নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

ঘূর্ণিঝড় যখন বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল আবহাওয়াবিদরা তখন নাকে সরিষার তেল দিয়ে ঘুমচ্ছিল

৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৫০



বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গত ৩ দিনে যখন বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল বাংলাদেশ আবহাওয়া-বিদরা তখন নাকে রাঁধুনি খাটি সরিষার তেল দিয়ে ঘুমচ্ছিল। একটা নিম্নচাপ সৃষ্টির পর ধাপে-ধাপে সক্রিয় হয় ও ঘূর্ণিঝড়ের রূপ নেয়। কমপক্ষে ৩/৪ দিন পূর্বেই বুঝতে পাড়া যায় কোন স্থানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে; ও তার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে কি না; থাকলে সেটা কোন দিকে অগ্রসর হতে পারে।

সারা বিশ্বের কয়েক ডজন কৃত্রিম উপগ্রহ (লোয়ার ওরবিটিং স্যাটেলাইট ভূ-পৃষ্ঠ থেকে ২০০ -২০০০ কিলোমিটার উঁচুতে অবস্থিত ও জিয়োস্টেশনারি স্যাটেলাইট: ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩৬,০০০ কিলোমিটার উঁচুতে অবস্থিত) এর কল্যাণে রিয়েল টাইম নির্ণয় করা যায় সারা বিশ্বের কোন সাগর বা মাহা সগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে কি না; সেই নিম্নচাপ কোন দিকে অগ্রসর হচ্ছে তার চিত্র পাওয়া যায় প্রতি ১৫ মিনিট পর-পর। এই সকল উপগ্রহ চিত্র পুরোটাই বিনে পয়সায় পাওয়া যায়। শুধুমাত্র কম্পিউটারের মনিটরে চোখ রাখতে হয় ঐ ওয়েবসাইট খুলে। বাংলাদেশের নিজেরও একাধিক আবহাওয়া রাডার আছে যেগুলো থেকে রিয়েল টাইম চিত্র পাওয়া যায় কোন এলাকায় কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে; আকাশে মেঘের পরিমাণ কতটুকু। টর্নেডোর পূর্বাভাষ করা অনেক কঠিন কারণ উৎপত্তি হয়ে আঘাট করার পুরো ব্যাপারটা কয়েক মিনিট থেকে ১/২ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়; এত অনিশ্চয়তা সত্ত্বেও আমেরিকার কোন স্থানে টর্নেডো আঘাত করার ১০ মিনিট থেকে ২/৩ ঘণ্টা পূর্বেই সতর্কতা হর্ন (পাগলা ঘণ্টা) বাজানো হয় ও মানুষ নিরাপদ স্থানে অবস্থান নেন। ঘূর্ণিঝড়ের পূর্বাভাষ করা সারা বিশ্বে এখন ম্যাগি নুড়ুস রান্না করার মতই সহজ কাজে পরিণত হয়েছে।



আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত Joint Typhoon Warning Center (JTWC) তাদের ইস্যু করা ঘূর্ণিঝড়ের পূর্বাভাষ ও সতর্কতা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে সেখানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জারি করা ঘূর্ণিঝড়ের পূর্বাভাষ ও সতর্কতা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ৩ থেকে ৫ ফুট উচ্চতায় উপকূলীয় এলাকা প্লাবিত হতে পারে। কোনটা বিশ্বাস করবো বুঝতে পারতেছি না।



"DYNAMIC GUIDANCE IS IN TIGHT AGREEMENT, THEREFORE, THERE IS HIGH
CONFIDENCE IN THE JTWC FORECAST TRACK. MAXIMUM SIGNIFICANT WAVE
HEIGHT AT 291800Z IS 12 FEET."

নিচের আব হাওয়া পূর্বাভাষটি চিত্রটি ইস্যু করেছে আজ থেকে ২ দিন পূর্বে আমেরিকার হাওয়াই রাজ্যে অবস্থিত Pacific Disaster Center, ২৭ শে জুলাই, ২০১৫।



"Meanwhile, there’s a tropical disturbance in the northern Bay of Bengal…which is stretching over India। It’s being referred to as Invest 98B, and is located approximately 69 NM west of Chittagong, Bangladesh.

The Joint Typhoon Warning Center (JTWC) indicates that satellite imagery shows a broad area of low pressure along the Bangladesh coastline, with convective cloud bands over the Bay wrapping into the center.

