নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

*** যাপিত জীবন! ***

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৫৬





ইজিবাইকটা রিজার্ভ করেছি।ঘন্টা আড়াইয়ের পথ।দরদাম করে ভাড়া ঠিক করলাম পাঁচ শত টাকা।চালকের নাম সুমন।

ভাড়া বেশি নিচ্ছেন না তো?

বলতেই বলল,আরও চালকের কাছে দরদাম করে দেখেন।

সুমন ছেলেটা পরিষ্কার,লম্বা দেখতেও অনেক সুন্দর।বয়সে আমার চেয়ে বছর তিনেকের ছোটই হবে হয়তো।চেহারার মাঝে মায়া মায়া একটা ভাব আছে।

ভাড়া ঠিক করার সময় সুমন কি একটা বিষয় নিয়ে বলল,আমি মিথ্যা বলি না, বড় কোন খারাপ কাজও করিনা।তবে আমার একটা বড় বদ অভ্যাস আছে।

সারা রাস্তা গল্প করেই আসছিলাম।দুজনে বেশ ফ্রি ভাবেই কথা বলছিলাম।এক সময় সুমনকে বললাম, আপনার বদ অভ্যাসটা কি আমি জানতে পারি?

একটু লজ্জিত ভাব নিয়ে সুমন বলল,আমার বদ অভ্যাসটা হল....

সুমনের বদ অভ্যাসটা কি জানতে ইচ্ছে করছে?
থাকনা কি দরকার অন্যর বদ অভ্যাস জানার।

আসুন তার চেয়ে আমরা একে অপরের ভাল দিক গুলিই জানি।




মন্তব্য ৭০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:০৫

শিমুল_মাহমুদ বলেছেন: এটা ভাল ছিল, মানুষের দোষত্রুটি না জানাই ভাল। ভাল দিকগুলোই খোজা উচিত। আপনাকে আমার ব্লগে স্বাগতম মোস্তফা ভাই।

২৪ শে মে, ২০১৮ দুপুর ২:০৭

মোস্তফা সোহেল বলেছেন: সত্যি মানুষের দোষ ত্রুটি না জানাই ভাল।
আপনার পাতায় ঘুরে আসব শিমুল ভাই।ধন্যবাদ।

২| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।

২৪ শে মে, ২০১৮ দুপুর ২:০৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল সাজ্জাদ ভাই।

৩| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:০৯

অচেনা হৃদি বলেছেন: প্রত্যেকের ভেতরেই কোন না কোন বদ অভ্যাস থাকে । লেখক ভালো বলেছেন, বদ অভ্যাস বাদ দিয়ে ভালো দিকগুলোই দেখা উচিৎ ।

২৪ শে মে, ২০১৮ দুপুর ২:১৩

মোস্তফা সোহেল বলেছেন: অচেনা হৃদি,লেখাটি পড়ে মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:১৮

কাইকর বলেছেন: ভাল ছিল

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:০৬

মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৫| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:৪৩

অনুতপ্ত হৃদয় বলেছেন: আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা প্রতিটি মানুষের মধ্যে, প্রতেক অবস্হায় কিছু ত্রুটি বের করবেনই। সমালোচনা না করলে যেন তাদের ভালোই লাগেনা । এই ধরনের মানুষই আমাদের সমস্ত শক্তি কেড়ে নেয়। এরা কিছুটা ছোয়াচে রোগের মত । এরা নিজেরা সমালোচনা করেই চুপ থাকেনা আশেপাশে যারা থাকেন তাদের মধ্যেও উত্তেজনার সৃষ্টি করে দেয়।

মানুষের মাঝে ভালো খারাপ দুইটাই থাকে । আপনি যদি সারাক্ষণ তার দোষ-ত্রুটি, ভালো -মন্দ,খুজতে থাকেন তাহলে অনেক খুজে পাবেন । আর একসময় হারিয়ে ফেলবেন ভালো মন্দের মাঝে লুকিয়ে থাকা আসল মানুষটিকে । কিন্তু যদি মানুষটিকে শুধু মানুষ হিসেবে বিবেচনা করেন তাহলে হয়তো সেই মানুষটিই একসময় আপনার কাছে ধরা দিবে প্রকৃত মানুষ হয়ে।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:০৮

