া পড়ি না।লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯

সাহসী সন্তান বলেছেন: সেদিন একজনকে বলছিলাম, 'ফেয়ার এন্ড লাভলী মাখলে যদি সত্যিই মুখ ফর্সা হইতো, তাইলে ডিকশোনারীতে বর্ন বৈষম্য নামক কোন শব্দই আবিষ্কৃত হইতো না! আর সাদা চামড়া ওয়ালারাও কালোদেরকে হেয় করে কথা বলতো না।' /:)

আপনার বান্ধবীর কট খাওয়ার গল্পটা ভাল্লাগছে! তার জন্য বিলম্বিত সমবেদনা। তবে সামান্য এই এক/দুইটা অক্ষর পরিবর্তনের কারণে এভাবে কতজন যে ধরা খাচ্ছে তার কোন ইয়াত্তা নেই।

শুভ কামনা সোহেল ভাই!

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৫

মোস্তফা সোহেল বলেছেন: মুখে ছাইপাশ মাখা শুধু মনের শান্তনা।মেয়েরা বছরে কত টাকা এই সবের পেছনে ব্যয় করে তার হিসেব যদি বের করা যেত তাহলে হয়তো সুধী সমাজ অজ্ঞান হয়ে যেত।রং ফর্সাকারি ক্রিমের এ্যাড গুলো বর্ন বৈষম্যকে উসকে দিচ্ছে।
নকল পন্যে বাজার ভরা তাই নিজেকেই সচেতন হতে হবে।
আপনার জন্যও অনেক শুভ কামনা রইল ভাই।

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৭

রক বেনন বলেছেন: সকাল ৭ টা তেই শপিং?? তা ও আবার ফেয়ার এন্ড লাকলী?? =p~

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৬

মোস্তফা সোহেল বলেছেন: আপনার মনে হয় গ্রাম সম্পর্কে ধারনা কম।ফেরিওয়ালারা খুব সকালেই বেরিয়ে পড়ে জীবন জীবিকার জন্য।

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৭

কাওসার চৌধুরী বলেছেন:


প্রসঙ্গটি খুব সুন্দর। মনে আছে ছোটবেলা বাটা জুতার খুব প্রচলন ছিল। এজন্য দাম একটু বেশী ছিল। ফেরিওয়ালারা.......... বাটার পরিবর্তে.......... রাটা.......বটা....বেটা...... ইত্যাদি নামের জুতা (লেখার ডিজাইন অবিকল বাটার মত)...... বাড়ি বাড়ি ফেরি করতেন। অবাকের বিষয় অনেক এগুলোকে অরিজিনাল বাটা বলে সস্তা দামে কিনে তৃপ্তি পেতেন।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৮

মোস্তফা সোহেল বলেছেন: গ্রামের মানুষ অনেকে কম শিক্ষিত আর সহজ-সরল তাই তারা নকল জিনিস কিনে আসল জিনিস কেনার তৃপ্তি পেতেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ কাওসার ভাই।

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই চিটিং এর ব্যাপারটা স্যান্ডেল এর মধ্যেও খেয়াল করছি। apex এর জায়গায় apox লিখা।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৯

মোস্তফা সোহেল বলেছেন: এখনও কতভাবে আমরা চিটিং এর শিকার হচ্ছি একটু চোখ কান খোলা রাখলেই ধরতে পারব অয়ন ভাই।

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: ঠকা ভালো। কাউকে ঠকানো ভালো না।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৯

মোস্তফা সোহেল বলেছেন: বেশি ঠকলে আবার সমস্যা রাজীব ভাই।

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


বোকা না হলে, কেহ কেন আপনার সাথে বন্ধুত্ব করবে?

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: গাজী ভাই,আপনার মন্তব্য পুরো বুঝতে পারলাম না।
তাহলে কি বোকারাই বন্ধুত্ব করে?

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ৩০০ টাকার শ্যাম্পু, ১৬০-১৬৫ টাকায় কিনে আমিই কট খাইছিলাম।:(

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: সবারই কমবেশি কট খাওয়ার ঘটনা আছে নিজাম ভাই :(

২০| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

সোহানী বলেছেন: আপনার বান্ধবীতো ফেরিওয়ালার থেকে কিনেছে আর আমি একবার নিউমার্কেটের সবচেয়ে বড় দোকান থেকে সানসিল্ক শ্যাম্পুর বড় বোতল কিনে ইউজ করতেই দেখি ভিন্ন গন্ধ। পরে বুঝলাম কৈাটা আসল মাল নকল। কিন্তু কোন রিসিট না থাকার কারনে কিছুই করতে পারি নাই। অনেক আগের কথাতো তাই একটু বোকা ছিলাম, এখন হলে সত্যিই কলার চেপে ধরতাম ;) ...

