নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

*** আছে কি আপনার confidence ? ***

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১২




confidence অর্থ আত্ববিশ্বাস।প্রতিটি মানুষের মধ্যেই কম বেশি কনফিডেন্স থাকা উচিত।যার মধ্যে কনফিডেন্স নেই সে নাকি আত্বনির্ভরশীল নয়।অনেক সময় অনেকে কথার মাঝে অন্যকে বলে তোর মাঝে এতটুকু কনফিডেন্স নেই তো এ কাজ করবি কি করে?কথাটি অতি সঠিক কথা যার মাঝে কনফিডেন্স থাকে না সে কোন কাজই ভাল করে করতে পারে না।তাই সকলের মাঝে কনফিডেন্স থাকাটা অতি জরুরী।নিজের মধ্যে কনফিডেন্স না থাকলে কোন কাজে জয়ী হওয়া যায় না।
সামু বন্ধুদের কার কেমন কনফিডেন্স আছে সেটাই জানতে হাজির হয়েছিলাম বেশ কয়েক জন সামু বন্ধুর কাছে।


খায়রুল আহসান - আমার সততাই আমার আত্ববিশ্বাস।যে ব্যক্তি যত সৎ তার ভেতরে কনফিডেন্স তত বেশি।

আরাফ আহনাফ- আরে ভাই আমার মাঝে কনফিডেন্স আছে বস্তা বস্তা।নিবেন নাকি এক বস্তা?
আচ্ছা আপনার মাঝে যে কনফিডেন্স আছে তার একটি উদাহরন যদি দিতেন?
এই আমি এস এস সি পরীক্ষায় পরপর ছয়বার ফেল করার পরে সপ্তমবারে পাশ করেছি।নিজের মধ্যে যদি কনফিডেন্স নাই থাকতো তাহলে কি এতবার পরীক্ষা দিতাম?

ধ্রুবক আলো- আমি বেকার মানুষ তবুও আমার মাঝে কনফিডেন্সের কোন অভাব নেই।এ পর্যন্ত ২০২ জায়গায় চাকরীর ইন্টারভিউ দিয়েছি কিন্তু এক জায়গাতেও চাকরি হয়নি।শুধু শুধু ১২ জোড়া স্যান্ডেল ছিড়ল।তবুও এখনও আমি চাকরীর ইন্টারভিউ দিয়ে যাচ্ছি।নিজের মধ্যে যদি কনফিডেন্স নাই থাকতো তাহলে কি এত জায়গায় ইন্টারভিউ দিতাম?

পুলক ঢালী- ভাই সামনের মাসে আমার শুভ বিবাহ।বিয়ে করতে গেলে নাকি নিজের মধ্যে প্রচুর কনফিডেন্স থাকা দরকার।আমার মধ্যে যদি কনফিডেন্স নাই থাকে তাহলে বিয়ের কথা ভাবছি কি করে?

মো: মাইদুল সরকার- আমি ১০০% আত্ববিশ্বাস নিয়েই বলছি আমার মাঝে কনফিডেন্স আছেই।

আবুহেনা মো: আশরাফুল ইসলাম - মেয়েরা আমাকে দেখলেই ১০০ হাত দূরে থাকার চেষ্টা করে।এ পর্যন্ত যত মেয়েকেই ভালবেসেছি কেউই আমাকে ভালবাসেনি।তবুও আমার মাঝে কনফিডেন্স আছে একদিন কেউ না কেউ আমাকে ভালবাসবেই।

নাঈম জাহাঙ্গীর নয়ন- আমি রাজনীতি প্রিয় মানুষ।এ পর্যন্ত আমাদের ইউনিয়ন থেকে ৫ বার চেয়ারম্যান পদে দাড়িয়েছি।তবুও একবারও পাশ করতে পারিনি।সামনের বার আবারও আমি চেয়ারম্যান পদে দাড়াবো।কারন আমার মাধ্যে কনফিডেন্স আছে যে,জনগন আমাকে একদিন না একদিন ভোট দিয়ে জয় যুক্ত করবেই।

সামুপাগলা ০০৭ - আমি সকাল বিকাল তিনবেলা কাগজে কনফিডেন্স লেখা পানি দিয়ে ভিজিয়ে খাই।আমার ভেতরে কনফিডেন্স না থেকে পারেই না!

