নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

*** তাপসীকে লেখা খোলা চিঠি ***

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১১



তাপসী,আজকাল কেমন আছিস জানতে চাওয়াটাও মনে হয় কেমন কেমন হয়ে গেছে তাইনা?আমরা বর্তমানে একটা কঠিন সময়ে মধ্যে আছি।না পারি নিজেদের সুখে রাখতে না পারি আমাদের চারপাশের মানুষদের সুখের জন্য কিছু করতে।সবাই যেন একটা মূখোশ পরে শুধু মেকিতাই প্রদর্শন করে যাচ্ছে।
তাই এখন কাউকে বলতে ইচ্ছে করে না,মন থেকে জানতেও ইচ্ছে করে না কেমন আছ/আছিস।

আবার নিজের ভিষন কষ্ট গুলো শুধু আড়াল করেই বাঁচতে ইচ্ছে করে।কষ্টের কথা কাউকে বলেই বা কি লাভ বল?আমার কাছে যে বিষয়টা হয়তো ভিষন কষ্টের সেই একই বিষয়টি কারও কাছে খুবই হাস্যকর।
তুই যদি চাস নিজেকে একেবারে গুটিয়ে নিবি সেটাও পারবি না।নিজেকে খোলস বন্দী করা সহজ নারে।বেঁচে থাকতে হয় তাই আমাদের বেঁচে থাকা।নিজের সাথে নিজের কি দূর্দান্ত অভিনয়।আমরা সবাই এখন পরিপক্ক অভিনেতা/অভিনেত্রী হয়ে গেছি!

সুখী মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর।সবাই কোন না কোন মনের কষ্টে ভুগে যাচ্ছে দিনের পর দিন।প্রথমে হয়তো মনের কষ্টটা কম থাকে কিন্তু পরে সেটা বাড়তে বাড়তে পাহাড় সম হয়ে দাড়ায়।সেই কষ্টের সামনে নিজেকে কি যে অসহায় লাগে তা ভুক্তভোগী ছাড়া কেই বা বলতে পারবে।কেউ বলতে পারলেও কি অন্যরা তা বুঝবে?মনের কষ্ট কেউ বোঝে নারে।

তোর কোন কিছু কখনই আমি সে ভাবে জানতে চাইনি।তুইও সে ভাবে কখনই কিছু বলিসনি।
এখন মনে হয় তুই অনেক এ্যাডাল্ট হয়ে গেছিস।তোর জন্য কখনই কিছু করতে পারিনি।তাই এক রকমের হীনমন্নতায় ভুগি।আমার যদি সামর্থ থাকত তবে আমি যে কয়েকজন মানুষকে সুখী করতাম তুই তাদের মধ্যে একজন।তোর সুখ যেমন আমাকে আনন্দিত করে আবার তোর দুঃখ গুলোও আমাকে ছুঁয়ে যায়।
আচ্ছা আমি কি কখনও তোকে বলেছি,তোকে আমি ভালবাসি?তু্ই কিন্ত নিজে থেকেই বুঝিস আমি তোকে ভালবাসি।ভালবাসার কথা সে ভাবে না বললেও চলে।একটু অনুধাবন করলে হয়তো বোঝা যায় আমাকে সত্যিকারের কে ভালবাসে।

আর কতদিন আমরা বাঁচব বল?দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি।মৃত্যুর আগে আমরা হয়তো প্রকৃত সুখের মুখ দেখে যেতে পারব না।
মানুষের অপরিনামদর্শি চাহিদার কারনে হয়তো কেউই প্রকৃত সুখী হতে পারে না।কিন্তু আমাদের চাওয়া কি খুব বেশি ছিল?তারপরও আমাদের সামান্য চাওয়া পূরন হয়নি।আমাদের লড়তে হয়েছে অভাবের সাথে,নিজের পরিবারের সাথে,আর কিছু আনকালচার মানুষের সাথে।
তোর দুঃখ গুলো আমার সাথে শেয়ার করার মত হলে করিস।হয়তো আমাকে শেয়ার করলে তোর বুকের ভেতরটা হালকা হবে।
আমি কি আর কষ্ট পাব বল।কষ্টের সাথেই তো দিন রাত্রি বসবাস।
ভাল থাকিস

মন্তব্য ৫০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: হৃদয়স্পর্শী চিঠি।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১

মোস্তফা সোহেল বলেছেন: চিঠিটি আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।
ধন্যবাদ হাসিব ভাই।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০২

সৈয়দ ইসলাম বলেছেন:
"তোর দুঃখ গুলো আমার সাথে শেয়ার করার মত হলে করিস।হয়তো আমাকে শেয়ার করলে তোর বুকের ভেতরটা হালকা হবে।"


হ্যা, এজন্য আমিও তাকে বলতাম। কিন্তু সে তো আর আমার মত দুঃখি না!

