নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

জরুরী আপডেট ঘূর্ণিঝড় মহাসেন: আমেরিকার নোয়ার স্যাটেলাইট থেকে ঘূর্ণিঝড় মহাসেন এর চলার পথের লাইফ আপডেট

১৬ ই মে, ২০১৩ রাত ১২:৫৭



জরুরী আপডেট ঘূর্ণিঝড় মহাসেন : আমেরিকার NOAA এর স্যাটেলাই থেকে প্রাপ্ত সর্বশেষ ছবি নির্দেশ করতছে যে ঘূর্ণিঝড় মহাসেন বর্তমানে সাতক্ষিরা জেলার উপর দিয়ে বাংলাদেশের স্হল ভাগে প্রবেশ করতেছে। সাতক্ষিরা, খুলনা ও বাগেরহাট জেলার মানুষ সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন। ছবি: বাংলাদেশ সময় সকাল ৯ টা বেজে ৪৫ মিনিট





ঘূর্ণিঝড় মহাসেন বর্তমানে সাতক্ষিরা, বর্গুনা ও খুলনার দিকে অগ্রসর হচ্ছে। ছবি: বাংলাদেশ সময় রাত ৩ টা বেজে ৩০ মিনিট







ঘূর্ণিঝড় মহাসেন বর্তমানে সাতক্ষিরা, বর্গুনা ও খুলনার দিকে অগ্রসর হচ্ছে।



ছবি: বাংলাদেশ সময় রাত ২ টা





ছবি: বাংলাদেশ সময় রাত ১ টা



জরুরী আপডেট ঘূর্ণিঝড় মহাসেন : আমেরিকার নোয়ার স্যাটেলাইট থেকে ঘূর্ণিঝড় মহাসেন এর চলার পথের লাইফ আপডেট পাওয়া যাবে নিচের লিঙ্ক থেকে (প্রতি ঘন্টায় আপডেট করা হচ্ছে)



Click This Link



এছাড়া আমি পৃথক একটি পোষ্টে ঘূর্ণিঝড় মহাসেন এর চলার পথের ছবি আপডেট করে দেব আগামীকাল সকাল পর্যন্ত।





মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৩ রাত ১২:৫৯

মেকগাইভার বলেছেন: লিংক কাজ করে না ।

১৬ ই মে, ২০১৩ রাত ১:৫১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার জাভা ইনস্টল করা আছে কি না চেক করেন।

লিন্ক কাজ করতেছে।

২| ১৬ ই মে, ২০১৩ রাত ১:১৪

বাংলাদেশী দালাল বলেছেন:
কাজকরে। স্লো নেটে সময় লাগবে।

১৬ ই মে, ২০১৩ সকাল ১০:১৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বাংলাদেশে নেট স্লো তাই একটু অসুবিধা হবেই।

৩| ১৬ ই মে, ২০১৩ রাত ২:১৩

আমিনুর রহমান বলেছেন:

গুড জব !

১৬ ই মে, ২০১৩ সকাল ১০:১৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ আমিনুর ভাই।

৪| ১৬ ই মে, ২০১৩ রাত ৩:৪১

মাগুর বলেছেন: ধন্যবাদ পলাশ ভাই গুরুত্বপূর্ণ জিনিসটি শেয়ার করার জন্য। অনেকেরই কাজে লাগবে।

১৬ ই মে, ২০১৩ সকাল ১০:১৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।

৫| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার

১৬ ই মে, ২০১৩ সকাল ১১:২৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ কান্ডারী ভাই।

৬| ১৬ ই মে, ২০১৩ সকাল ১১:০৭

জিয়া চৌধুরী বলেছেন: নোয়ার স্যাটেলাইটের ছবির সাথে আমাদের আবওহাওয়া অফিসের বক্তব্যর মিল পাইতাসিনা।

১৬ ই মে, ২০১৩ সকাল ১১:২৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: জিয়া ভাই, আমার কিছু করবার নাই। আমি নোয়ার স্যাটেলাইটের ছবিতে যা দেখতেছি সেটাই আপডেট দিচ্ছি। এর বেশি কিছু ব্যাখ্যা করার যোগ্যতা আমার নেই।

৭| ১৬ ই মে, ২০১৩ সকাল ১১:২৯

এহসান সাবির বলেছেন: দারুন, ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.