নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

বিশিষ্ট পর্ণ ব্যবসায়ী কুষ্টিয়ার পান্না মাস্টার গ্রেফতার হয়েছে। আজ রাতে ঘুমের মধ্যে যে স্বপ্নটি দেখতে চাই

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৪৪





এই মাত্র যানতে পারলাম যে বিশিষ্ট পর্ণ ব্যবসায়ী কুষ্টিয়ার পান্না মাস্টার ঢাকায় গ্রেফতার হয়েছেন।

--------------------------------------------------------------------

আমি আজ রাতে ঘুমের মধ্যে যে স্বপ্নটি দেখতে চাই:

-------------------------------------------------------------------

রবিবার সন্ধ্যায় র‌্যাবের সাংবাদিক সম্মেলন:


***************************************************

প্রাইভেট পড়ানোর নামে ফাঁদে ফেলে অন্তত দেড় শতাধিক ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তা সিডি আকারে ছড়িয়ে দেওয়া কুষ্টিয়ার পান্না মাস্টারকে নিয়ে সেই সকল সিডি উদ্ধারে গতকাল ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্যশ্যে রওনা দিলে ঢাকা-আরিচা মহাসড়কে পূর্ব থেকে ওত পেতে থাকা পর্ণ সিডির খদ্দেররা নিজেদের পরিচয় যেন ফাঁস না হয় সেই জন্য তাকে ছিনিয়ে নিতে চাইলে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে পান্না মাস্টার নিহত।



ঘটনা স্হল থেকে আরও ৪ জনের লাশ পাওয়া গেছে তারা হলেন " কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, কুষ্টিয়া যুবলীগ নেতা মনিরুল ইসলাম, যশোর স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী দুলাল হোসেন ও গাংনী স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম সজল"



এখানে উল্লেহখ্য যে কুষ্টিয়া শহরের আড়পাড়ার নিজ বাসায় প্রাইভেট টিউশনিতে আসা স্কুল-কলেজের এসব ছাত্রীকে উপরোক্ত চার সহযোগী নিয়ে ধর্ষণ করত পান্না মাস্টার ও পরে তা ভিডিও করে তা সিডি আকারে ছড়িয়ে দিত।



*************************************************

ঘুম থেকে উঠে পত্রিকার পাতায় যে খবরটি দেখতে চাই;

**************************************************



র‌্যাবের ক্রসফায়ারে পান্না মাস্টার তার ৪ সহযোগী শহ নিহত হওয়ায় কুষ্টিয়া শহরে লাখো মানুষের আনান্দ মিছিল সেই সাথে মিষ্টি বিতরন। র‌্যাবের কল্যান কামনা করে মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়েছে।





মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৪৭

কবীর হুমায়ূন বলেছেন: লে হালুয়া
রুটি ছাড়া খা!

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:০১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: রুটি টা তো আমাদের ট্যাক্সর টাকার তাই নয় কি ???

২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার স্বপ্ন সত্যি হলে জানাবেন কিন্তু

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:০১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: শুধু জানাবো না লগে ২ টা ফকির খাওয়ানোর জন্য টাকা পাঠামু আপনাকে। =p~ =p~

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুখস্বপ্ন

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:০২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: মানুষের অনেক স্বপ্নই তো সত্য হয় আমি আশাঁকরব আমার এই ১ টি স্বপ্নও জেন সত্য হয়।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৫৬

গোলক ধাঁধা বলেছেন: তাহলে সহজে পগারপার,হারামির লতকাইয়া শুটকি দেয়া উচিত

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:০৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি মনে করি একটা ধর্ষকরে ক্রসফায়ার দিলে ভবিষ্যত ধর্ষকদের সামনে তার ভসে উঠবে কাউকে ধর্ষন করতে গেলে।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৫৬

কলা পাতা বলেছেন: স্বপ্ন দেখতে দোষ কি ?? সুখ আর দুখ :(( :(( :(( :((

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:০৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: মানুষের অনেক স্বপ্নই তো সত্য হয় আমি আশাঁকরব আমার এই ১ টি স্বপ্নও জেন সত্য হয়।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৫৮

ফুরব বলেছেন: এতগুলো মেয়ে একসাথে এত বোকামি করে কিভাবে। এদের মধ্যে একটা মেয়েও কি এর প্রতিবাদ করতে পারল না । প্রথম ধর্শিতা মেয়েটা যদি প্রতিবাদ করত তা হলে দ্বিতীয় মেয়েটা আর ধর্শিতা হত না । অবস্থা দৃষ্টে মনে হয় মেয়েদের মানসিক অবস্থা এই টাইপের যে ইজ্জত লুটাইয়া দিব কিন্তু কাউকে জানতে দেব না।