The convective organization of this system has improved significantly during the past 12 hours. Upper air analysis depicts moderate to strong 20-30 knot wind shear is blowing over the disturbance. This wind shear, in addition to the frictional effects of the nearby land…are the limiting factors inhibiting its current development.

Weather models show this disturbance tracking very slowly westward along the coast into India…over the next 3-days. If the disturbance were to track just slightly southward, the warm waters of the Bay, and good outflow aloft…may allow for rapid development of a tropical cyclone.

Maximum surface winds are estimated to be 25-30 knots."

কিন্তু বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের পূর্বাভাষ করলো তার ৪৮ ঘণ্টা পরে ২৯ শে জুলাই রাত ৯ টা. ঐ ৪৮ ঘণ্টা কি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়া বিদরা ঘোড়ার ঘাস কেটেছিল নাকি নাখে রাঁধুনি খাটি সরিষার তেল দিয়ে ঘুমচ্ছিল?



আমাকে অনেক অপ্রিয় একটা কথা বলতে হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে কিছু ২-পা ওয়ালা ছাগল চাকুরী করে, যাদের কেউ কেউ ২০ থেকে ৩০ বছর ধরে আবহাওয়া-বিদ হিসাবে কর্মরত থাকলেও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এর কথা বুঝতে পারেন যখন সেটি উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থান করে। এই ছাগল গুলোর জন্য আজও বাংলাদেশের লক্ষ-লক্ষ উপকূলীয় মানুষের জীবন, সম্পদ বিপন্ন হয়ে পড়ে বঙ্গোপসাগরে কোন ঘূর্ণিঝড় সৃষ্ট হলে।

আল্লাহ উপকূলীয় মানুষ গুলোকে আজকে রাতটা প্রাণ ভিক্ষা দাও; যাতে করে আগামীকাল সকাল বেলায় নিরাপদ দূরত্বে সরে যেতে পারে।

*********************************************************************************
নিচের কয়েকটি ওয়েবসাইট থেকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাষ পাওয়া যায় প্রায় রিয়েল টাইম:
*********************************************************************************

১) আমেরিকার হাওয়াই রাজ্যে অবস্থিত Pacific Disaster Center

http://atlas.pdc.org/atlas/?id=6074

ভারত মহাসাগর ও বঙ্গপসাগর এর ঘূর্নীঝড় এর রিয়েল টাইম পূর্বাভাষ

২) Tropical Cyclone Formation Indian Ocean Basin (National Oceanic and Atmospheric Administration (NOAA))

প্রথিবীর যে কোন স্হানের ঘূর্নীঝড়, হ্যারিকেন, টাইফুন এর রিয়েল টাইম পূর্বাভাষ

৩) Tropical Cyclone Formation Probability Guidance Product

৪) Real-Time Hurricane Information Around the Globe

৫) আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত

Joint Typhoon Warning Center (JTWC)

আমেরিকার University of Wisconsin-Madison কর্তৃক পরিচালিত

৬) Cooperative Institute for Meteorological Satellite Studies

জাপানের আবহাওয়া উপগ্রহ Himawari-8 থেকে প্রাপ্ত চিত্র

৭) Regional and Mesoscale Meteorology Branch

আমেরিকার National Oceanic and Atmospheric Administration (NOAA) কর্তৃক পরিচালিত

৮) NESDIS Tropical Cyclone Products

৯) NESDIS Tropical Cyclone 02B

লেখাটার কোন অংশ অন্য কোন মিডিয়ায় প্রকাশ করলে অনুগ্রহপূর্বক কৃতজ্ঞতা প্রকাশ করিয়েন।

মোস্তফা কামাল পলাশ
পিএইচডি গবেষক
পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
ওয়াটারলু বিশ্ববিদ্যালয়, ওন্টেরিও, কানাডা
E-mail: [email protected]

মন্তব্য ২৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৮:০২

মিন্টুর নগর সংবাদ বলেছেন: পলাশ ভাই ও ভাবে বইলেন না । ওরা আবার মাইন্ট খাইতে পারে ।
ওগো বিশ্বাস নাই পরে মাইন্ট খাইয়া যদি উল্টাপাল্টা বার্তা দেয় তাহলে উপকূলি মানুষ গুলার
বিপদ হয়ে যাবে । পোস্টটির জন্য ধন্যবাদ ।

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৪১

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ওয়েবসাইটের তথ্যগুলো দেওয়ার জন্য ধন্যবাদ।

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ওয়েবসাইট গুলো দৈনন্দিন জীবনে কাজে লাগলে আমার লেখা স্বার্থক হবে। আপনাকে ধন্যবাদ।

