নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

মামারা জোকস পইড়া যদি না হাসেন তাহলে কাতু-কুতু দিমু ;) ;)

১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৪



যে দেশের কর্মক্ষম যুবকদের প্রতি ১০০ জনের মধ্যে ৫২ জন বেকার; ১০০ জন কর্মক্ষম মানুষের মধ্যে বর্তমানে ২৮ জন বেকার; যে দেশের GDP Growth Rate ঋনাত্নক (মাইনাস); ইউরোপিয়ান ইউনিয়ন যে দেশকে দেউলিয়া ঘোষণা করেছে আজ থেকে ৫ বছর পূর্বে; যে দেশটির মানুষ বেঁচে আছে জার্মানির দয়ার উপরে; সেই গ্রিসের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন শেখ হাসিনা ;);








গত ১ বছরের মধ্যে আজকে সেরা হাঁসিটা দিলাম দৈনিক প্রথম আলোর সংবাদ পইড়া। সুস্থ জীবনের জন্য দৈনিক ৫ মিনিট প্রাণ খুলে হাসাটা অপরিহার্য্য।

কাতু-কুতু দিয়া দেশের ১৬ কোটি মানুষকে হাঁসানোর এই অসম্ভব কাজটা সারা পৃথিবীতে একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব।



হে আল্লাহ দড়ি ফালাও, বাইয়া উডি যাই ;);)







তথ্য সুত্র: The Trading Economics

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ক্লাসে শিক্ষক যখন ছাত্রদের উপদেশ কিংবা পাঠ দেন, তখন বিবেচনায় থাকে না কে ভাল ছাত্র আর কে মন্দ ছাত্র । সকলের উদ্দেশ্যেই উপদেশ বা পাঠ দিয়ে থাকেন । কিন্তু ভাল রেজাল্ট হয় শুধু মাত্র ভাল ছাত্র দ্ধারা । প্রধানমন্ত্রীও তাই করেছেন ।গ্রীসকে বিনিয়োগে আহবান জানানো, এটি একটি বৈদেশিক নীতির অংশ । "প্রথম আলোর" সেটি জানা নেই । শুধু সরকারের সমালোচনা এবং বিতর্কে জাড়ানোর চেষ্টাই প্রথম আলোর উদ্দেশ্য । তাই তো এখন " প্রথম আলো" পড়ে শুধু মূর্খরা । প্রথম আলো জামাতের ও বড় বান্ধব । সেটির প্রমাণ আমরা যারা চার পাঁচ বছর ধরে আলুতে ব্লগিং করতার তারা ভাল করেই জেনে গিয়েছিলাম ।

১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনারেই খুজছে বাংলাদেশ আবুল মালের উত্তর সুরী হিসাবে। লেগে রাহো সাখাওয়াত ভাই ;)

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০০

হেডস্যার বলেছেন:
হাসলাম। /:)

১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৬

জামান শেখ বলেছেন: =p~ =p~

১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: :P :P

৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৭

এসব চলবে না..... বলেছেন: সস্তা কুতর্ক।
একজন প্রধানমন্ত্রী হিসাবে বিনিয়োগের আহবান জানানো সরকারে নীতির অংশ। এখানে গ্রীসের স্থলে শিল্পোন্নোত যে কোন দেশ অথবা সিয়েরা লিওন বা উগান্ডার মত কোন দরিদ্র দেশ হতে পারে।

এটাকে নিয়ে ত্যানা প্যাচানোর সুযোগ নাই।
ইডিওটিক পোষ্টে মাইনাস।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৫

আমি তুমি আমরা বলেছেন: ক্ষেক ক্ষেক ক্ষেক

৬| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৪

ভিটামিন সি বলেছেন: আমরা অনেক সময় অধিক আনন্দে আত্নহারা হয়ে গিয়ে কি বলতে কি বলে ফেলি তার কোন হুশ থাকে না। ওই সমীকরণটাই এখানে প্রযোজ্য।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৭

মিজভী বাপ্পা বলেছেন: ভালু বিনুদুন পাইলাম :)

৮| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৯

আমিনুর রহমান বলেছেন:




আমি হাসলে যদি আবার মাইন্ড খায় তাই সাউন্ডবিহীন হাসি হাসতে আছি :P

৯| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৪

সোহানী বলেছেন: আচ্ছা ওওও সে গ্রীস .. যারা বর্বর ভাবে বাংলাদেশী শ্রমীকদের পাওনা না দিয়ে গুলি করে!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.