মোস্তফা সোহেল বলেছেন: সব সময় অন্যর দোষ খুঁজে বেড়ানো কিছু মানুষের বদ অভ্যাস।অন্যর খারাপ দিক নিয়ে রসালো আলোচনা করতে আমরা খুবই পটু।ইসলামে এ ব্যাপারে খুবই কঠিন নির্দেশ আছে কিন্তু আমরা তা কজন মানি।
সুন্দর একটি মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাই।

৬| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৭| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:২২

কাওসার চৌধুরী বলেছেন: সোহেল ভাই, সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। আজ বরং নিজেদের একটা খারাপ অভ্যাস নিয়ে ভাবি।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: নিজের দোষ যদি সবাই নিজে নিজেই ধরা শিখতে পারত তাহলে কতই না ভাল হত।
ধন্যবাদ কাওসার ভাই।

৮| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: মানুষের ভালো দিকগুলো জানা ভালো .....



ভালো লিখেছেন ।।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:২২

মোস্তফা সোহেল বলেছেন: হু শাহরিয়ার ভাই।ধন্যবাদ আপনাকে।

৯| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাল কথা।
এবার থেকে অন্যের ভাল গুন, ভাগ নিতে হইবেক...:P

২৪ শে মে, ২০১৮ রাত ৯:২০

মোস্তফা সোহেল বলেছেন: তবে তাই নিয়েন নিজাম ভাই।

১০| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগ্রহ জাগিয়ে থামিয়ে দিলেন। সার্থক আপনি...

২৪ শে মে, ২০১৮ রাত ৯:২২

মোস্তফা সোহেল বলেছেন: আপনার সামান্য যে আগ্রহ জাগাতে পেরেছি তাতেই আমার লেখা স্বার্থক।
ধন্যবাদ আপনাকে।

১১| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:১৬

সুমন কর বলেছেন: হাহাহাহা..........

২৪ শে মে, ২০১৮ রাত ৯:২৩

মোস্তফা সোহেল বলেছেন: সুমন দা এই প্রথম আমার কোন লেখা পড়ে আপনি হাসলেন মনে হয়!!
তাহলে কি লেখাটা রম্য হয়ে গেল ;)

১২| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: হুমম আমারো এটা মনে কি দরকার খারাপগুলো জানার? মাঝেমাঝে এজন্যে মানুষকে কাছ থেকে জানতে মন চায়না। সবাইকে ভালো ভেবে সম্মান করতে ইচ্ছে করে।

শুভেচ্ছা।

২৬ শে মে, ২০১৮ সকাল ৯:৪২

মোস্তফা সোহেল বলেছেন: মানুষের খুব গভীরে গিয়ে আমারও কিছু জানতে ইচ্ছে করে না।আমরা মানুষ আমাদের মাঝে ভুল ত্রুটি থাকবেই।
সেই সব ভুল ত্রুটি নিয়ে কেউ কিছু বললে মানুষ হিসেবে কষ্ট পেতেই হবে।
কারও দোষ না খুজে শুধু ভাল দিক গুলো জানতে চাওয়া ভাল একটা গুন।

১৩| ২৬ শে মে, ২০১৮ সকাল ৯:২৪

ধ্রুবক আলো বলেছেন: হুম্মম, আসলেই।

২৬ শে মে, ২০১৮ সকাল ৯:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: আজকাল লেখার সময় পান না তাই না?
নতুন পোষ্ট দিন।

১৪| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ওমেরা বলেছেন: কথা ঠিক বলেছেন সোহেল ভাইয়া কার খারাপ গুন জানার দরকার নেই জানলেও সেটা গোপন রাখাই উত্তম ।
ধন্যবাদ সোহেল ভাইয়া ।

২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৪২

মোস্তফা সোহেল বলেছেন: আমরা অন্যর গোপন কথা জানলে সেটা প্রচার করতে মুখিয়ে থাকি যা মোটেও উচিত নয়।
আপনাকেও ধন্যবাদ ওমেরা লেখাটি পড়ার জন্য।

১৫| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৬

জুন বলেছেন: ছোট হলেও খুব সুন্দর করে লিখেছেন মোস্তফা সোহেল । অনেকের কৌতুহল এত বেশি যে ভদ্রতার সীমা অতিক্রম করে যায় । সবারই কিছু না কিছু ভালো মন্দ মুহুর্তের কিছু ভুল ত্রুটি থাকেই । এটা সবার বোঝা উচিত ।
+