০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "প্রথম ধর্শিতা মেয়েটা যদি প্রতিবাদ করত তা হলে দ্বিতীয় মেয়েটা আর ধর্শিতা হত না । অবস্থা দৃষ্টে মনে হয় মেয়েদের মানসিক অবস্থা এই টাইপের যে ইজ্জত লুটাইয়া দিব কিন্তু কাউকে জানতে দেব না।"


আপনার সাথে একমত। মেয়েদের এগিয়ে আসতে হবে এই সকল নরপশুদেরকে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:০১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এমন দুর্জনের শাস্তি হওয়া উচিত লিঙ্গ কর্তন।

০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমানিত হয়েছে এই ধরনের মানুষগুলো অপরাধ প্রবন হয় বেশি।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:০৯

বহুব্রীহি বলেছেন: বাংলাদেশে এত ভয়াবহ সব ক্রাইম হয় আর কেউ কেউ বলে আমরা খুব ভালো আছি। পশ্চিমারা হলিঊডে কাপড় খুলে যতই নেত্য করুক ওড়া এটলিস্ট এসব ক্রাইমকে লুকিয়ে রাখে না। ক্রিমিনালদের উচিত শাস্তি দেয়। আপনার মতন আমারো খুব এই স্বপ্নটা দেখতে ইচ্ছা করছে...

০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি মনে করি একটা ধর্ষকরে ক্রসফায়ার দিলে ভবিষ্যত ধর্ষকদের সামনে তার ভসে উঠবে কাউকে ধর্ষন করতে গেলে।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:১১

বহুব্রীহি বলেছেন: ভাই ফুরব বাঙালি মেয়েদের জন্ম থেকেই শেখানো হয় আগে ঘরের সম্মান তারপর বাকি সব কিছু

০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: মেয়েদেকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে এই সকল নরপশুদেরকে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:২১

বাংলার হাসান বলেছেন: স্বপ্ন সত্যি হোক।

০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০

আরজু পনি বলেছেন:

র‌্যাব বাহিনী নিষ্কলুষ থেকে আপনার স্বপ্নকে সত্যি করুক। শুভকামনা ।।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ আরজুপনি।

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০

আহলান বলেছেন: সহমত ... ... তবে চোখ নষ্ট করে আজীবন অন্ধ করে রাখলেও খারাপ হয় না ... নরপশুটার লংটার্ম যন্ত্রণাদায়ক শাস্তি দরকার ....

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: কি দরকার এই নরপশুটেকে তার বাবা-মার ঘড়ে বসে বসে খাওয়ানোর ব্যবস্হা করানো???

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫১

আিম এক যাযাবর বলেছেন: আহলান বলেছেন: সহমত....নরপশুটার লংটার্ম যন্ত্রণাদায়ক শাস্তি দরকার .... সহমত।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আর একটা কাজ করা যেতে পারে এরে খাচায় ঢুকিয়ে বাংলাদেশের ৬৪ টি জেলার সবচেয়ে ব্যস্ততম জায়গায় ১ দিন করে প্রদর্শনির ব্যবস্হা করে যেতে পারে।

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৬

মামুন রশিদ বলেছেন: আপনার স্বপ্ন সত্যি হোক

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ সাথে থাকবার জন্য।

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: আরজুপনি বলেছেন:

র‌্যাব বাহিনী নিষ্কলুষ থেকে আপনার স্বপ্নকে সত্যি করুক। শুভকামনা ।।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ সেলিম ভাই।

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৮

ঢাকাবাসী বলেছেন: এদেশে শাস্তি জিনিসটা সবার ইচ্ছা আর সঠিক আইনের মাধ্যমে হওয়া বেশ কঠিন। সরকারের ভুমিকাটাই মূখ্য। এর মত লোককে ক্রসফায়ারে দিলে কোন পাপ নেই এটা জানি।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "এর মত লোককে ক্রসফায়ারে দিলে কোন পাপ নেই এটা জানি।"

আপনার সাথে আমিও একমত।

১৭| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬

আমিনুর রহমান বলেছেন:




ঈদ মোবারক পলাশ !

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বিলম্বিত ঈদ মোবারক আমিনুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.