নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই: কানাডা প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে ৬২০ টি কম্বল বিতরণ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১





৬০-৭০ বছর বয়সী কিছু মানুষকে এই শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর ব্যবস্হা করার চেয়ে আর কোন ভাল ও সুখের কাজ করা সম্ভব কি না আমার জানা নেই।





স্হান: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অন্তর্গত সোনাহার হাই স্কুল মাঠ



উদ্দেশ্য যদি মহান হয় তবে সেখানে অর্থের সংস্থানের কোন অভাব হয় না সেটাই প্রমাণ করল কানাডার কিচেনার ও ওয়াটারলুর প্রবাসী বাংলাদেশিরা ১০ দিনের মধ্যে শীত বস্ত্র বিতরণের জন্য বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৪৫ হাজার ও নীলফামারী জেলার "হালিমা-ফারুক ফাউন্ডেশন" ৫০ হাজার টাকা দান করে।





স্হান: কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলা প্রেস ক্লাব



দানকৃত টাকা দিয়ে সর্বোমোট ৬২০ টি কম্বল ক্রয় করা হয়েছে যা উত্তর বঙ্গের ৪ টি জেলায় (কুড়িগ্রাম, নিলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়) বিতরণ করা হয়েছে।







স্হান: নীলফামারী জেলার সদর উপজেলার অন্তর্গত গোড়-গ্রাম মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন







১) ১৩ই জানুয়ারি ২০১৩, নীলফামারী জেলার গোড়-গ্রাম ইউনিয়নের দারিদ্র মানুষদের মাঝে ২৩৫ টি কম্বল বিতরণ করা হয়েছে।





২) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অন্তর্গত সোনাহার হাই স্কুল মাঠে গত ২১ শে জানুয়ারী ১০৫ টি কম্বল বিতরন করা হয়েছে।







৩) দিনাজপুর জেলার খানসামা ও বীরগন্জ উপজেলার অন্তর্গত ৫ টি ইউনিয়নের মানুষদের মাঝে গত ২৪ ও ২৫ শে জানুয়ারী ১৮০ টি কম্বল বিতরন করা হয়েছে।



স্হান: দিনাজপুর জেলার খানসামা উপজেলার অন্তর্গত বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন



উপরোক্ত ৩ টি জেলায় কম্বল বিতড়ন করা হয়েছে হালিমা-ফারুক ফাউন্ডেশন, নীলফামারী এর সহযোগীতা নিয়ে।







৪) এছাড়া একই অর্থ দিয়ে ওয়াটারলু প্রবাসি ইন্জিনিয়ার কাসেম সাহেব, কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলা সমিতি, ও প্রেস ক্লাবের সহযোগিতা নিয়ে মাধ্যমে চিলমারি উপজেলায় ১০০ কম্বল বিতরন করা হয়েছে ২৫ শে জানুয়ারী।







যে বয়স গ্রুপের মানুষদের মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়েছে তারা ছিল প্রধানত বিধবা, স্বামী পরিত্যক্তা, ছেলে-মেয়ে যত্ন নেয় না, ভিক্ষুক, শারীরিক ভাবে অকর্মণ্য অথবা বয়সের ভারে নূয্য।







আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই হালিমা-ফারুক ফাউন্ডেশন, কানাডার কিচেনার ও ওয়াটারলুর প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য স্থানের বাংলাদেশী ভাই-বোনদের যারা আমাদের উদ্যোগের উপর অস্হা স্থাপন করে এগিয়ে এসেছেন অসহায় বাংলাদেশি মানুষদের সাহায্যার্থে।







পরিশেষে আমি বলতে চাই যে আমাদের সম্মিলিত প্রচেষ্টা আবারো এটাই প্রমান করল যে "দেশপ্রেমই যথেষ্ট দেশের প্রতি কাজ করবার জন্য। দেশমাতৃকার টানে উদ্ধ্বুদ্ধ হয়ে যে যার অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করে গেলে সাফল্য সুনিশ্চিত।"



মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: সেবাই পরম ধর্ম
মানুষ মানুষের জন্য
হবে সেবক অনন্য
ধন্য তার মহান কর্ম ।