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: বয়স হইলে বুদ্ধি বাড়ে কথা সত্য তাইলে? ;)
হেহে আপু বুদ্ধি বাড়ছে সে জন্য একদিন ট্রিট দেন একটা।
পাঠ ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ সোহানীপু।

২১| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: কে যে বোকা আর কে যে চালাক তা আমরা বুঝে ফেলেছি।
পরের কাহিনি কী?
সুন্দর।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: হায় হায় ভাইয়া আপনি সব বুঝলেন কেমন করে?
তখন তো ছোট ছিলাম অনেক তাই কাহিনি নাই তেমন।
লেখা পড়ার জন্য ধন্যবাদ।

২২| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ বুঝিয়েছেন ভাই। একদম ঠিক, আমরা অনেক সময় পরিচিত কোন পণ্যের কমদাম দেখে এত ব্যাকুল হয়ে পড়ি যে ঠিক করে আর দেখাই হয় না পণ্যটিকে। বোকামি হয়ে যায় তখন অতি উৎসাহে পড়ে।

ভালো সতর্কতা দিলেন ভাই।
অতি উৎসাহে কিছু করতে নেই, পণ্য কেনার আগে ভালো করে দেখে শুনে কেনা উচিৎ

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০০

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের চারপাশে ঠকবাজরা চিরদিনই থাকবে নয়ন ভাই।কিন্তু সাবধান হওয়ার পরও আমাদের ঠকতে হয়।কারন ওইযে একটা কথা আছে না,আসল প‌্যাকেটে নকল বেরিয়েছে ;)
কম দাম দেখলে বাঙালীরা কিছু না ভেবেই হামলে পড়ে তাই ঠকে বেশি।
ধন্যবাদ নয়ন ভাই লেখাটি পড়ে সুন্দর একটি মন্তব্যের জন্য।

২৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪

সুমন কর বলেছেন: হাহাহা..........মজার ছিল।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০১

মোস্তফা সোহেল বলেছেন: সুমন দা অনেক দিন আপনার কবিতা পড়িনা।আপনিও কিন্তু আমাদের ঠকাচ্ছেন ;)

২৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,



জুন বলেছেন - " তবে মেয়েটির জন্য মায়া লাগছে যে বিক্রেতার প্রতি সহমর্মিতা দেখাতে গিয়ে প্রতারনার শিকার।
আর বুড়োটা এই বয়সেও কি ধড়িবাজ B:-)"
সহমত ।

মো: নিজাম উদ্দিন মন্ডল এর কট খাওয়ায় হা......হা.........হা....... B-)

রাজীব নুর ও একটি দামী কথা বলেছেন: " ঠকা ভালো। কাউকে ঠকানো ভালো না।"

মিথী_মারজান এর মন্তব্যের এটুকু - "এমন অনেক ছোটখাটো গল্প থাকে জীবনে.... "
হ্যা... তা থাকেই প্রায় সবার জীবনেই । এখানে মন্তব্যকারীদের অনেকেই এমন "কট" এর শিকার ।

এবারে আমার মন্তব্যের পালা ------- ;) :) =p~

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০২

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া আপনি কিছু না বলে আমাকে ঠকালেন মনে হল ;)

২৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩

আখেনাটেন বলেছেন: পুরান ঢাকায় নাকি শুধু মানুষ কপি করা বাদে সবকিছুই কপি করা হয়। ;)

ছোট মুদির দোকান থেকে সুপার সপেও নকল পণ্যে ছয়লাব। বিদেশী পণ্য কেনার আগে তাই ভালোভাবে নিশ্চিত হয়ে কেনা দরকার। এখনতো নামও হুবহু এক রেখে নকল করছে।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৯

মোস্তফা সোহেল বলেছেন: পঁচা সাবানের বিজ্ঞাপনের ডায়লগটি কি মনে আছে ভাইয়া?ওই যে,আসল প‌্যাকেটেও নকল বেরিয়েছে ;)
আজকাল আসল কোনটা আর নকল কোনটা চেনাই দায়।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া।

২৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩২

ওমেরা বলেছেন: আমার কষ্ট লাগতেছে আপনার বান্ধুবীব জন্য —- আহারে বেচারী কত শখ করে কিনল !

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১০

মোস্তফা সোহেল বলেছেন: শখের তোলার একটু দাম বেশি ;)
অনেক দিন নতুন লেখা লেখেন না যে?
ধন্যবাদ ওমেরা।

২৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চোর চাট্টার দেশ...

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১১

মোস্তফা সোহেল বলেছেন: একটু ভাল করে খোজ নিলে এদেশে মনে হয় আসলের চেয়ে নকল পন্যই বেশি পাওয়া যাবে!

২৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার বোকা বান্ধবীর প্রতি শুভেচ্ছা রইল। তার গায়ের রঙ ফেয়ার এন্ড সুইট হোক, এই প্রার্থনা করি।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১১

মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্রার্থনা কবুল হোক ভাইয়া।

২৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: তাড়াহুড়ো থাকায় বান্ধবীর হয়ত এতকিছু দেখার সময় ছিল না!

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১২

মোস্তফা সোহেল বলেছেন: সেটাও হতে পারে।মন্তব্যের জন্য ধন্যবাদ রুপকদা।

৩০| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: আহারে !!!
এসব বোকামি তে অবশ্য হাসি ই বেশি পায়।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৩

মোস্তফা সোহেল বলেছেন: যারা ঠকেনা তাদের হাসি পায় আর যে ঠকে সে মনে দুঃখ পাই।
ধন্যবাদ মনিরা আপু।

৩১| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৫

শামচুল হক বলেছেন: হঠাৎ করেই মানুষ এরকম ধোঁকায় পড়ে আপনার বান্ধবীর ক্ষেত্রেও তাই হয়েছিল। ধন্যবাদ

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৪

মোস্তফা সোহেল বলেছেন: আমরা সবাই প্রতিনিয়ত কম বেশি ঠকছি।কিন্তু সব ধরতে পারছি না হয়তো।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

৩২| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১:১৭

জাহিদ অনিক বলেছেন:


আহ ! পোস্টের ছবিটা বেশ সুন্দর আপনার বোকা বাবন্ধবীর মতই !

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৫

মোস্তফা সোহেল বলেছেন: আমার বোকা বান্ধবীকে তাহলে মনে মনে দেখেই ফেললেন!

৩৩| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার বান্ধবী কি ধরাটাই না খাইলো।

আমিও একদিন একটা বিষণ ধরা খেয়েছিলাম। দোকানে বসে আছি এক পাকিস্তানি বুড়ো বয়সের লোক এসে বলে ভাই, আমি এই মোবাইলটি কিনেছিলাম এতোটাকা দিয়ে কিন্তু বুড়ো আর আনপড়া মানুষ কিছুই বুঝিনা তাই চাচ্ছিলাম বিক্রি করে দিব। আমি তখন ভাবলাম নোকিয়ার এন৬৫ সেট । চাচাকে বললাম কতো বিক্রি করতে চান? চাচা বলল, আমিতো অনেক দাম দিয়ে কিনেছি এখন যখন বিক্রি করে দিবো দাও তুমি কতো দিতে চাও। আমি তখন বললাম আপনার সেট আপনি বলেন। তখন সে আমাকে বলে বাংলাদেশের ১০,০০০ টাকা দিতে। তখান সেটের দাম ২৫০০০ টাকা কি আর করি বলেন সস্তা পেয়ে নিলাম। পরে দেখি সেটটি ক্লুন এবং ফেইক।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৭

মোস্তফা সোহেল বলেছেন: সুজন ভাই,আপনিও তো তাহলে ভালই ধরা খেয়েছেন।
আমার বান্ধবী মাত্র পচিশ টাকা আর আপনি দশ হাজার!!!!

৩৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বেশি ঠকলে আবার সমস্যা রাজীব ভাই।

স্বর্ণ যত পুড়ে তত খাটি হয়। মানুষ যত পুড়ে, তত খাটি হয়। কাজেই কাউকে ঠকানোর চেয়ে নিজে ঠকা ভালো।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৩

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের দেশে কিন্তু অনেকে ঠকে সর্বশান্ত হন।
আবারও এসে মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৫| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: খুব কম কথায় বড় উপস্থাপন।ধন্যবাদ সোহেল ভাই।আপনার বান্ধবীকে আমার বেশ ভালো লেগেছে।আমিও বোকাসোকা মানুষ আর আমার পছন্দও এমন মানুষের।জানেন,এই রকম মানুষের দঃখ কষ্ট কম থাকে।আমাদের সমাজে এরকম মানুষের বেশি দরকার।

অনেক শুভ কামনা রইল।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৫

মোস্তফা সোহেল বলেছেন: বোকারা সহজ-সরল হয় তাদের মনে তেমন প‌্যাচ থাকে না তাই তাদেরকে সবাই পছন্দ করেন।
সুন্দর একটি মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৩৬| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১০

করুণাধারা বলেছেন: বাংলাদেশ থাকেন, অথচ এমন ধোকা একবারও খান নাই- আছেন নাকি এমন কেউ?