কথার ফুলঝুরি! - একটা বাংলা ছিনেবা বানাবো!বর্তমানে বাংলা ছিনেমার যা দূর্দিন যাচ্ছে এই সময়ে একটা বাংলা ছিনেমা বানাতে গেলে কি কম কনফিডেন্ট হলে চলে?

জাহিদ অনিক - ভাবছি কবিতা লিখে বড় লোক হমু।কনফিডেন্সের অভাব থাকলে নিশ্চয় এমন কথা ভাবতে পারতাম না!

মন্তব্য ৫০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

স্রাঞ্জি সে বলেছেন:

আছে আছে ঢের আছে =p~

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২

মোস্তফা সোহেল বলেছেন: আমি মনে করি সামুর সকল ব্লগারদের মাঝে কনফিডেন্স ভরপুর।
লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,



আহ..হা.... এ দেখি কনফিডেন্সএ ভরা মন্তব্য ! ;) B-)
আমিও কনফিডেন্টলি বলছি, আমার অবস্থাও আবুহেনা মোঃ আশরাফুল এর মতো ...:( :(( :P

আর খায়রুল আহসান এর মন্তব্যটিকে কনফিডেন্টলি লাইক দিলুম । এটিই আসল কনফিডেন্স ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: হেনা ভাইয়ের মত আপনিও কোন মেয়ের ভালবাসা পাননি আজ পর্যন্ত!আহা দুঃখ না করে কনফিডেন্সের সহিত হেনা ভাইয়ের মত চেষ্টা চালিয়ে যান।নিশ্চয় উপরওয়ালা কোন না কোন ব্যবস্থা করে দিবেন ;)

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

আকিব হাসান জাভেদ বলেছেন: আমার ও কনফিডেন্স আছে , একদিন লেখক হবো । বইয়ের নাম হবে হ য ব র ল । তবে over confidence ভাবতেই ভালোাবসি ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: সামুতে যখন আছেন তখন লেখক হইয়াই গেছেন!
আপনার বইয়ের নামটা কিন্তু খারাপ হবে না ;)

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা ! দারুন তো =p~

লেখার ভূমিকা অংশটুকু একদম ঠিক বলেছেন ভাইয়া । যে কোন কিছুর ক্ষেত্রে কনফিডেন্স হচ্ছে আসল ।

আমি সব রেখে কিনা বাংলা সিনেমা বানাবো :(( ওকে ডান । আপনাকেও ওই সিনেমায় একটি রোল দিয়ে দিবনে =p~

তবে আমি বলবো এই ভাবে "কে বলেছে আমার কনফিডেন্স নেই। কনফিডেন্স না থাকলে কি, দু একবার গল্প লিখে ফেল হবার পরেও আবার আমি গল্প লেখার সাহস করি :P দরকার পরলে ধ্রুবক ভাইয়ার মত ২০২ টা গল্প লিখবো, আরাফ ভাইয়ার মত অনেকবার ফেল হব তবুও গল্পে আমি প্লাস চাই ই চাই। এই না হলে কনফিডেন্স ;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১০

মোস্তফা সোহেল বলেছেন: বাংলা ছিনেমার এই দূর্দিনে আপনারা যদি বাংলা ছিনেমা বানাতে না এগিয়ে আসেন তাহলে কি হবে।
ইস আমার কত দিনের শখ বাংলা ছিনেমায় অভিনয় করব ;)

দু হাত খুলে গল্প লিখতে থাকুন নিশ্চয় ভাল হবে।আমার মাথায় অনেক প্লট আসে কিন্তু আলসেমি করে লেখা হয় না।এক সময় প্লট গুলো হারিয়েও যায়।
ভাবছি গল্পের প্লট বিক্রি করার ব্যবসায় নামব।ভাল হবে না?