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬

মোস্তফা সোহেল বলেছেন: তাহলে দুঃখ শেয়ার করতে হলে দুখী মানুষের কাছে করতে হবে?
সৈয়দ ভাই চিঠি কেমন লাগল বললেন না কিন্তু?

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২

সৈয়দ ইসলাম বলেছেন:
লেখক বলেছেন: তাহলে দুঃখ শেয়ার করতে হলে দুখী মানুষের কাছে করতে হবে

না ভাই, সেটা না। আমার প্রিয়তমা আমার কাছে তার কিছু বলতো না! হয়ত সে সুখি ছিল তাই (আমি কষ্ট পাব বলে বলতো না মনে করলে আমি আরও কষ্ট পাব তাই এটা ভাবিছি না! ; বড়ই স্বার্থপর আমি)

চিটি খুবই ভাল লাগছে। ইচ্ছে আছে আমার এক্স গার্ল ফ্রেণ্ডের কাছে এমন একটা চিঠি লেখুম, কিন্তু আমি যে লিখতে পারি না! হ্যা, আপনারে দিয়ে লেখামু, ঠিক আছে না!

যাক আপনি কেমন আছেন?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: আমি আল্লাহর রহমতে ভালই আছি।আশা করি আপনিও অনেক ভাল আছেন?

চিঠি লিখতে আমার খুব ভাল লাগে।আগে অনেক চিঠি লিখতাম।এখনও মাঝে মাঝে দু একজনকে লিখি।
আপনার এক্স গার্ল ফ্রেন্ডের জন্য চিঠি লিখে দিতে আমি রাজি কিন্তু তার জন্য তো কিছু মাল-পানি লাগবে ;)

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২২

রাকু হাসান বলেছেন: কাব্যিক চিঠি পড়ে দারুণ লাগলো । এক তাপসি পারে কিছুটা হলেও ভালোলাগা দিতে । তাপসি ফিরে আসো আমাদের মাঝে :)

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: হাসান ভাই চিঠিটি পড়ে আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল।

আর তাপসী তো আমাদের মাঝেই আছে!

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৯

মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ রাজীব ভাই।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১

তারেক_মাহমুদ বলেছেন: বাহ সত্যি খুব সুন্দর কথামালা, দারুণ কাব্যিকতায় ভরা চিঠি। লাইক দিলাম।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১০

মোস্তফা সোহেল বলেছেন: চিঠি পড়ার জন্য ধন্যবাদ তারেক ভাই।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২০

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লিখেছেন। +

শুভকামনা রইল।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৮

মিথী_মারজান বলেছেন: চিঠি মানেই নিখাদ অনুভূতি।
ভালোবাসা, অব্যক্ত অনুরাগ আর মমতায় ঘিরে থাকা প্রতিটা অনুভূতি নিয়ে একটি যত্নবান সম্পর্কের গল্প এটা।
চিঠি পৌঁছে যাক কাঙ্খিত গন্তব্যে।
তাপসী খুব ভাগ্যবতী, এমন নিবিড় অনুভবেই হৃদয়ে থাকুক সবসময়।:)

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: মিথী আপু,তাপসী নিজেকে ভাগ্যবতী মনে করে আমার কাছ থেকে এমন চিঠি পেয়ে।আমি অবশ্য ওর কথা শুনে লজ্জা পাই।
সত্যি চিঠি মানেই নিখাদ অনুভুতি।
সুন্দর একটি মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
সব সময় ভাল থাকুন এ কামনায় করি।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

প্রামানিক বলেছেন: চিঠির বক্তব্য এবং লেখার স্টাইল সুন্দর হয়েছে। ধন্যবাদ

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:০৬

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পাঠ ও মন্তব্যে ধন্যবাদ প্রামানিক দা।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:

মিথীর সাথে আমি একমত, তাপসী খুব ভাগ্যবতী, এমন নিবিড় অনুভবেই হৃদয়ে থাকুক সবসময়।
তা কচ্ছিলাম- এই লদকা লদকির কাহিনী ভাবি কি জানে? :P

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:০৯

মোস্তফা সোহেল বলেছেন: হায় হায় কন কি গিয়াস ভাই!লদকা লদকি কই দেখলেন? দ্রুত ডাক্তারের কাছ থেকে একটা চশমা নিয়ে নিবেন।
পাশের দেশে কিন্তু পরকীয়া বৈধ হু কইয়া দিলাম।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:

দেশে মোবাইল ফোন আইছে চিঠি বন্ধ হয়েছে। ;)


চিঠি ভালো লিখেছেন গো ভাই।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:১১

মোস্তফা সোহেল বলেছেন: এখন মোবাইল ফোনেই ঠিঠি লিখি গো কবি সাহেব।
তা কবির নতুন কবিদা দেখছি না কেন?
নাকি পরের ক্রিয়া নিয়ে ব্যস্ত।আবার যেন পরকীয়া পইড়েন না।

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯

সুমন কর বলেছেন: চিঠি পড়িনি !! উপস্থিতি জানান দিয়ে গেলাম...............

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩

মোস্তফা সোহেল বলেছেন: কোন একটা চিঠিতে মনে হয় বলেছিলেন,আপনি চিঠি পড়তে ভাল বাসেন না।
না পড়লে সমস্যা নাই,আপনার উপস্থিতি সব সময়ই আমাকে আনন্দ দেয়।
অনেক ভাল থাকুন সুমন দা।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০

মোস্তফা সোহেল বলেছেন: লেখা পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

১৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


মৃত্যুর কথা আসে কেন, ধর্ম প্রচার করছেন, নাকি ভালোবাসছেন?

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১

মোস্তফা সোহেল বলেছেন: মৃত্যুর কথা বললেই কি ধর্ম প্রচার হয় গাজী ভাই?
ভাল থাকুন।

১৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সময় সবই বদলে দেয়।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২

মোস্তফা সোহেল বলেছেন: হু মাইদুল ভাই সময়ই আমাদের বদলে দেয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯

মনিরা সুলতানা বলেছেন: চিঠি কে সব সময় একটুকরো খামে ভাঁজ করা মেঘ মনে হয় আমার কাছে !
চমৎকার লিখেছেন !
কেউ লম্বা করে চিঠি লিখলে এমনিতেই মন ভালোহয়ে যায়।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: আমি আমার কলমি বন্ধুদের কাছ থেকে আগে অনেক লম্বা চিঠি পেতাম।একেকটি চিঠি পেলে কি যে ভাল লাগত তা বুঝিয়ে বলতে পারব না।
সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১

সৈয়দ ইসলাম বলেছেন:

আপাতত এটা লন, আর লেখা শুরু করে দেন।
লেখা শেষ হলে চিঠিটা আমার ব্লগের ইনবক্সে পাঠাইয়া দিয়েন ;)

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: আচ্ছা ওয়েট করতে থাকেন।দেখি কবে নাগাদ চিঠি পাঠানো যায়।

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২

কাছের-মানুষ বলেছেন:
চিঠিতে আবেগ ফুটে উঠেছে। চিঠি বরাবরই মানুষের মাঝে আলাদা একধরনের আবেধন তৈরি করে, ভাল লিখেছেন।

আমার ভাল লাগা রইল।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: এটা ঠিক বলেছেন,চিঠি বরাবরই মানুষের মাঝে আলাদা একধরনের আবেদন তৈরি করে।
সময় করে লেখাটি পড়ে মন্তব্যে করে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

১৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার গানটি গতকাল গেয়েছি, এখনও ইউটিউব এ দেয়া হয়নি তাই লিঙ্ক দিতে পারলাম না,
কি করবো ভাবছি

২০| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জানিনা সুর আপনার ভালো লাগবে কিনা, তবে আমি চেষ্টা করেছি ভাই। আর বাকি অর্ধেক লিখতে পারিনি ভাই, দুঃখিত সেজন্য।


আপনার লেখাটি একটু এডিট করতে হয়েছে ভাই, মনে কষ্ট নিবেননা


আমার বুকের ভেতর আছে একটা সমূদ্র
তুই দেখবি কি তার বিশালতা আয়.....

