নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

এ দেশে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে কবে?

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৬



রাজনীতি বিষয়টি আমার কেন জানি একদম ভাল লাগে না।হয়তো ছোট থেকে আমাদের দেশে যে রাজনীতি দেখে আসছি এটা তার বড় কারন।রাজনীতি সম্মন্ধে আমার জ্ঞান শূন্য বলতে পারেন।কিন্তু খোলা দৃষ্টিতে তার ভাল মন্দ টুকু তো বুঝি।সংবিধানে কি আছে আমার সেটাও অজানা আমি কোন দিন সংবিধান পড়িনি।তবে লোকে মূখে, বলতে পারেন এদেশের নেতাদের মূখে শুনে যতটুকু জেনেছি, রাজনীতি মানে হচ্ছে জনগনের সেবা করা।দেশের জনগন তাদের ভোটের মাধ্যমে এক জন প্রতিনীধি তৈরী করেন যার কাজ জনগনের সেবা করে যাওয়া।অথচ এদেশের রাজনীতিতে হচ্ছে ঠিক উল্টোটা।রাজনীতি থেকে সুযোগ সুবিধার থেকে আমরা সাধারন জনগন দূর্ভোগই বেশি পেয়ে থাকি।আর আমাদের দেশে সবচেয়ে যে বিষয়টা খারাপ তা হল প্রতিহিংসার রাজনীতি।

যারা রাজনীতির প্রতিহিংসার শিকার হননি তারা বুঝবেন না এই প্রতিহিংসা কত দূরে যেতে পারে।তবে আশে পাশে চোঁখ রাখলে ঠিকই বুঝতে পারবেন প্রতিহিংসার রাজনীতি কাকে বলে।আজও পর্যন্ত প্রতিহিংসার রাজনীতিতে পড়ে জীবন যাচ্ছে অহরহ মানুষের।নিজের জন্য সব সময় দোয়া করবেন যেন প্রতিহিংসার রাজনীতিতে আপনাকে পড়তে না হয়।

বর্তমান সরকারের লোকজনও প্রতিহিংসার রাজনীতি থেকে বাইরে নয়।বর্তমান সময়ে সাধারন জনগনের নামে গায়েবী মামলা তার বড় উদাহরন।এই মামলা থেকে মৃত ব্যক্তিও নিস্তার পাচ্ছেন না।আবার যারা প্রবাসে আছেন দীর্ঘদিন ধরে তাদের নামেও মামলা হচ্ছে।এই সব মামলায় লাভ হয় পুলিশের।যাদের নামে মামলা হয় তাদের কে ছাড়াতে তার পরিবার হাজার হাজার টাকা খরচ করে।আমি দেখেছি আমাদের গ্রামের অনেক নিরীহ মানুষের নামে বিনা কারনে মামলা হয়েছে যার কারন প্রতিহিংসার রাজনীতি।

জানিনা এদেশে প্রতিহিংসার রাজনীতি কোন দল আগে শুরু করেছিল।যেই শুরু করুক না কেন সব রাজনীতি দল গুলোকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত।একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি যখন প্রতিহিংসার রাজনীতে পড়ে প্রান হারান বা জেলে যান তখন সেই পরিবারটির কি অবস্থা হয় তা কি রাজনীতির বড় নেতারা কখনও ভেবে দেখেন?বড় বড় নেতাদের ছত্র ছায়াই গ্রাম্য পর্যায়ের চুনোপুটি নেতারা প্রতিহিংসার রাজনীতি করতে সাহস পায়।

ক্ষমতা চিরদিন কারও থাকে না।ক্ষমতায় থাকা কালিন এই কথা ক্ষমতাসীন দল একদম ভুলে যান।দেশের জনগনের জন্য সত্যি যদি কাজ করতে চান তবে সব দলকেই প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে জনগনের জন্য কাজ করে যেতে হবে।ক্ষমতায় থাকা অবস্থায় প্রতিটি দলই এমন কাজ করুন যেন ক্ষমতা না থাকলেও আপনাকে প্রতিহিংসার রাজনীতির কবলে না পড়তে হয়।

রাজনীতি যদি সত্যি জনগনের কল্যানের জন্য হয় তবে প্রতিহিংসার রাজনীতি কোন দলের কাছেই কাম্য নয়।

মন্তব্য ৪৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০২

বাকপ্রবাস বলেছেন: জাতি হিসেবে আমাদের মেরুদন্ড দূর্বল। আমরা নিজেদের বিক্রি করে দিই কম পয়সায়।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১০

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের নিজেদের আত্বিক উন্নয়ন করতে হবে।
আর যারা নিজের বিবেককে বিক্রি করে দেয় তার তো নিম্ন শ্রেনীর মানুষ।