শুভকামনা
সব সময়

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ দারুন একটা কবিতার মাধ্যমে মন্তব্য করবার জন্য।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: সেবাই পরম ধর্ম
মানুষ মানুষের জন্য
হবে সেবক অনন্য
ধন্য তার মহান কর্ম ।

শুভকামনা
সব সময়

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

ঋণাত্মক সুমন বলেছেন: +++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

পদ্মারমাঝি০০৭ বলেছেন: খুবই মহত কাজ।আপনাদের দয়ায় এই মানুষটা বাঁচতে পারে। হয়তো এই মানুষটাকে বাঁচালে প্ত্র- পত্রিকার মাধ্যমে নিজের মহত্বের কথা সবাইকে জানানো যাবে না!কিন্তু মহান আল্লাহের কাছে ঠিক-ই লেখা থাকবে।আসুন অসহায় মানুষটাকে সবাই মিলে বাচায়।তার পরিবারটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করি।মানবতার সেবা করি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবা. আমি উনার মোবাইল ব্যান্ক আকাউন্টে কিছু টাকা দিতে চেষ্টা করব।


সামু ব্লগে পোষ্ট টি ষ্টিকি করা হলে ভালো সাড়া পাওয়া যেত।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: দেখে ভাল লাগলো।।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ তারেক হোসাইন।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

টয় বয় বলেছেন: গুড জব|

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

মনে নাই বলেছেন: দেখে খুব ভালো লাগলো।

আপনাদের সহায়তায় এই অসহায় মানুষগুলো ভয়াবহ শীতের হাত থেকে রক্ষা পাবে- ভাবতেই ভালো লাগছে।

দোয়া করি আল্লাহ যেন আপনাদের যথোপযুক্ত পুরষ্কার দেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ। দোয়া করবেন যেন আগামী শীতেও এই কাজটি করতে পারি।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

বিডি আইডল বলেছেন: চট্রগ্রামে ব্যাক্তি উদ্যোগে করি এটা আমি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বিডি দা আমি নিজেও প্রথমে ব্যক্তি উদ্যোগে ১৫০ টি কম্বল দিতে চেয়েছিলাম। পরে আমার উদ্যোগে সাড়া দিয়ে ওয়াটারলয়-কিচেনার এর বাংলাদেশি কমিউনিটি এর মানুষেরা আরও ৩৭০টি কম্বলের টাকা দিয়েছে।

ফলে আমরা স্কুল জীবনে পড়া ভাবসম্প্রসারন "দশের লাঠি একের বোঝা" বাস্তব জীবনে প্রোয়োগ করলাম।


আপনিও আমার মতো ট্রায় করতে পারেন এতে করে সেবা গৃহীতা মানুষের সংখ্যা অনেক বেড়ে যাবে বলে আমি মনে বিশ্বাস করি।

জেনে খুবই খুশি হলাম যে আপনি আপনার এলাকায় শীত বস্ত্র বিতরন করেন। আপনাকে ধন্যবাদ।


আপনাকে ফেসবুক বা ব্লগে এক্টিভ দেখি না কেন ??

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪২

নজর হাসান বলেছেন: খুব ভালো উদ্যোগ। ভাই কি কানাডায় পড়াশুনা করছেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।

ভাই কি কানাডায় পড়াশুনা করছেন?

হ্যাঁ

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: এমন উদ্যোগকে শুধুই ভালো বলে খাটো করতে চাই না। সত্যি ভাই, আপনার এই কর্মসূচী দেখে আমি নিজেও অনেক অনুপ্রেরণা পেয়েছি।
যদি পারি তো সামনের বছর কিছু করার চেষ্টা করব। ২-১ জনের সাথে আলাপ করেছি ইতিমধ্যে, ইচ্ছা আছে একটু আগেই উদ্যোগ নিতে পারলে হয়তো ঠিক সময়ে অসহায় মানুষের হাতে সাহায্যটি পৌঁছে দেওয়া যাবে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি নিজেকে ধন্য মনেকরতেছই অন্তত এক জনকে অনুপ্রানিত করতে পেরেছি। আমি নিজেও ঠিক করেছি যে আগামী বছর ডিসেম্বর মাসের ১ তারিখেই কম্বল বিতরন করব।

আপনাকে ধন্যবাদ।

১১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রশংসনীয় উদ্যোগ।
সাধুবাদ জানাচ্ছি।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.