ইচ্ছে হলেই আসবি কাছে
বাসবি আমায় ভাল 
বুকের সমূদ্রটা আমার ছড়ায় ভিষন আলো।

থৈ থৈ থৈ অথৈ জলে
নাও ভাসাইয়া দে 
তোকে ভাল বাসতে বাসতে 
আমার জীবন গেল যে।।
ভিষন মেঘে আকাশ কাল 
মনটা কি তোর আছে ভাল
চলনা ভাসি এই ক্ষনেতে মনের সমূদ্রে।



গান সমুদ্র


কেমন লাগল জানাবেন ভাই

২১| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮

আরজু পনি বলেছেন: অনেকদিন পর খোলা চিঠি পড়লাম।
ভালো লাগলো।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: চিঠিটি পড়ে আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগর আরজু আপু।
অনেক ভাল থাকবেন।

২২| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৬

জুন বলেছেন: চিঠির আবেদন যে কতটুকু তা এই জেনারেশনের কাছে অজানা । তারা জানে না নীল খামের ভেতর একসময়ের আলোড়ন তোলা ইন্টিমেট সেন্টের দুয়েক ফোটা অথবা গোলাপের পাপড়ি ছড়িয়ে দেয়া সেই চিঠির অনুভুতির কথা মোস্তফা সোহেল । তারপরও আপনি এই ই-মেইল আর ম্যাসেঞ্জারের যুগের হয়েও তাপসীকে খোলা চিঠি লিখেছেন দেখে খুব ভালোলাগছে ।
+

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: সত্যি জুনাপি,চিঠির আবেদন যে কতটুকু তা এই জেনারেশনের কাছে অজানা।
এখনকার জেনারেশন চিঠি লেখার আনন্দ আর চিঠি পাওয়ার আনন্দ কি তা হয়তো কখনই জানতে পারবে না।
সময় করে চিঠিটি পড়ে সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক ধন্যাদ।

২৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২৭

সূর্যালোক । বলেছেন: আবেগে ভরপুর চিঠি।অনেক দিনপর চিঠির স্বাদ নিলাম।

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০১

মোস্তফা সোহেল বলেছেন: সময় করে চিঠিটি পড়ে সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ সূর্যালোক।
অনেক ভাল থাকুন।

২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

মাহের ইসলাম বলেছেন: তাপসী'র মাধ্যমে কাউকে বোঝাতে চেয়েছেন কি?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

মোস্তফা সোহেল বলেছেন: তাপসী একজনের নাম যেহেতু তখন তো একজনকে বোঝানোয় বোঝায়।
লেখা পড়ার জন্য ধন্যবাদ আপনাকে মাহের ভাই।

২৫| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: "নিজের সাথে নিজের কি দুর্দান্ত অভিনয়"! - এই একটা লাইন নিয়ে কিছুক্ষণ ভাবতে হলো। জীবন আমাদেরকে অনেক কিছুই শেখায়।
চিঠি মানেই প্রাণের আবেগ, অনুভূতি আর মুখে না বলতে পারা কিছু কথা। খোলা চিঠিটি ভাল লেগেছে।
চিঠি নিয়ে জুন এর ২২ নং মন্তব্যটিও ভাল লেগেছে।
অনেকদিন ধরে ব্লগে অনিয়মিত রয়েছেন বলে মনে হচ্ছে। আশাকরি ভাল আছেন।
ভাল থাকুন, শুভকামনা----

২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫১

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া প্রথমেই মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
হ্যা অনেক দিন ধরেই অনিয়মিত।কারনটা নিশ্চয় বলতে হবে না।
এখন থেকে নিয়মিত হয়তো থাকতে পারব না তবে সময় করে আসব প্রিয় সামুতে।

২৬| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ১০:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনি কোথায় আছেন?
এই ডিজিটাল যুগে একান্ত চিঠি সবার মাঝে ছড়িয়ে দিলেন।
পড়ে খুবই বিমোহিত হলাম।
চিঠিখানা উনাকে মেইল করতে পারেন। সম্ভব হলে কুরিয়ার।
শুভ কামনা।

২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫২

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও শুভ কামনা সাজ্জাদ ভাই।
আশা করি ভাল আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.