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩

বিজন রয় বলেছেন: বাংলাদেশে এটা সম্ভভ না।
কখনো না।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১১

মোস্তফা সোহেল বলেছেন: অন্যদেশে সম্ভব হলে আমাদের দেশে সম্ভব নয় কেন বিজন দা?
আমাদের চেষ্টা করতে হবে।নিশ্চয় একদিন সুফল আসবে।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১০

ভুয়া মফিজ বলেছেন: আমাদের দেশে ক্ষমতায় যারাই থাকে, তারা কোন এক বিচিত্র কারনে ধরে নেয় যে তারা আজীবন ক্ষমতায় থাকবে। ফলে, তারা হয়ে যায় একেকজন ডিক্টেটর। আমাদের দেশে দলগুলোর মধ্যেই গনতন্ত্রের চর্চা নাই, দেশ তো অনেক দুরের কথা।

কাজেই, আপনি যে রাজনীতি নিয়ে খুব একটা চিন্তা-ভাবনা করেন না, এটা খুবই ভালো। শুধু শুধু সময় নষ্ট করে কি লাভ?

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৬

মোস্তফা সোহেল বলেছেন: আমি খুব সাধারন একজন মানুষ,রাজনীতি নিয়ে চিন্তা-ভাবনা করেও কোন কিছু করতে পারব না।তবে এদেশের রাজনীতি দেখলে তো মনের ভেতরে অনেক ভাবনায় আসে।
আমাদের দেশে ক্ষমতায় যারাই থাকে, তারা কোন এক বিচিত্র কারনে ধরে নেয় যে তারা আজীবন ক্ষমতায় থাকবে,এইটা একদম ঠিক বলেছেন।
এদেশের রাজনীতিবিদের মাঝে ভাল গনতন্ত্রের চর্চা গড়ে উঠুক সে কামনায় করি।
ধন্যবাদ ভাই লেখাটি পাঠ ও মন্তব্যের জন্য।
আপনার নতুন লেখা পড়ার অপেক্ষায় আছি।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৬

বিজন রয় বলেছেন: কেন সম্ভব নয় সেটা অনেক কথা। বললে অনেকের খারাপ লাগবে।

আর চেষ্টা, তা তো আমরা কেউ না কেউ করছি।
কিন্তু যতটুকু দরকার তার চেয়ে অনেক অনেক কম।

আমাদের দেশের সামাজিক অবস্থার স্তর এত নীচুতে কেন সেটা আমরা জানি।
আগামী ২০০ বছরেও মুক্তি নেই।

তারপর কি হবে জানিনা।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: এটাই হয়তো ঠিকই বলেছেন,আগামী ২০০ বছরেও মূক্তি নেই।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৫

ভুয়া মফিজ বলেছেন: আমি খুব সাধারন একজন মানুষ আমরা সবাই সাধারন মানুষ। অসাধারনরা তো ক্ষমতায়! তারা ব্লগে আসে না। সাধারন মানুষের কথাও শোনে না। =p~

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: ইস তারা যদি ব্লগে এসে আমাদের লেখা পড়ত কতই না ভাল হত।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আজকের প্রথম আলোতে দেখলাম, মৃত ব্যক্তিকে আসামী বানানো হয়েছে। দেশের পুলিশগুলোই বেশী হারামি। এদেশে দুধের শিশুর নামে মামলা হয়, মরা ব্যক্তিও নাশকতা করে। শুধুমাত্র নাম একই হবার কারণে জেল খেটেছে এমন ঘটনা অহরহ।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: এরা ঘটনা একটা পাইলেই হল।সেটা কোন তদন্ত করা ছাড়াই যা ইচ্ছে করে ফেলে।
সামনে আরও কত কিছু দেখতে হবে আল্লাহই ভাল জানেন।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮

ভুয়া মফিজ বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আজকের প্রথম আলোতে দেখলাম, মৃত ব্যক্তিকে আসামী বানানো হয়েছে। দেশের পুলিশগুলোই বেশী হারামি। পুলিশদের কি দোষ? ওদেরকে হারামী বানালো কারা? ব্যবহৃত হতে হতে এরা এখন ফ্র্যান্কেনস্টাইন।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: পুলিশরা তো ক্ষমতাসীন দলের কথায় ওঠাবসা করে।

৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২

মিথী_মারজান বলেছেন: রাজনীতি হোক দেশের কল্যানে,জনসাধারণের স্বার্থে।
সমসাময়িক প্রেক্ষাপটের আঙ্গিকে আন্তরিক ভাবনাগুলোর সরল সুন্দর প্রকাশ।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: রাজনীতি হোক দেশের কল্যানে,জনসাধারণের স্বার্থে।এটা আমরা সবাই মনে-প্রানে চাই।
লেখাটি পাঠ ও মন্তব্যে আন্তরির ধন্যবাদ মিথী আপু।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: গনতন্ত্রের একটি কমন চিত্র । এ প্রবনতা বোধহয় আর বন্ধ হওয়ার নয়।

শুভকামনা প্রিয় সোহেলভাইকে।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: তবে বন্ধ হলে আমরা সাধারন জনগনই সবচেয়ে ভাল থাকতাম।
আপনার জন্যও অনেক শুভকামনা রইল।

১০| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ক্ষমতাধর সকল ব্যক্তিরা অসহায় দের উপর অমানবিক নির্যাতন করে আসছেন। :(( জানিনা ফিউচারে কি অপেক্ষা করছে আমাদের জন্য।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫২

মোস্তফা সোহেল বলেছেন: এই সব ক্ষমতাধরদের যদি আমরা বার বার ক্ষমতায় আনি তবে আমাদের জন্য খারাপ কিছুই অপেক্ষা করছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ ফারিহা।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: শুভ কামনা রইলো।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: ফারিহা আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।

১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৪

আখেনাটেন বলেছেন: বেশিরভাগ নেতা-নেত্রীদের নৈতিকতা ও মূল্যবোধ নিম্নস্তরের। ফলে নেতিবাচক বিশেষণগুলোই উনাদের চলার পাথেয়। এতে প্রজারা সুখী কি অসুখী কার কি এসে যায়? আমরাও এদেরই তোয়াজ করে চলি।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৫

মোস্তফা সোহেল বলেছেন: বেশিরভাগ নেতা-নেত্রীদের নৈতিকতা ও মূল্যবোধ নিম্নস্তরে,এ কথাটি একদম ঠিক ভাইয়া।
আমি দেখেছি আমাদের গ্রামে যারা মাতব্বর গোছের এদের কেউ শিক্ষিত নয়।যাদের ভেতরে নৈতিকতার শিক্ষা নেই তারা জনগনের উন্নয়নে কি আর কাজ করবে।জনগনকেও শিক্ষিত হতে হবে।যোগ্য লোককে ক্ষমতায় আনার চেষ্টা করতে হবে।
নেতাদের তোয়াজ করার লোকের অভাব নেই এদশে।এরা সব একেকটা মূর্খ।

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

রাকু হাসান বলেছেন:


আমি বুঝাতে পারবো না যে পোস্টটি কতটুক ভালো লাগছে । আমার কথাগুলো যেন আপনার পোস্টে । প্রতিহিংস্রার রাজনীতি বন্ধের কোনো উপায় দেখছি । নতুন কোনো শক্তির আগমন হলে হয়ত আশা করা যায় ভালো একটি রাজনীতির পরিবেশ দিবে । খুব ভালো লিখেছেন ভাইয়া ্=++

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৮

মোস্তফা সোহেল বলেছেন: পোষ্টটি যে আপনার ভাল লেগেছে জেন অনেক ভাল লাগল হাসান ভাই।আসলে দেশের অনেক বিষয় নিয়েই ভাবনা কাজ করে কিন্তু সময়ের অভাবে লেখা হয়না।আর মাঝে মাঝে মনে হয় লিখেই বা কি হবে।তাই লেখা হয়না একদম।
নতুন কোন ভাল একটা শক্তির আগমন ঘটলে ভালই হত।আমিও এমনটাই প্রত্যাশা করি।

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যতদিন জনগন সভ্য না হবে ততদিন আশা করা যায়না।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৯

মোস্তফা সোহেল বলেছেন: জনগনের সাথে যারা রাজনীতিতে জড়িত তাদেরকেও তো সভ্য হতে হবে।

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের রাজনীতি হলো হিংসার রাজনীতি। তারা মূর্খ।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২০

মোস্তফা সোহেল বলেছেন: হিংসার রাজনীতি না ছাড়লে জনগন ও রাজনীতিবিদদের কখনই ভাল কিছু হবে না।

১৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: দেশের সব সমস্যার সমাধেন জন্য পানি পড়া, চিনি পড়া আর তাবিজ লাগবে ।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: রাজীব ভাই আপনিই শুরু করে দেন পানি পড়া, চিনি পড়া আর তাবিজ এর দেওয়ার কাজ ;)

১৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৫

সুমন কর বলেছেন: আজকে দেখলাম, রাষ্ট্রপতি খুনির আসামীকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন, মনে হয় মেয়রের ছেলে !! (যতটুকু মনে পড়ছে)