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২১

সনেট কবি বলেছেন: আমি এ বিষয়ে এখনো ভাবার সময় পাইনি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

মোস্তফা সোহেল বলেছেন: আপনার কনফিডেন্সের কোন অভাব নেই ভাইয়া।যে ভাবে একের পর এক সনেট লিখে চলেছেন সত্যি মাঝে মাঝে অবাক হই!

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

জুন বলেছেন: আমার পরিচিত একজন থাকে কনফিডেন্স টাওয়ার নামে এক কন্ডোতে। কিন্ত তার মাঝে কনফিডেন্স এর বড়ই অভাব দেখতে পাই ;)
লেখাটি ভালোলাগলো মোস্তফা সোহেল বিশেষ করে সবার বক্তব্যগুলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

মোস্তফা সোহেল বলেছেন: ইহাতে বোঝা যায় কনফিডেন্স টাওয়ারে থাকিলেই কনফিডেন্স লাভ করা যায় না ;)
লেখাটি পড়ার জন্য ধন্যবাদ জুনাপি।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

ভুয়া মফিজ বলেছেন: কনফিডেন্স খুবই দরকারী জিনিস। সবার মাঝেই ইহা প্রচুর পরিমানে থাকা উচিত! :)

আপনার কি অবস্থা?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১১

মোস্তফা সোহেল বলেছেন: আরে তাই তো আমার অবস্থা কি!
দেখুন তো কারবার অন্যদের কনফিডেন্সের খবর নিতে গিয়ে আমার নিজের কনফিডেন্স কতটু আছে সেটা জানতেই ভুলে গেছি।
জেনে পরে আপনাকে গোপনে জানাবো মফিজ ভাই। ;)

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

ধ্রুবক আলো বলেছেন: মাঝে মইধ্যে Confidence এর বানান লিখতেও কনফিডেন্স পাই না!
অবস্থা সুবিধার না!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

মোস্তফা সোহেল বলেছেন: বানানে আমি ব্যাপক কাঁচা।
সময় করে এসে মন্তব্য করে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ভাই।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

রাকু হাসান বলেছেন: বাহ চমৎকার তো :) সবার টা পড়লমা । জেনে ভালো লাগছে । কিন্তু সামু পাগলী আপুর টা ... B-) B-) :)
জ্ঞানীদের সম্পর্কে জানার একটু সুযোগ হলো ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ হাসান ভাই।
ভাল থাকুন সব সময়।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

নীল আকাশ বলেছেন: আমার কনফিডেন্স নিয়ে ব্যাপক প্যারা আছে।!
শেয়ার মার্কেটে এইটা কিনে যেই ধরা খেয়েছিলাম? ৩ বছর লাগছে তাও ব্রেক ইভেনে বের হতে পারি নি।
আবার বলেন কনফিডেন্স?
ন্যাড়া একবারই যায় বেলতলা :`>

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

মোস্তফা সোহেল বলেছেন: কনফিডেন্স থাকা ভাল তবে ওভার কনফিডেন্স খারাপ।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাহ ! নতুন আইডিয়া নিয়ে লেখা পড়ে বিনোদিত হলুম।

২ পর্বে আরও বেশি কনফিডেন্স নিয়ে হাজির হবেন এই আশাবাদ ব্যক্ত করলুম।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি আপনাকে আনন্দ দিতে পেরেছে জেনে ভাল লাগল মাইদুল ভাই।
২য় পর্ব মনে হয় আর হবে না তবে আপনার কথা মাথায় থাকল।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

রক বেনন বলেছেন: কনফিডেন্স সিমেন্ট খুব ভালো কাজ দেয়। দৃঢ়, মজবুত গাঁথুনির অঙ্গীকার দেয়।