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:২২

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের সমাজে একে অপরকে নিয়ে কৌতুহল একটু বেশি যা সব সময় সীমা অতিক্রম করে।মানুষের ব্যক্তিগত বলে যে কিছু বিষয় থাকতে পারে তার জ্ঞান অনেকেরই নেই।
সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ জুনাপি।

১৬| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৩০

ভুয়া মফিজ বলেছেন: অন্যের গুন জানার চেয়ে দোষ জানার আগ্রহ আমাদের অনেক বেশী। তবে উচিত কাজটা হলো গুন জানা, দোষ নয়।
মেসেজটা খুব ভালোভাবেই দিয়েছেন লেখাতে।
+++++

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: আমরা মানুষের ভাল দিকটা চেয়ে খারাপ দিকটা নিয়ে সমালোচনা করে মজা পাই যা একটা বড় খারাপ অভ্যাস।
ধন্যবাদ মফিজ ভাই।

১৭| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:০২

ভুয়া মফিজ বলেছেন: আমরা মানুষের ভাল দিকটা চেয়ে খারাপ দিকটা নিয়ে সমালোচনা করে মজা পাই যা একটা বড় খারাপ অভ্যাস।
এটা হলো গীবত, কঠিন গুনাহের কাজ! আমরা সবাই এটা জানি; তারপরও আমরা করি, নিছক আনন্দ পাওয়ার জন্য।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: পুনরায় এসে মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ মফিজ ভাই।

১৮| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার অভিজ্ঞতায় দেখেছি- এটা মানুষের একটা অ্যাটিচুডের ব্যাপার। পজিটিভ অ্যাটিচুডের মানুষেরা সব মানুষের মধ্যেই ভালোটা দেখতে পান সবার আগে এবং ভাইস ভার্সা।

ভালো লাগলো ক্ষুদ্র পোস্ট।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল খলিল ভাই।
ধন্যবাদ।

১৯| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:০১

মিথী_মারজান বলেছেন: বাহ্!
চমৎকার এক আত্ম উপলব্ধি।
সুন্দর জীবনের সহজ সরল ছোট্ট মূলমন্ত্র।
সবাই মিলে সুখী হওয়ার উদার আহবান।
দারুন লিখেছেন ভাইয়া।:)

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

মোস্তফা সোহেল বলেছেন: মিথী আপু সুন্দর একটি মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

২০| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৪

জোকস বলেছেন: ছোট পোস্ট দেইখা পড়তে ভালোই লাগছিল, শেষে আইসা দিলেনতো গিট্রু বাধাইয়া। :`>




ভালো লাগলো ।

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

মোস্তফা সোহেল বলেছেন: আমি গিট্টু লাগাইতে ফছন্দ করি ;)

২১| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩৫

আখেনাটেন বলেছেন: পজিটিভ লেখা। ভালো লাগল।

শুভকামনা সুন্দর লেখাটির জন্য ব্লগার মোস্তফা সোহেল।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: সময় করে নিজের ভাললাগা টুকু জানিয়ে যাওয়ার জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা আপনার জন্যও।

২২| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো থাকবেন।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: প্রান্ত কি হয়েছে? হঠাৎ এ কথা কেন।ব্লগে কি কিছু দিন আসবে না?
তুমিও অনেক ভাল থেকো।

২৩| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:০৩

প্রামানিক বলেছেন: সুন্দর একটি উপদেশ, অন্যের খারাপ অভ্যাস না শুনে ভালোটা শোনা ভালো। ধন্যবাদ চমৎকার লেখার জন্য।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ ভাইয়া।

২৪| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:২৯

শামচুল হক বলেছেন: চমৎকার উপদেশমূলক লেখা। ধন্যবাদ

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া লেখাটি পড়ার জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ।

২৫| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৪

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

এসব বাদ দিয়ে কবিতা পোস্ট করেন।

কবিতা!