আর কিছুই বলার নাই।।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের মত সাধারন মানুষের কি আর বলার আছে।
ধন্যবাদ সুমন দা।

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮

বৃষ্টি বিন্দু বলেছেন: রাজনীতিতে আমরা এখনো অপরিপক্ব।

কবিতা পড়ে আসার অনুরোধ থাকলো।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫০

মোস্তফা সোহেল বলেছেন: রাজনীতিতে আমরা এখনো অপরিপক্ক, এটা ঠিক তবে ৪৭ বছরে পরিপক্ক হওয়ার কথা ছিল।
ধন্যবাদ বৃষ্টি বিন্দু।

১৯| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৭

নজসু বলেছেন: দেশীয় রাজনীতি আমিও খুব একটা বুঝিনা।
বুঝতেও চাইনা।

প্রতিহিংসার অপরাজনীতি বন্ধ হোক এটা সবার কাম্য।

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ নজসু।

২০| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩

নীলপরি বলেছেন: খুব সুন্দর বিশ্লেষণ করেছেন ।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০২

মোস্তফা সোহেল বলেছেন: পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ নীলপরি।

২১| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫১

করুণাধারা বলেছেন: ক্ষমতা চিরদিন কারও থাকে না।ক্ষমতায় থাকা কালিন এই কথা ক্ষমতাসীন দল একদম ভুলে যান।দেশের জনগনের জন্য সত্যি যদি কাজ করতে চান তবে সব দলকেই প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে জনগনের জন্য কাজ করে যেতে হবে। এই বাক্যটা যদি কোন ক্ষমতাসীন দেখতেন ও বুঝতেন!!!

এই প্রতিহিংসার রাজনীতির কুফল সবচেয়ে বেশি ভোগ করছি আমরা, সাধারন জনগন। জানিনা এ থেকে আদৌ কখনো মুক্তি পাওয়া যাবে কিনা। :(

চমৎকার বিশ্লেষণী পোস্টে লাইক।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৫

মোস্তফা সোহেল বলেছেন: এই প্রতিহিংসার রাজনিতী আশা করি একদিন বন্ধ হবে।আমরা বেঁচে থাকতে না দেখে যেতে পারলেও আমাদের নতুন প্রজন্মরা হয়তো দেখে যেতে পারবে।
দেশের হাল যদি সৎ ব্যক্তিরা না ধরে তবে দেশটাই একদিন হয়তো হারিয়ে যাবে।
ধন্যবাদ করুনা আপু সময় করে লেখাটি পড়ে সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য।

২২| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৯

আরোগ্য বলেছেন: বাংলাদেশে রাজনীতির নামে প্রহসন চলে।মন্ত্রীদের দেশপ্রেম নেই, অর্থপ্রেম আছে।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৭

মোস্তফা সোহেল বলেছেন: আশা করি সব প্রহসন একদিন বন্ধ হবে।
দেশ প্রেমের চেয়ে অর্থ প্রেম বেশি হলে সমস্যা তো বাড়বেই।

২৩| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২

হাবিব বলেছেন:
জ্ঞানীরা যখন গদি ছেড়ে দেয় মূর্খরা তখন শাসক হয়। তাদের শাসন ভয়ঙ্কর।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১

মোস্তফা সোহেল বলেছেন: জ্ঞানীদের উচিত জনগনের ভালর জন্য এগিয়ে আসা।
ধন্যবাদ স্যার।

২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

খায়রুল আহসান বলেছেন: আপনার এ পোস্টে শান্তির যে ললিতবাণী শুনিয়ে গেলেন, তা সকল রাজনৈতিক নেতা-কর্মী-সমর্থকদের কর্ণকুহরে প্রবেশ করুক, এটাই কামনা করি। আপনি যেটা অবলীলায় বুঝেছেন, যে ক্ষমতা চিরদিন কারও থাকেনা, আমাদের দেশের রাজনৈতিক নেতা-কর্মী-সমর্থকরা ক্ষমতায় থাকতে সেটা কোনদিনও বুঝতে পারেনা, বুঝে ক্ষমতা হারানোর পর।
হিংসা প্রতিহিংসার জন্ম দেয়। যেভাবে হিংসার মাত্রা দিনে দিনে বেড়ে যাচ্ছে, প্রতিহিংসার পালা যখন শুরু হবে, তখন দেশের অবস্থা কি হবে সেটা ভেবে শিউরে উঠতে হয়।
পোস্টে প্লাস +

০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

মোস্তফা সোহেল বলেছেন: সময় করে পোষ্টে এসে সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক এটা আমি মনে প্রানে চাই।
এদেশের সকল রাজনীতিবিদ দের শুভ বুদ্ধির উদয় হোক সে কামনায় করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.