নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ; আবহাওয়া পর্যবেক্ষণ প্রযুক্তি অবলম্বনে কিছু আপডেট।

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩



দুই দিন পূর্বে লিখেছিলাম এ বছর বর্ষা মৌসুম এখনও শেষ হয় নি; ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর আঘাত হেনেছিল নভেম্বর মাসের ১৬ তারিখ। উত্তর-পশ্চিম বঙ্গপোসাগের নিম্নচাপের সৃষ্টি হয়েছে শুনার পরে আমার অবস্থা হয়েছে বাংলা ভাষার প্রবাদের মতো "ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়।"

কৃত্রিম ভূ-উপগ্রহ হতে প্রাপ্ত মেঘের চিত্র, মেঘের মধ্যে জ্বলিয় বাষ্পের পরিমাণ, বায়ু প্রবাহের দিক, ও বৃষ্টিপাতের প্রায় রিয়েল টাইম চিত্র পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে নিম্নচাপের ফলে বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় এলাকায় বিশেষ করে সাতক্ষিরা, বাগেরহাট, খুলনা, ভোলা জেলায় ভারি বৃষ্টি হতে পারে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম বলে মনে হচ্ছে কারণ নিম্নচাপের কিছু অংশ ইতিমধ্যেই স্থল ভাগের উপর অবস্থান করছে ফলে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রধান শর্ত সমুদ্রের গরম পানির বাষ্পায়িত হওয়ার পরিমাণ অনেক কম।

ছবি: ১

প্রথম ছবি: EUMETSAT’s Meteosat-7 কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত জলিয় বাষ্পের চিত্র। নীল-সবুজ-লাল কালার নির্দেশ করতে আর্দ্র বাতাস (যত বেশি লাল ও তত বেশি জলিয় বাষ্প)।

ছবি: ২

দ্বিতীয় ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ (আবহাওয়া উপগ্রহ) Himawari-8 দ্বারা সংগ্রহীত; চিত্রের কালার বর্ণনা ২ নম্বর ছবির মতো। (The following image is taken by Japan's Space Agency's Himawari-8 satellite using a wavelength (Band 10 (7.3 µm)) sensitive to the content of water vapor in the atmosphere. Bright and colored areas indicate high water vapor (moisture) content (colored and white areas indicate the presence of both high moisture content and/or ice crystals))

ছবি: ৩

তৃতীয় ছবি: EUMETSAT’s Meteosat-7 কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত visible satellite imagery (a snapshot of what the satellite sees); Visible satellite images can be thought of as photographs of the earth from space.

ছবি: ৪

চতুর্থ ছবি: Earth Null School সাইট থেকেও রিয়েল টাইম বায়ু প্রবাহের চিত্র। বায়ু প্রবাহের দিক দেখে স্পষ্টত ধারনা পাওয়া যাচ্ছে নিম্নচাপ কেন্দ্রে বায়ুর ঘূর্ণন। "Using supercomputers, Earth Null School forecasts these weather patterns updating the weather map every 3 hours. While weather is based on NOAA’s global forecast system

ছবি: ৫

পঞ্চম ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ (আবহাওয়া উপগ্রহ) Himawari-8 দ্বারা সংগ্রহীত Shortwave Infrared image। Lower layers of clouds, generally warmer and lower in altitude, are colored gray. Colder and generally higher clouds tops are highlighted in colors.

অতিরিক্ত তথ্য:

১) Infrared satellite imagery: Infrared satellite technology works by sensing the temperature of infrared radiation being emitted into space from the earth and its atmosphere. Basically, all objects (including water, land, and clouds), radiate infrared light. In general, the temperature of the atmosphere decreases with height. Since clouds are often high in the atmosphere (about 10,000 feet), they are in air that is much colder than the earth's surface. Therefore, the rule of thumb is: the brighter the cloud in an infrared image, the higher the cloud. Colder objects are brighter and warmer objects are darker.

২) Visible satellite imagery are like a photograph, they are dependent on visible light (brought by the sun). As a result, visible satellite pictures only work during daylight hours. This is the greatest drawback to using visible imagery. Also, since a visible satellite picture is basically a photograph, thicker clouds (which reflect the most sunlight) show up very bright, while thinner clouds (like cirrus) are hard to distinguish. তথ্য সুত্র: Visible vs. Infrared Satellite

**********************************************************************************
পৃথিবীর যে কোন প্রান্তে চলমান ঘূর্ণিঝড়, টাইফুন কিংবা হ্যারিকেন থেকে জীবন ও সম্পদ রক্ষার্থে পরিচিত হউন ২ ডজন ওয়েবসাইট এর সাথে
**********************************************************************************

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৮

ভ্রমরের ডানা বলেছেন:



পূর্বপ্রস্তুতি দরকার। খুবই উপকারী পোষ্ট...

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ। কাজলে লাগলে পরিশ্রম স্বার্থক হবে।

২| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: এখানে যশোরে দুই দিন বেশ বৃষ্টি হল, গত রাতভর হয়ে আজ সকাল থেকে রোদ, তার মানে উনি বিদায় নিয়েছেন মনে হচ্ছে! :)

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
অতিথি কি আর সারামাস আত্নীয়ের বাড়িতে থাকতে পারে :P প্রথম সপ্তাহ গোস্ত মাছ দিয়ে খাওয়াইলেও পরের সপ্তাহে মুলা খাওয়াইবেন নিশ্চিত। তাই আগে ভাগে কেটে পড়েছে =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.