৩| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০৯

লেখোয়াড়. বলেছেন:
ভাই..............
আমাদের ছাগলদের এসব নিয়ে ভাববার সময় কোথায়?
এদের অন্যসব অনেক কাজ আছে।

আপনাকে ধন্যবাদ পোস্টি দেওয়ার জন্য।

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: কি আর করবেন যত দিন ছাগল গুলো মানুষ না হয় তত দিন উপরের ওয়েবসাইট গুলো দেখে নিজের জীবন রক্ষা করুন।

আপনাকে ধন্যবাদ।

৪| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১০:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি! আমি স্থানীয় পর্যায়ে যতটুকু খোঁজ নিলাম, সেখানে গতকাল রাত থেকে তাড়াহুড়া করে মানুষজন সরানোর কাজ শুরু হয়েছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ৩ নাম্বার থেকে আচমকা ৭ নাম্বার সিগনাল দেয়া হইল। ৭ নাম্বার সিগনাল তো মহাবিপদ সংকেত!! এটা সুস্পষ্ট দায়িত্ব অবহেলার উদহারন। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সক্ষমতা নিয়ে মাঝে মাঝে সত্যি প্রশ্ন উঠে। বিভিন্ন পত্রপত্রিকা মারফত দুই মাস জানলাম, এবার নাকি বৃষ্টি কম হবে। বৃষ্টি এমন কম হইছে যে বন্যাই শুরু হইছে।

আল্লাহ সবার সহায় হোক, এই প্রার্থনাই করি।

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমিও ভেবে পাইনা হঠাৎ করে ৭ নম্বর সংকেত আইলো কৈ থাইকা?

এই গুলা মনে হয় ঘুমাইছিল।

"বিভিন্ন পত্রপত্রিকা মারফত দুই মাস জানলাম, এবার নাকি বৃষ্টি কম হবে। বৃষ্টি এমন কম হইছে যে বন্যাই শুরু হইছে।"

বৃষ্টির ব্যাপারটা আসলেই অনেক জটিল। আমি একটা লেখা লিকবার চিন্তা করেছি; তবে সময় করে উঠতে পারতেছি না।

৫| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১০:১৮

মামু১৩ বলেছেন: আপনিও দেখছি ঘুমিয়ে ছিলেন! এত আগে জেনেও আবহাওয়া দফতরের পরেই পোষ্টটা দিলেন।

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইডি, আমি তো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে চাকুরি করি না যে প্রতি ঘন্টায় ভূ-উপগ্রের চিত্র দিকে তাকিয়ে থাকব :((

৬| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৯

আমিনুর রহমান বলেছেন:


পলাশ আবহওয়া অধিদপ্তরে উচ্চ পদস্থ একজন আবহাওয়াবিদ আছেন, যিনি নীলফামারীতে বিয়ে করেছেন :P

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এইডা কি কইলেন আমিনুর ভাই। ইজ্জত তো পুরাই মাইরা লাইছে। গোপনে ইনবক্সে নাম টা কইয়া দিয়ে কেডা সেই অকাল কুষ্মান্ড :-B

৭| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আল্লাহ্‌ আমাদের দেশের মানুষের জান মাল হেফাজত করুন। এই দুর্যোগ থেকে আমাদের রক্ষা করুন। কা_ভা'র মত আমিও অবাক হয়েছি, হুট করে যখন দেখলাম একলাফে সাত নম্বর বিপদ সংকেত। কি যে হবে? :(

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আল্লাহ জানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মানুষ গুলো সরাদিন অফিসে বসে কি করে। এখন আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নাই। আল্লাহ উপকূলীয় এলাকার মানুষদের রক্ষা করো।

৮| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০১

নতুন বলেছেন: আমাকে অনেক অপ্রিয় একটা কথা বলতে হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে কিছু ২-পা ওয়ালা ছাগল চাকুরী করে, যাদের কেউ কেউ ২০ থেকে ৩০ বছর ধরে আবহাওয়া-বিদ হিসাবে কর্মরত থাকলেও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এর কথা বুঝতে পারেন যখন সেটি উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থান করে। এই ছাগল গুলোর জন্য আজও বাংলাদেশের লক্ষ-লক্ষ উপকূলীয় মানুষের জীবন, সম্পদ বিপন্ন হয়ে পড়ে বঙ্গোপসাগরে কোন ঘূর্ণিঝড় সৃষ্ট হলে।

