নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

চাকুরীতে কোটা প্রথা ও কিছু প্রস্তাবনা: সাপ ও মরবে লাঠিও ভাঙ্গবে না।

১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩১



কোটার মাধ্যমে যারা চাকুরীতে ঢুকতেছে এমনিতেই তারা কম যোগ্য। এতে করে রাষ্ট্র ও তার নাগরিকরা উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই রকম কম যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিকে রাষ্ট্রীয় ভাবে আগামী ৩০-৪০ বছর পুনর্বাসন না করে সেই ছেলে-বা মেয়ের মুক্তিযোদ্ধা বাপ কে আগামী ২০/৩০ বছর আর্থিক ভাবে সাহায্য করাটা রাষ্ট্র ও তার নাগরিকদের জন্য বেশি উপকারী নয় কি???



আমার ব্যক্তিগত কিছু প্রস্তাব হলো :



১) সকল কোটা প্রথা ৩০% এর নিচে নামিয়ে আনতে হবে (সমাজের কিছু অনগ্রসর মানুষের জন্য কোটা রাখা আবশ্যক)।



২) মুক্তিযোদ্ধাদের আর্থিক ভাবে সাহায্য করতে হবে বেশি করে। মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি করতে হবে।



৩) অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মতো হ্রাস-কৃত মূল্যে দ্রব্য সামগ্রী কেনার ব্যবস্হা করা যেতে পারে।



৪)সকল মুক্তিযোদ্ধারা সরকারি হসপিটালে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা পাবে। পরিবারের সদস্যরা পাবে ৫০% ফ্রি।



৫) প্রাইভেট প্রাকটিস করা সকল ডাক্তার মুক্তিযোদ্ধাদের কাছ থেকে তার প্রচলিত ফি এর ৫০% নিতে বাধ্য থাকিবে।



৬) মুক্তিযোদ্ধারা ট্রেনে চলা-চল করবে বিনা টিকেটে বা ৭৫% কম টিকেট মূল্যে। তাদের ছেলে-মেয়েরা ভ্রমণ করতে পারবে ৫০% হ্রাস-কৃত মূল্যে।



ব্যাপক হারে কোটার পক্ষে কথা বলা বন্ধুরা একটা স্বপ্ন দেখুনতো:



ঢাকা মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগে বিসিএস পরীক্ষার ৮০ নম্বর পাওয়া একজন ডাক্তার হিসাবে নিয়োগ না পেয়ে ৪০/৫০ পাওয়া একজন নিয়োগ পেয়েছেন এবং সেই ডাক্তার আপনার পিতা/মাতা বা সন্তানের বাইপাস/ ওপেন হার্ট সার্জারি করতেছে???



অথবা, নিউরো সার্জারি বিভাগে কোটার ভিত্তিক নিয়োগকৃত একজন মস্তিষ্কের টিউমার সারাচ্ছেন ????

মন্তব্য ১৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:০১

রাজনীতির ভাষা বলেছেন: সুন্দর এবং যৌক্তিক প্রস্তাবণা। ধন্যবাদ।

১২ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ

২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৫

হাসান কালবৈশাখী বলেছেন: এদেশে ৫০% মহিলা, এরা মহিলা কোটাও বন্ধ চাচ্ছে! যেখানে বেশিরভাগ দফতরে নারীকোটা ১০ ভাগও পুরন হয় নাই।
মহিলা বিদ্দ্যেষি, মুক্তিযুদ্ধ বিরোধী আন্দলোন কোনদিনই সফল হতে পারে না

মেধাবী! (পরীক্ষায় ফেল করেও মেধাবী) দাবিদারদের বলছি -
আপনারা এত কম বেতনে সরকারী চাকুরি করতে চাচ্ছেন কেন?
আপনাদের জন্য রয়েছে ৩ গুন বেশী বেতনে বিশাল খাত প্রাইভেট সেক্টর!
কম বেতনে সরকারি চাকুরি করে দেশকে বিশেষ 'সেবা' দিতে চাচ্ছেন?

মুক্তিযোদ্ধা কোটাও বাদ দিতে চাছেন?

মুক্তিযোদ্ধারা ঘরবাড়ী ফেলে বিনা বেতনে জীবন বাজি রেখে যুদ্ধে গেল, জীবন হারালো! এরা প্রানপন যুদ্ধ না করলে আমাদের জন্য চাকরী ভিক্কার কোটা থাকত মাত্র ১০%
বাকী ৯০% থাকত উর্দূভাষীদের জন্য।

কোটা সিষ্টেম বাংলাদেশের শুরু থেকেই চলছে ৪২ বছর ধরে কোন বিতর্ক ছাড়াই।
কোটা ব্যাবস্থা পৃথিবীর অনেক দেশেই চালু আছে, আছে ধনাঢ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়াতেও আছে, পাসের দেশ ভারতেও
Click This Link

১২ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: একটা স্বপ্ন দেখুনতো:

ঢাকা মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগে বিসিএস পরীক্ষার ৮০ নম্বর পাওয়া একজন ডাক্তার হিসাবে নিয়োগ না পেয়ে ৪০/৫০ পাওয়া একজন নিয়োগ পেয়েছেন এবং সেই ডাক্তার আপনার পিতা/মাতা বা সন্তানের বাইপাস/ ওপেন হার্ট সার্জারি করতেছে???

