নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

এ যুগের হ্যামিলনের বাঁশি ওয়ালা: ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান

২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:১১



মাত্র তিন বছরে ঢাকা জেলার সাভার উপজেলার বংশী নদীর তীরের বেদেপাড়াকে যেভাবে পরিবর্তন করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান:

১) ৪২ জন নারীকে বিভিন্ন পোশাক কারখানায় চাকরি যোগাড় করে দিয়েছেন

২) নিজ উদ্যোগে বুটিক কারখানা চালু করে সেখানে বেদে নারীদের কাজের ব্যবস্হা করেছেন। বুটিক কারখানায় উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য দোকান খুলেছেন।

৩) ৩৬ জন বেদে যুবককে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্হা করেছেন

৪) ১০৩ জনের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করেছেন

৫) স্থানীয় স্কুল-কলেজে বিনা বেতনে পড়ার নিশ্চিত করেছেন ৩১৭ বেদে শিক্ষার্থীর

৬) বেদে শিক্ষার্থীদের বিনা পয়সায় পড়ানোর জন্য কোচিং সেন্টার খোলা হয়েছে যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিনে পয়সায় ক্লাস নেন

৭) ভাসমান বেদেদের আবাসনের জন্য পৌনে তিন একর জমি বরাদ্দ পেতে জেলা প্রশাসকের মাধ্যমে সহযোগিতা করেছেন

৮) বেদে-পাড়ার ভেতরে স্কুল তৈরির কাশ শুরু করেছেন

৯) বাল্যবিবাহ কমিয়ে আনার ব্যবস্হা করেছেন (১৮ বছরের পরে বিবাহ করলে আর্থিক সাহায্য করার ব্যবস্হা করেছেন)

১০) বেদে পাড়ার স্যানিটেশনের ব্যবস্থা উন্নত করেছেন

১১) বেদে সম্প্রদায় হতে ৩ জনকে পুলিশে চাকুরী দিয়েছেন

১২) কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেদে-পাড়াকে ‘মাদকের হাট’-এর কুখ্যাতি থেকে মুক্তি দিয়েছেন

নিজের পেশাগত দায়িত্ব পালনের সাথে সাথে মেধা, উৎসাহ ও সামর্থ্য দিয়ে দেশ ও সমাজ গঠনে অন্য উদাহরণ সৃষ্টি করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।

সংবাদটি শেয়ার করার জন্য সকলকে অনুরোধ করবো। এই রকম গল্প গুলো যত বেশি প্রচার করার হবে তত বেশি মানুষ এগিয়ে আসবে এই রকম ভাল কাজ করতে। হাবিবুর রহমান দীর্ঘজীবী হউন এই প্রার্থনা করি।

তথ্য সুত্র: ভিন্ন পুলিশিং, অনন্য উত্তরণ দৈনিক প্রথম আলো, ২৬ শে জুন, ২০১৬

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরকম উৎসাহী প্রতি জেলায় একজন করে থালেই েতা অনেক পরিবর্তন সম্ভব!

উনার উদ্যোগে সাধুবাদ।

শেয়ার করে আমাদের জানানোয় আপনাকে ধণ্যবাদ পলাশ ভাই :)

২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
বিদ্রোহী ভাই, ঠিক এই কথাটাই আমি ভাবতেছিলাম। ৬৪ টা জোলায় প্রায় ৬০০ থানা। ৬৪ টা জেলার মধ্যে মাত্র ১০ টা জেলার পুলিশ সুপার এই রকম একটা করে উদ্দোগ নিয়ে অন্তত ১০ টা এলাকা মাদক মুক্ত হয়। ঐ ১০ জন পুলিশ সুপারকে দেখে কম করে হলেও নতুন ১০ জন পুলিশ কর্মকর্তা একই রকম কাজে আগিয়ে আসবে।

আপনাকে ধন্যবাদ।

২| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:২১

একজন আরমান বলেছেন:
গতকাল নিউজটা পড়লাম। সত্যিই চমৎকার উদ্যোগ । তাও একজন পুলিশ কর্মকর্তার !!

২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমাদের দেশে আনাচে কানাচে এই রকম অনেক মেধাবী, সৎ ও উৎসাহী সরকারি কর্মকর্তা আছেন। সমস্যা হলো আমাদের দেশের মিডিয়া ঐ সকল মানুষদের প্রমোট করে না। মিডিয়া নিয়মিত প্রমোট করলে এই রকম শত-শত কর্মকর্তা তৈরী হতো।

৩| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:৩১

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:০০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।

৪| ২৬ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৩

রায়হানুল এফ রাজ বলেছেন: এমন সৎ ও ভালো মানুষদের সহযোগিতায় এগিয়ে যাবে বাংলাদেশ, তাদের দেখে অনুপ্রাণিত হবে অন্যরা। এই আশা রইল।

২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত।

৫| ২৬ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৪

গেম চেঞ্জার বলেছেন: ভাল খবর। তবে তিনি কি শুধু বেদে সম্প্রদায়ের জন্যই কাজ করেছিলেন? নাকি আরো অনেক আছে??