১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

মোস্তফা সোহেল বলেছেন: সত্যি কনফিডেন্স নামে সিমেন্ট আছে জানা ছিল না তো!
ধন্যবাদ ভাই।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ সব কনফিডেন্স তুলে ধরেছেন হা হা হা, ভালো লাগলো আপনার কনফিডেন্স।

আসলেই সত্য ও গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন, কনফিডেন্স অতি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি মানুষের জীবনে। প্রতিটি কাজের শুরুতে আত্মবিশ্বাস থাকতে হয় যে কাজটি আমি শেষ করতে পারবো। বিশ্বাস মানুষকে কাজে সফলতার দিকে অর্ধেক এগিয়ে নেয়, মনের জোড়টাই বড় জোড়।

ভালো লাগলো ভাই,
তবে আমার সম্পর্কে যা লিখেছেন তা মনে হয় না, কারণ আমার জীবনের সব সফলতা ও ব্যর্থতা প্রথম বারেই ডিসাইড পেয়েছি, তাছাড়া আমার এলাকার জনগণের উপর আমার কনফিডেন্স আছে যে আমি নির্বাচনে গেলে ওরা প্রথম বারেই আমাকে জয়ী করবে হা হা হা।

ভালো লাগা জানবেন পোস্ট ও পোষ্টের বিষয়বস্তুর উপর, আশা করি সেই কনফিডেন্স আপনার আছে।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই লেখাটি মজা করার জন্য তা আর বলতে হবে না নিশ্চয়?তবে এটা ঠিক দৃঢ় আত্ববিশ্বাস মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়।
মনে জোর না পেলে কোন কাজই ভাল ভাবে শেষ করা যায় না।
আপনার মত ভাল মনের মানুষকে সবাই চোঁখ বন্ধ করেই ভোট দিবে।তা বেঁচে থাকলে চাকরি থেকে অবসরের পর একবার জনগনের সেবা দিতে নির্বচনে দাড়িয়ে দেখতে পারেন।
আপনার জন্যও অনেক শুভ কামনা রইল ভাই।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: আমার নাম তো দেখতে পেলাম না !!!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

মোস্তফা সোহেল বলেছেন: আরে তাই জো রাজীব ভাইয়ের নামই তো নেই!
আপনার কনফিডেন্স জানতে গিয়ে হয়তো আমার কনফিডেন্স হারিয়ে গিয়েছিল আর তাই... ;)

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: আমি ভীতুমানুষ। যেখানে ক্যাচাল বা ঝামেলা আছে বুঝে দূরে থাকি। তবুও হঠাৎ করে কখনও কখনও বিপদে পড়ে যাই। সেক্ষেত্রে আগেভাগে হার স্বীকার করে নিরাপদে সরে যায়। আমি এটুকু জানি আমি একজন ব্যক্তিত্বহীন মানুষ ।

উপরে যাদের পরিচয় পেলাম, তাঁদেরকে আমার অন্তরের ভালোবাসা ও শুভকামনা রইল।

অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাকে ।


১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

মোস্তফা সোহেল বলেছেন: আরে এ ভাবে বলছেন কেন!যারা খারাপ মানুষ তারাই ব্যক্তিত্বহীন।আশা করি আপনি খারাপ মানুষদের দলে নন।
ভিষন ভাল থাকুন।

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

তারেক_মাহমুদ বলেছেন: আমার কনফিডেন্স লেভেল ০ তাই জীবনে যা চেয়েছিল তার ২০ভাগের একভাগ ও পেলাম না। তবে কনফিডেন্স সিমেন্টের শেয়ার কিনে ভাল লাভ করেছি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: যাক কনফিডেন্স সিমেন্টের শেয়ার ক্রয় করে তো লাভ করেছেন।পূরুষ মানুষের হাতে বেশি টাকা থাকলে কনফিডেন্সের অভাব হয় না ;)