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৪১

মোস্তফা সোহেল বলেছেন: বিজন দা আমি ভাল আছি।আশা করি আপনিও অনেক ভাল আছেন?
কবিতা তো লিখবেন আপনি।মনে আসা কিছু ভুলভাল শব্দ আওড়ালেই কি আর কবিতা হয়।
সত্যি বলতে কি এখন আর কবিতা লিখতে পারি না।লিখতে ইচ্ছে করলেও কেন জানি লেখা হয় না।
আপনি তো কবিতা তেমন শেয়ারই করেন না আমাদের সাথে।আপনার কবিতা পড়ার অপেক্ষায় রইলাম।

২৬| ০৭ ই জুন, ২০১৮ রাত ১১:২২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আকারে, চরিত্রে উভয়েই ছোটগল্প! মোস্তফা সোহেল ভাই, উপসংহারটা অসাধারণ।
অন্যের ভাল দিকগুলোর দিকে নজর দিলে নিজেরও পজিটিভ দিকগুলোও প্রস্ফুটিত হবে।

০৮ ই জুন, ২০১৮ রাত ৯:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জহিরুল ভাই।

২৭| ১০ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


আসলে, কাউকে আপন ভাবলে, তার সবকিছু জেনেও আপন ভাবা সম্ভব।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৫

মোস্তফা সোহেল বলেছেন: তার জন্য নিজেকে তো বড় মনের মানুষ হতে হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

২৮| ১১ ই জুন, ২০১৮ রাত ১২:০১

শামচুল হক বলেছেন: কানাডার জঙ্গলে এক রাত দ্বিতীয় পর্ব দেয়া আছে সময় পেলে পড়ার জন্য অনুরোধ রইল।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৫

মোস্তফা সোহেল বলেছেন: পড়েছি ভাইয়া।

২৯| ১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে কিন্তু ভালো অভ্যাসটাই দেখা উচিৎ, খারাপটা না জানাই ভালো

ভালো পরামর্শ দিলেন ভাই

১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩০

মোস্তফা সোহেল বলেছেন: সময় করে লেখাটিতে মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ নয়ন ভাই।

৩০| ১৩ ই জুন, ২০১৮ রাত ১০:৩৩

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,




শেষ হইয়াও হইলোনা শেষ !
মিথী_মারজান সুন্দর বলেছেন । চাঁদগাজীর মন্তব্যটিও দারুন ।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া।

৩১| ১৬ ই জুন, ২০১৮ ভোর ৫:১৬

সৈয়দ তাজুল বলেছেন:

ঈদ মোবারক সোহেল ভাই। ঈদের শুভেচ্ছা জানবেন।


বেচারা ড্রাইভার! !:#P

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৫০

মোস্তফা সোহেল বলেছেন: দেরিতে হলেও আপনাকেও ঈদের শুভেচ্ছা তাজুল ভাই।

৩২| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ২:২০

কামরুননাহার কলি বলেছেন: অনেক দিন যাবত কিছু পোস্ট করছেন না যে ভাইয়া। কোন কমেন্টও তো পাইনা ভাইয়া্।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৫১

মোস্তফা সোহেল বলেছেন: কেন জানি এখন আর আগের মত লেখা পোষ্ট দিতে ইচ্ছে করে না।আর সময়ও কম পায়।
কমেন্ট তো কম বেশি সবার লেখায় করতে চেষ্টা করি।যখনই সময় পায় সামনে যে পোষ্ট দেখি ভাল লাগলে কমেন্ট তো করি।

৩৩| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:০৬

নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন । ++++

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ নীলপরি।

৩৪| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪১

জাহিদ অনিক বলেছেন:

আহা !

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৬

মোস্তফা সোহেল বলেছেন: সময় করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ কবি সাহেব।

৩৫| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট একটা লেখার মাধ্যমে বুঝিয়ে দিলেন, কারো দোষ ত্রুটি অন্বেষণ করা উচিত নয়, এ ব্যাপারে কৌতুহল থাকাও উচিত নয়।
পোস্টে প্লাস + +
আসলে, কাউকে আপন ভাবলে, তার সবকিছু জেনেও আপন ভাবা সম্ভব - ২৭ নং মন্তব্যে চাঁদগাজীর এ মন্তব্যটা ভাল লেগেছে। তদুত্তরে আপনার প্রতিমন্তব্যটাও। +

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫১

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে আপনার ভাললাগা টুকু জানিয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.