২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: উনি হয়ত আরও অনেক কিছু করেছেন তবে এই বিষয়টা উনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। একজন পুলিশ সুপার হিসাবে উনার কাজের মধ্যে পরেনা দারিদ্র মানুষকে পুর্নবাসন করা। তবে উনি মাদক ও ক্রাইম সমস্যার মূল বুঝতে পেরে সেই মূল উৎপাটন করার চেষ্টা করেছেন ও সফল হয়েছেন।

৬| ২৬ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একজন ভালো পুলিশ অফিসারের প্রতি রইল শ্রদ্ধা। সেই সাথে অনেক দুর্নীতিবাজ খারাপ পুলিশ অফিসারের প্রতি রইল ঘৃণা।

ধন্যবাদ ভাই মোস্তফা কামাল পলাশ।

২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার সাথে একমত আশরাফুল ভাই। আমরা ভাল কাজের প্রশংসা করবো একই সাথে খারাপ কাজের জন্য ঘৃনা। তবেই ভাল কাজে নিয়োজিত মানুষরা উৎসাহিত হবে সেই সাথে খারাপ কাজের সাথে জড়িত মানুষরা নিন্দিত।

৭| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২২

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ জানাই ঢাকা জেলা পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান কে।

২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ কল্লোল ভাই।

৮| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২০

আলগা কপাল বলেছেন: পড়ে খুবই ইম্প্রেসড হলুম। এর কম আরু পুস্ট চাই। না হলে আপনার ব্যাঞ্চাই। মনে রাইক্কেন পাটক আন্দোলন কুন্তু বড়ই ভয়াঙ্কার আন্দোলন। তা ভাই আইপনে কি হুলিশ নি? আই এম জিপিএ ৫ এবং নতুন বলগার। এখনও কোনো কলেজে চান্চ পাই নাইক্কা । তাই মাথা খারাপ। আর এইডা নিশ্চয় জানেন পাগলের কোনো অপরাধ নাই। আমি পাগল। তাই কোন ভুল খুজবেন না।

২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: হপে হপে; এই রকম পোষ্ট দেওয়া হপে =p~

৯| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এরকম একজন আদর্শ কর্ম কর্তাকে স্যালুট !!
শেয়ার করায় আপনাকেও ধন্যবাদ ।

২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ লিটন ভাই।

আপনি তো এই ক্ষেত্রে সামু ব্লগের আদর্শ। প্রবাসী সফল বাংলাদেশি মানুষদেরকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেন নিয়মিত ভাবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই রকম মানুষদের কাজ যত বেশি প্রচার করবো আমরা তত বেশি করে একই রকম মানুষ তৈরি হবে।

১০| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:০০

কালনী নদী বলেছেন: এরকম একজন আদর্শ কর্ম কর্তাকে স্যালুট !!

২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যা, উনি আসলেই স্যালুট উনার প্রাপ্য।

১১| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:০৭

কালনী নদী বলেছেন: anyway হ্যামিলনের বাঁশিওয়ালা was not a good person in the story at the end One hundred and thirty children followed him out of town and into a cave and were never seen again!!!!

২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত। তবে একটা বিষয় মনে রাখা উচিত। হ্যামিলনের বাঁশিওয়ালাকে একটা সমস্যা দূরিকরণের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। উনি সেই সমস্যাটা পুরোপুরি দূর করতে সক্ষম হয়েছিলনে। পরবর্তীতে উনার প্রাপ্য মুজুরি নিয়ে উনার সাথে প্রতারণা করা হলে উনি প্রতিশোধ নেন। আমরা যদি হ্যামিলনের বাঁশিওয়ালার প্রথমোক্ত কাজটির সাথে হাবিবুর রহমানের কাজের তুলনা করতে পারি। পারি না কি?

১২| ২৭ শে জুন, ২০১৬ সকাল ১০:১৯

আর. এন. রাজু বলেছেন: এরকম আদর্শবান পুলিশ কর্মকর্তা থাকলে আমাদের পরিবেশটাই পরিবর্তন হয়ে যেত।

২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার সাথে একমত। আশাকরছি উনার কাজ দেখে আরও অনকেই একই রকম উদ্যোগ গ্রহন করবেন।

১৩| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৮

প্রামানিক বলেছেন: একজন ভালো পুলিশ অফিসারের প্রতি রইল শ্রদ্ধা। সেই সাথে অনেক দুর্নীতিবাজ খারাপ পুলিশ অফিসারের প্রতি রইল ঘৃণা।
ধন্যবাদ ভাই পলাশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.