অথবা, নিউরো সার্জারি বিভাগে কোটার ভিত্তিক নিয়োগকৃত একজন মস্তিষ্কের টিউমার সারাচ্ছেন ????

৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৯

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ভাই, আমি এতো কিছু বুঝি না
আমার কথা কোটা বাতিল করতেই হবে.।
নইলে আমার মতো মেধাবিরা কি করবে?
মুক্তিযোদ্ধা হিসেবে তাদের সম্মান অবশ্যই করতে হবে, তাই বলে আমাদের অবহেলা করে?
মুক্তিযোদ্ধাদের ঢাকায় একটা করে ফ্লাট দিক, মাস মাস ৫০০০ টাকা দিক, আমার আপত্তি নাই, কিন্তু তাই বলে দেশের মেধাবিদের মেধার অবমূল্যায়ন করে কেন তাদের এই সম্মান?????????????????????????????????????????

সরকার যা খুশি করুক, কিন্তু আমাদের মতো সাধারন ছাত্রদের মেধার উপরে কেন এই হস্তক্ষেপ?
তাদের যদি জজ্ঞতা থাকে তবে তারা কম্পিটিশন করুক না কেন আমাদের সাথে???????????????????????????????
এমনিতেও ভার্সিটি তে যখন ভর্তি হই তখনও কিন্তু এই কোটা এর জন্য তাদের কিছু সিট ছেড়ে দিছিলাম।
তাদের তো একবার করে চান্স দিছিলাম, তবে এখন আবার কেন???????????????????
সো, আমার কথা, কোটা বন্ধ করতেই হবে
এই লিঙ্ক দেখেন।

১২ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "এমনিতেও ভার্সিটি তে যখন ভর্তি হই তখনও কিন্তু এই কোটা এর জন্য তাদের কিছু সিট ছেড়ে দিছিলাম।
তাদের তো একবার করে চান্স দিছিলাম, তবে এখন আবার কেন? "


দারুন একটা তথ্য মনে করিয়ে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ।

৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার প্রস্তাবনার সাথে সহমত

১২ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ সহমতের জন্য।

৫| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৯

ধীবর বলেছেন: চমৎকার প্রস্তাব পলাশ ভাই। সমস্যা হলো, কলকাতায় সুরা ও সাকি নিয়ে পড়ে থাকারা, স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক দলীয় সুবিধা নিয়ে আসল মুক্তিযোদ্ধাদের সব সুবিধা থেকে বঞ্চিত করেছিল। ওদের কারসাজিতেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়নি। এখন যারা আছেন তারা সবাই মুক্তিযোদ্ধা সে কথা আমি বিশ্বাস করি না। বৈবাহিক আত্মিয়তার মাধ্যমে আমার পরিচিত একজন, তার বেয়াই এর কাছ থেকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বগলদাবা করেছে।

তাই আপনার প্রস্তাবটি গৃহিত হলেও তার সুযোগ অনেক ভুয়ারাই নেবে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করে তাদের জন্য আরো বেশি সুবিধা দানের পক্ষপাতি আমি।।

আর আমাদের হাসান ভাইকে ব্রেন অপারেশনের চিত্র আকতে বলছেন কেন? উনার ব্রেন থাকলে তবে না চিন্তা করতে পারতেন? ;)

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ধীবর ভাই,

আপনার মন্তব্যের সাথে সহমত। কথিত আছে যে জহির রায়হান মুক্তি যুদ্ধের পরে যে সপ্তাহে ঘোষনা দেন যে উনি প্রকাশ করবেন আওয়ামীলীগের নেতারা কোলকাতার সোনাগাছিতে সূরার গ্লাস হাতে যুদ্ধকরা সকলের পরিচয় ফাঁস করবেন সেই সপ্তাহেই উনি নিখোজ হয়ে যান।

হাকারে এই ভাবে পচানোর জন্য তেব্র ধিক্কার জানাচ্ছি আপনাকে।

৬| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪০

ননদালীনাজ বলেছেন: সহমত।
"কম যোগ্যতা সম্পন্ন একজনব্যক্তিকে রাষ্ট্রীয় ভাবে আগামী ৩০-৪০ বছর পুনর্বাসন না করে সেইছেলে-বা মেয়ের মুমুক্তিযোদ্ধা বাপ কে আগামী ২০/৩০ বছর আর্থিক ভাবে সাহায্য করাটা রাষ্ট্র ও তার নাগরিকদের জন্য বেশি উপকারী নয় কি?
++++++++++++++++

হাসান ভাইকে ব্রেন অপারেশনের চিত্র আকতে বলছেন কেন? উনার ব্রেন থাকলে তবে না চিন্তা করতেপারতেন।
হাহাপগে !