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৩

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহাহা দারুণ !!
পুরাই কনফিডেন্সের সাথে পোস্ট পড়লাম :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০

মোস্তফা সোহেল বলেছেন: পোষ্ট পড়ার জন্য আপনাকে এক বস্তা কনফিডেন্স ফ্রি দেওয়া হল ;)
ধন্যবাদ আপু।

১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

সুমন কর বলেছেন: হাহাহা............ভালো পোস্ট। সিরিয়াস এবং মজাও ছিল।
+

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পোষ্ট দিতে গিয়ে আমার অতটা কনফিডেন্স ছিল না!
তবে আপনার কমেন্ট পেয়ে এখন বেশ কনফিডেন্স পাচ্ছি।
ধন্যবাদ সুমন দা।

১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

প্রামানিক বলেছেন: দারুণ পোষ্ট

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।

২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

শুপ্ত বলেছেন: কনফিডেন্সটা হলো মুড়িড় ঠোঙ্গার মতো একটু মুড়িয়ে গেলেই ফিনিস।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

মোস্তফা সোহেল বলেছেন: কনফিডেন্স ধরে রাখাটাই মুশকিল!
ধন্যবাদ শুপ্ত।

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

সৈয়দ ইসলাম বলেছেন:
কনফিডেন্সেপূর্ণ পোস্টটি পড়ে নিজের কনফিডেন্স খোঁজে পাচ্ছি না!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

মোস্তফা সোহেল বলেছেন: পোষ্টটি তো আর কনফিডেন্স পাওয়ার জন্য নয়।
বরং কনফিডেন্স ফিউজ করার জন্য ;)
মন্তব্যের জন্য ধন্যবাদ সৈয়দ ভাই।

২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

নজসু বলেছেন: সত্যি তো আত্মবিশ্বাস থাকলে জীবনে পিছন ফিরে তাকাতে হয়না।
সুন্দর বিষয়ের একটি পোষ্ট।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: দৃঢ় আত্ববিশ্বাস মানুষকে অনেক দূরে এগিয়ে দেয়।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ নজসু।

২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: শুরুতেই আপনাকে ধন্যবাদ এতো সুন্দর শিক্ষণীয় একটি পোষ্ট আমাদের কে উপহার দেওয়ার জন্য।
চাইলে এই পৃথিবীতে সবই সম্ভব,আর কনফিডেন্স হলো এমন একটি জিনিস যা আমাদের মনের ভেতর ধীরে ধিরে জন্মায় আসলে। এটাই সত্যি। শত হাজার কষ্টের পথ পাড়ি দিয়েও যে ব্যক্তি বলে,না আমি প্রস্তুত সব কিছুর জন্য। তাই কনফিডেন্স।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।
শত হাজার কষ্টের পথ পাড়ি দিয়েও যে ব্যক্তি বলে,না আমি প্রস্তুত সব কিছুর জন্য। তাই কনফিডেন্স।বাহ কনফিডেন্সের দারুন একটা সঙ্গা দিয়েছেন।
ধন্যবাদ প্রভা।অনেক ভাল থাকবেন।

২৪| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯

খায়রুল আহসান বলেছেন: হায় হায়, আমাকে দিয়েই শুরু করেছেন এ পোস্ট?
যাক, তবে আমি নিজে কোনদিন না বললেও, আপনি ঠিকই ধরেছেন। ওটাই আমার কনফিডেন্সের ভিত। ওটা ঠিক থাকলে আর কোন ভয় থাকেনা।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০১

মোস্তফা সোহেল বলেছেন: সময় করে পোষ্টে মন্তব্য করে যাওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

২৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

ফয়সাল রকি বলেছেন: উপকারী ও তথ্যমূলক পোষ্ট! এক পোষ্টেই কত কিছু জানা গেল!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

মোস্তফা সোহেল বলেছেন: সময় করে পোষ্ট পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ফয়সাল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.