সত্যি বলেছেন। আপনার পোস্টে যেই লিংকগুলি দিয়েছেন তার খবর এরা রাখেনা।
এদের কোন ট্রেইনিংও হয়না এই সব বিষয়ে। এরা গতবাধা কাজই করে যায় প্রতিদিন। প্রযুক্তি নিয়ে এদের শেখার সময় কই? মাসগেলে বেতন পাইলেই তো হইলো।

৯| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৫

তওসীফ সাদাত বলেছেন:


এটাই কি স্বাভাবিক না?
মাস গেলে বেতন পাওয়ার জন্য যতটুকু নিয়ম মানা প্রয়োজন তারা তো শুধু সেটাই করে। তাদের কে যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়ার পরেও যদি তা ব্যবহারে তাদের এতটা আলসেমি থাকে !! তবে এখানে নিশ্চয় তারা অন্যকিছুর দোষ দিতে পারে না।
হুট করে ৩ থেকে ৭ হওয়ার ব্যাপরটা চোখের নিমিষেই।
আমি ৩ শুনলাম এক বন্ধুর কাছে, সেখান থেকে চট্টগ্রামের এক বন্ধুর খোঁজ করতে গিয়ে শুনি ৭ !!! আচমকা !!!

১০| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৯

লুলুপাগলা বলেছেন: ধন্যবাদ পলাশ ভাই।
আমি এইটা দেখি, আমার কাছে ভালই লাগে।ধন্যবাদ পলাশ ভাই।
আমি এইটা দেখি, আমার কাছে ভালই লাগে।
Weatheunderground.com

১১| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের পূর্বাভাষ করলো তার ৪৮ ঘণ্টা পরে ২৯ শে জুলাই রাত ৯ টা. ঐ ৪৮ ঘণ্টা কি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়া বিদরা ঘোড়ার ঘাস কেটেছিল নাকি নাখে রাঁধুনি খাটি সরিষার তেল দিয়ে ঘুমচ্ছিল?

নয়তো কি?

বলদারা কপি-পেষ্টও শিখৈ নাই!!!! ;)

নিজেরাতো পারেই না- এইগুলা থেকে কপি পেষ্ট কইরা যে গিয়ানী ভাব লইব তাও জানে না!!!! ফাক তালে মানুষৈর জান যায়!!!

১২| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: সময়ের চাহিদার সাথে সবাইকে বর্তমাণ প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে হয়। আমরা এই বিষয়ে পিছিয়ে আছি।

১৩| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৮

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে নিকৃস্ট মানের অসভ্য অশিক্ষিত অপদার্থ অকর্মন্য অলস আমলা হল বাংলাদেশের আবহাওয়া অপিসের আমলারা!

১৪| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:০১

*কুনোব্যাঙ* বলেছেন: উপকূলের এতগুলো মানুষের জন্য যেটা জীবন মরণ সমস্যা সেখানে আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত লোকদের এমন খামখেয়ালিপনা নিঃসন্দেহে দেশপ্রেম এবং দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত!

পলাশ ভাই, আমার মতো আরো অনেকেই ওয়েদার ফোরকাস্টের ব্যাপারে আপনার পোষ্টের উপর গুরুত্ব সহকারে নজর রাখে। দুর্নীতি অযোগ্যের ক্ষমতায়ন সব মিলিয়ে রাষ্ট্রে প্রতি আমাদের আস্থা দিনদিন স্বাভাবিক ভাবেই নিম্নগামী। এমতাবস্থা নিজেদের অস্তিত্ব রক্ষার পথ নিজেদেরই দেখতে হবে। অনলাইন বর্তমানে অন্যতম দ্রুত এক মাধ্যম। রাষ্ট্র অবহেলা করে গেছে কিন্তু সংগঠিত অনলাইন সেখানে উপস্থিত হয়েছে এমন নজির প্রচুর। আশা করবো ভবিষ্যতেও আপনার থেকে নিয়মিত এমন সব পুর্বভাস পেয়ে সবাই মিলে রাষ্ট্রের অবহেলার জায়গাটাতে কিছুটা হলেও কাজে লাগাতে পারবো।

১৫| ৩১ শে জুলাই, ২০১৫ ভোর ৬:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চমৎকার তথ্যসমৃদ্ধ অনুসন্ধানী প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পোষ্ট
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা

১৬| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৪২

আব্দুল্যাহ বলেছেন: আবহাওয়া অফিসটি চট্টগ্রামে নিলে ঠিকখয়ে যাবে, দেখবেন নিজের জীবনের মায়ায় সব করবে তাও আবার সময়ের আগেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.