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: সহমতের জন্য আপনাকে ধন্যবাদ।

৭| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭

তারিন রহমান বলেছেন: সহমত।

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ সহমতের জন্য

৮| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৬

নিষ্‌কর্মা বলেছেন: সরকারি চাকুরি (সাধারণ ডাক্তার বাদে) ব্যতীত অন্য কোন ক্ষেত্রেই আমি কোটাধারীদের মেধাবীদের অতিক্রম করতে দেখি নাই। হ্যাঁ, ব্যতিক্রম থাকবেই, এবং সেগুলো উদাহরণ হিসাবে গণ্য হতে পারে না।

৯| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭

বিভ্রান্ত মানুষ বলেছেন: কুমার সাহা নামে একজন অনলাইনে লিখেছেন, ‘অতি দুঃখ ভারাক্রান্ত হূদয়ে লিখছি। আমি সুনীতি কুমার সাহা। আমি ৩১তম বিসিএস পরীক্ষায় লিখিত (সাধারণ ও কারিগরি) ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার রেজি: নম্বর ০২২৫২৭। আমার প্রথম পছন্দ ছিল কৃষি ক্যাডার। কিন্তু পদ স্বল্পতার কারণে আমাকে পিএসসি কর্তৃক কোনো পদে সুপারিশ করা হয়নি (উল্লেখ্য, কোটা প্রার্থী না থাকায় পিএসসি ৭০টি পদ খালি রাখে)। গত ২৭ ডিসেম্বর, ২০১২ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী কৃষি ক্যাডারে ২২০টি পদের বিপরীতে ১৩৬ জনকে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, পিএসসি কর্তৃক ১৫০ জনকে সুপারিশ করা হয়েছিল। যে ১৪ জন বাদ পড়েছেন, হয়তো তাঁদের কেউ কেউ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হননি বা পুলিশ প্রত্যয়ন পাননি বা ৩১তম বিসিএসের আগে অন্য কোনো ভালো পদে কর্মরত আছেন। আমার দুঃখ, এই জায়গায় ৮৪ পদ খালি থাকা সত্ত্বেও আমার চাকরি পাইনি। আমার সমস্ত পরিশ্রমের ফলাফল কোটা সংরক্ষণজনিত নিয়মের কারণে শূন্য। যাঁরা এসব নিয়ম তৈরি করেন, তাঁরা কি একবারও ভেবে দেখেছেন আগামী ১০-২০ বছর পর আমাদের দেশের প্রসাশনের কী অবস্থা হবে?’

পার্থ নামে আরেকজন লিখেছেন: ‘আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গতকাল প্রকাশিত বিসিএস ৩৪তম প্রিলিমিনারির ফল বের হয়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ৭৫+ পেয়েও সাধারণ পরীক্ষার্থী চান্স পায়নি অথচ কোটার কারণে ৫৯+ পেয়েও অনেকে চান্স পেয়েছে। মেধার বিচারে ৫৯=৭৫ হতে পারে না। ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়ে চরম হতাশ ও বিপথগামী হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ একসময় মেধাশূন্য হয়ে যেতে পারে।
সদ্য প্রকাশিত বিসিএস রেজাল্ট, ৩২তম স্পেশাল বিসিএস এবং সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে (সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, আইসিবি ইত্যাদি) শুধু মুক্তিযোদ্ধা কোটাধারীদের আবেদন করার যোগ্যতা কি সাধারণ প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক নয়? কোটা কি শিক্ষিত বেকার বৃদ্ধির জন্য দায়ী নয়?’

১০| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩

রাজীব বলেছেন: কাকে আপনি হার্টের অপারেশন বা ব্রেন টিউমারের ভয় দেখাচ্ছেন। যারা সামান্য জ্বর হলেও ব্যাংকক সিংগাপুর যায় তাদেরকে????
সেসব দেশে তো কোটায় নিয়োগ পাওয়া ডাক্তার রা চিকিৎসা করেন না।

১১| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার প্রস্তাব। এইগুলোই বাস্তব এবং গ্রহনযোগ্য।

১২| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সহমত ! অনেক মুক্তিযোদ্ধা ভিক্ষা করে , রিকশা চালায় ! তাদের সন্তানরা তো বিসিএস পরীক্ষা দেয়ার ই সুযোগ পায় না ! এমন অসহায় মুক্তিযোদ্ধাদের খুঁজে আর্থিক সাহায্য করা বেশী জরুরী ! তাতে হয়তো তাদের সন্তানরা কোটা প্রথা ছাড়াই যোগ্য হয়ে উঠবে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.