আমি সবচেয়ে বেশি ধোকা খাই পাউরুটি কিনতে গিয়ে! হুবহু একইরকম প্যাকেট, অথচ নামের জায়গায় একটা অক্ষর বদলে দেয়। ধোকা খেলে খুব রাগ লাগে। কিশোরী মেয়েটির মনের অবস্থা আমি খুব ভাল করে বুঝতে পারছি।

সাধারন একটি ঘটনাকে চমৎকার ভাবে বর্ণনা করেছেন, খুব ভালো লাগলো।

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪২

মোস্তফা সোহেল বলেছেন: একদম ঠিক বলেছেন আপু।এদেশে বাস করে অথচ ছোট খাটো এমন ধোকা একবার খান নাই এমন মানুষ হয়তো একটিও খুজে পাওয়া যাবে না।
নিজেকে সবসময় সাবধান হতে হবে।অনেক সময় দেখা যায় কোনটা আসল আর কোনটা নকল সেটা নির্নয় করাই বড় ব্যাপার হয়ে দাড়ায়।

পাঠ ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ আপু।

৩৭| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪১

নীলপরি বলেছেন: দারুণ লাগলো বাস্তব গল্প । যদিও মজার তবে কষ্টের পকেট মানি জলে গেছিল ভেবে খারাপ লাগছে ।

শুভকামনা । :)

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: বাজার ঘাটে কেনাকাটা করতে গেলে আমরা হরহামেশাই কত নকল পন্য কিনছি আসল ভেবে।
নিজের ভুলটা যখন অন্য কেউ ধরিয়ে দিয়ে বলে তুমি ঠকেছ তখন তো খারাপ যে কারও লাগবেই।আমার বান্ধবীরও হয়তো নকল পন্য কিনে ধরা খাওয়ার পর কিছুটা খারাপ লেগেছিল।কিন্তু তখন আমরা সেটা নিয়ে হাসাহাসিই করেছি শান্তনা দেওয়ার বদলে।
ধন্যবাদ নীলপরি সময় করে লেখাটি পড়ার জন্য।

৩৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২

ধ্রুবক আলো বলেছেন: এরকম ধোকা আমরাও প্রায়ই পেয়ে থাকি।

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪১

মোস্তফা সোহেল বলেছেন: বুঝে না বুঝে কত রকমের ধোকা যে আমরা রোজ রোজ খেয়ে চলেছি তার কোন ইয়ত্তা নেই।

৩৯| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাইয়া কেমন আছেন?
আপনার গ্রামের বাড়ি কোথায়?
click
আমার নতুন গল্প, নিমন্ত্রন রইলো।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১১

মোস্তফা সোহেল বলেছেন: প্রান্ত ভাল আছি।মনটা খারাপ থাকায় তোমার পাতায় গিয়েও গল্পটি পড়া হয়নি।সময় করে পড়ে মন্তব্য করব।
আমার গ্রামের বাড়ি যশোর জেলার ঝিকরগাছাতে।

৪০| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯

ব্লগার_প্রান্ত বলেছেন: মন ভালো হয়ে যাক ভাইয়া। যশোর জেলায় আমার এক বন্ধু আছে, তার নাম রাতুল।

৪১| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোন মানুষকে ঠকাবেন না। এক দিন এমন ঠকা ঠকবেন যে কেদেও কোন কুল কিনারা খুজে পাবেন না। মানুষকে ঠকানো পাপ কিনা জানি না। তবে মহাঅপরাধ এটা জানি।

০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: আমি ইচ্ছাকৃত কোন মানুষকে ঠকাতে চাইনা সাজ্জাদ ভাই।
ভাল থাকুন।

৪২| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৮:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাইয়া কেমন আছেন?
দয়া করে দোলার এই গল্পটি পড়ে আপনার মতামত দিন
click

৪৩| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: কম মূল্যে ভাল জিনিস কিনে লাভবান হবার প্রত্যাশা করাটা আমাদের একটা মানসিক ব্যাধি।
আমি বুড়ো লোকটাকে দোষ দিব না। সে তো শুধু মার্কেটিং করেছে পেটের দায়ে। দেখে শুনে জিনিস কেনাটা ক্রেতার দায়িত্ব।
যাহোক, মেয়েটা মোটেই ঠকেনি, বরং দশ টাকা কম গচ্চা যাওয়াতে সে লাভবানই হয়েছে। ৩৫ টাকা দিয়ে কিনলেও তার রঙ ফর্সা হতোনা। ফলাফল একই হতো।
বোকারা একটু বেশীই সহানুভূতিশীল হয়ে থাকে। মেয়েটা হয়তো বুড়োটাকে সাহায্য করার জন্যই ফেয়ার এন্ড লাকলী কিনেছিল।

২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: কম মূল্যে ভাল জিনিস কিনে লাভবান হবার প্রত্যাশা করাটা আমাদের একটা মানসিক ব্যাধি। একদম ঠিক বলেছেন ভাইয়া।
বুড়োটাকে আমিও দোষ দেই না।দোষ তাদের যারা নকল পন্য তৈরী করে।
আজকাল দেখে শুনে কিনতে গেলেও মনের মাঝে খটকা থেকে যায় আসলটা কিনলাম তো।
সময় করে লেখাটি পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.